প্রতীকী ছবি৷

UGC NET 2024: বাতিল হওয়া UGC-NET পরীক্ষার নতুন দিন ঘোষণা করল এনটিএ, পরীক্ষা পদ্ধতিতেও বদল

নয়াদিল্লি: ইউজিসি নেট ( UGC NET) পরীক্ষার নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি অথবা এনটিএ৷ আগামী ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে এই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে এনটিএ৷ এত দিন খাতায় লিখে এই পরীক্ষা দিতে হত৷ নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার ইউজিসি নেট-ও হবে কম্পিউটার বেসড এক্সাম (সিবিটি)৷

গত ১৮ জুন দুটি ভাগে ইউজিসি নেট পরীক্ষা নিয়েছিল এনটিএ৷ কিন্তু পরীক্ষা গ্রহণে অনিয়মের অভিযোগ ওঠায় সেই পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়৷ প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থী নেট পরীক্ষায় বসেছিলেন৷

আরও পড়ুন: মহারাষ্ট্রেও চালু হল লক্ষ্মীর ভাণ্ডার মডেল! প্রতি মাসে কত টাকা পাবেন মহিলারা?

এর পাশাপাশি, এনটিএ-র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সালের এনসিইটি পরীক্ষা (NCET 2024) ১০ জুলাই নেওয়া হবে৷ অন্যদিকে সিএসআইআর ইউজিসি নেট (CSIR UGC NET) পরীক্ষা ২৫ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত চলবে৷

এর পাশাপাশি সর্বভারতীয় আয়ুষ পোস্ট গ্র্যাজুয়েট এনট্রান্স টেস্ট নেওয়া হবে ৬ জুলাই৷ পরীক্ষা সংক্রান্ত কোনও তথ্য জানার জন্য ০১১-৪০৭৫৯০০০ নম্বরে ফোন করতে পারেন পরীক্ষার্থীরা অথবা ncet@nta.ac.in, csirnet@nta.net.in, ugcnet@nta.ac.in, aiapget@nta.net.in-এ ই মেলও করা যাবে৷