হাড়োয়ার বিদ্যাধরি নদীতে দেখা মিলল কুমিরের

বিদ্যাধরী নদীতে ওটা কী ভাসছে! আতঙ্ক ছড়াল এলাকায়

বসিরহাট: বর্ষার শুরুতেই বিদ্যাধরীর বক্ষে এবার কুমিরের দেখা মিলল। এদিন দুপুরে একটি বিশালাকার কুমিরের দেখা মিলল বসিরহাট মহাকুমার হাড়োয়ার রানীগাছির বিদ্যাধরি নদীর চরে। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কুমিরটি আনুমানিক সাত-আট ফুট লম্বা, মনে করা হচ্ছে সেটি পূর্ণবয়স্ক।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের খাস বালন্দা গ্রাম পঞ্চায়েতের উত্তর রানীগাছির বিদ্যাধরি নদীর চরে কাদামাটি মাখা অবস্থায় কুমিরটি ভাসছিল। সেই সময় নদীতে জোয়ার থাকায় পাড়ে উঠে আসে সেটি।

আরও পড়ুন- ফোনে দু’টো সিম থাকলে কি বাড়তি টাকা দিতে হবে? TRAI জানিয়ে দিল আসল সত্যি

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে সন্দেশখালির ন্যাজাট বাউনিয়া ফেরিঘাটে বিদ্যাধরী নদীতে দেখা মিলেছিল কুমিরের। এর পর এদিন ফের কুমিরের দেখা মিলল বিদ্যাধরীতে।

সম্ভবত সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে খাবারের সন্ধানে কুমির ছোট নদীতে ঢুকে পড়েছে। এমনটাই মনে করছেন অনেকেই। কুমিরটিকে প্রাথমিক অবস্থায় দেখতে পেয়ে এলাকার মৎস্যজীবী থেকে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বনদফতরের কর্মীরা। কুমিরটিকে ফের দেখা গেলে বন দফতরে খবর দেওয়ার জন্য এলাকাবাসীকে জানানো হয়েছে।

জুলফিকার মোল্যা