শাহী সাক্ষাৎ শুভেন্দুর

Suvendu Adhikari: ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা, দিল্লিতে শাহী সাক্ষাৎ শুভেন্দুর, হাতে তুলে দিলেন ‘বিশেষ’ ভিডিও ফুটেজ

নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে গিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনের পরে এই প্রথম শাহী দরবারে শুভেন্দু। সূত্রের খবর, মূলত লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ফলাফল ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েই হয়েছে আলোচনা।

এদিন অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন শুভেন্দু। দলীয় সূত্রে খবর, অমিত শাহ ভোট পরবর্তী অশান্তির ঘটনার খোঁজখবর সহ নানা বিষয়ে খোঁজখবর নেন শুভেন্দু অধিকারীর কাছ থেকে।

প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। অন্যদিকে বিজেপির দেশের ফলাফল ও আশাব্যঞ্জক নয়। তাই নির্বাচনের ফল নিয়ে দিল্লিতে এবার আলোচনায় বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, মূলত লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা করতেই এই বৈঠক চলে। উঠে আসে ভোট পরবর্তী হিংসা ও বর্তমান পরিস্থিতিও।

এদিন দুপুরে শুভেন্দু অধিকারী নিজেই তাঁর এক্স হ্যান্ডেল থেকে অমিত শাহের সঙ্গে তাঁর একান্ত বৈঠকের ছবি শেয়ার করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক লেখেন, “তাঁর নয়াদিল্লির বাড়িতে ৪৫ মিনিট ধরে কথা বলার জন্য আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজি-কে ধন্যবাদ জানাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ধৈর্য্য ধরে পশ্চিমবঙ্গের গণপিটুনি ও হিংসার ঘটনা সম্পর্কে শুনেছেন। মহিলাদের উপর যেভাবে চোপড়ায় তৃণমূল কংগ্রেস নেতা তাজিমুল ওরফে জেসিবি এবং কামারহাটি-আড়িয়াদহে জয়ন্ত সিংহ অত্যাচার চালিয়ে জেনেছেন সেসম্পর্কেও। ভোট পরবর্তী হিংসার শিকার হওয়া মানুষদের সম্পর্কে খোঁজখবর নিয়ে তাঁদের সম্পূর্ণ সহযোগিতা করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি তাঁর হাতে একটি ইউএসবি ড্রাইভ তুলে দিয়েছি। তাতে চোপড়ায় মানুষের ওপর যেভাবে অত্যাচার হয়েছে তার ভিডিওর পাশাপাশি কোচবিহারে একজন সংখ্যালঘু মহিলা নেত্রীর সঙ্গে হওয়া নারকীয় ঘটনা, বাঁকড়ায় তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষ, মুর্শিদাবাদে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের তাজা বোমা ঘোরার ঘটনা এবং আড়িয়াদহের ভিডিও রয়েছে।”