পরিসংখ্য়ান বলছে, ক্রিকেট লেজেন্ড শেন ওয়ার্নের হাত ধরে মাত্র একবারই IPLচ্যাম্পিয়ন হয়েছে রাজস্থান। এরপর সেরা পারফরম্যান্স বলতে ২০২২-এ রানার্স। দ্রাবিড়ের প্রত্যাবর্তন কি এবার মিডাস টাচের মতো কাজ করবে? রাজস্থানে কি যাবে IPL ট্রফি? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন।

কোচ হয়েই সাপোর্ট স্টাফের দলে বড়সড় বদল! পুরনো স্টাফদের বদলে সবই কি গম্ভীরের কাছের লোকরা সামলাবে দল

: ভারতীয় দলের ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir), এবং রাহুল দ্রাবিড়ের জায়গায় কোচ হিসেবে দায়িত্বে এসেছেন৷ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ  জেতার পরেই ভারতীয় দলের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে৷
: ভারতীয় দলের ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir), এবং রাহুল দ্রাবিড়ের জায়গায় কোচ হিসেবে দায়িত্বে এসেছেন৷ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ  জেতার পরেই ভারতীয় দলের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে৷
দ্রাবিড় সরে যাওয়ার পর তাঁর সাপোর্ট স্টাফদেরও সরিয়ে দেওয়া হচ্ছে৷ কোচিং স্টাফদের মধ্যে কাদের নেওয়া হবে  তা নিয়ে শুরু হয়েছে আলোচনা৷
দ্রাবিড় সরে যাওয়ার পর তাঁর সাপোর্ট স্টাফদেরও সরিয়ে দেওয়া হচ্ছে৷ কোচিং স্টাফদের মধ্যে কাদের নেওয়া হবে  তা নিয়ে শুরু হয়েছে আলোচনা৷
তালিকায় সামনের দিকে  রয়েছে অভিষেক নায়ার, বিনয় কুমাররা৷ এই তালিকায় এঁরাই  গৌতম গম্ভীর এগিয়ে৷
তালিকায় সামনের দিকে  রয়েছে অভিষেক নায়ার, বিনয় কুমাররা৷ এই তালিকায় এঁরাই  গৌতম গম্ভীর এগিয়ে৷
একটি রিপোর্ট অনুসারে গৌতম গম্ভীর - অভিষেক নায়ারকে অ্যাসিস্টেন্ট হিসেবে চান৷  বোলিং কোচ হিসেবে বিনয় কুমারের নাম সামনে রয়েছে৷ কিন্তু এগুলিতেই সিলমোহর পড়ছে কিনা তা জানতে কিছুদিন অপেক্ষা করতে হবে৷
একটি রিপোর্ট অনুসারে গৌতম গম্ভীর – অভিষেক নায়ারকে অ্যাসিস্টেন্ট হিসেবে চান৷  বোলিং কোচ হিসেবে বিনয় কুমারের নাম সামনে রয়েছে৷ কিন্তু এগুলিতেই সিলমোহর পড়ছে কিনা তা জানতে কিছুদিন অপেক্ষা করতে হবে৷
এর আগে রাহুল দ্রাবিড় যখন কোচ ছিলেন তখন ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠোর৷ আর বোলিং কোচ ছিলেন পারস মাম্বরে৷ এই দুজনের কোচিংয়ে টিম ইন্ডিয়া দারুণ পারফর্ম করছিল৷
এর আগে রাহুল দ্রাবিড় যখন কোচ ছিলেন তখন ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠোর৷ আর বোলিং কোচ ছিলেন পারস মাম্বরে৷ এই দুজনের কোচিংয়ে টিম ইন্ডিয়া দারুণ পারফর্ম করছিল৷
রোহিত শর্মার বন্ধু অভিষেক নায়ার - তিনি কেকেআরে গম্ভীরের সঙ্গে কাজ  করেছেন৷  তিনি ফ্রাঞ্চাইজিতে সহায়ক কোচ ছিল৷ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর৷
রোহিত শর্মার বন্ধু অভিষেক নায়ার – তিনি কেকেআরে গম্ভীরের সঙ্গে কাজ  করেছেন৷  তিনি ফ্রাঞ্চাইজিতে সহায়ক কোচ ছিল৷ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর৷
নায়ার ভারতের জন্য মাত্র ৩ টি একদিনের ম্যাচে খেলছেন৷ তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর রেকর্ড কামাল৷ ফার্স্ট ক্লাস ক্রিকেটে নায়র ৫০০০-র বেশি রান করেছেন৷ লিস্ট এ ম্যাচে ২০০০-র বেশি রান করেছে৷
নায়ার ভারতের জন্য মাত্র ৩ টি একদিনের ম্যাচে খেলছেন৷ তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর রেকর্ড কামাল৷ ফার্স্ট ক্লাস ক্রিকেটে নায়র ৫০০০-র বেশি রান করেছেন৷ লিস্ট এ ম্যাচে ২০০০-র বেশি রান করেছে৷
অন্যদিকে বিনয় কুমার অন্তরাষ্ট্রীয় স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন৷ ঘরোয়া ক্রিকেটে কর্নাটক ২০১৩, ২০১৪ তে রনজি ট্রফি জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন৷
অন্যদিকে বিনয় কুমার অন্তরাষ্ট্রীয় স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন৷ ঘরোয়া ক্রিকেটে কর্নাটক ২০১৩, ২০১৪ তে রনজি ট্রফি জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন৷
এক রিপোর্টে বলা হয়েছেন  টি দিলীপ ফিল্ডিং কোচ হিসেবে নিজের কাজ জারি থাকবেন৷ তাঁর গত সেশনের কাজে খুশি  সকলে তাই তাঁর চুক্তি পুনর্বীকরণ হতে পারে৷
এক রিপোর্টে বলা হয়েছেন  টি দিলীপ ফিল্ডিং কোচ হিসেবে নিজের কাজ জারি থাকবেন৷ তাঁর গত সেশনের কাজে খুশি  সকলে তাই তাঁর চুক্তি পুনর্বীকরণ হতে পারে৷