Health Tips: হিমোগ্লোবিন কম? রক্তাল্পতা? এই সুস্বাদু খাবার পাতে রাখলেই কাজ হবে জাদুর মতো… হাতেনাতে প্রমাণ

বর্তমান সময়ে বেশির ভাগ মানুষের মধ্যে রক্তাল্পতার সমস্যা দেখা দিচ্ছে। রক্তাল্পতার সমস্যা দূর করার জন্য একাধিক ঘরোয়া টোটকা কিংবা ভেষজ ব্যবহার করা যেতে পারে। তবে রক্তাল্পতার সমস্যা দূর করার জন্য খাওয়া যেতে পারে মুনাক্কার নির্যাস। যা নিমেষে এই সমস্যা নিরাময় করে। এছাড়াও এটি দেহের শক্তি বৃদ্ধি করে।
বর্তমান সময়ে বেশির ভাগ মানুষের মধ্যে রক্তাল্পতার সমস্যা দেখা দিচ্ছে। রক্তাল্পতার সমস্যা দূর করার জন্য একাধিক ঘরোয়া টোটকা কিংবা ভেষজ ব্যবহার করা যেতে পারে। তবে রক্তাল্পতার সমস্যা দূর করার জন্য খাওয়া যেতে পারে মুনাক্কার নির্যাস। যা নিমেষে এই সমস্যা নিরাময় করে। এছাড়াও এটি দেহের শক্তি বৃদ্ধি করে।

 

আয়ুর্বেদ বিশেষজ্ঞ শিবকুমার পাণ্ডে লোকাল ১৮-কে বলেন, আয়ুর্বেদিক গ্রন্থে বলা হয়েছে যে, মুনাক্কার নির্যাসের মধ্যে রক্ত ​​উৎপাদনকারী উপাদান রয়েছে। কিন্তু কী এই মুনাক্কা। আসলে বড় আঙুর শুকিয়ে নেওয়া হলে তাকে মুনাক্কা বলা হয়।
আয়ুর্বেদ বিশেষজ্ঞ শিবকুমার পাণ্ডে লোকাল ১৮-কে বলেন, আয়ুর্বেদিক গ্রন্থে বলা হয়েছে যে, মুনাক্কার নির্যাসের মধ্যে রক্ত ​​উৎপাদনকারী উপাদান রয়েছে। কিন্তু কী এই মুনাক্কা। আসলে বড় আঙুর শুকিয়ে নেওয়া হলে তাকে মুনাক্কা বলা হয়।
আয়ুর্বেদ বিশেষজ্ঞ শিবকুমার পাণ্ডে বলেন, প্রতিদিন আধ গ্লাস জলে ১৫ গ্রাম মুনাক্কার নির্যাস মিশিয়ে খেলে রক্তশূন্যতার মতো সমস্যা দূর হয়। সেই সঙ্গে শরীরে রক্ত ​​তৈরি হয়। মুনাক্কার নির্যাস শরীরের সকল প্রকার ব্যাধি দূর করে। চরম ক্লান্তিতে মুনাক্কা সেবন করলে ক্লান্তিবোধও দূর হয়।
আয়ুর্বেদ বিশেষজ্ঞ শিবকুমার পাণ্ডে বলেন, প্রতিদিন আধ গ্লাস জলে ১৫ গ্রাম মুনাক্কার নির্যাস মিশিয়ে খেলে রক্তশূন্যতার মতো সমস্যা দূর হয়। সেই সঙ্গে শরীরে রক্ত ​​তৈরি হয়। মুনাক্কার নির্যাস শরীরের সকল প্রকার ব্যাধি দূর করে। চরম ক্লান্তিতে মুনাক্কা সেবন করলে ক্লান্তিবোধও দূর হয়।
শিবকুমার পাণ্ডে আরও বলেন, এর নির্যাস প্রস্তুত করা খুবই কঠিন। আয়ুর্বেদের প্রতি তাঁর বিশেষ আগ্রহ থাকায় তিনি নিজেই এটি প্রস্তুত করেন। আর মুনাক্কা প্রতি কেজি ৪০০০ টাকা দরে বিক্রি হয়। অর্থাৎ মাত্র ২০০ গ্রাম মুনাক্কার দাম ৮০০ টাকা।
শিবকুমার পাণ্ডে আরও বলেন, এর নির্যাস প্রস্তুত করা খুবই কঠিন। আয়ুর্বেদের প্রতি তাঁর বিশেষ আগ্রহ থাকায় তিনি নিজেই এটি প্রস্তুত করেন। আর মুনাক্কা প্রতি কেজি ৪০০০ টাকা দরে বিক্রি হয়। অর্থাৎ মাত্র ২০০ গ্রাম মুনাক্কার দাম ৮০০ টাকা।
যাঁরা মুনাক্কা কিনতে চাইবেন, তাঁরা সরাসরি কল করে এটি অর্ডার করতে পারেন। পলামৌ জেলার জেলা সদর মেদিনীনগরে এসেও মুনাক্কা কেনা যেতে পারে। এর জন্য 8789101495 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। কারণ এটি ক্যুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনও প্রান্তে ডেলিভারি করা যাবে।
যাঁরা মুনাক্কা কিনতে চাইবেন, তাঁরা সরাসরি কল করে এটি অর্ডার করতে পারেন। পলামৌ জেলার জেলা সদর মেদিনীনগরে এসেও মুনাক্কা কেনা যেতে পারে। এর জন্য 8789101495 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। কারণ এটি ক্যুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনও প্রান্তে ডেলিভারি করা যাবে।