গত বছর ওডিআই বিশ্বকাপের ফাইনালে তীরে এসে ডুবেছিল ভারতীয় দলের তরী। অধরা থেকে গিয়েছিল বিশ্বজয়ের স্বপ্ন। সেই ক্ষত এখনও দগদগে রোহিত, বিরাট, বুমরাহদের। এবার টি-২০ বিশ্বকাপ জিতে সেই ক্ষতে প্রলেপ লাগাতে মরিয়া টিম ইন্ডিয়া।

India vs England: সেমিফাইনালে কে হবে ভারতের ‘গোপন অস্ত্র’? চোখে সর্ষেফুল দেখবে ইংরেজরা! জানিয়ে দিলেন রোহিত শর্মা

বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের জোড়া মেগা সেমিফাইনাল। দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে ভারত  ও ইংল্যান্ড। ক্যাঙারুদের হারানোর পর এবার থ্রি লায়ন্সদের বিরুদ্ধেও বিজয় পতাকা ওড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেট দল।
বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের জোড়া মেগা সেমিফাইনাল। দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ক্যাঙারুদের হারানোর পর এবার থ্রি লায়ন্সদের বিরুদ্ধেও বিজয় পতাকা ওড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেট দল।
টি-২০ বিশ্বকাপে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ভারতের বিজয় রথ। গ্রুপ পর্বের পর সুপার এইটেও অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া। টানা তিনটি ম্যাচ জিতে প্রতিযোগিতার সেমিফাইনালের টিকিট পাকা করেছে টিম ইন্ডিয়া
টি-২০ বিশ্বকাপে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ভারতের বিজয় রথ। গ্রুপ পর্বের পর সুপার এইটেও অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া। টানা তিনটি ম্যাচ জিতে প্রতিযোগিতার সেমিফাইনালের টিকিট পাকা করেছে টিম ইন্ডিয়া
সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ডটি ম্যাচটি ভারতীয় সময় ২৭ জুন রাত ৮টা থেকে গায়ানায় হবে মেগা ম্যাচ। ২০২২ টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। ফলে আরও একটি বদলার ম্যাচ ভারতের সামনে।
সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ডটি ম্যাচটি ভারতীয় সময় ২৭ জুন রাত ৮টা থেকে গায়ানায় হবে মেগা ম্যাচ। ২০২২ টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। ফলে আরও একটি বদলার ম্যাচ ভারতের সামনে।
ইংল্যান্ড দলের ব্যাটিং লাইন কতটা শক্তিশালী তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ফিল সল্ট, জস বাটলার, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোব, হ্যারি ব্রুক সমৃদ্ধ ব্যাটিং লাইনকে থামাতে কে হতে পারে ভারতের তুরুপের তাস সেই কথা জানিয়েছেন রোহিত শর্মা।
ইংল্যান্ড দলের ব্যাটিং লাইন কতটা শক্তিশালী তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ফিল সল্ট, জস বাটলার, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোব, হ্যারি ব্রুক সমৃদ্ধ ব্যাটিং লাইনকে থামাতে কে হতে পারে ভারতের তুরুপের তাস সেই কথা জানিয়েছেন রোহিত শর্মা।
এক্ষেত্রে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবের নাম নিয়েছেন ভারত অধিনায়ক। রোহিত বলেছেন,"এখানকার পিচে যে কুলদীপ ভাল বল করবে তা জানতাম। নিউ ইয়র্কে পেসারেরা সাহায্য পাচ্ছিল বলে ওকে খেলানো হয়নি। কিন্তু এখানকার পিচে ওকে দরকার। পরের ম্যাচগুলোতেও ওর বড় ভূমিকা থাকবে।"
এক্ষেত্রে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবের নাম নিয়েছেন ভারত অধিনায়ক। রোহিত বলেছেন,”এখানকার পিচে যে কুলদীপ ভাল বল করবে তা জানতাম। নিউ ইয়র্কে পেসারেরা সাহায্য পাচ্ছিল বলে ওকে খেলানো হয়নি। কিন্তু এখানকার পিচে ওকে দরকার। পরের ম্যাচগুলোতেও ওর বড় ভূমিকা থাকবে।”
প্রতিযোগিতার প্রথম পর্বে না সুযোগ পেলেও সুপার এইটে দলের ফিরেই নিজের ভেলকির জাদুতে প্রতিপক্ষকে চোখে সর্ষফুল দেখাচ্ছেন কুলদীপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সেমিতেও নিজের স্পিনের জাদু দেখাতে প্রস্তুত চায়নাম্যান স্পিনার।
প্রতিযোগিতার প্রথম পর্বে না সুযোগ পেলেও সুপার এইটে দলের ফিরেই নিজের ভেলকির জাদুতে প্রতিপক্ষকে চোখে সর্ষফুল দেখাচ্ছেন কুলদীপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সেমিতেও নিজের স্পিনের জাদু দেখাতে প্রস্তুত চায়নাম্যান স্পিনার।