বিরাট কোহলি বড়সড় বিপদে! এফআইআর হল, থানা-পুলিশ হয়ে গেল একদিনে

বিশ্বকাপ জিতেও স্বস্তি নেই। বিরাট কোহলি এবার বড় বিপদে। তিনি আপাতত দেশে নেই। লন্ডনে স্ত্রী, ছেলে ও মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে তাঁর পানশালার ম্যেনেজমেন্ট বড়সড় কাণ্ড ঘটিয়ে ফেলল।
বিশ্বকাপ জিতেও স্বস্তি নেই। বিরাট কোহলি এবার বড় বিপদে। তিনি আপাতত দেশে নেই। লন্ডনে স্ত্রী, ছেলে ও মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে তাঁর পানশালার ম্যেনেজমেন্ট বড়সড় কাণ্ড ঘটিয়ে ফেলল।
বেঙ্গালুরুতে সব পানশালা রাত ১টার মধ্যে বন্ধ করে দিতে হয়। সেখানে রাত দেড়টা পর্যন্ত কোহলির পানশালা খুলে রাখার অভিযোগ উঠল। এই নিয়ে বেঙ্গালুরুর পুলিশ এফআইআর দায়ের করেছে।
বেঙ্গালুরুতে সব পানশালা রাত ১টার মধ্যে বন্ধ করে দিতে হয়। সেখানে রাত দেড়টা পর্যন্ত কোহলির পানশালা খুলে রাখার অভিযোগ উঠল। এই নিয়ে বেঙ্গালুরুর পুলিশ এফআইআর দায়ের করেছে।
বিরাট কোহলির  ‘ওয়ান৮ কমিউন’ পানশালা রাত দেড়টা পর্যন্ত খোলা ছিল। এমনকী রাত দেড়টা পর্যন্ত জোরে গান বাজানোরও অভিযোগ উঠেছে ওই পানশালার বিরুদ্ধে।
বিরাট কোহলির ‘ওয়ান৮ কমিউন’ পানশালা রাত দেড়টা পর্যন্ত খোলা ছিল। এমনকী রাত দেড়টা পর্যন্ত জোরে গান বাজানোরও অভিযোগ উঠেছে ওই পানশালার বিরুদ্ধে।
বিরাট কোহলির ওই পানশালা বেঙ্গালুরুর এমজি রোডে। ওই এলাকার একাধিক পানশালার বিরুদ্ধে নির্ধারিত সময়ের পরও পানশালা খোলা রাখার অভিযোগ উঠেছে। ফলে প্রতিটি পানশালার বিরুদ্ধেই অভিযেগ দায়ের করেছে পুলিশ।
বিরাট কোহলির ওই পানশালা বেঙ্গালুরুর এমজি রোডে। ওই এলাকার একাধিক পানশালার বিরুদ্ধে নির্ধারিত সময়ের পরও পানশালা খোলা রাখার অভিযোগ উঠেছে। ফলে প্রতিটি পানশালার বিরুদ্ধেই অভিযেগ দায়ের করেছে পুলিশ।
দিল্লি, মুম্বই, পুণে এবং কলকাতাতে রয়েছে বিরাট কোহলির পানশালা। ডিসেম্বর মাসে উদ্বোধন হয়েছিল বেঙ্গালুরুতে বিরাট কোহলির পানশালার। ‘রত্নম কমপ্লেক্স’-এর সাত তলায় রয়েছে এটি।
দিল্লি, মুম্বই, পুণে এবং কলকাতাতে রয়েছে বিরাট কোহলির পানশালা। ডিসেম্বর মাসে উদ্বোধন হয়েছিল বেঙ্গালুরুতে বিরাট কোহলির পানশালার। ‘রত্নম কমপ্লেক্স’-এর সাত তলায় রয়েছে এটি।
এর আগেও কোহলির পানশালা ঘিরে বিতর্ক ছিল। সেবার এক ব্যক্তি অভিযোগ করেছিলেন, তাঁকে  দক্ষিণী পোশাক পরার জন্য পানশালায় ঢুকতে দেওয়া হয়নি।
এর আগেও কোহলির পানশালা ঘিরে বিতর্ক ছিল। সেবার এক ব্যক্তি অভিযোগ করেছিলেন, তাঁকে দক্ষিণী পোশাক পরার জন্য পানশালায় ঢুকতে দেওয়া হয়নি।