Karan Johar: ‘কার পেটে জন্মেছি?’ কঠিন প্রশ্নের মুখে করণ! সন্তানরা জানতে চায় মায়ের পরিচয়

পরিচালক হিসাবে তাঁর সাফল্যের খতিয়ান নতুন করে দিতে হয় না। প্রযোজক হিসাবেও তৈরি করেছেন একাধিক মাইলফলক। পেশাগত ক্ষেত্রের বাইরে ব্যক্তিজীবনেও পরিপূর্ণতা পেতে চেয়েছিলেন করণ জোহর।
পরিচালক হিসাবে তাঁর সাফল্যের খতিয়ান নতুন করে দিতে হয় না। প্রযোজক হিসাবেও তৈরি করেছেন একাধিক মাইলফলক। পেশাগত ক্ষেত্রের বাইরে ব্যক্তিজীবনেও পরিপূর্ণতা পেতে চেয়েছিলেন করণ জোহর।
২০১৭ সালে সারোগেসির মাধ্যমে পুত্র এবং কন্যাসন্তানের বাবা হয়েছিলেন তিনি। তাদের নাম রাখেন ইয়াশ এবং জুহি। কাজের বাইরে করণের জীবন আবর্তিত হয় দুই সন্তানকে ঘিরেই।
২০১৭ সালে সারোগেসির মাধ্যমে পুত্র এবং কন্যাসন্তানের বাবা হয়েছিলেন তিনি। তাদের নাম রাখেন ইয়াশ এবং জুহি। কাজের বাইরে করণের জীবন আবর্তিত হয় দুই সন্তানকে ঘিরেই।
সন্তানকে একাই বড় করছেন করণ। তবে পরিচালক তাঁর মা হিরু জোহরের সাহায্য পান আগাগোড়াই। করণের মা-ই যে তাঁর সন্তানদেরও মায়ের ভূমিকাও পালন করেন। কিন্তু সন্তানদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় করণকে।
সন্তানকে একাই বড় করছেন করণ। তবে পরিচালক তাঁর মা হিরু জোহরের সাহায্য পান আগাগোড়াই। করণের মা-ই যে তাঁর সন্তানদেরও মায়ের ভূমিকাও পালন করেন। কিন্তু সন্তানদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় করণকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ বলেন, "আমরা একটি আধুনিক পরিবারে বাস করি। আমাদের পরিস্থিতিটা সচরাচর দেখা যায় না। 'আমি কার পেটে জন্মেছিলাম?' এরকম প্রশ্ন আমাকে শুনতে হয়। আমরা যাকে মা বলে চিনি, সে তো আমাদের মা নয়, ঠাকুমা।"
সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ বলেন, “আমরা একটি আধুনিক পরিবারে বাস করি। আমাদের পরিস্থিতিটা সচরাচর দেখা যায় না। ‘আমি কার পেটে জন্মেছিলাম?’ এরকম প্রশ্ন আমাকে শুনতে হয়। আমরা যাকে মা বলে চিনি, সে তো আমাদের মা নয়, ঠাকুমা।”
করণ জানিয়েছেন, তাঁর জীবনে এখনও পর্যন্ত কোনও সঙ্গী নেই। সেই শূন্যস্থান পূরণ করেছে তাঁর কাজ। কখনও যাতে একাকীত্ব বোধ না হয়, সেই কারণেই নিজেকে কাজে ডুবিয়ে রাখেন তিনি। আর দুই সন্তানই যেন তাঁর জীবনের স্তম্ভ।
করণ জানিয়েছেন, তাঁর জীবনে এখনও পর্যন্ত কোনও সঙ্গী নেই। সেই শূন্যস্থান পূরণ করেছে তাঁর কাজ। কখনও যাতে একাকীত্ব বোধ না হয়, সেই কারণেই নিজেকে কাজে ডুবিয়ে রাখেন তিনি। আর দুই সন্তানই যেন তাঁর জীবনের স্তম্ভ।