Tag Archives: astrological tips

Vastu Tips for Lighting Diya: প্রদীপে দিন এই জিনিস! অভাব থেকে সাড়ে সাতী দূর হয়ে হবে টাকার বর্ষা

কোন যুগ থেকে প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করছে মানুষ.তার কোনও লিপিবদ্ধ ইতিহাস নেই। আজ বিদ্যুত ইন্টারনেটের যুগেও প্রদীপের আলো তার মাধুর্য হারায়নি।
কোন যুগ থেকে প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করছে মানুষ.তার কোনও লিপিবদ্ধ ইতিহাস নেই। আজ বিদ্যুত ইন্টারনেটের যুগেও প্রদীপের আলো তার মাধুর্য হারায়নি।

 

মাঙ্গলিক প্রদীপের সঙ্গে জড়িয়ে আছে বাস্তু টিপসও। সংসারের শুভ অশুভ নানা দিক জড়িয়ে থাকে কোন উপকরণে কীভাবে প্রদীপ প্রজ্বলন করছেন, তার উপর। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
মাঙ্গলিক প্রদীপের সঙ্গে জড়িয়ে আছে বাস্তু টিপসও। সংসারের শুভ অশুভ নানা দিক জড়িয়ে থাকে কোন উপকরণে কীভাবে প্রদীপ প্রজ্বলন করছেন, তার উপর। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।

 

বাস্তু শাস্ত্র মতে, যদি অপূর্ণ ইচ্ছে পূর্ণ করতে চান তাহলে তেলের প্রদীপ জ্বালুন। পুজোর কাজে মূলত ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা হয়।
বাস্তু শাস্ত্র মতে, যদি অপূর্ণ ইচ্ছে পূর্ণ করতে চান তাহলে তেলের প্রদীপ জ্বালুন। পুজোর কাজে মূলত ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা হয়।

 

জ্যোতিষ মতে, ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলে অর্থনৈতিক অবস্থা ভাল হয়। শনিদেবের কৃপা পেতে, সাড়ে সাতী অবস্থা থেকে মুক্ত হতে সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন।
জ্যোতিষ মতে, ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলে অর্থনৈতিক অবস্থা ভাল হয়। শনিদেবের কৃপা পেতে, সাড়ে সাতী অবস্থা থেকে মুক্ত হতে সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন।

 

হনুমানজীর কৃপা পেতে তিনকোনা প্রদীপ জ্বালান জুঁইফুলের তেল দিয়ে। সূর্যদেব ও কালভৈরবের আশীর্বাদ পেতে সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করতে হবে।
হনুমানজীর কৃপা পেতে তিনকোনা প্রদীপ জ্বালান জুঁইফুলের তেল দিয়ে। সূর্যদেব ও কালভৈরবের আশীর্বাদ পেতে সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করতে হবে।

 

জন্মছকে যদি রাহু কেতুর কুদৃষ্টি থাকে তাহলে তিসির তেল দিতে হবে প্রদীপে। তাহলে জীবন থেকে অশুভ প্রভাবও দূর হবে।
জন্মছকে যদি রাহু কেতুর কুদৃষ্টি থাকে তাহলে তিসির তেল দিতে হবে প্রদীপে। তাহলে জীবন থেকে অশুভ প্রভাবও দূর হবে।

 

রোজ একটি প্রদীপ প্রজ্বলন করলে চারপাশ থেকে নেগেটিভ শক্তি দূর হয়।
রোজ একটি প্রদীপ প্রজ্বলন করলে চারপাশ থেকে নেগেটিভ শক্তি দূর হয়।

Vaishakhi Amavasya Lucky Zodiac Signs: রাত পোহালেই বৈশাখী অমাবস্যা! প্রোমোশন, অর্থ ও সম্পদের আলোয় সৌভাগ্য আসবে এই ৩ রাশির জীবনে

রাত পোহালেই বৈশাখী অমাবস্যা। মঙ্গলবার পালিত হবে বৈশাখ মাসের অমাবস্যা। এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ সনাতনী বিশ্বাস মতে।
রাত পোহালেই বৈশাখী অমাবস্যা। মঙ্গলবার পালিত হবে বৈশাখ মাসের অমাবস্যা। এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ সনাতনী বিশ্বাস মতে।

 

অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।
অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।

 

অমাবস্যা তিথিতে স্নানদানধ্যান করা হয়। এই তিথিতে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য ফিরে নতুন জীবন আসতে চলেছে। বলছেন পণ্ডিত অরবিন্দ ত্রিপাঠী। আসুন, দেখে নিই কোন কোন রাশির সৌভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে।
অমাবস্যা তিথিতে স্নানদানধ্যান করা হয়। এই তিথিতে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য ফিরে নতুন জীবন আসতে চলেছে। বলছেন পণ্ডিত অরবিন্দ ত্রিপাঠী। আসুন, দেখে নিই কোন কোন রাশির সৌভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে।

 

মেষরাশির জাতক জাতিকাদের জন্য বৈশাখ অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ ও শুভ। তাঁদের কেরিয়ারে বিশাল লাভের যোগ আসতে চলেছে। উপার্জনের নতুন পথ খুলে যাবে। জীবনে আসবে ধনসম্পদ এবং সুখসমৃদ্ধি।
মেষরাশির জাতক জাতিকাদের জন্য বৈশাখ অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ ও শুভ। তাঁদের কেরিয়ারে বিশাল লাভের যোগ আসতে চলেছে। উপার্জনের নতুন পথ খুলে যাবে। জীবনে আসবে ধনসম্পদ এবং সুখসমৃদ্ধি।

 

বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে খুশির তুফান উঠবে অমাবস্যায়। ব্যবসায় প্রচুর মুনাফা হবে। সুস্বাস্থ্য বজায় থাকবে। জীবনে আসবে সুদিন।
বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে খুশির তুফান উঠবে অমাবস্যায়। ব্যবসায় প্রচুর মুনাফা হবে। সুস্বাস্থ্য বজায় থাকবে। জীবনে আসবে সুদিন।

