সাপ নিয়ে আমাদের সকলের মধ্যেই অল্প বিস্তর ভয় কাজ করে৷ এর পিছনে মূল কারণ অবশ্যই এর প্রাণঘাতী ক্ষমতা৷ কিন্তু, বিষধর সাপের ভয়ে সামগ্রিক ভাবে সব ধরনের সাপ নিয়েই আমরা ভয় পেয়ে থাকি৷

Snake Facts: ১ ইঞ্চির দাঁত! মানুষের মতো দেয় বাচ্চা…একবার ছোবল মারলে তো শেষ…চেনেন পশ্চিমবঙ্গের এই সাপকে?

সাপ নিয়ে আমাদের সকলের মধ্যেই অল্প বিস্তর ভয় কাজ করে৷ এর পিছনে মূল কারণ অবশ্যই এর প্রাণঘাতী ক্ষমতা৷ কিন্তু, বিষধর সাপের ভয়ে সামগ্রিক ভাবে সব ধরনের সাপ নিয়েই আমরা ভয় পেয়ে থাকি৷
সাপ নিয়ে আমাদের সকলের মধ্যেই অল্প বিস্তর ভয় কাজ করে৷ এর পিছনে মূল কারণ অবশ্যই এর প্রাণঘাতী ক্ষমতা৷ কিন্তু, বিষধর সাপের ভয়ে সামগ্রিক ভাবে সব ধরনের সাপ নিয়েই আমরা ভয় পেয়ে থাকি৷
তবে সাপ নিয়ে ভয়ের মূল কারণ অবশ্যই এই সম্পর্কে আমাদের কাছে কম তথ্য থাকা৷ কোন সাপ বিষধর, কোনটা নয়, কিংবা সাপ সামনে দেখলে ঠিক কী কী করা উচিত, বা সাপে কামড়ালে তৎক্ষণাৎ কী করা সে সম্পর্কে বিস্তারিত তথ্য না থাকায় আমরা অনেক সময়ই ভুল পদক্ষেপ করে থাকি৷
তবে সাপ নিয়ে ভয়ের মূল কারণ অবশ্যই এই সম্পর্কে আমাদের কাছে কম তথ্য থাকা৷ কোন সাপ বিষধর, কোনটা নয়, কিংবা সাপ সামনে দেখলে ঠিক কী কী করা উচিত, বা সাপে কামড়ালে তৎক্ষণাৎ কী করা সে সম্পর্কে বিস্তারিত তথ্য না থাকায় আমরা অনেক সময়ই ভুল পদক্ষেপ করে থাকি৷
এই প্রতিবেদনে আমরা এমন এক সাপ সম্পর্কে কথা বলব যা এই দেশে তো বটেই, এই পশ্চিমবঙ্গের গ্রামবাংলাতেও প্রায়ই দেখা যায়৷ এই বর্ষাকালে, অসাবধনাবশত এই সাপের ছোবল খান অনেকেই৷ সময়মতো সঠিক চিকিৎসার অভাবে মৃত্যুর ঘটনাও ঘটে৷ কী সেই সাপ জানেন?
এই প্রতিবেদনে আমরা এমন এক সাপ সম্পর্কে কথা বলব যা এই দেশে তো বটেই, এই পশ্চিমবঙ্গের গ্রামবাংলাতেও প্রায়ই দেখা যায়৷ এই বর্ষাকালে, অসাবধনাবশত এই সাপের ছোবল খান অনেকেই৷ সময়মতো সঠিক চিকিৎসার অভাবে মৃত্যুর ঘটনাও ঘটে৷ কী সেই সাপ জানেন?
