শুক্রবার অনন্ত-রাধিকার বিবাহ উৎসবে সামিল হতে চলেছেন গোটা বিশ্বের রাজনীতি, ব্যবসা এবং শিল্পক্ষেত্রের নামীদামি ব্যক্তিত্বরা। জমকালো এই বিবাহে উপস্থিত থাকতে চলেছেন নামীদামি, দক্ষ শিক্ষাবিদ, বিনিয়োগকারী, উদ্ভাবক এবং চিকিৎসকেরাও।

Anant-Radhika Pre Wedding Celebrations: ছেলের বিয়েতে অনন্য পদক্ষেপ, সমাজের দরিদ্র শ্রেণীর যুবক-যুবতীদের বিয়ের আয়োজন করলেন নীতা-মুকেশ

নয়াদিল্লি: ১২ জুলাই শুভ পরিণয় অনন্ত ও রাধিকার৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চেয়ারপার্সেন এবং এমডি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরণে মার্চেন্টের কন্যা রাধিকার বিয়ে হবে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে৷

অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহ উদযাপনের অংশ হিসাবে সমাজের দরিদ্র শ্রেণীর যুবক-যুবতীর গণবিবাহের আয়োজন করলেন নীতা ও মুকেশ আম্বানি। ২ জুলাই বিকেল সারে চারটে থেকে এই বিবাহ আসর বসবে পালগড়ের স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরে।

ইতিমধ্যেই কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে বিয়ের প্রথম নিমন্ত্রণপত্রটি মহাদেবকে উৎসর্গ করেছেন মুকেশ-পত্নী নীতা । তার পর থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের নিমন্ত্রণপত্র বিলির পালা। সাধারণ রীতি অনুযায়ী বিয়ের প্রথম আমন্ত্রণ পত্র ঈশ্বরের কাছেই নিবেদন করা হয়৷ বিবাহের মতো শুভ অনুষ্ঠান যাতে কোনও বাধাবিঘ্ন ছাড়া সম্পন্ন হয়, সেই প্রর্থনা করা হয়৷ দেশের অন্যতম সেরা ধনী পরিবারও সেই পথেই হাঁটলেন৷ আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ের কার্ড নিবেদন করা হল কাশীর বিশ্বনাথ মন্দিরের বাবা ভোলেনাথকে। ১০ বছর পর নীতা এলেন এই শহরে৷ বরাণসী শহরের উন্নতি দেখে তিনি আপ্লুত বলে জানান নীতা আম্বানি৷ শহরের পরিচ্ছন্নতা, নোমো ঘাট, সৌর শক্তির ব্যবস্থা, কাশী বিশ্বনাথ প্রঙ্গণ, সব দেখে খুশি রিলায়েন্স ফাইন্ডেশনের চেয়ারপার্সেন ও কো-ফাউন্ডার৷