 

বৈশাখের অমাবস্যায় কুম্ভরাশির জাতক জাতিকারা বিশেষ লাভবান হবেন। চাকরিতে কর্মোন্নতি আসন্ন। নতুন কাজ শুরু করে সাফল্য পাবেন।
বৈশাখের অমাবস্যায় কুম্ভরাশির জাতক জাতিকারা বিশেষ লাভবান হবেন। চাকরিতে কর্মোন্নতি আসন্ন। নতুন কাজ শুরু করে সাফল্য পাবেন।

Vastu Tips for Lemon: প্রোমোশন, অগাধ টাকা, দাম্পত্য প্রেম, বাড়িতে সম্পদ ও শান্তি! শুধু কিছু পাতিলেবু রাখুন এভাবে

গরমের ডায়েটে পাতিলেবু অত্যাবশ্যকীয়। এর স্বাস্থ্যগুণ উপেক্ষা করা যায় না কোনওভাবেই। কিন্তু জানেন কি পাতিলেবুর বাস্তুগুণও প্রচুর।
গরমের ডায়েটে পাতিলেবু অত্যাবশ্যকীয়। এর স্বাস্থ্যগুণ উপেক্ষা করা যায় না কোনওভাবেই। কিন্তু জানেন কি পাতিলেবুর বাস্তুগুণও প্রচুর।

 

পাতিলেবুর সাহায্যে দূর হবে যাবতীয় সমস্যা। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি।
পাতিলেবুর সাহায্যে দূর হবে যাবতীয় সমস্যা। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি।

 

বাড়িতে আলোবাতাস খেলে এমন জায়গায় রাখুন তিনটে তাজা সুবজ পাতিলেবু। মনে করা হয় কুপ্রভাব দূর হবে বাড়ি থেকে।
বাড়িতে আলোবাতাস খেলে এমন জায়গায় রাখুন তিনটে তাজা সুবজ পাতিলেবু। মনে করা হয় কুপ্রভাব দূর হবে বাড়ি থেকে।

 

ফ্রিজের উপরে একটা পাত্রে চাল রেখে তার উপর রাখুন ৮ টা পাতিলেবু। মাঝে রাখুন ১ টা লেবু। সম্পদের অভাব হবে না।
ফ্রিজের উপরে একটা পাত্রে চাল রেখে তার উপর রাখুন ৮ টা পাতিলেবু। মাঝে রাখুন ১ টা লেবু। সম্পদের অভাব হবে না।

 

অফিসে নিজের ডেস্কের ড্রয়ারে রাখুন ৩ টে পাতিলেবু। কর্মোন্নতি হবে। সহকর্মীদের হিংসা, রেষারেষি থেকে মুক্তি পাবেন।
অফিসে নিজের ডেস্কের ড্রয়ারে রাখুন ৩ টে পাতিলেবু। কর্মোন্নতি হবে। সহকর্মীদের হিংসা, রেষারেষি থেকে মুক্তি পাবেন।

 

বাড়ির কোণে কোণে ছড়িয়ে দিন লেবুর রস। লেবুর খোসা বৃষ্টির জলে ভিজিয়ে সারা বাড়িতে এর নির্যাস ছড়িয়ে পড়তে দিন।
বাড়ির কোণে কোণে ছড়িয়ে দিন লেবুর রস। লেবুর খোসা বৃষ্টির জলে ভিজিয়ে সারা বাড়িতে এর নির্যাস ছড়িয়ে পড়তে দিন।

 

জলে লেবুর রস মিশিয়ে সেটা মূল্যবান অলঙ্কারের উপর ছড়িয়ে ছিটিয়ে দিন। অশুভ নজর থেকে রক্ষা করে আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে কয়েক গুণ।
জলে লেবুর রস মিশিয়ে সেটা মূল্যবান অলঙ্কারের উপর ছড়িয়ে ছিটিয়ে দিন। অশুভ নজর থেকে রক্ষা করে আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে কয়েক গুণ।

 

বিছানার পাশে টেবিলে রাখুন ৩ টে লেবু। দাম্পত্যে প্রেম ধরা থাকবে। তবে এই লেবু শুকিয়ে হলুদ হয়ে গেলে পাল্টে ফেলবেন।
বিছানার পাশে টেবিলে রাখুন ৩ টে লেবু। দাম্পত্যে প্রেম ধরা থাকবে। তবে এই লেবু শুকিয়ে হলুদ হয়ে গেলে পাল্টে ফেলবেন।

 

বেড়াতে গেলে পকেটে রাখুন তাজা পাতিলেবু। আপনার যাত্রা শুভ হবে।
বেড়াতে গেলে পকেটে রাখুন তাজা পাতিলেবু। আপনার যাত্রা শুভ হবে।

 

বাড়ির মূল প্রবেশদ্বারে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখুন। সব রকম কুপ্রভাব থেকে রক্ষা পাবে আপনার ঘর সংসার।
বাড়ির মূল প্রবেশদ্বারে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখুন। সব রকম কুপ্রভাব থেকে রক্ষা পাবে আপনার ঘর সংসার।

Vaishakhi Amavasya Dos & Donts: আসছে বৈশাখী অমাবস্যা, পুণ্য অর্জনে পিঁপড়েদের খেতে দিন এই খাবার, কালসর্পদোষ কাটাতে করুন এই বিশেষ কাজ

সনাতনী বিশ্বাস মতে পূর্ণিমার মতো অমাবস্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আগামী ৭ মে, মঙ্গলবার বৈশাখমাসের অমাবস্যা তিথি পালিত হবে৷
সনাতনী বিশ্বাস মতে পূর্ণিমার মতো অমাবস্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আগামী ৭ মে, মঙ্গলবার বৈশাখমাসের অমাবস্যা তিথি পালিত হবে৷

