Rain Forecast: বঙ্গোপসাগরে ঘনিয়েছে নিম্নচাপ…দক্ষিণবঙ্গে পুরোদমে ঢুকল বর্ষা! আসছে বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কবে থেকে? জানাল আলিপুর

জুন শেষ হতে চলল৷ এবার জুলাই৷ ক্যালন্ডারের হিসাবে বর্ষার জুন-জুলাইতেই যেন ভ্যাপসা গরম৷ কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টির দেখা মিলছে বটে, তবে বর্ষার ঘন কালো সেই মেঘের কিছুতেই দেখা মিলছে না৷ এবার অন্তত আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর৷
জুন শেষ হতে চলল৷ এবার জুলাই৷ ক্যালন্ডারের হিসাবে বর্ষার জুন-জুলাইতেই যেন ভ্যাপসা গরম৷ কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টির দেখা মিলছে বটে, তবে বর্ষার ঘন কালো সেই মেঘের কিছুতেই দেখা মিলছে না৷ এবার অন্তত আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর৷
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানালেন, অবশেষে দক্ষিণবঙ্গের সব অংশেই ঢুকে গেল বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত দিন ১১ই জুন। সেইসময়ের ১৭ দিন পরে অবশেষে বর্ষা দক্ষিণবঙ্গের সব অংশে ঢুকে পড়ল। তার মধ্যে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপও৷ তাহলে কবে থেকে ঘোর বৃষ্টির দেখা মিলছে দক্ষিণবঙ্গে?
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানালেন, অবশেষে দক্ষিণবঙ্গের সব অংশেই ঢুকে গেল বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত দিন ১১ই জুন। সেইসময়ের ১৭ দিন পরে অবশেষে বর্ষা দক্ষিণবঙ্গের সব অংশে ঢুকে পড়ল। তার মধ্যে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপও৷ তাহলে কবে থেকে ঘোর বৃষ্টির দেখা মিলছে দক্ষিণবঙ্গে?
৪ঠা জুলাই পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।য
৪ঠা জুলাই পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।য
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ এখন অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে।
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ এখন অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে।
এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। শুক্রবার থেকেই ভারী বৃষ্টি। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে রবিবার পর্যন্ত।
এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। শুক্রবার থেকেই ভারী বৃষ্টি। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে রবিবার পর্যন্ত।
আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা৷ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন।
আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা৷ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন।
শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই তিন জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম জেলায়।
শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই তিন জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম জেলায়।
রবিবার ভারী বৃষ্টির সতর্কতা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলি ছাড়া বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
রবিবার ভারী বৃষ্টির সতর্কতা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলি ছাড়া বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। শুক্র ও শনিবার দার্জিলিং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। শুক্র ও শনিবার দার্জিলিং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা।
রবিবার ৩০ জুলাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতিভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা।
রবিবার ৩০ জুলাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতিভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা।
সোমবার জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে।
সোমবার জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে।