তিনজনে মিলে চলছে গানের চর্চা

Musical Family: চিলেকোঠার জীবনে সঙ্গীত আঁকড়ে বাস মা-বাবা ও ছেলের! চোখ বন্ধ করে গান শুনুন

পশ্চিম মেদিনীপুর: চিলেকোঠায় সঙ্গীত সাধনা। বাবা, মা ও ছেলের অভাবের সংসারের সবটুকু জুড়ে আছে সঙ্গীত। প্রান্তিক গ্রামের ছোট্ট একচালা বাড়ি, চারিদিক টিন দিয়ে ঘেরা। তারই চিলেকোঠায় তিনজনে মিলে সুর তোলেন। বাবা, মা, ছেলে মিলে সকালে হোক কিংবা বিকেলে, বসে পড়েন গানের চর্চা করতে।

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার প্রত্যন্ত জামনা গ্রামে হাজির হলে এমনই মন ভাল করা অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন আপনি। এক টুকরো চিলেকোঠায় কখনও গুনগুনিয়ে ওঠে সুর, আবার কখনও সেতার ও তবলার শব্দে মোহিত হন গ্রামের মানুষজন।

আরও পড়ুন: বাঁকুড়ায় ড্রোন দিয়ে কৃষি কাজ? আর যা যা হবে

ছেলেকে উন্নতির শিখরে পৌঁছে দিতে রেওয়াজে বসেন বাবা-মা। গলায় যেন সরস্বতীর বাস। শুধু তাই নয়, নামকরা কোনও গিটারিস্টের সঙ্গে পাল্লা দিয়ে যে কোনও গানে আঙুলের ছোঁয়াতে বেজে ওঠে ধুন। এভাবেই স্বপ্ন পূরণের দিকে এগিয়ে চলেছেন জামনার যুবক সুব্রত মণ্ডল। ছোট থেকেই গানের প্রতি ভালবাসা এবং বাবা-মায়ের প্রেরণা তাঁকে ধীরে ধীরে পরিণত একজন শিল্পী হিসেবে তৈরি করেছে। এই গান শেখার অনুপ্রেরণা ও শিক্ষাগুরু তাঁর মা। মায়ের কাছেই প্রথম গানের পাঠ নেওয়া। সুব্রতর মা দারুন সেতার বাজাতে পারেন। শুধু তাই নয়, তাঁর বাবা যেকোনও তাল তোলেন তবলাতে।

সুব্রত জানিয়েছেন, বাড়িতে প্রথম থেকেই গানের একটা পরিবেশ ছিল। মা গানের রেওয়াজ করতেন। তাঁর গানের শিক্ষাগুরু মা। এরপর সে গিটার শেখে।গিটারে সমস্ত টিউন যে কোনও গানেই অতি সহজে তুলতে পারে সুর। সংসার চালাতে ভরসা সুব্রতর ছোট গিটার তৈরির কারখানা। মাসে যে কটা গিটার বিক্রি হয় তা দিয়েই চলে তিনজনের সংসার। এছাড়াও কয়েকজনকে শেখান গিটার।

চোখ বন্ধ করে শুনুন গান।

রঞ্জন চন্দ