 

অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।
অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।

 

অমাবস্যা তিথিতে স্মরণ করা হয় পূর্বপুরুষদের৷ এই তিথিতে পুণ্যনদীতে স্নান করে পূর্বজদের পিণ্ডদান, তর্পণ করা হয়৷ দরিদ্রদের অন্নবস্ত্র দানে পুণ্যার্জন হয় বলে বিশ্বাস৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷
অমাবস্যা তিথিতে স্মরণ করা হয় পূর্বপুরুষদের৷ এই তিথিতে পুণ্যনদীতে স্নান করে পূর্বজদের পিণ্ডদান, তর্পণ করা হয়৷ দরিদ্রদের অন্নবস্ত্র দানে পুণ্যার্জন হয় বলে বিশ্বাস৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷

 

জন্মকুণ্ডলীতে কালসর্পদোষ থাকলে অমাবস্যায় পুণ্যনদীতে স্নান করুন৷ তার পর যে কোনও সাদাফুল ভাসিয়ে দিন নদীর জলে৷
জন্মকুণ্ডলীতে কালসর্পদোষ থাকলে অমাবস্যায় পুণ্যনদীতে স্নান করুন৷ তার পর যে কোনও সাদাফুল ভাসিয়ে দিন নদীর জলে৷

 

আটাজাতীয় খাবার খেতে দিন পিঁপড়েদের৷ তাহলেও অমাবস্যায় পুণ্য অর্জন করতে পারবেন৷
আটাজাতীয় খাবার খেতে দিন পিঁপড়েদের৷ তাহলেও অমাবস্যায় পুণ্য অর্জন করতে পারবেন৷

 

বৈশাখী অমাবস্যায় নতুন বস্ত্র, ঝাঁটার মতো জিনিস কিনবেন না৷ কারওর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না৷
বৈশাখী অমাবস্যায় নতুন বস্ত্র, ঝাঁটার মতো জিনিস কিনবেন না৷ কারওর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না৷

 

অমাবস্যা তিথিতে স্বপাক আহার গ্রহণ করুন৷ এই দিনে অন্য কারওর বাড়িতে আহার গ্রহণ না করাই বাঞ্ছনীয়৷
অমাবস্যা তিথিতে স্বপাক আহার গ্রহণ করুন৷ এই দিনে অন্য কারওর বাড়িতে আহার গ্রহণ না করাই বাঞ্ছনীয়৷

Vaishakhi Amavasya Date Time Rituals 2024: পরের সপ্তাহেই বৈশাখী অমাবস্যার পুণ্যতিথি! জীবনে সৌভাগ্য, ধনসম্পদের পাহাড়ে উঠতে করুন এই কাজগুলি

আসছে বৈশাখ মাসের অমাবস্যা বা বৈশাখী অমাবস্যা। পরের সপ্তাহে আগামী ৭ মে পালিত হবে বৈশাখী অমাবস্যা।
আসছে বৈশাখ মাসের অমাবস্যা বা বৈশাখী অমাবস্যা। পরের সপ্তাহে আগামী ৭ মে পালিত হবে বৈশাখী অমাবস্যা।

 

অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।
অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।

 

এই তিথিতে কিছু আচার আচরণ এবং রীতিনীতি পালন করলে জীবনে সৌভাগ্য ও ধনসম্পদের অভাব হয় না। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
এই তিথিতে কিছু আচার আচরণ এবং রীতিনীতি পালন করলে জীবনে সৌভাগ্য ও ধনসম্পদের অভাব হয় না। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।

 

সনাতনী বিশ্বাস মতে বৈশাখী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে শনিদেবের পুজো করা হয়।
সনাতনী বিশ্বাস মতে বৈশাখী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে শনিদেবের পুজো করা হয়।

 

শনিদেবের আশীর্বাদ পেতে তাঁকে নিবেদন করা হয় কালোতিল, সরষেতেল এবং নীল ফুল, মূলত নীল অপরাজিতা।
শনিদেবের আশীর্বাদ পেতে তাঁকে নিবেদন করা হয় কালোতিল, সরষেতেল এবং নীল ফুল, মূলত নীল অপরাজিতা।

 

বৈশাখী অমাবস্যায় ভোরবেলা অশ্বত্থগাছে জলদান করুন। সন্ধ্যায় অশ্বত্থগাছে প্রদীপ প্রজ্বলন করুন।
বৈশাখী অমাবস্যায় ভোরবেলা অশ্বত্থগাছে জলদান করুন। সন্ধ্যায় অশ্বত্থগাছে প্রদীপ প্রজ্বলন করুন।

 

এই তিথিতে পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করতে উপবাস ব্রত পালন করুন। তর্পণ নিবেদন করুন।
এই তিথিতে পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করতে উপবাস ব্রত পালন করুন। তর্পণ নিবেদন করুন।

 

বৈশাখী অমাবস্যায় দরিদ্রদের অন্নবস্ত্র দান করুন। পুণ্যনদীতে স্নান করুন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। নদীর প্রবহমান জলে নিবেদন করুন কালো তিল।
বৈশাখী অমাবস্যায় দরিদ্রদের অন্নবস্ত্র দান করুন। পুণ্যনদীতে স্নান করুন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। নদীর প্রবহমান জলে নিবেদন করুন কালো তিল।

 

এই তিথিতে হনুমানজীর পুজো সম্পন্ন করুন। জীবনে বাধাবিঘ্ন থেকে মুক্ত হবেন।
এই তিথিতে হনুমানজীর পুজো সম্পন্ন করুন। জীবনে বাধাবিঘ্ন থেকে মুক্ত হবেন।

 

শনিদেবের আরতি করুন। পাঠ করুন চালিশা এবং স্তোত্র।
শনিদেবের আরতি করুন। পাঠ করুন চালিশা এবং স্তোত্র।

