Tag Archives: Kuldeep Yadav

কুলদীপ যাদব: জীবন, কেরিয়ার, সাফল্য এক ঝলকে

পুরো নাম: কুলদীপ যাদব

জন্ম: ১৪ ডিসেম্বর ১৯৯৪

উচ্চতা: ১.৬৮ মিটার

জাতীয়তা: ভারতীয়

ক্রীড়াবিদ: বাম-হাতি ব্যাটার, বাম-হাতি ধীর গতির চায়নাম্যান বোলার

পরিবার:

পিতা: রাম সিং যাদব

মাতা: ঊষা যাদব

কুলদীপ যাদবের জন্ম উত্তরপ্রদেশের কানপুরে। কুলদীপের বাবা রাম সিং এক ইট ভাটার মালিক। তাঁর বাবা বরাবরই চেয়েছিলেন যে, কুলদীপ যেন ক্রিকেট খেলা চালিয়ে যান। মূলত বাবার উৎসাহেই তিনি বাইশ গজে নিজের জায়গা করে নিতে পেরেছেন। কুলদীপের মা এক জন গৃহিণী। 

কেরিয়ারের সূচনা:

কুলদীপ যাদব হলেন এক জন ভারতীয় ক্রিকেটার। প্রথম থেকেই ওয়াসিম আক্রম এবং জাহির খানের ভক্ত ছিলেন কুলদীপ এবং তাঁদের দেখেই এসেছিল অনুপ্রেরণা। এর ফলে অ্যাকাডেমিক স্তরে কুলদীপ ফাস্ট বোলার হিসেবে খেলা শুরু করেছিলেন। কিন্তু কিছু সময় পেরিয়ে যাওয়ার পর কোচ কপিল পাণ্ডে বুঝতে পেরেছিলেন যে, কুলদীপের গড়ন অনুযায়ী তাঁর বামহাতি ধীরগতির চায়নাম্যান বোলিং শৈলী শেখা উচিত। এর পর কোচের পরামর্শ অনুযায়ী এক জন রিস্ট-স্পিন বোলার হয়েছিলেন তিনি। উত্তরপ্রদেশের অনূর্ধ্ব-১৫ দলে জায়গা করে নিতে না-পারলেও ২০১৪ সালে রাজ্য দলে নিজের জায়গা করে নিয়েছিলেন কুলদীপ। 

আন্তর্জাতিক মঞ্চে উত্থান:

২০১৭ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের ময়দানে অভিষেক হয় কুলদীপের। টেস্ট ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্বকারী প্রথম বাম-হাতি স্পিন বোলার ছিলেন তিনি। তিন মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান-ডে ম্যাচে অভিষেক হয় তাঁর। ২০১৭ সালে একই দলের বিপক্ষে অভিষেক হয়েছিল কুলদীপের। ২০১৭ সালে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে ওডিআই-তে হ্যাটট্রিক করেন তিনি। ২০১৮ সালে প্রথম বাম-হাতি রিস্ট-স্পিন বোলার হিসেবে টি-টোয়েন্টি ইনিংসে উইকেট লাভ করেন কুলদীপ। এর কিছু দিন পর একটি ওডিআই-তে প্রথম পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেন কুলদীপ। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য তাঁকে রাখা হয়েছিল ভারতের স্কোয়াডে।

আইপিএল কেরিয়ার:

২০১২ সালের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন কুলদীপ। এর পর ২০১৪ সালে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। ২০১৮ সালে কলকাতা ফের ,তাঁকে দলে নেয়। কলকাতার হয়ে সব সময়ই দুরন্ত পারফরমেন্স দিয়েছেন কুলদীপ। তাঁর চোটের পর তাঁকে বিশ্রাম নিতে হয় এবং স্বাভাবিক ভাবেই দলে তিনি নিজের জায়গা হারান। ২০২২ সালের মেগা নিলামে দিল্লি ক্যাপিটালস তাঁকে কিনে নিয়ে নিজেদের স্কোয়াডে যুক্ত করে এবং দিল্লিকে নিরাশ করেননি কুলদীপও। প্রায় প্রত্যেকটি ম্যাচেই তিনি নিজের বোলিং দক্ষতার পরিচয় দিয়েছেন। 

চোট-আঘাত:

চোট কুলদীপ যাদবের জন্য সব সময়ই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাঁর আঘাতের কারণে আইপিএল-এর কয়েকটি সিজন খেলতে পারেননি তিনি। পরে যখন সুস্থ হয়ে ফিরে আসেন, তত দিনে তাঁর জায়গায় অন্য কেউ ভালো পারফর্ম করতে শুরু করে দেন। ফলে তাঁকে ডাগ-আউটেই বসে থাকতেই হয়। এর পর চলতি বছরে হাতের চোটের জন্য তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও বাদ পড়ে যান। তবে প্রত্যেক বারই এই প্রতিবন্ধকতাকে জয় করে কুলদীপ সুস্থ হয়ে দলে ফিরে আসেন এবং নিজের জায়গা পাকা করে নেন। 

রেকর্ড:

  • তিনটি ফরম্যাটেই পাঁচ উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন কুলদীপ। 
  • টেস্ট ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করা প্রথম বাঁ-হাতি রিস্ট স্পিন বোলার তিনি।  
  • ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে ১০-০-২৫-৬ স্পেল ওয়ান ডে-তে অন্য বাম-হাতি স্পিনারদের মধ্যে সেরা হিসেবে রেকর্ড তৈরি করেছেন কুলদীপ যাদব।

IPL 2024 vs t20 world cup 2024: প্র্যাকটিসে সতীর্থকেই বল করেন না কুলদীপ! এখন থেকেই মাথায় বিশ্বকাপের ভাবনা চায়নাম্যান স্পিনারের?

আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে টি২০ বিশ্বকাপ। তাই এখন থেকেই ভারতীয় খেলোয়ারের মাথায় ঘুরতে শুরু করে দিয়েছে বিশ্বকাপের পরিকল্পনা? দিল্লি ক্যাপিটালস দল সূত্রে খবর, ভারতের চায়নাম্যান স্পিনার কিছুতেই বল করতে চান না দিল্লি দলের সতীর্থ ট্রিস্টান স্টাবসকে। বার বার স্টাবস চাইলেও তাঁকে বল করতে চাননি কুলদীপ।

দ্য গ্রেড ক্রিকেটারকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্টাবস ফাঁস করেছেন অন্দরের কথা। নেটে কুলদীপের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “ও আমাকে বল করবে না। আমি কয়েক বার চেষ্টা করেছি যে ওর বোলিংয়ে ব্যাট করার, কিন্তু ও বল করবে না।” সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আরও বলেন, “আমার মনে হয় ও বোলিংটাকে রহস্য হিসাবে রেখে দিতে চায়, তাই আমায় বল করতে চায় না।”

আরও পড়ুন: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লে-অফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?

স্টাবসকে আবার প্রশ্ন করা হয়, বিশ্বকাপে ভারতের মুখোমুখি হতে পারে দক্ষিণ আফ্রিকা, সেই কথা ভেবেই কি দিল্লির নেটে স্টাবসকে বল করেন না কুলদীপ? স্টাবস বলেন, “এটা কখনও বলেনি কুলদীপ, তবে এটা হতেও পারে।”

চলতি আইপিএলে ৯টি ম্যাচে ২৮৯ রান দিয়ে ১৪ উইকেট নিয়েছেন কুলদীপ। ২৬ মে আইপিএল ফাইনাল, এর পরে ২ জুন শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। ভারত নামছে ৫ জুন। আইপিএলের পরে সময় বেশি পাবে না কোনও দলই, তাই এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন কুলদীপ?

Kuldeep Yadav: ধরমশালায় ‘চায়নাম্যানের’ ভেলকি, কুলদীপের ‘ফাইফারে’ ধরাশায়ী ব্রিটিশরা

ধরমশালায় 'চায়নাম্যানের' ভেলকিতে ধরাশায়ী ব্রিটিশরা। পঞ্চম টেস্টের দ্বিতীয় সেশনে কুলদীপ যাদবের ঘূর্ণিতে ম্যাচের রাশ হাতে নিল টিম ইন্ডিয়া। কুলদীপের ঝুলিতে 'ফাইফার'।
ধরমশালায় ‘চায়নাম্যানের’ ভেলকিতে ধরাশায়ী ব্রিটিশরা। পঞ্চম টেস্টের দ্বিতীয় সেশনে কুলদীপ যাদবের ঘূর্ণিতে ম্যাচের রাশ হাতে নিল টিম ইন্ডিয়া। কুলদীপের ঝুলিতে ‘ফাইফার’।
ভারত-ইংল্যান্ড লাঞ্চ পর্যন্ত যে ইংল্যান্ড দলকে দেখে মনে হচ্ছিল সাবলীল ব্যাট করছে। সেই ইংল্যান্ড ব্য়াটাররাই লাঞ্চের পর নাকানি-চোবানি খেল ভারতের স্পিন ত্রয়ীর সামনে।
ভারত-ইংল্যান্ড লাঞ্চ পর্যন্ত যে ইংল্যান্ড দলকে দেখে মনে হচ্ছিল সাবলীল ব্যাট করছে। সেই ইংল্যান্ড ব্য়াটাররাই লাঞ্চের পর নাকানি-চোবানি খেল ভারতের স্পিন ত্রয়ীর সামনে।
কুলদীপ যাদবের স্পিনের সামনে অসহায় আত্মসমর্পন করে ইংল্যান্ড ব্যাটাররা। চা বিরতির আগেই ৫ উইকেট নিলেন কুলদীপ। কুলদীপকে সঙ্গে দিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।
কুলদীপ যাদবের স্পিনের সামনে অসহায় আত্মসমর্পন করে ইংল্যান্ড ব্যাটাররা। চা বিরতির আগেই ৫ উইকেট নিলেন কুলদীপ। কুলদীপকে সঙ্গে দিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।
কুলদীপ যাদবের এটি টেস্ট ক্রিকেট চতুর্থ পাঁচ উইকেট শিকার। এদিন কুলদীপের ফাইফারের শিকার হলেন জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জনি বেয়ারস্টো, বেন স্টোকস।
কুলদীপ যাদবের এটি টেস্ট ক্রিকেট চতুর্থ পাঁচ উইকেট শিকার। এদিন কুলদীপের ফাইফারের শিকার হলেন জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জনি বেয়ারস্টো, বেন স্টোকস।
শুধু পাঁচ উইকেট নেওয়া নয়, একইসঙ্গে এদিন নিজের টেস্ট কেরিয়ারের ৫০ উইকেটও পূরণ করলেন কুলদীপ যাদব। ২১৮ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। কুলদীপ ৫টি, অশ্বিন ৪টি, জাদেজা ১টি উইকেট নেন।
শুধু পাঁচ উইকেট নেওয়া নয়, একইসঙ্গে এদিন নিজের টেস্ট কেরিয়ারের ৫০ উইকেটও পূরণ করলেন কুলদীপ যাদব। ২১৮ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। কুলদীপ ৫টি, অশ্বিন ৪টি, জাদেজা ১টি উইকেট নেন।

