কোচবিহার মদনমোহন দেবের রথ

MadanMohanDev RathYatra: সংস্কারের পর প্রাচীন রথে নতুন চাকা, সব রীতি মেনে কোচবিহারে পালিত হল মদনমোহনদেবের রথযাত্রা

রাজ আমলে স্থাপিত হয় কোচবিহার মদনমোহন বাড়ি। সেই সময় থেকেই কোচবিহারে রথের মেলার আয়োজন করা হয় মদনমোহন বাড়িতে। বহু দর্শনার্থীর ভিড় জমে এই দিনে মদনমোহন বাড়িতে।
রাজ আমলে স্থাপিত হয় কোচবিহার মদনমোহন বাড়ি। সেই সময় থেকেই কোচবিহারে রথের মেলার আয়োজন করা হয় মদনমোহন বাড়িতে। বহু দর্শনার্থীর ভিড় জমে এই দিনে মদনমোহন বাড়িতে।
এখানের রথে চড়ে মাসির বাড়িতে যান কোচবিহারের সকল মানুষের প্রাণের ঠাকুর মদনমোহন দেব। দীর্ঘ সময় ধরে এই নিয়ম চলে আসছে।
এখানের রথে চড়ে মাসির বাড়িতে যান কোচবিহারের সকল মানুষের প্রাণের ঠাকুর মদনমোহন দেব। দীর্ঘ সময় ধরে এই নিয়ম চলে আসছে।
মদনমোহন দেবের রথ মদনমোহন বাড়ি থেকে বের শুরু হয়। এবং যায় কোচবিহারের গুঞ্জবাড়ি এলাকায় থাকা ডাঙর আই মন্দিরে। এই মন্দিরকে মদনমোহন দেবের মাসির বাড়ি বলেই চেনেন সকলে।
মদনমোহন দেবের রথ মদনমোহন বাড়ি থেকে বের শুরু হয়। এবং যায় কোচবিহারের গুঞ্জবাড়ি এলাকায় থাকা ডাঙর আই মন্দিরে। এই মন্দিরকে মদনমোহন দেবের মাসির বাড়ি বলেই চেনেন সকলে।
একটা সময় গোটা এই রথের মেলা পরিচালনা করা হতো রাজাদের দ্বারা। তবে বর্তমান সময়ে এই রথের মেলা ও মদনমোহন বাড়ি পরিচালনা করা হয় দেবোত্তর ট্রাস্ট বোর্ডের কর্মকর্তাদের দ্বারা।
একটা সময় গোটা এই রথের মেলা পরিচালনা করা হতো রাজাদের দ্বারা। তবে বর্তমান সময়ে এই রথের মেলা ও মদনমোহন বাড়ি পরিচালনা করা হয় দেবোত্তর ট্রাস্ট বোর্ডের কর্মকর্তাদের দ্বারা।
এই বিশেষ দিনে দূর-দুরন্ত থেকে প্রচুর সংখ্যক দর্শনার্থী ও পুণ্যার্থীদের ভিড় জমে মদনমোহন বাড়ির সামনে। রাজ আমলের প্রথা মেনে সকল পুজো শেষে মদনমোহন দেবকে তোলা হয় রথের মধ্যে।
এই বিশেষ দিনে দূর-দুরন্ত থেকে প্রচুর সংখ্যক দর্শনার্থী ও পুণ্যার্থীদের ভিড় জমে মদনমোহন বাড়ির সামনে। রাজ আমলের প্রথা মেনে সকল পুজো শেষে মদনমোহন দেবকে তোলা হয় রথের মধ্যে।
চলতি বছরে মদনমোহন দেবের রাজ আমলের রথ সংস্কার করা হয়েছে। রথে লাগানো হয়েছে নতুন চাকা। চলতি বছরে এই নতুন চাকায় রথ ছুটল ভক্তদের দড়ির টানে মাসির বাড়ির উদ্দেশ্যে।
চলতি বছরে মদনমোহন দেবের রাজ আমলের রথ সংস্কার করা হয়েছে। রথে লাগানো হয়েছে নতুন চাকা। চলতি বছরে এই নতুন চাকায় রথ ছুটল ভক্তদের দড়ির টানে মাসির বাড়ির উদ্দেশ্যে।