Vastu Tips for Cat: সর্বস্বান্ত হয়ে যাবেন…সারাক্ষণ তাড়া করবে দুর্ভাগ্য! এই ৫ রাশির লোকজন ভুলেও বিড়াল পুষবেন না কখনও

বাড়িতে পোষ্য পালন করতে কে না ভালবাসে৷ কেউ ভালবাসে কুকুর পুষতে, কেউ ভালবাসে তোতা বা অন্য কোনও পাখি পুষতে আবার কেউ চায় বিড়াল পুষতে৷ হিন্দুশাস্ত্রে কোনও পশু বা পাখিকে পোষ্য হিসাবে লালনপালন করা পুণ্যের কাজ বলে মনে করা হয়ে থাকে৷
বাড়িতে পোষ্য পালন করতে কে না ভালবাসে৷ কেউ ভালবাসে কুকুর পুষতে, কেউ ভালবাসে তোতা বা অন্য কোনও পাখি পুষতে আবার কেউ চায় বিড়াল পুষতে৷ হিন্দুশাস্ত্রে কোনও পশু বা পাখিকে পোষ্য হিসাবে লালনপালন করা পুণ্যের কাজ বলে মনে করা হয়ে থাকে৷
কিন্তু, জ্যোতিষশাস্ত্রে এ-ও বলা হয়ে থাকে যে, রাশি অনুযায়ী পোষ্য নির্বাচন না করলে হিতে বিপরীত হতে পারে৷ কারণ প্রতিটা প্রাণীই কোনও না কোনও গ্রহের সাথে সম্পর্কযুক্ত৷
কিন্তু, জ্যোতিষশাস্ত্রে এ-ও বলা হয়ে থাকে যে, রাশি অনুযায়ী পোষ্য নির্বাচন না করলে হিতে বিপরীত হতে পারে৷ কারণ প্রতিটা প্রাণীই কোনও না কোনও গ্রহের সাথে সম্পর্কযুক্ত৷
এমন অবস্থায় যদি রাশিচক্র অনুযায়ী পশু পালন না করা হয় তাহলে অশুভ ফল দেখা দিতে শুরু করে। ৫টি রাশির মানুষ রয়েছে যাঁদের বাড়িতে বিড়াল রাখা একেবারেই উচিত নয়। এ বিষয়ে আরও তথ্য দিচ্ছেন ভোপালের জ্যোতিষী পণ্ডিত যোগেশ চৌরে।
এমন অবস্থায় যদি রাশিচক্র অনুযায়ী পশু পালন না করা হয় তাহলে অশুভ ফল দেখা দিতে শুরু করে। ৫টি রাশির মানুষ রয়েছে যাঁদের বাড়িতে বিড়াল রাখা একেবারেই উচিত নয়। এ বিষয়ে আরও তথ্য দিচ্ছেন ভোপালের জ্যোতিষী পণ্ডিত যোগেশ চৌরে।
 মেষ রাশি: বলা হয় যে, মেষ রাশির শাসক গ্রহ হল মঙ্গল। বিড়ালকে রাহুর বাহন বলে মনে করা হয়। এমতাবস্থায় মেষ রাশির জাতক জাতিকারা যদি বিড়াল রাখেন তাহলে তাঁদের জীবনে অপ্রীতিকর ঘটনা ঘটতে শুরু করে। বাড়িতে বড় সংকটের সম্ভাবনা তৈরি হয়।
মেষ রাশি: বলা হয় যে, মেষ রাশির শাসক গ্রহ হল মঙ্গল। বিড়ালকে রাহুর বাহন বলে মনে করা হয়। এমতাবস্থায় মেষ রাশির জাতক জাতিকারা যদি বিড়াল রাখেন তাহলে তাঁদের জীবনে অপ্রীতিকর ঘটনা ঘটতে শুরু করে। বাড়িতে বড় সংকটের সম্ভাবনা তৈরি হয়।
কন্যা রাশি: জ্যোতিষশাস্ত্র অনুসারে, কন্যা রাশির জাতকদের শাসক গ্রহ বুধ। এমন পরিস্থিতিতে কন্যা রাশির জাতক জাতিকাদের বিড়াল পালন এড়িয়ে চলা উচিত। বুধের কৃপায় কন্যা রাশির জাতক জাতিকারা অর্থের দিক থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা পান। এমন অবস্থায় বিড়াল পালনে রাহুর অশুভ প্রভাবে আর্থিক ক্ষতি হতে পারে।
কন্যা রাশি: জ্যোতিষশাস্ত্র অনুসারে, কন্যা রাশির জাতকদের শাসক গ্রহ বুধ। এমন পরিস্থিতিতে কন্যা রাশির জাতক জাতিকাদের বিড়াল পালন এড়িয়ে চলা উচিত। বুধের কৃপায় কন্যা রাশির জাতক জাতিকারা অর্থের দিক থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা পান। এমন অবস্থায় বিড়াল পালনে রাহুর অশুভ প্রভাবে আর্থিক ক্ষতি হতে পারে।
মিথুন: জ্যোতিষশাস্ত্র অনুসারে, মিথুন রাশির জাতক জাতিকাদের বুধ গ্রহের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। মিথুন রাশির জাতক জাতিকারা যদি বিড়াল রাখেন তাহলে তাদের মানসিক সমস্যায় পড়তে হতে পারে। এছাড়াও, এই ব্যক্তিদের মানসিক রোগের ঝুঁকিও বাড়তে পারে, তাই মিথুন রাশির জাতক জাতিকাদের ভুল করেও বিড়াল রাখা উচিত নয়।
মিথুন: জ্যোতিষশাস্ত্র অনুসারে, মিথুন রাশির জাতক জাতিকাদের বুধ গ্রহের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। মিথুন রাশির জাতক জাতিকারা যদি বিড়াল রাখেন তাহলে তাদের মানসিক সমস্যায় পড়তে হতে পারে। এছাড়াও, এই ব্যক্তিদের মানসিক রোগের ঝুঁকিও বাড়তে পারে, তাই মিথুন রাশির জাতক জাতিকাদের ভুল করেও বিড়াল রাখা উচিত নয়।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির লোকেরা প্রকৃতিগতভাবে পশুপ্রেমী হয়। তাঁরা প্রাণীকে তাঁদের ভাল বন্ধু বলে মনে করেন। কিন্তু এই লোকেরা যদি একটি বিড়াল পালন করেন, তবে তাঁদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির লোকেরা প্রকৃতিগতভাবে পশুপ্রেমী হয়। তাঁরা প্রাণীকে তাঁদের ভাল বন্ধু বলে মনে করেন। কিন্তু এই লোকেরা যদি একটি বিড়াল পালন করেন, তবে তাঁদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির লোকেরা প্রকৃতিগতভাবে পশুপ্রেমী হয়। তাঁরা প্রাণীকে তাঁদের ভাল বন্ধু বলে মনে করেন। কিন্তু এই লোকেরা যদি একটি বিড়াল পালন করেন, তবে তাঁদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির লোকেরা প্রকৃতিগতভাবে পশুপ্রেমী হয়। তাঁরা প্রাণীকে তাঁদের ভাল বন্ধু বলে মনে করেন। কিন্তু এই লোকেরা যদি একটি বিড়াল পালন করেন, তবে তাঁদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে।
মকর: যাদেঁর রাশি মকর তাঁদেরও বিড়াল রাখা এড়িয়ে চলা উচিত। বিড়াল পালন এই ব্যক্তিদের জন্য অনেক সমস্যার জন্ম দিতে পারে। যে কোনও ব্যক্তিকেই তাঁর বাড়িতে কোনও প্রাণী রাখার আগে অবশ্যই জ্যোতিষ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
মকর: যাদেঁর রাশি মকর তাঁদেরও বিড়াল রাখা এড়িয়ে চলা উচিত। বিড়াল পালন এই ব্যক্তিদের জন্য অনেক সমস্যার জন্ম দিতে পারে। যে কোনও ব্যক্তিকেই তাঁর বাড়িতে কোনও প্রাণী রাখার আগে অবশ্যই জ্যোতিষ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।

