২০০৭ সালের পর ২০২৪৷ মাঝে ১৭ বছর, একটা নতুন প্রজন্মের বড় হয়ে ওঠা৷ জসপ্রীত বুমরাহ তখন ছিলেন মাত্র ১৪ বছরের একজন কিশোর৷ আর আজ দেশকে দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলেন জসপ্রীত বুমরাহ৷ Photo- AP 

Jasprit Bumrah: চোখে জল! আর আটকালেন না, টুর্নামেন্ট সেরা বুমরাহ, বারবার হয়েছেন গেমচেঞ্জার

২০০৭ সালের পর ২০২৪৷ মাঝে ১৭ বছর, একটা নতুন প্রজন্মের বড় হয়ে ওঠা৷ জসপ্রীত বুমরাহ তখন ছিলেন মাত্র ১৪ বছরের একজন কিশোর৷ আর আজ দেশকে দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলেন জসপ্রীত বুমরাহ৷ Photo- AP 
২০০৭ সালের পর ২০২৪৷ মাঝে ১৭ বছর, একটা নতুন প্রজন্মের বড় হয়ে ওঠা৷ জসপ্রীত বুমরাহ তখন ছিলেন মাত্র ১৪ বছরের একজন কিশোর৷ আর আজ দেশকে দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলেন জসপ্রীত বুমরাহ৷ Photo- AP
সাদা বলের ক্রিকেটে বুমরাহ কার্যত একজন জাদুকর৷ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি মোট ১৫ উইকেট নেন৷ পাশাপাশি তাঁর বোলিং গড় একেবারে চমকপ্রদ৷ Photo Courtesy- BCCI/Twitter 
সাদা বলের ক্রিকেটে বুমরাহ কার্যত একজন জাদুকর৷ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি মোট ১৫ উইকেট নেন৷ পাশাপাশি তাঁর বোলিং গড় একেবারে চমকপ্রদ৷ Photo Courtesy- BCCI/Twitter
যখনই মাঠে আসেন নিয়ন্ত্রিত বোলিংয়ের এক নতুন সংজ্ঞা তৈরি করেছেন তিনি৷ তিনি আর ইয়র্কার বল এখন সমার্থক হয়ে গেছে৷ সেই বুমরাহ শনিবার ফাইনাল জেতার পর চোখে জল৷ Photo Courtesy- BCCI/Twitter 
যখনই মাঠে আসেন নিয়ন্ত্রিত বোলিংয়ের এক নতুন সংজ্ঞা তৈরি করেছেন তিনি৷ তিনি আর ইয়র্কার বল এখন সমার্থক হয়ে গেছে৷ সেই বুমরাহ শনিবার ফাইনাল জেতার পর চোখে জল৷ Photo Courtesy- BCCI/Twitter
জানিয়ে দিলেন তিনি কোনও সময়েই বল করার জন্য টার্গেটের চাপ নেন না৷ কারণ চাপে পড়লে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখা যায় না৷ বুম বুম বুমরাহ বলে দেন যে বল বাই বল এবং ওভার বাই ওভার হিসেবেই দেখেন৷ Photo- AP
জানিয়ে দিলেন তিনি কোনও সময়েই বল করার জন্য টার্গেটের চাপ নেন না৷ কারণ চাপে পড়লে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখা যায় না৷ বুম বুম বুমরাহ বলে দেন যে বল বাই বল এবং ওভার বাই ওভার হিসেবেই দেখেন৷ Photo- AP
এদিনের বুমরাহ জানান কখনও কখনও আবেগ নেমে আসে সমস্ত কিছুকে ছাড়িয়ে এই দিনটা সেরকম একটা দিন, যেদিন তিনি চাইলে কাঁদতেও পারেন৷ Photo- AP
এদিনের বুমরাহ জানান কখনও কখনও আবেগ নেমে আসে সমস্ত কিছুকে ছাড়িয়ে এই দিনটা সেরকম একটা দিন, যেদিন তিনি চাইলে কাঁদতেও পারেন৷ Photo- AP
এদিকে ১৫ উইকেট নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের এক মরশুমে  সর্বোচ্চ উইকেট নেওয়া ভারতীয়দের  মধ্যে  তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন৷ Photo- AP
এদিকে ১৫ উইকেট নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের এক মরশুমে  সর্বোচ্চ উইকেট নেওয়া ভারতীয়দের  মধ্যে  তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন৷ Photo- AP
তাঁর আগে রয়েছেন অর্শদীপ সিং তিনি এক মরশুমের টি টোয়েন্টি বিশ্বকাপে নিয়েছেন ১৭ উইকেট৷ এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ২০০৭ সালে ভারতের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে থাকা আরপি সিং৷ উইকেটের সংখ্যায় একটু পিছিয়ে থাকলেও জসপ্রীত বুমরাহের নিয়ন্ত্রিত বোলিংয়ের কোনও জবাব বিপক্ষের কাছে থাকত না৷ Photo- AP
তাঁর আগে রয়েছেন অর্শদীপ সিং তিনি এক মরশুমের টি টোয়েন্টি বিশ্বকাপে নিয়েছেন ১৭ উইকেট৷ এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ২০০৭ সালে ভারতের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে থাকা আরপি সিং৷ উইকেটের সংখ্যায় একটু পিছিয়ে থাকলেও জসপ্রীত বুমরাহের নিয়ন্ত্রিত বোলিংয়ের কোনও জবাব বিপক্ষের কাছে থাকত না৷ Photo- AP