Ind vs Eng: অশ্বিন- কুলদীপের প্যাঁচে পা দিয়ে ইংল্যান্ড দিশেহারা, জয়ের গন্ধ পাচ্ছে রোহিত এন্ড কোং

রাঁচি: ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে  চতুর্থ টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ভারতীয় বোলারদের দাপটে উড়ে গেল ইংল্যান্ড। কুলদীপ যাদব এবং আর অশ্বিন এই ম্যাচে ভারতের ইংল্যান্ডের । অশ্বিন নেন ৫ উইকেট আর কুলদীপের ঝোলায় যায় ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে বাজেভাবে ফ্লপ হয় ইংল্যান্ড দল। এটি ৫৩.৫ ওভারে মাত্র ১৪৫ রান করতে পারে এবং ১০ উইকেট হারিয়ে ফেলে৷ রবীন্দ্র জাদেজা ও সরফরাজ খানের মতো খেলোয়াড়রা প্রথম ইনিংসের মতো রান তুলতে ব্যর্থ হন।

হাফ সেঞ্চুরি করে দলকে সমস্যা থেকে মুক্ত করেন ধ্রুব জুরেল। ভারতীয় দল যখন রান তুলতে হিমশিম খাচ্ছিল এবং ইংল্যান্ড দল বড় লিড নেওয়ার দিকে এগোচ্ছে, ধ্রুব জুরেল একা কাঁপিয়ে দেন। রাঁচি টেস্টের তৃতীয় দিনে ৯৬ বল খেলেন তিনি৷ তিনি ৩টি চার এবং ১টি ছক্কার সাহায্যে একটি হাফ সেঞ্চুরি করেন এবং স্কোর ৩০৩ রানে নিয়ে যান।

ইংল্যান্ড দলের হয়ে দ্বিতীয় ইনিংসে একমাত্র জ্যাক ক্রাওলি একটু ভদ্রস্থ রান করেন। তিনি ৬০ রান করেন। বেয়ারস্তো করেন ৩০ রান। এছাড়া ভাল ইনিংস খেলতে পারেননি কোনও ইংলিশ ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে ১৪৫ রান তুলতে শেষ হয়ে যায় ইংল্যান্ড দল৷

আরও পড়ুন ? Health Benefit: নারকেলে লুকিয়ে গুণের খাজানা! কোলেস্টোরেল বাগে রাখা থেকে এনার্জির ভাণ্ডার রোজ রাখুন পাতে

চতুর্থ ইনিংসে ভারতকে জয়ের ১৯২ রান করতে হবে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ইনিংস শুরু করেছেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ২৭ বলে ২৪ রান করে অপরাজিত আছেন রোহিত শর্মা। যশস্বী জয়সওয়াল ১৬ রানে ব্যাট করছেন। এই খেলা চতুর্থ দিনে শেষ হয় কি না সেটাই দেখার।

ভারতীয় দল যদি এই ভাবে ব্যাটিং চালিয়ে যায়, তাহলে চতুর্থ দিনেই ম্যাচ পকেটে পুরে ফেলবে টিম ইন্ডিয়া। চতুর্থ টেস্ট ম্যাচে  জিতলেই এক ম্যাচ বাকি থাকতে  সিরিজও জিতে নেবে ।  টিম ইন্ডিয়া  মাত্র ১ ম্যাচে হেরেছে। দ্বিতীয় ও তৃতীয় দুটি টেস্ট ম্যাচেই জয় পেয়েছে ভারত। এখন চতুর্থ ম্যাচেও জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া৷

India vs South Africa 3rd T20: ৯৫-তে অলআউট দক্ষিণ আফ্রিকা, ব্যাটে-বলে প্রোটিয়াদের উড়িয়ে দিয়ে সিরিজ ড্র করল ভারত

জোহানেসবার্গ: প্রথমে সূর্যকুমার যাদবের ব্যাটিং তাণ্ডব। তারপর কুলদীপ যাদবের ঘূর্ণির ছোবল। দুই ধাক্কায় তৃতীয় টি-২০ ম্যাচে একেবারে কুপকাত দক্ষিণ আফ্রিকা। একতরফা ম্যাচে প্রোটিয়াদের ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করল টিম ইন্ডিয়া।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শুভমান গিল, তিলক বর্মারা ব্যর্থ হন। যশশ্বী জয়সওয়াল ও সূর্যকুমার যাদবের ১১২ রানের পার্টনারশিপে ম্যাচে ঘুড়ে দাঁড়ায় ভারত। ৬০ রানের ঝকঝকে ইনিংস খেলেন যশস্বী। তরুণ বাঁ হাতি ওপেনার সাজঘরে ফেরার পর একদিক থেকে উইকেট পড়লেও অপরদিক থেকে নিজের বিধ্বংসী ইনিংস চালিয়ে যান সূর্যকুমার যাদব।

