বিরল প্রজাতির সাদা কাক

North 24 Parganas: কুচকুচে কালো নয়! খাস বাংলাতেই হদিশ মিলল ধবধবে সাদা কাকের , তারপর যা ঘটল…

হাবড়ায় দেখা মিলল বিরল প্রজাতির সাদা কাকের। আর এই সাদা কাক উদ্ধার হতেই বাণীপুর বাজার সংলগ্ন এলাকার মানুষদের ভিড় জমছে তা দেখতে।
হাবড়ায় দেখা মিলল বিরল প্রজাতির সাদা কাকের। আর এই সাদা কাক উদ্ধার হতেই বাণীপুর বাজার সংলগ্ন এলাকার মানুষদের ভিড় জমছে তা দেখতে।
জানা যায়, বাণীপুর বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় একটি পুকুরের ধারে ওই সাদা পাখিটিকে ঘিরে ধরে কতগুলি কালো কাক। তা নজরে আসতেই এলাকার স্থানীয় বাসিন্দা বাবুসোনা উকিল এগিয়ে যান।
জানা যায়, বাণীপুর বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় একটি পুকুরের ধারে ওই সাদা পাখিটিকে ঘিরে ধরে কতগুলি কালো কাক। তা নজরে আসতেই এলাকার স্থানীয় বাসিন্দা বাবুসোনা উকিল এগিয়ে যান।
পেশায় গাড়িচালক বাবুসোনা প্রথমে দেখে পাখিটিকে পায়রা ভেবে ভুল করলেও কাছে যেতেই ভাঙে ভুল। অন্যান্য কালো কাকের সঙ্গেই পাখিটিও কাকের আওয়াজেই ডাকছে।
পেশায় গাড়িচালক বাবুসোনা প্রথমে দেখে পাখিটিকে পায়রা ভেবে ভুল করলেও কাছে যেতেই ভাঙে ভুল। অন্যান্য কালো কাকের সঙ্গেই পাখিটিও কাকের আওয়াজেই ডাকছে।
তখনই তার মাথায় আসে চারপাশে সচরাচর দেখতে পাওয়া কালো কাক নয় এটি। এরপরই পাখিটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন বাবুসোনা
তখনই তার মাথায় আসে চারপাশে সচরাচর দেখতে পাওয়া কালো কাক নয় এটি। এরপরই পাখিটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন বাবুসোনা
সামান্য ভাত ছড়িয়ে দিতেই দেখা যায় তা খাচ্ছে কাকটি। এরপর কিছুটা মুড়ি খেতে দিলেও ঠুকরিয়ে সেই মুড়িও খায় পাখিটি। দেওয়া হয় জলও। বাবুসোনা নিজের উদ্যোগেই কোনও রকমে একটি খাঁচা তৈরি করে বিরল প্রজাতির সাদা কাকটিকে রেখে খবর দেন বন দফতরে।
সামান্য ভাত ছড়িয়ে দিতেই দেখা যায় তা খাচ্ছে কাকটি। এরপর কিছুটা মুড়ি খেতে দিলেও ঠুকরিয়ে সেই মুড়িও খায় পাখিটি। দেওয়া হয় জলও। বাবুসোনা নিজের উদ্যোগেই কোনও রকমে একটি খাঁচা তৈরি করে বিরল প্রজাতির সাদা কাকটিকে রেখে খবর দেন বন দফতরে।
পাখি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা যায়, পিগমেন্টের অর্থাৎ জিন ঘটিত সমস্যার কারণেই এমন রং হতে পারে। তবে সচরাচর এই সাদা রংয়ের কাক দেখা যায় না বলেই তা বিরল। অনেকেই এই সাদা কাকাকে সৌভাগ্যের প্রতীক বলেও মেনে থাকেন। তবে বাবু সোনার চান বনদপ্তর সঠিকভাবে রক্ষা করুক এই বিরল সাদা কাকটিকে।
পাখি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা যায়, পিগমেন্টের অর্থাৎ জিন ঘটিত সমস্যার কারণেই এমন রং হতে পারে। তবে সচরাচর এই সাদা রংয়ের কাক দেখা যায় না বলেই তা বিরল। অনেকেই এই সাদা কাকাকে সৌভাগ্যের প্রতীক বলেও মেনে থাকেন। তবে বাবু সোনার চান বনদপ্তর সঠিকভাবে রক্ষা করুক এই বিরল সাদা কাকটিকে।