How to fix damp wall: বর্ষায় দেওয়ালে-সিলিংয়ে ড্যাম্প ধরে? এই ভাবেই মিলতে পারে স্যাঁতস্যাঁতে ঘর থেকে মুক্তি, জানুন উপায়

বর্ষাকালে বাড়িঘরের দেওয়ালে ড্যাম্প ধরার ঘটনা বেড়ে যায়৷ বিশেষ করে পুরনো বাড়ি হলে তো কথাই নেই৷ দেওয়ালে ড্যাম্প ধরলে একদিকে তা যেমন ধীর ধীরে বাড়ির সার্বিক পরিকাঠামোকে নষ্ট করে, ঠিক তেমনই বাড়ির অন্দরের পরিবেশও অসুস্থ করে তোলে৷ সবসময় স্যাঁতস্যাঁতে ভাব বাড়ির সদস্যদের মধ্যে সর্দি-কাশি ইত্যাদির সংক্রমণের সম্ভাবনা বাড়িয়ে তোলে৷
বর্ষাকালে বাড়িঘরের দেওয়ালে ড্যাম্প ধরার ঘটনা বেড়ে যায়৷ বিশেষ করে পুরনো বাড়ি হলে তো কথাই নেই৷ দেওয়ালে ড্যাম্প ধরলে একদিকে তা যেমন ধীর ধীরে বাড়ির সার্বিক পরিকাঠামোকে নষ্ট করে, ঠিক তেমনই বাড়ির অন্দরের পরিবেশও অসুস্থ করে তোলে৷ সবসময় স্যাঁতস্যাঁতে ভাব বাড়ির সদস্যদের মধ্যে সর্দি-কাশি ইত্যাদির সংক্রমণের সম্ভাবনা বাড়িয়ে তোলে৷
বর্ষাকালের স্যাঁতস্যাঁতে দেওয়ালের সমস্যা থেকে রেহাই পেতে কাজে আসে কিছু উপায়৷ এই প্রতিবেদনে সেই উপায়গুলি নিয়েই আলোচনা করব আমরা৷
বর্ষাকালের স্যাঁতস্যাঁতে দেওয়ালের সমস্যা থেকে রেহাই পেতে কাজে আসে কিছু উপায়৷ এই প্রতিবেদনে সেই উপায়গুলি নিয়েই আলোচনা করব আমরা৷
বর্ষাকালের স্যাঁতস্যাঁতে দেওয়ালের সমস্যা থেকে রেহাই পেতে কাজে আসে কিছু উপায়৷ এই প্রতিবেদনে সেই উপায়গুলি নিয়েই আলোচনা করব আমরা৷
বর্ষাকালের স্যাঁতস্যাঁতে দেওয়ালের সমস্যা থেকে রেহাই পেতে কাজে আসে কিছু উপায়৷ এই প্রতিবেদনে সেই উপায়গুলি নিয়েই আলোচনা করব আমরা৷
দেওয়ালে ফাটল থাকলেও এই সমস্যা হতে পারে। এছাড়া, ছাদে দীর্ঘক্ষণ জল জমে থাকলে তা অনেক সময় স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এমনকি, দেওয়ালের ড্রেনেজ পাইপ ব্লক হয়ে গেলেও জল সোক করার মতো সমস্যা দেখা দিতে পারে।
দেওয়ালে ফাটল থাকলেও এই সমস্যা হতে পারে। এছাড়া, ছাদে দীর্ঘক্ষণ জল জমে থাকলে তা অনেক সময় স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এমনকি, দেওয়ালের ড্রেনেজ পাইপ ব্লক হয়ে গেলেও জল সোক করার মতো সমস্যা দেখা দিতে পারে।
বর্ষাকালে যদি ড্যাম্প হওয়ার সমস্যা বেড়ে যায়, তাহলে বর্ষা আসার আগেই জলরোধকারী রাসায়নিক ব্যবহার করে ড্যাম্প ধরার জায়গায় মেরামত করুন। সিমেন্টে মিশিয়ে ড্যাম্প সৃষ্টিকারী জায়গাগুলিচে লাগান। এটি শুকিয়ে যাওয়ার পরে, দেওয়ালের ওই জায়গাটা রঙ করে দিন।
বর্ষাকালে যদি ড্যাম্প হওয়ার সমস্যা বেড়ে যায়, তাহলে বর্ষা আসার আগেই জলরোধকারী রাসায়নিক ব্যবহার করে ড্যাম্প ধরার জায়গায় মেরামত করুন। সিমেন্টে মিশিয়ে ড্যাম্প সৃষ্টিকারী জায়গাগুলিচে লাগান। এটি শুকিয়ে যাওয়ার পরে, দেওয়ালের ওই জায়গাটা রঙ করে দিন।
যেসব জায়গায় জল জমার প্রবণতা রয়েছে, সেখানটা মেরামত করুন। ছাদের ড্রেনের গর্ত আটকে থাকলে বর্ষার আগে তা পরিষ্কার করে দিন, যাতে বৃষ্টির জল ছাদ থেকে সহজে নীচে পড়তে পারে।
যেসব জায়গায় জল জমার প্রবণতা রয়েছে, সেখানটা মেরামত করুন। ছাদের ড্রেনের গর্ত আটকে থাকলে বর্ষার আগে তা পরিষ্কার করে দিন, যাতে বৃষ্টির জল ছাদ থেকে সহজে নীচে পড়তে পারে।
আপনি চাইলে ছাদে ওয়াটারপ্রুফ কোটিংও ব্যবহার করতে পারেন। এই ধরনের কোটিং লাগালে ছাদে জল জমে থাকলেও তা দেওয়াল স্যাঁতস্যাঁতে করে না।
আপনি চাইলে ছাদে ওয়াটারপ্রুফ কোটিংও ব্যবহার করতে পারেন। এই ধরনের কোটিং লাগালে ছাদে জল জমে থাকলেও তা দেওয়াল স্যাঁতস্যাঁতে করে না।
শুধু ছাদের ড্রেনের মুখই নয়, ড্রেনেজ পাইপও পরিষ্কার করে ফেলুন বর্ষা আসার আগেই৷ ড্রেনেজ পাইপ অবরুদ্ধ থাকলে সংশ্লিষ্ট দেওয়ালে জল সোক করার মতো সমস্যা দেখা দেয়৷
শুধু ছাদের ড্রেনের মুখই নয়, ড্রেনেজ পাইপও পরিষ্কার করে ফেলুন বর্ষা আসার আগেই৷ ড্রেনেজ পাইপ অবরুদ্ধ থাকলে সংশ্লিষ্ট দেওয়ালে জল সোক করার মতো সমস্যা দেখা দেয়৷