Hanuman Jayanti Rituals: হনুমান জয়ন্তীর পুজোয় দিন বিশেষ ফুল ও পাতা! হনুমান চালিশা পাঠ করুন দিনের এই সময়ে! বজরঙ্গবলীর আশীর্বাদে পাল্টাবে জীবন

চৈতী পূর্ণিমায় প্রতি বছর পালিত হয় হনুমান জয়ন্তী। এ বছর বৈশাখের পূর্ণিমায় পালন করা হবে বজরঙ্গবলীর আবির্ভাবতিথি।
চৈতী পূর্ণিমায় প্রতি বছর পালিত হয় হনুমান জয়ন্তী। এ বছর বৈশাখের পূর্ণিমায় পালন করা হবে বজরঙ্গবলীর আবির্ভাবতিথি।

 

মঙ্গলবার জন্মতিথি পড়ায় এই পার্বণের গুরুত্ব বেড়ে যায় অনেকটাই। জানুন কোন কোন গাছের পাতা দরকার তাঁর পুজোয়। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি।
মঙ্গলবার জন্মতিথি পড়ায় এই পার্বণের গুরুত্ব বেড়ে যায় অনেকটাই। জানুন কোন কোন গাছের পাতা দরকার তাঁর পুজোয়। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি।

 

১০৮ টি বটপাতা দিয়ে মালা তৈরি করে নিবেদন করুন হনুমানজীকে। লালসুতো দিয়ে মালা গাঁথুন সব সময়। বলা হয়, হনুমানজীকে বটপাতা নিবেদন করলে অধরা মনস্কামনা পূর্ণ হয়।
১০৮ টি বটপাতা দিয়ে মালা তৈরি করে নিবেদন করুন হনুমানজীকে। লালসুতো দিয়ে মালা গাঁথুন সব সময়। বলা হয়, হনুমানজীকে বটপাতা নিবেদন করলে অধরা মনস্কামনা পূর্ণ হয়।

 

শনিেদবতার কুদৃষ্টি থেকে রক্ষা পেতে ৩, ৭, ১১ বা ২১ বা যে কোনও বিজোড় সংখ্যক অশ্বত্থপাতা নিবেদন করুন হনুমানজীকে।
শনিেদবতার কুদৃষ্টি থেকে রক্ষা পেতে ৩, ৭, ১১ বা ২১ বা যে কোনও বিজোড় সংখ্যক অশ্বত্থপাতা নিবেদন করুন হনুমানজীকে।

 

আকন্দগাছের পাতাও হনুমানজীর পুজোয় খুবই গুরুত্বপূর্ণ। এই গাছের পাতা নিবেদন করুন হনুমানজীর আরাধনায়। নিবেদন করতে পারেন মালা তৈরি করেও।
আকন্দগাছের পাতাও হনুমানজীর পুজোয় খুবই গুরুত্বপূর্ণ। এই গাছের পাতা নিবেদন করুন হনুমানজীর আরাধনায়। নিবেদন করতে পারেন মালা তৈরি করেও।

 

পানপাতাও হনুমানজীর পুজোয় প্রয়োজনীয়। নিবেদন করুন পানসুপুরি।
পানপাতাও হনুমানজীর পুজোয় প্রয়োজনীয়। নিবেদন করুন পানসুপুরি।

 

তুলসিপাতা অবশ্যই দিতে হবে হনুমানজীর পুজোয়।
তুলসিপাতা অবশ্যই দিতে হবে হনুমানজীর পুজোয়।

 

হনুমানজী প্রসন্ন হন বিশেষ কিছু ফুল নিবেদনে। সেগুলির মধ্যে অন্যতম পদ্মফুল। সনাতনী বিশ্বাস মতে পদ্ম অত্যন্ত পবিত্র।
হনুমানজী প্রসন্ন হন বিশেষ কিছু ফুল নিবেদনে। সেগুলির মধ্যে অন্যতম পদ্মফুল। সনাতনী বিশ্বাস মতে পদ্ম অত্যন্ত পবিত্র।

