Madhyamik Exam 2024: স্ক্রুটিনির পরে প্রথম দশে আরও ৭ পরীক্ষার্থী, র‍্যাঙ্ক বদলে গেল ৪ জনের, প্রকাশিত হল ২০২৫ এর রুটিন

কলকাতা: ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার পাশাপাশি প্রকাশিত হল ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার মধ্যশিক্ষা পর্ষদের পোস্ট পাবলিকেশন রিভিউ ও স্ক্রুটিনির ফলাফল৷ যার জেরে ২০২৫ সালের মেধাতালিকায় এল পরিবর্তন৷ ৪ জনের র‍্যাঙ্কে পরিবর্তন এসেছে বলে জানা গিয়েছে৷

অলিভ গায়েন ষষ্ঠ ছিলেন এখন চতুর্থ হয়েছেন৷ সপ্ত দে সপ্তম ছিলেন পঞ্চম হয়েছেন৷ আবৃত্তি ঘটক সপ্তম থেকে ষষ্ঠ হয়েছেন৷ ঋতব্রত নাথ নবম থেকে সপ্তম হয়েছেন৷ নতুন করে ৭ জন প্রার্থী প্রথম দশের মধ্যে এসেছেন৷ আগে ৫৭ জন ছিলেন৷ এখন ৬৪ জন হয়েছেন৷ মালদা থেকে শুভ্রদীপ দাস দ্বাদশ থেকে সপ্তম হয়েছেন৷ পূর্ব মেদিনীপুরের সৌমাশিস দাস, মালদা আকিফ তামরেড ত্রয়োদশ থেকে নবম হয়েছেন৷

আরও পড়ুন: প্রকাশিত হল মাধ্যমিক ২০২৫-এর রুটিন, কবে কী বিষয়ের পরীক্ষা? জানুন বিস্তারিত

স্ক্রুটিনির আবেদন করেছিলেন ৪১,৭৮১ জন৷ রিভিউয়ের আবেদন ছিল ৩৫০৮ জনের৷ এরমধ্য দিয়েই এই বছরের মাধ্যমিক পরীক্ষার কর্মকাণ্ড শেষ হল৷ ৪.৫৮ শতাংশ আবেদনকারীর নম্বরের পরিবর্তন হয়েছে৷ মোট ১ লাখ ৩৩ হাজার ৪৯২ উত্তরপত্র স্ক্রুটিনি করা হয়েছে৷ ১২,৪৬৮ টি উত্তরপত্রের পরিবর্তন হয়েছে৷

রিভিউয়ে ০.৩৮ শতাংশের পরিবর্তন হয়েছে অর্থাৎ, যাঁরা ফেল করেছিলেন, তাঁরা পাশ করেছেন৷ ১৪,২২৯ টি উত্তরপত্র রিভিউ করা হয়৷ ১২৩৮ জনের পরিবর্তন হয়েছে অর্থাৎ, ফেল থেকে পাশ হয়েছে৷

আরও পড়ুন: ‘শপথ গ্রহণের ব্যবস্থা না হলে..,’ এবার কড়া হুঁশিয়ারি কুণাল ঘোষের, দুই বিধায়কের শপথ ঘিরে নয়া মোড়

এদিন প্রকাশিত হল মাধ্যমিক ২০২৫ সালের মাধ্যমিকের রুটিন। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু। পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিন ১০ ফেব্রুয়ারি বাংলা, দ্বিতীয় দিন ১১ ফেব্রুয়ারি ইংরেজি, তৃতীয় দিন ১৫ ফেব্রুয়ারি অঙ্ক। চতুর্থ দিন ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, পঞ্চম দিন ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ষষ্ঠ দিন ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স পরীক্ষা। সপ্তম দিন ২০ ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান। অষ্টম দিন ২২ ফেব্রুয়ারি অপশনাল বা ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।