Monsoon 2024: বর্ষাকালে দেদার সুইমিং পুলের জলে ঝাঁপাঝাঁপি? হতে পারে ভয়ঙ্কর এক মারণ রোগ… সাবধান!

ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি। এমন পরিস্থিতিতে বৃষ্টি উপভোগ করার পাশাপাশি কিছু সতর্কতা অবলম্বন করাও জরুরি। এই সময় বদ্ধ বা দূষিত জল থেকে মারাত্মক রোগ হতে পারে।
ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি। এমন পরিস্থিতিতে বৃষ্টি উপভোগ করার পাশাপাশি কিছু সতর্কতা অবলম্বন করাও জরুরি। এই সময় বদ্ধ বা দূষিত জল থেকে মারাত্মক রোগ হতে পারে।
এই রোগের নাম লেপ্টোস্পাইরোসিস। গাজিয়াবাদের সিনিয়র চিকিৎসক ডা. ব্রিজপাল ত্যাগী লোকাল 18- এর সঙ্গে এই সম্পর্কিত সমস্ত বিবরণ শেয়ার করেছেন। এর থেকে বাঁচতে জেনে নেওয়া যাক চিকিৎসকের টিপস।
এই রোগের নাম লেপ্টোস্পাইরোসিস। গাজিয়াবাদের সিনিয়র চিকিৎসক ডা. ব্রিজপাল ত্যাগী লোকাল 18- এর সঙ্গে এই সম্পর্কিত সমস্ত বিবরণ শেয়ার করেছেন। এর থেকে বাঁচতে জেনে নেওয়া যাক চিকিৎসকের টিপস।
লেপ্টোস্পাইরোসিস সবচেয়ে মারাত্মক রোগগুলির মধ্যে একটি, যা বর্ষাকালে আটকে থাকা জলের কারণে বেড়ে ওঠে। লেপ্টোস্পাইরা নামক ব্যাকটেরিয়ার কারণে এই রোগ ছড়ায়। চিকিৎসক ব্রিজপাল ত্যাগী জানিয়েছেন যে, এখনও পর্যন্ত পাওয়া বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে এই রোগ সংক্রমিত পশুর মাধ্যমে মানুষের কাছে পৌঁছয়।
লেপ্টোস্পাইরোসিস সবচেয়ে মারাত্মক রোগগুলির মধ্যে একটি, যা বর্ষাকালে আটকে থাকা জলের কারণে বেড়ে ওঠে। লেপ্টোস্পাইরা নামক ব্যাকটেরিয়ার কারণে এই রোগ ছড়ায়। চিকিৎসক ব্রিজপাল ত্যাগী জানিয়েছেন যে, এখনও পর্যন্ত পাওয়া বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে এই রোগ সংক্রমিত পশুর মাধ্যমে মানুষের কাছে পৌঁছয়।

 

ইঁদুরের মল/মূত্র, দূষিত জল, দূষিত খাবার ও পানীয়ের মতো সংক্রমিত কিছুর সংস্পর্শে এলে মানুষ সংক্রমিত হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যাকটেরিয়া মুখ, চোখ এবং নাকের মাধ্যমে শরীরে পৌঁছায়। এই ব্যাকটেরিয়া কেবল সেখানেই বৃদ্ধি পায় যেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা নেই ও ময়লা রয়েছে।
ইঁদুরের মল/মূত্র, দূষিত জল, দূষিত খাবার ও পানীয়ের মতো সংক্রমিত কিছুর সংস্পর্শে এলে মানুষ সংক্রমিত হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যাকটেরিয়া মুখ, চোখ এবং নাকের মাধ্যমে শরীরে পৌঁছায়। এই ব্যাকটেরিয়া কেবল সেখানেই বৃদ্ধি পায় যেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা নেই ও ময়লা রয়েছে।
ডাক্তার বলেছেন, বর্ষাকালে কেউ যদি বৃষ্টির জল উপভোগ করতে চান তাহলে তাঁকে একটু সাবধানে থাকতে হবে। কেউ যদি রাফটিং, সাঁতার কাটা, পুল পার্টি ইত্যাদি পছন্দ করেন তবে কিছুটা সতর্কতার সঙ্গে আনন্দ উপভোগ করতে হবে।
ডাক্তার বলেছেন, বর্ষাকালে কেউ যদি বৃষ্টির জল উপভোগ করতে চান তাহলে তাঁকে একটু সাবধানে থাকতে হবে। কেউ যদি রাফটিং, সাঁতার কাটা, পুল পার্টি ইত্যাদি পছন্দ করেন তবে কিছুটা সতর্কতার সঙ্গে আনন্দ উপভোগ করতে হবে।
এই রোগে সংক্রমণের পর প্রথম কয়েক দিনে খুব সাধারণ লক্ষণ দেখা যায়। রোগের প্রধান লক্ষণগুলো মূলত চোখে চুলকানি, প্রস্রাব করতে অসুবিধা, বমি ও ডায়রিয়া, পেশিতে প্রচণ্ড ব্যথার মতো সমস্যা ইত্যাদি।
এই রোগে সংক্রমণের পর প্রথম কয়েক দিনে খুব সাধারণ লক্ষণ দেখা যায়। রোগের প্রধান লক্ষণগুলো মূলত চোখে চুলকানি, প্রস্রাব করতে অসুবিধা, বমি ও ডায়রিয়া, পেশিতে প্রচণ্ড ব্যথার মতো সমস্যা ইত্যাদি।
বর্ষাকালে সব জায়গা জলে ভরে যায়। বাড়ির চারপাশেও জল ও কাদা দেখা যায়। এমন অবস্থায় ঘরের ভিতরে মশা ও পোকামাকড় আসতে শুরু করে। এই সব এড়ানোর একটি উপায় হল পরিচ্ছন্নতা। এছাড়াও এই সময় বাথরুম বিশেষ করে শুকনো রাখা উচিত।
বর্ষাকালে সব জায়গা জলে ভরে যায়। বাড়ির চারপাশেও জল ও কাদা দেখা যায়। এমন অবস্থায় ঘরের ভিতরে মশা ও পোকামাকড় আসতে শুরু করে। এই সব এড়ানোর একটি উপায় হল পরিচ্ছন্নতা। এছাড়াও এই সময় বাথরুম বিশেষ করে শুকনো রাখা উচিত।