 

জবা, গোলাপ-সহ লাল রঙের ফুলের মালা তাঁকে নিবেদন করতে পারেন।
জবা, গোলাপ-সহ লাল রঙের ফুলের মালা তাঁকে নিবেদন করতে পারেন।

 

অর্পণ করতে পারেন হলুদ গাঁদার মালাও।
অর্পণ করতে পারেন হলুদ গাঁদার মালাও।

 

হনুমানজয়ন্তীতে বজরঙ্গবলীকে নিবেদন করুন জুঁইফুল বা জুঁইফুলের মালা। প্রজ্বলন করুন জুঁইতেলের প্রদীপ।
হনুমানজয়ন্তীতে বজরঙ্গবলীকে নিবেদন করুন জুঁইফুল বা জুঁইফুলের মালা। প্রজ্বলন করুন জুঁইতেলের প্রদীপ।

 

নীল অপরাজিতাও গুরুত্বপূর্ণ হনুমানজীর পুজোয়। ১০৮ নীল অপরাজিতার মালা নিবেদন করুন সঙ্কটমোচনকে।
নীল অপরাজিতাও গুরুত্বপূর্ণ হনুমানজীর পুজোয়। ১০৮ নীল অপরাজিতার মালা নিবেদন করুন সঙ্কটমোচনকে।

 

আকন্দফুলও হনুমানজীর পুজোয় প্রয়োজনীয়। আকন্দফুল বা আকন্দপাতার মালা তৈরি করে তাঁকে নিবেদন করুন।
আকন্দফুলও হনুমানজীর পুজোয় প্রয়োজনীয়। আকন্দফুল বা আকন্দপাতার মালা তৈরি করে তাঁকে নিবেদন করুন।

 

সব সময় তাজা ফুল নিবেদন করুন আরাধ্য দেবতাকে। পোকায় কাটা, বাসি ফুল কখনওই দেবেন না পুজোয়।
সব সময় তাজা ফুল নিবেদন করুন আরাধ্য দেবতাকে। পোকায় কাটা, বাসি ফুল কখনওই দেবেন না পুজোয়।

 

হনুমানজয়ন্তীতে পাঠ করতে হবে হনুমান চালিশা। বলা হয়, এই তিথিতে হনুমান চালিশা পাঠে বা শ্রবণে সঙ্কট কাটে। তবে দিনের পরিবর্তে রাতে হনুমান চালিশা পাঠ ও শ্রবণ করলে বেশি পুণ্যলাভ করা যায় বলে বিশ্বাস।
হনুমানজয়ন্তীতে পাঠ করতে হবে হনুমান চালিশা। বলা হয়, এই তিথিতে হনুমান চালিশা পাঠে বা শ্রবণে সঙ্কট কাটে। তবে দিনের পরিবর্তে রাতে হনুমান চালিশা পাঠ
ও শ্রবণ করলে বেশি পুণ্যলাভ করা যায় বলে বিশ্বাস।

Hanuman Jayanti Astrological Tips: পবিত্র হনুমান জয়ন্তীতে ব্যাগে রাখুন এই পাতা, অর্থকষ্ট কেটে হবে টাকার বৃষ্টি, আসবে সৌভাগ্য

মঙ্গলবার পবিত্র হনুমান জয়ন্তী৷ এ বছর চৈত্র পূর্ণিমার বদলে বৈশাখের পূর্ণিমায় পালিত হচ্ছে বজরঙ্গবলীর আবির্ভাবতিথি৷
মঙ্গলবার পবিত্র হনুমান জয়ন্তী৷ এ বছর চৈত্র পূর্ণিমার বদলে বৈশাখের পূর্ণিমায় পালিত হচ্ছে বজরঙ্গবলীর আবির্ভাবতিথি৷

 

প্রচলিত বিশ্বাস, সঙ্কটমোচন হনুমানজীর জন্মতিথিতে হনুমান চালিশা পাঠ করলে সব বিঘ্ন দূর হয়৷ মুক্তি পাওয়া যায় শনিদেবের কুদৃষ্টি থেকে৷ এই তিথিতে কিছু আচার পালন করলে মুক্তি মেলে অর্থসঙ্কট থেকে৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি৷
প্রচলিত বিশ্বাস, সঙ্কটমোচন হনুমানজীর জন্মতিথিতে হনুমান চালিশা পাঠ করলে সব বিঘ্ন দূর হয়৷ মুক্তি পাওয়া যায় শনিদেবের কুদৃষ্টি থেকে৷ এই তিথিতে কিছু আচার পালন করলে মুক্তি মেলে অর্থসঙ্কট থেকে৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি৷

 

বলা হয়, দিনের তুলনায় রাতে হনুমান চালিশা পাঠ করলে বেশি সুফল পাওয়া যায়৷ পাঠ না করলেও এই পাঠ শ্রবণ করুন৷
বলা হয়, দিনের তুলনায় রাতে হনুমান চালিশা পাঠ করলে বেশি সুফল পাওয়া যায়৷ পাঠ না করলেও এই পাঠ শ্রবণ করুন৷

 

এই তিথিতে তিনটি তুলসিপাতা নিন৷ সকালে স্নান সেরে তুলসিমাতার পুজো করে ৩ টি পাতা চয়ন করুন৷
এই তিথিতে তিনটি তুলসিপাতা নিন৷ সকালে স্নান সেরে তুলসিমাতার পুজো করে ৩ টি পাতা চয়ন করুন৷

 