মাত্র ৫৫ বলে নিজের শতরান পূরণ করেন সূর্যকুমার যাদব। এটি টি-২০ ক্রিকেটে সূর্যকুমার যাদবের চতুর্থ শতরান। নিজের ইনিংসে ৮টি ছয় ও ৭টি চার মারেন সূর্যকুমার যাদব। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন তিনি। ৫৬ বলে ১০০ রানের ইনিংস খেলে আউট হন সূর্যকুমার যাদব। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করে ভারত।

রান তাড়া করতে নেমে জোহানেসবার্গে শুরু থেকেই ব্যাটিং ভরাডুবির সম্মুখীন হয় দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে কুলদীপ যাদবের চায়নাম্যান স্পিনের সামনে এদিন অসহায় আত্মসমর্পণ করেন প্রোটিয়া ব্যাটাররা। ডেভিড মিলারের ৩৫, এডেন মার্করামের ২৫ ও ডোনোভ্যান ফেরেইরার ১২ রানের ইনিংস ছাড়া দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটার দুই অঙ্কের সংখ্যায় পৌছতে পারেনি।

আরও পড়ুনঃ Suryakumar Yadav: সূর্যকুমার যাদবের বিধ্বংসী সেঞ্চুরি, ডু অর ডাই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২০২ টার্গেট দিল ভারত

কুলদীপ যাদব একাই ৫ প্রোটিয়া ব্যাটারকে প্যাভেলিয়নের রাস্তা দেখান। এছাড়া রবীন্দ্র জাদেজা দুটি ও একটি করে উইকেট নেন মুকেশ কুমার এবং অর্শদীপ সিং। ১৩.৫ ওভারে ৯৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১০৬ রানে ম্যাচ জেতে ভারত।  ম্যাচের সূর্যকুমার যাদব।

Police Sent To Kuldeep Yadav House: বিশ্বকাপ ফাইনাল হারের পর কুলদীপ যাদবের বাড়িতে পুলিশ! কারণটা কী

কানপুর: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তীরে এসে ডুবেছে ভারতীয় দলের তরী। রোহিত শর্মা-বিরাট কোহলিদের পাশাপাশি স্বপ্নভঙ্গ হয়েছে দেশবাসীর। ফাইনাল শেষে ধীরে ধীরে বাড়ি ফিরছেন ভারতীয় প্লেয়াররা। তবে এইভাবে হার মেনে নিতে পারেনি অনেক ফ্যানেরা। ক্ষুব্ধ হয়ে উঠছেন তারা। যার ফলে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বিশ্বকাপের ফাইনাল হেরে যাওয়ার পর ভারতীয় বোলার কুলদীপ যাদবের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ম্যাচ শেষের সঙ্গে সঙ্গে কুলদীপের বাড়িতে পুলিশ পাঠানো হয়। তবে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে কানপুরের ডিফেন্স কলোনিতে কুলদীপ যাদবের বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কানপুর পুলিশ জানিয়েছে, কুলদীপ যাদবের পরিবারের কাছ থেকে নিরাপত্তার কোনও দাবি করা হয়নি, তবে পুলিশ তাদের পক্ষ থেকে সতর্ক রয়েছে এবং কঠোর নজরদারি করা হচ্ছে। ইন্সপেক্টর অরবিন্দ সিসোদিয়া জানিয়েছেন,”সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুলদীপ যাদবের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও ধরনের বিক্ষোভ বা হট্টগোলের হয়নি, তবে আমরা আমাদের পক্ষ থেকে পুরোপুরি সজাগ রয়েছি।”

আরও পড়ুনঃ 5 Indian Players May Announce retirement: শীঘ্রই অবসর নিতে চলেছেন ৫ ভারতীয় মহাতারকা! যারা সকলেই খেলেছেন বিশ্বকাপে

প্রসঙ্গত, এবার বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাট করে ২৪০ রানে অলআউট হয়ে যায় ভারত। কেএল রাহুল ৬৬, বিরাট কোহলি করেন ৫৪ ও রোহিত শর্মা ৪৭ রান করেন। রান তাড়া করতে নেমে ট্রেভিস হেডের শতরান ও মার্নাস লাবুশানের অর্ধশতরানে ভর করে সহজ জয় পেল ব্যাগি গ্রিনরা। ১৩৭ রান করেন হেড ও ৫৮ করেন লাবুশানে। ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে গিয়েছে অস্ট্রেলিয়া।

বলটা পড়ে গেল কোথায়! মার্করমের অবস্থা ‘ঢুঁঢতে রহ যাওগে’, কুলদীপের কিলার বল ভাইরাল ভিডিও

