Which Animal Has Shortest LifeSpan?

Trending General Knowledge: বাঁচে মাত্র ৫ মিনিট থেকে বড়জোর ২৪ ঘণ্টা, বলুন তো সবচেয়ে কম আয়ু কোন প্রাণীর? পড়ুন

প্রাণীজগৎ বড়ই অদ্ভুত! প্রতিটি বাঁকে নয়া-নয়া চমক! কতটা না শিহরণ! একদিকে যেমন রয়েছে গ্রাস স্পঞ্জের মত প্রাণী,যারা ১০ হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে, তমনি রয়েছে এমন প্রাণী, যেটি বাঁচে মাত্র ৫ মিনিট থেকে বড়জোর ২৪ ঘণ্টা। । বলা হয়, এই প্রাণীটিই সবথেকে কম সময় বাঁচে! নামটা বলতে পারবেন?
প্রাণীজগৎ বড়ই অদ্ভুত! প্রতিটি বাঁকে নয়া-নয়া চমক! কতটা না শিহরণ! একদিকে যেমন রয়েছে গ্রাস স্পঞ্জের মত প্রাণী,যারা ১০ হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে, তমনি রয়েছে এমন প্রাণী, যেটি বাঁচে মাত্র ৫ মিনিট থেকে বড়জোর ২৪ ঘণ্টা। । বলা হয়, এই প্রাণীটিই সবথেকে কম সময় বাঁচে! নামটা বলতে পারবেন?
বিজ্ঞানীদের দাবি, সবথেকে কম আয়ু মেফ্লাই-এর। এরা বাঁচে ৫ মিনিট থেকে খুব বেশি হলে ২৪ ঘণ্টা বা একদিন।
বিজ্ঞানীদের দাবি, সবথেকে কম আয়ু মেফ্লাই-এর। এরা বাঁচে ৫ মিনিট থেকে খুব বেশি হলে ২৪ ঘণ্টা বা একদিন।
মেফ্লাই-এর পরেই তালিকায় নাম আসবে গ্যাসট্রোট্রিচ-এর। এটি এক জাতীয় মাইক্রোস্কোপিক সামুদ্রিক প্রাণী যা বাঁচে মাত্র কয়েক দিন।
মেফ্লাই-এর পরেই তালিকায় নাম আসবে গ্যাসট্রোট্রিচ-এর। এটি এক জাতীয় মাইক্রোস্কোপিক সামুদ্রিক প্রাণী যা বাঁচে মাত্র কয়েক দিন।
এরপর-ই নাম আসবে ড্রোন অ্যান্ট-এর। এই পিঁপড়ে বাঁচে মাত্র কয়েক সপ্তাহ।
এরপর-ই নাম আসবে ড্রোন অ্যান্ট-এর। এই পিঁপড়ে বাঁচে মাত্র কয়েক সপ্তাহ।
মাছির আয়ু-ও খুব কম। বাঁচে মাত্র ১৫-৩০ দিন।

মাছির আয়ু-ও খুব কম। বাঁচে মাত্র ১৫-৩০ দিন।