পরিষ্কার পরিচ্ছন্ন তিনটি তুলসিপাতা চয়ন করুন৷ তার পর হনুমানজীর পুজোয় ওই পাতাগুলি অর্পণ করুন৷
পরিষ্কার পরিচ্ছন্ন তিনটি তুলসিপাতা চয়ন করুন৷ তার পর হনুমানজীর পুজোয় ওই পাতাগুলি অর্পণ করুন৷
পুজোর পরে হনুমানজীর চরণে অর্পণ করা তুলসিপাতা রাখুন নিজের পার্সে বা ওয়ালেটে৷
পুজোর পরে হনুমানজীর চরণে অর্পণ করা তুলসিপাতা রাখুন নিজের পার্সে বা ওয়ালেটে৷

 

পরে পার্স বা ওয়ালেটে রাখা পাতা শুকিয়ে গেলে ফেলে দিন প্রবহমান জলে৷
পরে পার্স বা ওয়ালেটে রাখা পাতা শুকিয়ে গেলে ফেলে দিন প্রবহমান জলে৷

 

বিশ্বাস করা হয়, এই কাজের ফলে অর্থকষ্ট দূর হবে৷ জীবনে চুম্বকের মতো আসবে অর্থ৷
বিশ্বাস করা হয়, এই কাজের ফলে অর্থকষ্ট দূর হবে৷ জীবনে চুম্বকের মতো আসবে অর্থ৷

 

Unlucky Zodiac Signs 2024: আসছে কঠিন সময়, অশুভ ভাগ্যদোষে পড়তে পারেন এই ৩ রাশির জাতক জাতিকারা

চৈত্রের পরিবর্তে এ বার হনুমান জয়ন্তী পালিত হবে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে৷ মঙ্গলবার এই পুণ্যতিথি পড়েছে বলে শুভক্ষণের মাহাত্ম্য বেড়েছে কয়েক গুণ৷
চৈত্রের পরিবর্তে এ বার হনুমান জয়ন্তী পালিত হবে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে৷ মঙ্গলবার এই পুণ্যতিথি পড়েছে বলে শুভক্ষণের মাহাত্ম্য বেড়েছে কয়েক গুণ৷

 

তবে কিছু রাশির জন্য আসন্ন সময়কাল বিশেষ শুভ হবে না৷ জীবনে চলার পথে আসতে পারে নানা বাধাবিঘ্ন৷ বিঘ্ননাশের জন্য তাঁদের প্রার্থনা করতে হবে সঙ্কটমোচন হনুমানজীর। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্রকুমার শর্মা৷
তবে কিছু রাশির জন্য আসন্ন সময়কাল বিশেষ শুভ হবে না৷ জীবনে চলার পথে আসতে পারে নানা বাধাবিঘ্ন৷ বিঘ্ননাশের জন্য তাঁদের প্রার্থনা করতে হবে সঙ্কটমোচন হনুমানজীর। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্রকুমার শর্মা৷
মীনরাশির জাতক জাতিকারা একইসঙ্গে কল্পনাপ্রবণ এবং খুবই স্পর্শকাতর৷ এর ফলে তাঁরা মাঝে মাঝে যুক্তি বুদ্ধি বোধ হারিয়ে ফেলেন৷
মীনরাশির জাতক জাতিকারা একইসঙ্গে কল্পনাপ্রবণ এবং খুবই স্পর্শকাতর৷ এর ফলে তাঁরা মাঝে মাঝে যুক্তি বুদ্ধি বোধ হারিয়ে ফেলেন৷

 

সংশয় এবং ভ্রান্তিবোধের জন্য মীনরাশির জাতক জাতিকাদের ভাগ্য বিলম্বিত হতে পারবে৷
সংশয় এবং ভ্রান্তিবোধের জন্য মীনরাশির জাতক জাতিকাদের ভাগ্য বিলম্বিত হতে পারবে৷

 

কর্কটরাশির জাতক জাতিকারা খুব কেয়ারিং৷ কিন্তু তাঁরাও খেয়ালপ্রবণ হন৷ অতীতে বুঁদ হয়ে থাকার প্রবণতা তাঁদের কাছ থেকে সুযোগ কেড়ে নেয়৷ ফলে মন্দভাগ্য সঙ্গী হয়৷
কর্কটরাশির জাতক জাতিকারা খুব কেয়ারিং৷ কিন্তু তাঁরাও খেয়ালপ্রবণ হন৷ অতীতে বুঁদ হয়ে থাকার প্রবণতা তাঁদের কাছ থেকে সুযোগ কেড়ে নেয়৷ ফলে মন্দভাগ্য সঙ্গী হয়৷

 

বৃষরাশির জাতক জাতিকারা বিশ্বাসযোগ্য৷ কিন্তু তাঁরা খুবই একরোখা৷ তাঁদের একগুঁয়েমি পরিবর্তনকে আপন করে নিতে দেয় না৷
বৃষরাশির জাতক জাতিকারা বিশ্বাসযোগ্য৷ কিন্তু তাঁরা খুবই একরোখা৷ তাঁদের একগুঁয়েমি পরিবর্তনকে আপন করে নিতে দেয় না৷

 

বৃষরাশিকে মাঝে মাঝে সমস্যায় ফেলে তাঁদের অলসতা৷ ফলে ভাগ্য প্রতিহত হয়৷
বৃষরাশিকে মাঝে মাঝে সমস্যায় ফেলে তাঁদের অলসতা৷ ফলে ভাগ্য প্রতিহত হয়৷

 

এই তিন রাশির সব জাতক জাতিকারাই যে একই দোষে দুষ্ট হবেন, তার কোনও মানে নেই৷ মনে রাখা ভাল, নিজের ভাগ্য নিজেই গড়া যায়৷ রাশিফল যা-ই বলুক না কেন, ভরসা রাখতে হবে নিজের উপর৷
এই তিন রাশির সব জাতক জাতিকারাই যে একই দোষে দুষ্ট হবেন, তার কোনও মানে নেই৷ মনে রাখা ভাল, নিজের ভাগ্য নিজেই গড়া যায়৷ রাশিফল যা-ই বলুক না কেন, ভরসা রাখতে হবে নিজের উপর৷

Hanuman Jayanti Lucky Zodiac Signs: নতুন চাকরি, বিয়ের যোগ, ব্যবসায় প্রচুর লাভ! হনুমান জয়ন্তীতে পূর্ণিমার গোলাপি চন্দ্রে ভাগ্য পাল্টাবে এই ৫ রাশির!

