চলছে আষাঢ়মাস। আগামী ৭ জুলাই পালিত হবে রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই উৎসব।

Rathyatra Rituals: রথযাত্রায় আতপচাল, কড়ি, তুলসিপাতা দিয়ে করুন এই কাজ! টাকার বৃষ্টিতে টের পাবেন না অভাব

চলছে আষাঢ়মাস। আগামী ৭ জুলাই পালিত হবে রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই উৎসব।
চলছে আষাঢ়মাস। আগামী ৭ জুলাই পালিত হবে রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই উৎসব।

 

রথযাত্রা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই পবিত্র তিথিতে কিছু বিশেষ আচার আচরণ পালন করলে জীবনে অর্থ ও সৌভাগ্যের পথ সুগম হয়৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷
রথযাত্রা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই পবিত্র তিথিতে কিছু বিশেষ আচার আচরণ পালন করলে জীবনে অর্থ ও সৌভাগ্যের পথ সুগম হয়৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷

 

এই তিথিতে ভোরে স্নান সেরে নিন কোনও পুণ্যনদীতে৷ স্নানের সময় জলে কিছু নিমপাতা ফেলে দিন৷ তাহলে জীবন থেকে দূর হবে নেগেটিভ এনার্জি৷
এই তিথিতে ভোরে স্নান সেরে নিন কোনও পুণ্যনদীতে৷ স্নানের সময় জলে কিছু নিমপাতা ফেলে দিন৷ তাহলে জীবন থেকে দূর হবে নেগেটিভ এনার্জি৷

 

বাড়িতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ বা ছবি থাকলে সেখানে রথযাত্রা তিথিতে সাজিয়ে তুলুন সাদা ও হলুদ ফুলে৷ লেপন করুন শ্বেতচন্দন৷
বাড়িতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ বা ছবি থাকলে সেখানে রথযাত্রা তিথিতে সাজিয়ে তুলুন সাদা ও হলুদ ফুলে৷ লেপন করুন শ্বেতচন্দন৷

 

মনস্কামনা পূর্ণ করার জন্য জগন্নাথের আসনে নিবেদন করুন ১১ রকম ফুল, ১১ রকম ফল৷ একটি হলুদ কাপড়ে মুড়ে ১১ টি কয়েন বা কড়ি রেখে দিন জগন্নাথের আসনে৷
মনস্কামনা পূর্ণ করার জন্য জগন্নাথের আসনে নিবেদন করুন ১১ রকম ফুল, ১১ রকম ফল৷ একটি হলুদ কাপড়ে মুড়ে ১১ টি কয়েন বা কড়ি রেখে দিন জগন্নাথের আসনে৷

 

কড়ি বা কয়েনে কেশরের টিপ দিতে ভুলবেন না৷ পরে ওই কড়ি হলুদ কাপড়ে মুড়ে রাখুন আলমারির লকারে যেখানে টাকা-গয়না রাখেন, সেখানে৷
কড়ি বা কয়েনে কেশরের টিপ দিতে ভুলবেন না৷ পরে ওই কড়ি হলুদ কাপড়ে মুড়ে রাখুন আলমারির লকারে যেখানে টাকা-গয়না রাখেন, সেখানে৷

 

জগন্নাথদেবের বিগ্রহের সামনে প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ৷ লক্ষ রাখতে হবে যাতে সেটি নিভে না যায়৷
জগন্নাথদেবের বিগ্রহের সামনে প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ৷ লক্ষ রাখতে হবে যাতে সেটি নিভে না যায়৷

 

বাড়িতে ভগবান বিষ্ণুর বিগ্রহ বা পটচিত্র থাকলে তার সামনে পিতলের বাটিতে রাখুন আতপচাল, দুটো কাঁচা হলুদ এবং একটি এক টাকার কয়েন৷
বাড়িতে ভগবান বিষ্ণুর বিগ্রহ বা পটচিত্র থাকলে তার সামনে পিতলের বাটিতে রাখুন আতপচাল, দুটো কাঁচা হলুদ এবং একটি এক টাকার কয়েন৷

 

১০৮ টি বা ৫৪ টি তুলসিপাতার মালা তৈরি করুন৷ তবে তুলসিপাতা ছিদ্র করে মালা গাঁথবেন না৷ তুলসিপাতার বৃন্ত একসঙ্গে বেঁধে মালা তৈরি করুন৷
১০৮ টি বা ৫৪ টি তুলসিপাতার মালা তৈরি করুন৷ তবে তুলসিপাতা ছিদ্র করে মালা গাঁথবেন না৷ তুলসিপাতার বৃন্ত একসঙ্গে বেঁধে মালা তৈরি করুন৷

 

রথযাত্রায় যথাসম্ভব দানধ্যান করুন৷ এই তিথিতে বৃক্ষরোপণ অত্যন্ত শুভ৷
রথযাত্রায় যথাসম্ভব দানধ্যান করুন৷ এই তিথিতে বৃক্ষরোপণ অত্যন্ত শুভ৷