আগামী ৫ জুলাই আষাঢ় মাসের অমাবস্যা৷ সনাতনী মতে এই তিথি খুবই গুরুত্বপূর্ণ৷ আষাঢ় মাসের অমাবস্যা বিশেষভাবে পালন করার জন্য বলা হয়৷ আচার আচরণ নিষ্ঠা ভরে পালন করলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন৷ আশীর্বাদ করেন৷ অর্থসম্পদ, সৌভাগ্যে ভরা থাকে জীবন৷

Ashada Amavasya Dos & Donts: আসছে আষাঢ় অমাবস্যা, এই পাতা তুললেই সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল! জানুন কী কিনলে জীবন তছনছ হয়ে যাবে

আগামী ৫ জুলাই আষাঢ় মাসের অমাবস্যা৷ সনাতনী মতে এই তিথি খুবই গুরুত্বপূর্ণ৷ আষাঢ় মাসের অমাবস্যা বিশেষভাবে পালন করার জন্য বলা হয়৷ আচার আচরণ নিষ্ঠা ভরে পালন করলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন৷ আশীর্বাদ করেন৷ অর্থসম্পদ, সৌভাগ্যে ভরা থাকে জীবন৷
আগামী ৫ জুলাই আষাঢ় মাসের অমাবস্যা৷ সনাতনী মতে এই তিথি খুবই গুরুত্বপূর্ণ৷ আষাঢ় মাসের অমাবস্যা বিশেষভাবে পালন করার জন্য বলা হয়৷ আচার আচরণ নিষ্ঠা ভরে পালন করলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন৷ আশীর্বাদ করেন৷ অর্থসম্পদ, সৌভাগ্যে ভরা থাকে জীবন৷

 

কী কী করবেন আষাঢ় অমাবস্যায়, বা কোন কোন কাজ একদমই করবেন না, সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা৷
কী কী করবেন আষাঢ় অমাবস্যায়, বা কোন কোন কাজ একদমই করবেন না, সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা৷

 

আষাঢ় অমাবস্যায় সব সময় ভোরে ঘুম থেকে উঠুন৷ প্রচলিত বিশ্বাস, এই তিথিতে বেলা পর্যন্ত ঘুমোলে জীবনে নেগেটিভ শক্তি প্রবাহিত হয়৷
আষাঢ় অমাবস্যায় সব সময় ভোরে ঘুম থেকে উঠুন৷ প্রচলিত বিশ্বাস, এই তিথিতে বেলা পর্যন্ত ঘুমোলে জীবনে নেগেটিভ শক্তি প্রবাহিত হয়৷

 

অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের স্মৃতিতর্পণ করতে ভুলবেন না৷ এই তিথিতে তাঁদের আশীর্বাদ লাভের পথ সুগম করুন৷ তাঁদের রুষ্ট করবেন না৷
অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের স্মৃতিতর্পণ করতে ভুলবেন না৷ এই তিথিতে তাঁদের আশীর্বাদ লাভের পথ সুগম করুন৷ তাঁদের রুষ্ট করবেন না৷

 

সুরা এবং আমিষগ্রহণ থেকে বিরত থাকুন৷ বিশুদ্ধ ও সাত্তিক আহার গ্রহণ করুন৷ এই তিথিতে তামসিক আহার গ্রহণ করলে ভাগ্য বিপর্যয় হতে পারে৷
সুরা এবং আমিষগ্রহণ থেকে বিরত থাকুন৷ বিশুদ্ধ ও সাত্তিক আহার গ্রহণ করুন৷ এই তিথিতে তামসিক আহার গ্রহণ করলে ভাগ্য বিপর্যয় হতে পারে৷

 

বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, সাধভক্ষণের মতো শুভ অনুষ্ঠান এই তিথিতে আয়োজন করবেন না৷
বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, সাধভক্ষণের মতো শুভ অনুষ্ঠান এই তিথিতে আয়োজন করবেন না৷

 

চাল, ডাল, আটার মতো খাদ্যশস্য আষাঢ় অমাবস্যায় কিনবেন না৷ মনে করা হয় এতে জীবনে নেগেটিভিটি আসে৷
চাল, ডাল, আটার মতো খাদ্যশস্য আষাঢ় অমাবস্যায় কিনবেন না৷ মনে করা হয় এতে জীবনে নেগেটিভিটি আসে৷

 

এই তিথিতে তুলসিপাতা তুলবেন না৷ কারণ আষাঢ় অমাবস্যায় তুলসিপাতা তোলা নিষিদ্ধ৷
এই তিথিতে তুলসিপাতা তুলবেন না৷ কারণ আষাঢ় অমাবস্যায় তুলসিপাতা তোলা নিষিদ্ধ৷

 

আষাঢ় অমাবস্যায় পবিত্র নদীতে স্নান করুন৷ ব্রহ্ম মুহূর্তে স্নান করলে পুণ্যসঞ্চয়ের পথ সুগম হয়৷
আষাঢ় অমাবস্যায় পবিত্র নদীতে স্নান করুন৷ ব্রহ্ম মুহূর্তে স্নান করলে পুণ্যসঞ্চয়ের পথ সুগম হয়৷