অভিযুক্ত ভোলে বাবা ওরফে সুরজ পাল৷

Hathras stampede: হাথরস কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত! প্রকাশ্যে এসে কী বললেন ভোলে বাবা? দিলেন ভিডিও বার্তা

হাথরস: উত্তর প্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর এই প্রথম প্রকাশ্যে এলেন অভিযুক্ত ধর্মগুরু ভোলে বাবা৷ এর আগে নিজের আইনজীবীর মাধ্যমে বিবৃতি দিয়েছিলেন তিনি৷

ভিডিও বার্তায় ভোলে বাবা ওরফে সুরজ পাল বলেছেন, ভগবান আমাদের এই যন্ত্রণা কাটিয়ে ওঠার শক্তি দিন৷ প্রশাসন এবং সরকারের উপরে ভরসা রাখুন৷ আমার বিশ্বাস, যারা সেদিন বিশৃঙ্খলা তৈরি করেছিল তারা ছাড় পাবে না৷ আমার আইনজীবীর মাধ্যমে আমি কমিটির সদস্যদের জানিয়েছি, শোকস্তব্ধ পরিবারগুলির পাশে থাকতে৷ যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসা এবং আজীবন সাহায্য করার জন্য অনুরোধও করেছি৷

আরও পড়ুন: সাপ কামড়াতেই পাল্টা তিন কামড় বসিয়ে দিলেন শ্রমিক! বিহারে আজব কাণ্ড, বাঁচল কে?

এরই মধ্যে হাথরসের যে সৎসঙ্গে এই দুর্ঘটনা ঘটে, তা আয়োজনের দায়িত্বে থাকা এফআইআরে মূল অভিযুক্ত হিসেবে নাম থাকা ভোলে বাবার অনুগামী দেবপ্রকাশ মধুকরকে দিল্লি থেকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ৷ এই নিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৭৷ যদিও ধৃতের আইনজীবী এ পি সিং দাবি করেছেন, তাঁর মক্কেল আত্মসমর্পণ করেছেন৷

ভোলে বাবার পায়ের ধুলো নিতে গিয়ে হুড়োহুড়ি থেকেই হাথরসের ওই সৎসঙ্গে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ৷ যদিও ঘটনার পর পুলিশের দায়ের করা এফআইআর-এ নাম ছিল না ভোলে বাবার৷ বরং মূল অভিযুক্ত হিসেবে নাম ছিল এই দেবপ্রকাশেরই৷ দেবপ্রকাশের খোঁজ দিতে পারলে এক লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ৷

এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে উত্তর প্রদেশ পুলিশ৷ পাশাপাশি হাইকোর্টের প্রাক্তন একজন বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় কমিশনও গঠন করেছে উত্তর প্রদেশ সরকার৷