Tag Archives: anant radhika pre wedding

Anant-Radhika Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে কেমন সাজল অ্যান্টিলিয়া? রইল ভিডিও

শুক্রবার অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের জমকালো বিয়ের আগে মুম্বাইয়ের বিখ্যাত আম্বানি বাড়ি, অ্যান্টিলিয়া, সুন্দরভাবে সাজানো হয়েছে। যা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। দেখুন ভিডিও।

Anant-Radhika Sangeet: অনন্ত-রাধিকার সঙ্গীতের আনন্দে মিশে গেল সদ‍্য বিশ্বকাপ জয়ের উল্লাস! কী বললেন নীতা আম্বানি

মুম্বই: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠান উপলক্ষ‍্যে বসেছে চাঁদের হাট। তারকাখচিত এই আসরে বিয়ের আনন্দের সঙ্গেই মিশে গেল সদ‍্য বিশ্বকাপ জয়ের আনন্দ। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, এবং হার্দিক পান্ডিয়াদের ঘিরে হল ফের জয়ের উদযাপন।

তারকা ক্রিকেটরদের মঞ্চে ডেকে নেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি। দর্শকরা তখন উচ্ছ্বসিত। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের হিরোদের ঘিরে উল্লাস। আম্বানি পরিবারের সদস‍্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা দর্শকাসন অধিকার করে। মঞ্চে উঠে নীতা আম্বানি জানালেন এই জয় তাঁর কাছে কেন এত গর্বের।

আরও পড়ুন: উড়ে গেল রাস্তা, ভেসে গেল জেসিবি মেশিন! টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ভয়াবহ রূপ তিস্তার

বিশ্বকাপ টিমের তিন তারকা ক্রিকেটর মুম্বইয় ইন্ডিয়ান্স-এরও খেলোয়াড়। বিশ্বকাপ জয়ের দিনটার স্মৃতি আজও তাঁর মনে তাজা। নীতা আম্বানি বলেন, কীভাবে সবাই রুদ্ধশ্বাস অবস্থায় বসেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে ট‍্যুইট করে জানানো হয় নীতা আম্বানির সেই পুরনো কথা। ‘‘কঠিন সময় বেশিদিন থাকে না, তবে কঠিন মনের অদম্য ব‍্যক্তিরা থেকে যান।’’

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ভারতকে গর্বিত করার জন্য ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে কীভাবে এটি তাকে ২০১১ সালে শেষ ভারতীয় বিশ্বকাপ জয়ের অনুভূতিতে ফিরিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন: শেষই হতে চায় না…এত লম্বা! ২৫৬ টি কোচ, ৬ টি ইঞ্জিন, দেশের দীর্ঘতম ট্রেনের নাম জানেন কি? রাজধানী বা শতাব্দী নয় কিন্তু

মুম্বাই ইন্ডিয়ান্সের বেশ কয়েকজন সতীর্থ এবং অন্যান্য ভারতীয় ক্রিকেটাররা ইশান কিশান, শ্রেয়াস আইয়ার, ক্রুনাল পান্ড্য, কেএল রাহুল এবং সর্বকালের সেরা মহেন্দ্র সিং ধোনি-সহ দর্শকদের মধ্যে মুহূর্তগুলি উপভোগ করেছিলেন। সফররত তারকা পেসার যশপ্রিত বুমরাহ উপস্থিত হতে পারেননি।

Anant-Radhika Pre Wedding Celebrations: ছেলের বিয়েতে অনন্য পদক্ষেপ, সমাজের দরিদ্র শ্রেণীর যুবক-যুবতীদের বিয়ের আয়োজন করলেন নীতা-মুকেশ

নয়াদিল্লি: ১২ জুলাই শুভ পরিণয় অনন্ত ও রাধিকার৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চেয়ারপার্সেন এবং এমডি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরণে মার্চেন্টের কন্যা রাধিকার বিয়ে হবে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে৷

অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহ উদযাপনের অংশ হিসাবে সমাজের দরিদ্র শ্রেণীর যুবক-যুবতীর গণবিবাহের আয়োজন করলেন নীতা ও মুকেশ আম্বানি। ২ জুলাই বিকেল সারে চারটে থেকে এই বিবাহ আসর বসবে পালগড়ের স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরে।

ইতিমধ্যেই কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে বিয়ের প্রথম নিমন্ত্রণপত্রটি মহাদেবকে উৎসর্গ করেছেন মুকেশ-পত্নী নীতা । তার পর থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের নিমন্ত্রণপত্র বিলির পালা। সাধারণ রীতি অনুযায়ী বিয়ের প্রথম আমন্ত্রণ পত্র ঈশ্বরের কাছেই নিবেদন করা হয়৷ বিবাহের মতো শুভ অনুষ্ঠান যাতে কোনও বাধাবিঘ্ন ছাড়া সম্পন্ন হয়, সেই প্রর্থনা করা হয়৷ দেশের অন্যতম সেরা ধনী পরিবারও সেই পথেই হাঁটলেন৷ আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ের কার্ড নিবেদন করা হল কাশীর বিশ্বনাথ মন্দিরের বাবা ভোলেনাথকে। ১০ বছর পর নীতা এলেন এই শহরে৷ বরাণসী শহরের উন্নতি দেখে তিনি আপ্লুত বলে জানান নীতা আম্বানি৷ শহরের পরিচ্ছন্নতা, নোমো ঘাট, সৌর শক্তির ব্যবস্থা, কাশী বিশ্বনাথ প্রঙ্গণ, সব দেখে খুশি রিলায়েন্স ফাইন্ডেশনের চেয়ারপার্সেন ও কো-ফাউন্ডার৷