অবসর কোহলির।

Virat Kohli Retirement: মাত্র ৩৫ বছর বয়সেই বিরাট রূপকথার সমাপ্তি! দেশের হয়ে আর টি২০ খেলবেন না কোহলি

বিশ্বকাপ ফাইনালের সেরা খেলোয়ার হয়েই দেশের জার্সি গায়ে টি২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি।
বিশ্বকাপ ফাইনালের সেরা খেলোয়ার হয়েই দেশের জার্সি গায়ে টি২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি।
সারা বিশ্বকাপে ছন্দে না থাকলেও বিশ্বকাপের ফাইনালে চাপের মুহূর্তে ৫৯ বলে ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেললেন কোহলি।
সারা বিশ্বকাপে ছন্দে না থাকলেও বিশ্বকাপের ফাইনালে চাপের মুহূর্তে ৫৯ বলে ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেললেন কোহলি।
আন্তর্জাতিক টি২০ ক্রিকেটের সর্বকালের সেরা খেলোয়ার বলা হয় বিরাট কোহলিকে।
আন্তর্জাতিক টি২০ ক্রিকেটের সর্বকালের সেরা খেলোয়ার বলা হয় বিরাট কোহলিকে।
সারা জীবনে বড় মঞ্চে বড় রান না করার জন্য বার বার কটাক্ষের শিকার হতে হয়েছে কোহলিকে। ৫৯ বলে ৭৬ করে দেশকে টি২০ বিশ্বকাপ দিয়ে নিজেকে প্রমাণ করলেন বিরাট।
সারা জীবনে বড় মঞ্চে বড় রান না করার জন্য বার বার কটাক্ষের শিকার হতে হয়েছে কোহলিকে। ৫৯ বলে ৭৬ করে দেশকে টি২০ বিশ্বকাপ দিয়ে নিজেকে প্রমাণ করলেন বিরাট।
টি২০ আন্তর্জাতিকে ১২৫টি ম্যাচে ৪১৮৮ রান করেছেন বিরাট। গড় ৪৮.৬৯।
টি২০ আন্তর্জাতিকে ১২৫টি ম্যাচে ৪১৮৮ রান করেছেন বিরাট। গড় ৪৮.৬৯।
৬টি টি২০ বিশ্বকাপে ১৫টি অর্ধ শতরান-সহ ১২৯২ রান করেছেন বিরাট, যা নজির। টি২০ বিশ্বকাপে বিরাটের ধারেকাছে কেউ নেই।
৬টি টি২০ বিশ্বকাপে ১৫টি অর্ধ শতরান-সহ ১২৯২ রান করেছেন বিরাট, যা নজির। টি২০ বিশ্বকাপে বিরাটের ধারেকাছে কেউ নেই।
টি২০ বিশ্বকাপের আগে বিসিসিআই বিরাট-রোহিতকে টি২০ ক্রিকেট থেকে দূরেই রেখেছিলেন। ভাবাই যায়নি যে বিরাট-রোহিত আবার সুযোগ পাবেন। সুযোগ পেয়ে রূপকথা রচনা করলেন বিরাট। ২০১১ সালের ধোনি আর ২০২৪ সালের বিরাট, যেন মহারণের মহানায়ক।
টি২০ বিশ্বকাপের আগে বিসিসিআই বিরাট-রোহিতকে টি২০ ক্রিকেট থেকে দূরেই রেখেছিলেন। ভাবাই যায়নি যে বিরাট-রোহিত আবার সুযোগ পাবেন। সুযোগ পেয়ে রূপকথা রচনা করলেন বিরাট। ২০১১ সালের ধোনি আর ২০২৪ সালের বিরাট, যেন মহারণের মহানায়ক।