#লখনউ:  ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে লখনউতে ওয়ানডে ম্যাচের সিরিজ শুরু হয়ে গেছে৷  ভারতের মূল দল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় রওনা দিয়ে দিয়েছে৷ এই অবস্থায় কার্যত ভারতের বি টিম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলছে৷ প্রথম ওয়ান ডে ম্যাচে ভারত ৯ রানে হারলেও এই ম্যাচে বেশ কিছু মোমেন্ট ভারতীয় ক্রিকেটাররাও তৈরি করছিলেন তার মধ্যে যেটার কথা না বললেই নয়, সেটা হল কুলদীপ যাদবের দারুণ বল৷ এদিন বল হাতে ভাল পারফরম্যান্স ছিল তরুণ শার্দুল ঠাকুরেরেও৷ তবে কুলদীপ যাদবের যে বলে মার্করম আউট হন তা দেখে ক্রিকেটপ্রেমী জনতা কার্যত বাকরুদ্ধ৷ সেই আউট তাই এখন ক্রিকেটের ভাইরাল ভিডিও৷

শার্দুল ঠাকুর ১৩ তম ওভারের প্রথম বলেই মলানকে ২২ রানে প্যাভিলয়নে ফেরত পাঠিয়ে দেন৷ যা দক্ষিণ আফ্রিকার দলের জন্য বড় ঝটকা ছিল৷ এরপর শার্দুল ১৫ ওভারে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাবুমাকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন৷ ভারতের বোলারদের মধ্যে কুলদীপ যাদবকে অধিনায়ক শিখর ধাওয়ান ১৬তম ওভারে বল দেন৷

 

আরও পড়ুন –  5G in India: উচ্চমানের শিক্ষা অথচ সস্তা, ২০২৩ -র মধ্যে প্রতি গ্রাম-শহরে 5G পৌঁছে দেওয়ার অঙ্গীকার মুকেশ আম্বানির

এদিন বল হাতে খতরনাক মুডে ছিলেন কুলদীপ যাদব

দেখে নিন সেই ভাইরাল ভিডিও

 

 

নিজের প্রথম ওভার করতে আসা কুলদীপ একেবারে কিলার মুডে ছিলেন! তাঁর শানদার স্পিন বল থেকে বাঁচার চেষ্টা করছিলেন এডেন মার্করম৷ কিন্তু কুলদীপ তাঁকে প্যাভিলিয়নে ফিরিয়েই ছাড়বেন এই মাথায় নিয়েই এসেছিলেন৷

এদিন রান করার আগেই মার্করম কুলদীপ যাদবের ওভারে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান৷ কুলদীপের ওভারের শেষ বল ড্রপ খাওয়ার পর এমন ভাবে টার্ন করে যে একেবারে উইকেটের মধ্যে ঢুকে গিয়ে কাজের কাজ করে দেয়৷বলটি বুঝে শট অফার করার জন্য মার্করম আর বিশেষ কিছু করে উঠতে পারেননি৷ তার আগেই তার ‘চারোখানে চিত’ হয়ে যায়৷ বোল্ড হয়ে গিয়ে তিনি দাঁড়িয়েই ছিলেন! কুলদীপ যাদবের এই বল বোঝা খুবই শক্ত ছিল৷ এভাবে তাঁকে বিট করে দেবে কুলদীপের স্পিন তা ঠাহর করে ওঠার আগেই কাম তামাম হয়ে যায় মার্করমের৷

দক্ষিণ আফ্রিকার জন্য এটা তিন নম্বর উইকেট হারানো ছিল৷ মার্করম ৫ বলে বিনা রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷ দক্ষিণ আফ্রিকার তখন স্কোর ছিল ১৬ ওভারে ৩ উইকেটে ৭১৷

Kuldeep Yadav, IPL : কেকেআরকে দেখলেই জ্বলে উঠছেন! কোন মন্ত্রে বদলে গেলেন কুলদীপ যাদব ? জানুন

#মুম্বই: কলকাতা নাইট রাইডার্স দলের বিপক্ষে প্রথম সাক্ষাৎকারে চারটি উইকেট নিয়েছিল। দ্বিতীয় সাক্ষাৎকারেও সেই চার উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। কেকেআর ব্যাটসম্যানরা ধরতে পারেননি চায়নাম্যান বোলারকে। রাসেল, নারিন, শ্রেয়স আইয়ার কুলদীপের মায়াজাল কেটে বের হতে পারেননি। পুরনো ফ্রাঞ্চাইজির বিপক্ষে ভেতর ভেতর অনেক রাগ জমা ছিল কুলদীপ যাদবের। মুখে না বললেও প্রমাণ পাওয়া যাচ্ছে পারফরম্যান্সে।

আরও পড়ুন – KKR, Shreyas Iyer : টানা পাঁচ ম্যাচ হেরেও নাকি কম্বিনেশন বুঝতে পারছেন না কেকেআর অধিনায়ক শ্রেয়স

এটা ঠিক কথা, কেকেআর জার্সিতে শেষ দুটি বছর বলার মত পারফর্ম করতে পারেননি কুলদীপ। প্রচুর মার খেয়েছিলেন। মাঝের সময়টা অস্ত্রোপচার। তারপর ফিট হয়ে ফিরে আসার লড়াই সহজ ছিল না। কিন্তু হাল ছাড়েননি। ছোটবেলার কোচ প্রতিনিয়ত অনুশীলন করে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কুলদীপ অবশ্য বলছেন কেকেআরের বিরুদ্ধে যুদ্ধ করার ছিল না। অভিমান থাকতে পারে। কিন্তু কেকেআর তার পুরনো দল।

