TMC MLA oath taking ceremony: ‘শপথ গ্রহণের ব্যবস্থা না হলে..,’ এবার কড়া হুঁশিয়ারি কুণাল ঘোষের, দুই বিধায়কের শপথ ঘিরে নয়া মোড়

কলকাতা: বরানগর এবং ভগবানগোলা। রাজ্যের দুই বিধানসভার উপ নির্বাচনে জয়ী দুই তৃণমূল নেতার বিধায়ক হিসাবে শপথগ্রহণ ঘিরে জটিলতা এখনও অব্যাহত৷ রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানিয়েছিলেন, ২৬ জুন তাঁরা রাজভবনে গিয়ে শপথগ্রহণ করতে পারবেন৷ কিন্তু, নির্বাচিত প্রতিনিধিরা জানাচ্ছেন, তাঁরা চান প্রথা মেনে বিধানসভা ভবনেই শপথগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হোক৷ এ নিয়ে টানাপড়েনের মাঝেই শুক্রবার দেশের উপ রাষ্ট্রপতি তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে এ বিষয়ে টেলিফোনে দীর্ঘক্ষণ কথা বলেছেন রাজ্যের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷

এদিন গোটা ঘটনা ঘিরে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূল নেতা কুণাল ঘোষও৷ এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কুণাল বলেন, ‘‘রাজ্যপাল শপথে জটিলতা করেছেন। ওঁকে আমি চিনি। সিনিয়র মানুষ। উনি হয়রানি করছেন। সোমবার বিকেল ৩’টের মধ্যে রাজ্যপাল যদি দুই বিধায়কের শপথ গ্রহণের ব্যবস্থা না করেন….আনটোল্ড স্টোরি সামনে আসবে মঙ্গলবার।’’

আরও পড়ুন: দুই বিধায়কের শপথ নিয়ে কী করণীয়? বোসের উপর চাপ বাড়িয়ে ধনখড়কে ফোন বিমানের

এর পাশাপাশি তৃণমূল নেতার স্পষ্ট কথা, ‘‘বিধানসভাতেই শপথ হবে। রাজভবনে নয়। হয় তিনি আসুন। নাহয় স্পিকারকে (শপথগ্রহণ করানোর দায়িত্ব) দিন।’’

সূত্রের খবর, শুক্রবার  উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বেশ কিছুক্ষণ ফোনে কথা বলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বরানগর এবং ভগবানগোলার দুই নব নির্বাচিত বিধায়কের শপথ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেই পুরো বিষয়টি উপরাষ্ট্রপতিকে জানান।

আরও পড়ুন: প্রকাশিত হল মাধ্যমিক ২০২৫-এর রুটিন, কবে কী বিষয়ের পরীক্ষা? জানুন বিস্তারিত

শুধু তাই নয়, এই বিষয়ে বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় যাতে হস্তক্ষেপ করেন, তারও আবেদন করেন তিনি। সূত্রের খবর, বিষয়টি শুনে পুরোটা দেখবেন বলে আশ্বস্ত করেছেৃন উপরাষ্ট্রপতি। অন্যদিকে, শুক্রবারও বিধানসভা চত্বরে অম্বেদকরের মূর্তির নীচে প্রতীকী অবস্থানে বসেন দুই উপনির্বাচনে জয়ী দুই বিধায়ক।