Cleaning Tips: আরশোলা, টিকটিকির উপদ্রব শেষ! ঘর মোছার জলে মেশান এই জিনিসগুলি, খরচ-খাটনি নেই

পুজোর আর ৯২ দিন। তার আগে বাড়িঘর পরিষ্কার শুরুর পালা। বাথরুম হোক বা রান্নাঘরের বেসিন, আরশোলার উপদ্রব থাকেই। ঘরেও টিকটিকি ঘুরে বেড়াতে দেখা যায়। ঘর মোছার সময় জলে কয়েকটি জিনিস মেশালেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। বিস্তারিত জেনে নেওয়া যাক।
পুজোর আর ৯২ দিন। তার আগে বাড়িঘর পরিষ্কার শুরুর পালা। বাথরুম হোক বা রান্নাঘরের বেসিন, আরশোলার উপদ্রব থাকেই। ঘরেও টিকটিকি ঘুরে বেড়াতে দেখা যায়। ঘর মোছার সময় জলে কয়েকটি জিনিস মেশালেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। বিস্তারিত জেনে নেওয়া যাক।
একটি কাপে ভিনিগার দিয়ে তাতে দু'থেকে তিন চামচ বেকিং সোডা দিন। তারপর সেটি ঘর মোছার জলে মিশিয়ে নিন।
একটি কাপে ভিনিগার দিয়ে তাতে দু’থেকে তিন চামচ বেকিং সোডা দিন। তারপর সেটি ঘর মোছার জলে মিশিয়ে নিন।
সেই জল দিয়ে ঘরের পরিষ্কার করার সঙ্গে পোকামাকড়ের পাশাপাশি আরশোলা এবং টিকটিকি থেকে মুক্তি পাবেন।
সেই জল দিয়ে ঘরের পরিষ্কার করার সঙ্গে পোকামাকড়ের পাশাপাশি আরশোলা এবং টিকটিকি থেকে মুক্তি পাবেন।
ঘর মোছার জলে চার থেকে পাঁচ চামচ নুন মিশিয়ে তাতে দুটি লেবুর রসমিশিয়ে নিন। এই দ্রবণটি মেঝের পাশাপাশি দেওয়াল এবং আসবাবপত্র ইত্যাদি মুছতে পারেন। এতে শুধু ঘরই ঝকঝকে হবে না, আরশোলা থেকেও রেহাই পাবেন।
ঘর মোছার জলে চার থেকে পাঁচ চামচ নুন মিশিয়ে তাতে দুটি লেবুর রসমিশিয়ে নিন। এই দ্রবণটি মেঝের পাশাপাশি দেওয়াল এবং আসবাবপত্র ইত্যাদি মুছতে পারেন। এতে শুধু ঘরই ঝকঝকে হবে না, আরশোলা থেকেও রেহাই পাবেন।
এক কাপ জলে পাঁচ থেকে ছ'টি কর্পূর মিহি গুঁড়ো করে তাতে লবঙ্গের তেল মেশান। এবার এই দ্রবণটি ঘর মোছার জলে মিশিয়ে নিন। এর তীব্র গন্ধ আরশোলা, পোকামাকড় এবং টিকটিকিকেও দূরে রাখবে।
এক কাপ জলে পাঁচ থেকে ছ’টি কর্পূর মিহি গুঁড়ো করে তাতে লবঙ্গের তেল মেশান। এবার এই দ্রবণটি ঘর মোছার জলে মিশিয়ে নিন। এর তীব্র গন্ধ আরশোলা, পোকামাকড় এবং টিকটিকিকেও দূরে রাখবে।