Kuldeep Yadav says wicket of Andre Russell most satisfying তিনি বরং খুশি নিজের বর্তমান ফর্ম নিয়ে। পাশাপাশি যুজবেন্দ্র চাহাল যেভাবে পারফর্ম করে চলেছেন, তাতে আরো খুশি কুলদীপ যাদব। মন থেকে চাইছেন এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হন চাহাল। পার্পেল ক্যাপ উঠুক তার মাথায়। কুলচা জুটি টি টোয়েন্টি বিশ্বকাপে ফিরবে এমন সম্ভাবনা উজ্জ্বল। কুলদীপ যাদব অবশ্য এই মুহূর্তে শুধুই আইপিএল নিয়ে ভাবতে চান।

ভারতের জার্সিতে সুযোগ পেলে জীবন বাজি রাখবেন সেই কথা আগেই দিয়ে রেখেছেন চায়নাম্যান বোলার। কুলদীপ জানিয়েছেন যখন তার খারাপ সময় গিয়েছিল প্রতিনিয়ত পাশে ছিলেন চাহাল। তাকে সাহস দিয়েছেন, আত্মবিশ্বাস দিয়েছেন। ফিরে আসার লড়াই জারি রাখার অনুপ্রেরণা দিয়েছেন।

ছোট ছোট পরামর্শ দিয়েছিলেন, যেগুলো মেনে চলে সফল হয়েছেন কুলদীপ। তাই বড় দাদা হিসেবে দেখেন চাহালকে। আপাতত ব্যক্তিগত লক্ষ্য দিল্লির ম্যাচ খেলা এবং যত বেশি সম্ভব উইকেট নেওয়া। কেকেআরের বিরুদ্ধে তাকে সবচেয়ে আনন্দ দিয়েছে আন্দ্রে রাসেলের উইকেট। যেভাবে তিনি রাসেলকে বোকা বানিয়েছেন, সেটা খুব মজার বলছেন কুলদীপ।

Kuldeep Yadav vs Yuzvendra Chahal : দুই রিস্ট স্পিনারকে কেন্দ্র করে আজ জমজমাট আইপিএলের লড়াই! চোখ রাখুন

#মুম্বই: গত একটা বছর খুব খারাপ সময় গিয়েছিল তার। কেকেআর দল থেকে ছেড়ে দেওয়ার পর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। কিন্তু ছোটবেলার কোচ এবং পরিবার পাশে থাকায় ক্রিকেট থেকে সরে যাননি। অস্ত্রোপচার করেও মাঠে ফিরেছেন। এবারের ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে ঘুরিয়ে দিয়েছিলেন ম্যাচের ভাগ্য। মুখের ওপর জবাব দিয়েছিলেন নাইট কর্তৃপক্ষকে। তাকে ছেড়ে দিয়ে ভুল করেছিল কেকেআর প্রমাণ করেছেন কুলদীপ যাদব।

আরও পড়ুন – Sachin Tendulkar on Mumbai Indians : চরম ব্যর্থতা সত্ত্বেও কেন মুম্বই ইন্ডিয়ান্স নিয়ে আশাবাদী সচিন? জানতে পড়ুন

বুধবার ফের পঞ্জাব কিংসের বিরুদ্ধে কুলদীপই ম্যাচের সেরা হয়েছেন। তাঁর বোলিং হিসেব ৪-০-২৪-২। ফিরিয়ে দেন কাগিসো রাবাডা এবং নেথান এলিসকে। ম্যাচের পরে সম্প্রচারকারী চ্যানেলে কুলদীপ নিজের দু’টি উইকেটের জন্যই কৃতিত্ব দিয়েছেন তাঁর অধিনায়ক ঋষভ পন্থকে। ঋষভই নাকি তাঁকে একটি বিশেষ কৌশল নিতে বারবার বলে যাচ্ছিলেন। কুলদীপ নিজে যা প্রথমে করতে চাননি।

শেষপর্যন্ত অবশ্য তিনি অধিনায়কের পরামর্শ শুনে বল করেই এলিসকে বোল্ড করেন। চায়নাম্যান স্পিনার মনে করেন, ক্রিকেট তাঁর পুনর্জন্মের নেপথ্যে ঋষভের উৎসাহ খুবই কাজে এসেছে। তাঁর ভাল লাগে, বোলারেরা রান দিয়ে ফেললেও অধিনায়ক হতাশ হন না দেখে। প্রাক্তন এই ‘নাইট’ যোগ করেছেন, এই মুহূর্তে নিজের বোলিং দারুণ উপভোগ করছি। এবং সেটা বহুদিন বাদে।

