প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Narendra Modi on Manipur: অবশেষে মণিপুর নিয়ে মুখ খুললেন মোদি! কংগ্রেস আমলে কী হয়েছিল, পাল্টা প্রশ্ন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: শেষ পর্যন্ত মণিপুর ইস্যুতে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যদিও রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে তাঁর পাল্টা অভিযোগ, মণিপুরের ঘটনা নিয়ে বিরোধীরাই রাজনীতি করেছে৷ কংগ্রেস আমলেও যে মণিপুর দীর্ঘদিন অশান্ত হয়েছিল, সেকথাও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী৷

মোদি অবশ্য এ দিনও দাবি করেছেন, মণিপুরে শান্তি ফেরাতে কেন্দ্র বদ্ধপরিকর৷ সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গেই আলোচনা চালাচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার৷ প্রধানমন্ত্রী আরও দাবি করেছেন, মণিপুরে ধীরে ধীরে শান্তি ফিরছে এবং রাজ্যের অধিকাংশ জায়গাতেই স্কুল খুলতে শুরু করেছে৷

আরও পড়ুন: এক খবরেই থেমে গেল হই হট্টগোল, শান্ত হয়ে গেল লোকসভা! নিজেই দুঃসংবাদ দিলেন মোদি

গতকাল প্রধানমন্ত্রী লোকসভায় বক্তব্য রাখার সময় বিরোধী শিবির থেকে একটানা মণিপুরের জন্য বিচার চেয়ে স্লোগান দেওয়া হয়৷ এ দিন পাল্টা কংগ্রেসকে নিশানা করে মোদি বলেন, অতীতে মণিপুরে দশ বার রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছে৷ যারা আজকে এই বিষয়টি নিয়ে হট্টগোল করছেন, তাঁরা মণিপুরের দিকে ফিরেও তাকায়নি৷ মণিপুরও একদিন আপনাদের প্রত্যাখ্যান করবে৷

প্রধনামন্ত্রী বলেন, যাঁরা মণিপুরের ইতিহাস জানেন তাঁদের সবাই জানেন যে মণিপুরে সামাজিক সংঘাতের দীর্ঘ ইতিহাস রয়েছে৷ এই সমস্যার শিকড় যে অনেক গভীরে তা কেউ অস্বীকার করতে পারবে না৷ কংগ্রেসের নেতারা যেন ভুলে না যান যে ওইটুকু রাজ্যে অতীতে দশবার রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছিল৷ এর পিছনে নিশ্চয়ই কোনও কারণ ছিল৷ এসব তো আমাদের সরকারের আমলে হয়নি৷

এ দিনও প্রধাননমন্ত্রীর ভাষণের সময় বিরোধী বেঞ্চ থেকে মণিপুর, মণিপুর আওয়াজ তুলে চিৎকার করা হয়৷ রাষ্ট্রপতির ভাষণেও কেন হিংসায় কবলিত মণিপুর নিয়ে একটিও শব্দের উল্লেখ ছিল না, তা নিয়ে প্রশ্ন তোলেন ইনার মণিপুরের কংগ্রেস সাংসদ বিমল আকইজাম৷ যদিও তাঁর বক্তব্য শেষ করতে দেননি অধ্যক্ষ৷