রো-হি-ত, রো-হি-ত নামের জয়ধ্বনিতে তখন চারদিক মুখরিত

Team India Victory Parade: রো-হি-ত, রো-হি-ত জয়ধ্বনিতে মুখরিত মুম্বই! বেড়ে ওঠার শহরের রাজপথে নিজের নামে বিজয়োল্লাসে মুগ্ধ ভারত অধিনায়ক

মুম্বই: একে ভারতীয় দলের বিশ্বকাপ জয়, তার উপর অধিনায়ক আবার ঘরের ছেলে৷ ফলে রোহিত শর্মাকে ঘিরে বৃহস্পতিবার আমচি মুম্বইকরের উন্মাদনা এবং উত্তেজনা ছিল তুঙ্গে৷ রো-হি-ত, রো-হি-ত নামের জয়ধ্বনিতে তখন চারদিক মুখরিত৷ বড় হয়ে ওঠার শহরের রাজপথে নিজের নামে বিজয়োল্লাস শুনে মুগ্ধ রোহিত শর্মা কার্যত বাকরুদ্ধ৷ বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দলকে দেখার অপেক্ষায় বৃহস্পতিবার বিকেল থেকেই মুম্বই মহানগরীর রাজপথে ছিল উৎসাহী জনতার ভিড়৷ বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জিতে নেওয়া ক্রিকেদারদের স্বাগত জানাতে চারদিকে তখন ক্রিকেট অনুরাগীদের জনস্রোত৷ বিমানবন্দরে উচ্ছ্বসিত অভ্যর্থনার পর টিম ইন্ডিয়ার সদস্যরা ছাদখোলা বাসে সফর করেন বাণিজ্যনগরীর রাজপথে৷

 

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শনিবার বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে৷ ঘূর্ণিঝড় বেরিল বার্বাডোজে আছড়ে পড়ার পর অচল হয়ে পড়ে ব্রিজটাউনের বিমানবন্দর৷ দু’দিন অপেক্ষার পর এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে পৌঁছন বিশ্বজয়ীরা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর তাঁরা রওনা দেন মুম্বইয়ের উদ্দেশে৷

আরও পড়ুন : ফিরল নস্ট‍্যালজিয়া, ফের ওয়াংখেড়েতে বিশ্বজয়ীরা! রোহিত-বিরাটদের ঘিরে জনসুনামি

ক্রিকেটনগরী মুম্বইয়ে বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে স্বাগত জানানো হয় বিশেষ ‘ওয়াটার স্যালুট’-এ৷ বিমানবন্দরেই তাঁদের জন্য বিছিয়ে দেওয়া হয় লাল গালিচা৷ পুষ্পবৃষ্টিতে প্লাবিত হয়েই জয়ের স্মারক কেক কাটেন রোহিত অ্যান্ড কোং৷