এবার আমার এত উইকেট পাওয়ার জন্য সব কৃতিত্ব প্রাপ্য ঋষভের।

ও সবসময় স্পিনারদের সাহয্য করে। এবং সেটা একেবারে শেষ পর্যন্ত করে যায়। যা যে কোনও বোলারকেই আত্মবিশ্বাসী করে তোলে। আমি নিজেকে দিয়ে সেটা বুঝেছি। নতুন দলের হয়ে খেলতে নেমে সাড়া ফেলেছেন আর এক ভারতীয় স্পিনারও। তিনি যুজ়বেন্দ্র চহাল। আজ, শুক্রবার, আইপিএলের মঞ্চে আবার একসঙ্গে দেখা যাবে কুল-চাকে। তবে জুটি হিসেবে নয়, তাঁরা খেলবেন পরস্পরের বিরুদ্ধে।

দিল্লি ক্যাপিটালসের যদি থাকে কুলদীপ যাদব, তবে রাজস্থান রয়্যালসের আছে যুজ়বেন্দ্র চহাল। যিনি আগের ম্যাচে এক ওভারে হ্যাটট্রিক-সহ চার উইকেট নিয়ে রাজস্থানকে জিতিয়েছিলেন কেকেআরের বিরুদ্ধে। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ১৩ উইকেট পেয়ে দু’নম্বরে আছেন কুলদীপ। আর ১৭ উইকেট পেয়ে শীর্ষে লেগস্পিনার চহাল। দুই ‘রিস্টস্পিনার’ই ছ’টি করে ম্যাচ খেলেছেন।

IPL 2022: কেকেআরে ব্রাত্য কুলদীপই ঝরালেন বিষ, দিল্লির কাছে হেরে থমকাল নাইটদের জয়রথ

#মুম্বই: কেকেআরের জয়ের ধারায় পড়ল ফুলস্টপ৷ দিল্লি ক্যাপিটাল্সের সামনে চ্যালেঞ্জ ছিল হারের হ্যাটট্রিক আটকানো আর সেখানে সফল দিল্লি৷ প্রথমে পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নারের ব্যাট, শেষে শার্দুল ঠাকুরের শেষ বেলার ফুলঝুরিতে বিশাল ৫ উইকেটে ২১৫ রান করে তারা৷ এত বেশি রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে শুরু থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল কেকেআর৷ ১৯.৪ ওভারে ১৭১ রান করে শেষ হল নাইটদের ইনিংস৷ ৪৪ রানে জিতল দিল্লি ক্যাপিটাল্স৷

এদিন শুরু থেকেই গণ্ডগোল শুরু হয়৷ অজিঙ্ক রাহানে পরপর দুবার এলবিডাব্লু -র ভুল সিদ্ধান্ত থেকে রিভিউ নিয়ে বাঁচেন কিন্তু তাতে লাভের লাভ বিশেষ হয়নি৷ তিনি ৮ রান করে আউট হন৷ ফ্লপ অন্য ওপেনার ভেঙ্কটেশ আইয়ারও৷ তাঁর অবদান ১৮ রান৷

আরও পড়ুন – IPL 2022: দড়াম করে বাউন্সার লাগল হেলমেটে, ছুটে এল শ্রেয়স আইয়ার, তারপর পৃথ্বী যা করলেন…

এদিন কেকেআরের হয়ে সর্বোচ্চ রান অধিনায়ক শ্রেয়স আইয়ারের৷ তিনি ৫৪ রান করেন৷ ৩৩ বলে ৫৪ রান করেন৷ তিনি ৫ টি চার ও ২টি ছয় মারেন৷ এছাড়াও নীতিশ রাণাও চেষ্টা করেন ২০ বলে ৩০ করে আউট হয়ে যান৷ ৯ বলে ১৫ রান করে আউট হন স্যাম বিলিংস৷ এরপর ফ্লপ প্যাট কামিন্স, সুনীল নারিনরা৷ কেকেআরে ব্রাত্য কুলদীপ যাদব এদিন বল হাতে কামাল করে দেন৷

কুলদীপ যাদব ৪ ওভারে ৩৫  রান দিয়ে ৪ উইকেট নেন৷ খলিল আহমেদও দুর্দান্ত ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন৷

শেষ ম্যাচে হারের পর দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক ঋষভ পন্থ জানিয়েছিলেন তাঁর দলের ব্যাটসম্যানরা বিশেষ ভাল খেলছেন না৷ সেই কথাটাই একেবারে মনে মেনে কেকেআর বনাম দিল্লি ম্যাচে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটাল্স৷ এদিন দুই ওপেনার অর্থাৎ পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার দুজনেই অর্ধশতরান করেন৷ এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ প্রথমে ব্যাট করে দিল্লি  ২০ ওভারে ৫  উইকেটে ২১৫ রান করে দিল্লি ক্যাপিটাল্স৷  শার্দুল ঠাকুর ১১ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে এই মরশুমের সর্বোচ্চ রান করে ফেলেলেন৷

এদিন মাত্র ২৯ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন পৃথ্বী শ৷ ঝোড়ো ইনিংসে কেকেআরের দারুণ বোলিং লাইনআপকে তিনি এদিন একেবারে দিশেহারা করে দেন৷ তাঁর ইনিংস এদিন সাজানো ছিল ৭ টি চার ও ২ টি ছয় দিয়ে৷

আরও পড়ুন – চার ম্যাচে হেরেছে মুম্বই, আরসিবি জেতার পর বিরাট কোহলি কি গল্প করলেন সচিনের সঙ্গে

