প্রতীকী ছবি৷

Kathua terrorist attack: গ্রামে পেট্রোলিংয়ে যেতেই গ্রেনেড-গুলির বৃষ্টি! জম্মু ও কাশ্মীরে সেনা কনভয়ে ফের হামলা করল জঙ্গিরা

জম্মু ও কাশ্মীর: জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় ফের সেনা কনভয়ের উপরে হামলা জঙ্গিদের৷ গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় বার হামলার ঘটনা ঘটল৷ সোমবার কাঠুয়া জেলার বিলাওয়াড়ের মাচেদি এলাকায় নিয়মিত টহলদারি চালাচ্ছিল সেনা৷ সেই সময় সেনা কনভয়ের উপরে অতর্কিতে গুলি, গ্রেনেড বর্ষণ শুরু হয়ে যায়৷ পাল্টা জবাব দেওয়া হয় সেনার তরফেও৷ ঘটনায় দু’জন সেনাকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ অতিরিক্ত সেনা বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকাটি সেনার ৯ কর্পসের অধীনে পড়ে৷ কাঠুয়া টাউন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দীরে বাদনোটা গ্রামে রুটিন পেট্রোলিংয়ে গিয়েছিল সেনা কনভয়টি৷ সেখানেল পথে একটি বাঁক ঘুরতেই কনভয়ের উপরে হামলা চালায় জঙ্গিরা৷

আরও পড়ুন: ‘একটা বিষয় পরিষ্কার, প্রশ্ন ফাঁস হয়েছিল,’ NEET মামলায় মন্তব্য বিচারপতির, পরীক্ষার বাতিল নিয়ে কী অবস্থান আদালতের?

আরও পড়ুন:  সন্দেশখালি মামলায় বড় ধাক্কা! রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, তদন্ত চালাবে CBI-ই!

গত কয়েকদিন ধরেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উপত্যকায়৷ জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় দু’টি পৃথক এনকাউন্টারে ৬ জঙ্গির মৃত্যুর খবর মিলেছে৷ গত শনিবারের এক অনকাউন্টারে এক প্যারাট্রুপার সহ দুই সেনার প্রাণ গিয়েছে৷ আহত হয়েছেন এক সেনা৷

(খবরটি এইমাত্র এসেছে৷ বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই।)