আমরা জানি যে সাপেরা প্রজননের সময় ডিম পাড়ে৷ কিন্তু, জানেন কি, এই ভারতেই এমন সাপ রয়েছে, যারা ডিম পাড়ে না, মানুষের মতো সরাসরি বাচ্চার জন্ম দেয়৷ আশ্চর্যের বিষয় হল এই সাপের একদিনের বাচ্চাও যদি আপনাকে কামড়ায় তাহলেও তা প্রাণঘাতী হতে পারে৷ এই সাপ এতটাই ভয়ঙ্কর।
আমরা জানি যে সাপেরা প্রজননের সময় ডিম পাড়ে৷ কিন্তু, জানেন কি, এই ভারতেই এমন সাপ রয়েছে, যারা ডিম পাড়ে না, মানুষের মতো সরাসরি বাচ্চার জন্ম দেয়৷ আশ্চর্যের বিষয় হল এই সাপের একদিনের বাচ্চাও যদি আপনাকে কামড়ায় তাহলেও তা প্রাণঘাতী হতে পারে৷ এই সাপ এতটাই ভয়ঙ্কর।
কথা হচ্ছে রাসেলস ভাইপার নামক সাপ সম্পর্কে৷ এটি ভারতের ‘বিগ ফোর’ অর্থাৎ, যে চার সাপের ছোবলে ভারতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়, সেই তালিকাতেও আসে। পশ্চিমবঙ্গে এটি পরিচিত চন্দ্রবোড়া নামে৷
কথা হচ্ছে রাসেলস ভাইপার নামক সাপ সম্পর্কে৷ এটি ভারতের ‘বিগ ফোর’ অর্থাৎ, যে চার সাপের ছোবলে ভারতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়, সেই তালিকাতেও আসে। পশ্চিমবঙ্গে এটি পরিচিত চন্দ্রবোড়া নামে৷
চন্দ্রবোড়া সাপের নবজাতকদের জন্ম থেকেই বিষ থাকে৷ বাচ্চা চন্দ্রবোড়া সাপ যদি কারওকে কামড়ায় এবং সে যদি সময়মতো চিকিৎসা না পায়, তাহলে তার মৃত্যু নিশ্চিত। আশ্চর্যের বিষয় হল ভারতে যত সাপ পাওয়া যায়, তার মধ্যে রাসেলস ভাইপারেরই সবচেয়ে লম্বা দাঁত রয়েছে ( প্রায় ১ ইঞ্চি পর্যন্ত)।
চন্দ্রবোড়া সাপের নবজাতকদের জন্ম থেকেই বিষ থাকে৷ বাচ্চা চন্দ্রবোড়া সাপ যদি কারওকে কামড়ায় এবং সে যদি সময়মতো চিকিৎসা না পায়, তাহলে তার মৃত্যু নিশ্চিত। আশ্চর্যের বিষয় হল ভারতে যত সাপ পাওয়া যায়, তার মধ্যে রাসেলস ভাইপারেরই সবচেয়ে লম্বা দাঁত রয়েছে ( প্রায় ১ ইঞ্চি পর্যন্ত)।
গত ২২ বছর ধরে বন্যপ্রাণী নিয়ে কাজ করা স্বপ্নিল খাতাল জানান, রাসেলস ভাইপারের বিষে থাকে হোমোটক্সিন। এটি কামড়ালে এর বিষে আপনার রক্ত ​​জমাট বাঁধতে শুরু করে। ফলে চিকিৎসা না পেলে কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তি মারা যান৷
গত ২২ বছর ধরে বন্যপ্রাণী নিয়ে কাজ করা স্বপ্নিল খাতাল জানান, রাসেলস ভাইপারের বিষে থাকে হোমোটক্সিন। এটি কামড়ালে এর বিষে আপনার রক্ত ​​জমাট বাঁধতে শুরু করে। ফলে চিকিৎসা না পেলে কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তি মারা যান৷
চন্দ্রবোড়া ছাড়াও ক্রেট বা কালাচ ও মনোক্লেড কোবরা বা কেউটে সাপও অত্যন্ত বিষধর৷ তবে এদের বিষে থাকে নিউরোটক্সিন। এদের কামড়ের কারণে, স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়।
চন্দ্রবোড়া ছাড়াও ক্রেট বা কালাচ ও মনোক্লেড কোবরা বা কেউটে সাপও অত্যন্ত বিষধর৷ তবে এদের বিষে থাকে নিউরোটক্সিন। এদের কামড়ের কারণে, স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়।