পাশাপাশি অন্য এন্ডে খানিকটা সংযত অথচ ব্যাট চালিয়ে খেলে দিল্লিকে জবরদস্ত শুরু দেন ডেভিড ওয়ার্নার৷ পৃথ্বী এবং ওয়ার্নার জুটিতে ওঠে ৯৩ রান৷ পৃ্থ্বী আউট হওয়ার পরে অধিনায়ক ঋষভ পন্থ নামলেও তেমন বড় কিছু করে উঠতে পারেননি দিল্লি অধিনায়ক৷ ঋষভ পন্থ এদিন ১৪ বলে ২৭ রান করে ফিরে যান৷ তাঁর ইনিংসে ২ টি চার ও ২ টি ছয় মারেন৷ কিন্তু এই রানকে বড় স্কোরে কনভার্ট করতে পারেননি তিন৷

এরপরে অবশ্য ডেভিড ওয়ার্নার ছাড়া বাকি ক্রিকেটাররা শুরুর মোমেন্টামকে টানতে পারেননি৷ ললিত যাদব ও রম্ভান পাওয়েল কেউই দুই অঙ্কের স্কোর করতে পারেননি৷

ডেভিড ওয়ার্নার এদিন ৪৫ বলে ৬১ করে উমেশ যাদবের শিকার৷ ৬ টি চার ও ২ টি ছয় মারেন তিনি৷ এদিন শুরুতে উমেশ যাদব বড় কিছু করতে না পারলেও সেট ব্যাটসম্যান ওয়ার্নারকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন৷

এদিন কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তী প্রথম ব্রেক থ্রু দেন৷ আগুন ঝরানো পৃ্থ্বীকে আউট করে দেন তিনি৷ আন্দ্রে রাসেল নেন অধিনায়ক ঋষভ পন্থের উইকেট৷

 

Washington Sundar T20 series : হ্যামস্ট্রিং চোট, কলকাতায় নেই ওয়াশিংটন সুন্দর! বদলি হিসেবে কুলদীপ যাদব

#কলকাতা: একটা নির্দিষ্ট ব্লু প্রিন্ট নিয়ে এই মুহূর্তে এগিয়ে চলেছে ভারতীয় ক্রিকেট। লক্ষ্য আগামী কয়েক মাসের মধ্যে একটা নির্দিষ্ট ১৬-১৮ জনের সাদা বলের ক্রিকেটারদের নিয়ে দল তৈরি করা। বছর শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং তার পরের বছর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ। তার ওপর করোনা আক্রান্ত কে কখন হবেন বলা মুশকিল। তাই একটা কমপক্ষে ১৮ জনের সেট পুল তৈরি রাখতে চায় বিসিসিআই।

আরও পড়ুন – SC East Bengal vs Kerala Blasters, ISL: পুষ্পা ডান্স দিলেন ইস্টবেঙ্গলকে হারিয়ে! কেরলের জয়ের নায়ক সিপোভিচ

রাহুল দ্রাবিড়ের এই টিম ইন্ডিয়া বিভিন্ন পার্মুটেশন কম্বিনেশন করছে। তবে খারাপ খবর ওয়াশিংটন সুন্দরের জন্য। দীর্ঘদিন চোটের কারণে ভারতীয় দলের হয়ে খেলা হয়নি অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের। ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ দিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটলেও আর কয়েকদিন পরেই শুরু হতে চলা টি-২০ সিরিজের আগেই ছিটকে যেতে হল তরুণ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। তার হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে বলে খবর।

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে এক কর্তা জানিয়েছেন সুন্দরের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ ‘টিয়ার’ রয়েছে। ফলে তাকে বেশ কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। ১৫ ই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করতে হবে সুন্দরকে। আপাতত তিন সপ্তাহ তাকে কাটাতে হবে সেখানে। উল্লেখ্য কলকাতাতে ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ থেকে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হবে ভারতের।

গোটা সিরিজটাই খেলা হবে কলকাতার ইডেন গার্ডেনে। ২২ বছর বয়সি সুন্দর ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে আসন্ন সিরিজ থেকে ছিটকে গেলেন। এর আগে সহ অধিনায়ক কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। অক্ষর প্যাটেল কোভিড আক্রান্ত হওয়ার ফলে আপাতত নিভৃতবাসে আছেন। অন্যদিকে রাহুলের বা দিকের হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে তিনি এই টি-২০ সিরিজে নেই।

প্রসঙ্গত ওয়াশিংটন সুন্দরে এবারের মেগা নিলামে ৮.৭৫ কোটি টাকা খরচ করে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তার পরিবর্তে দলে যোগ করা হয়েছে কুলদীপ যাদবকে। কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন কুলদীপ। অতীতে কলকাতা নাইট রাইডার্স দলে থাকার কারণে ইডেনে বল করার অভিজ্ঞতা আছে চায়নাম্যান বোলারের।

তাছাড়া অধিনায়ক রোহিত শর্মা চান যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ বেশি করে সুযোগ পান। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে রিস্ট স্পিনারদের সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি। কুলদীপ সম্প্রতি অস্ত্রোপচার করিয়ে কামব্যাক করেছেন। এমনিতে তিনি ম্যাচ উইনার। রোহিত বেশি করে ভরসা রাখতে চান কুল চা জুটির ওপর।