মঙ্গলবার পালিত হবে হনুমান জয়ন্তী৷ এ বছর চৈত্রের পরিবর্তে বৈশাখের পূর্ণিমায় পড়েছে এই পার্বণ৷ মঙ্গলবার বজরঙ্গবলীর আবির্ভাবতিথি পালিত হবে বলে কয়েক গুণ বেড়ে গিয়েছে এর মাহাত্ম্য৷
মঙ্গলবার পালিত হবে হনুমান জয়ন্তী৷ এ বছর চৈত্রের পরিবর্তে বৈশাখের পূর্ণিমায় পড়েছে এই পার্বণ৷ মঙ্গলবার বজরঙ্গবলীর আবির্ভাবতিথি পালিত হবে বলে কয়েক গুণ বেড়ে গিয়েছে এর মাহাত্ম্য৷

 

প্রসঙ্গত এই পূর্ণিমা পরিচিত গোলাপি পূর্ণিমা নামেও৷ বসন্তকালের ফুলের প্রতীক হিসেবে এই পূর্ণিমার চাঁদকে বলা হয় ‘পিঙ্ক মুন’৷
প্রসঙ্গত এই পূর্ণিমা পরিচিত গোলাপি পূর্ণিমা নামেও৷ বসন্তকালের ফুলের প্রতীক হিসেবে এই পূর্ণিমার চাঁদকে বলা হয় ‘পিঙ্ক মুন’৷

 

এ বছর হনুমান জয়ন্তীতে পড়েছে বুধাদিত্য রাজযোগ৷ এর পাশাপাশি গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে কিছু রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য উজ্জ্বল হতে চলেছে৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি৷
এ বছর হনুমান জয়ন্তীতে পড়েছে বুধাদিত্য রাজযোগ৷ এর পাশাপাশি গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে কিছু রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য উজ্জ্বল হতে চলেছে৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি৷

 

মেষরাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক স্বচ্ছলতা আসবে জীবনে৷ মনোমত সাফল্য আসবে কর্মক্ষেত্রে৷ নতুন সম্পত্তি লাভ করবেন৷ স্বাস্থ্য ভাল থাকবে৷
মেষরাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক স্বচ্ছলতা আসবে জীবনে৷ মনোমত সাফল্য আসবে কর্মক্ষেত্রে৷ নতুন সম্পত্তি লাভ করবেন৷ স্বাস্থ্য ভাল থাকবে৷

 

মিথুন রাশির জাতক জাতিকারা তাঁদের ভাগ্যের সম্পূর্ণ সাহায্য পাবেন৷ মানসিক উদ্বেগ কাটবে৷ কাজের জায়গায় পাবেন প্রশংসা৷ ব্যবসায় দ্বিগুণ লাভবান হবেন৷
মিথুন রাশির জাতক জাতিকারা তাঁদের ভাগ্যের সম্পূর্ণ সাহায্য পাবেন৷ মানসিক উদ্বেগ কাটবে৷ কাজের জায়গায় পাবেন প্রশংসা৷ ব্যবসায় দ্বিগুণ লাভবান হবেন৷

 

বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অংশীদারী ব্যবসায় প্রচুর মুনাফা পাবেন৷ চাকরিক্ষেত্রে আছে শুভযোগ৷ বিদেশযাত্রা শুভ যোগ রয়েছে৷
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অংশীদারী ব্যবসায় প্রচুর মুনাফা পাবেন৷ চাকরিক্ষেত্রে আছে শুভযোগ৷ বিদেশযাত্রা শুভ যোগ রয়েছে৷

 

হনুমান জয়ন্তীতের মকররাশির জাতক জাতিকারা সুখশান্তি পাবেন৷ বাড়বে মানসম্মান ও প্রতিপত্তি৷ অবিবাহিতদের বিবাহযোগ দেখা দেবে৷ হারিয়ে যাওয়া ধনসম্পদ ফেরত পেতে পারেন৷
হনুমান জয়ন্তীতের মকররাশির জাতক জাতিকারা সুখশান্তি পাবেন৷ বাড়বে মানসম্মান ও প্রতিপত্তি৷ অবিবাহিতদের বিবাহযোগ দেখা দেবে৷ হারিয়ে যাওয়া ধনসম্পদ ফেরত পেতে পারেন৷

 

কেরিয়ারে নতুন দিক খুলে যাবে কুম্ভরাশির জাতক জাতিকাদের জীবনে৷ ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন বড় অঙ্কের অর্থ৷ সুসংবাদ প্রাপ্তির সুযোগ আছে৷ বজায় থাকবে সুস্বাস্থ্য৷
কেরিয়ারে নতুন দিক খুলে যাবে কুম্ভরাশির জাতক জাতিকাদের জীবনে৷ ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন বড় অঙ্কের অর্থ৷ সুসংবাদ প্রাপ্তির সুযোগ আছে৷ বজায় থাকবে সুস্বাস্থ্য৷

 

হনুমান জয়ন্তীতে সঙ্কটমোচন বজরঙ্গবলীকে অর্পণ করুন লাড্ডু, তুলসিমালা এবং লালবস্ত্র৷ জুঁইফুলের তেলে প্রদীপ প্রজ্বলন করে পাঠ করুন হনুমান চালিশা৷
হনুমান জয়ন্তীতে সঙ্কটমোচন বজরঙ্গবলীকে অর্পণ করুন লাড্ডু, তুলসিমালা এবং লালবস্ত্র৷ জুঁইফুলের তেলে প্রদীপ প্রজ্বলন করে পাঠ করুন হনুমান চালিশা৷