IMD Weather Forecast: শুক্রবার থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে! কোন কোন জেলায় হবে বৃষ্টি? কলকাতাও কি ভিজবে? কত দিন চলবে বর্ষণ? জানুন বড় আপডেট

আষাঢ়ের শেষ লগ্নেও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই সেভাবে৷ গ্রীষ্মের দহনজ্বালার পর আশা জাগিয়েও বৃষ্টির দাক্ষিণ্য জুটল না দক্ষিণবঙ্গবাসীর কপালে৷ তবে অবশেষে সাময়িক স্বস্তির বাণীর শোনা গেল৷
আষাঢ়ের শেষ লগ্নেও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই সেভাবে৷ গ্রীষ্মের দহনজ্বালার পর আশা জাগিয়েও বৃষ্টির দাক্ষিণ্য জুটল না দক্ষিণবঙ্গবাসীর কপালে৷ তবে অবশেষে সাময়িক স্বস্তির বাণীর শোনা গেল৷

 

মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমীর, কোটা, শিবপুরি, ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়া, কাঁথি পর্যন্ত বিস্তৃত। এরপর দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে৷
মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমীর, কোটা, শিবপুরি, ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়া, কাঁথি পর্যন্ত বিস্তৃত। এরপর দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে৷

 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস; সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস; সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

 

শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। কলকাতা-সহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। কলকাতা-সহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 

বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে দক্ষিণবঙ্গে। রবিবার ও সোমবার তুলনামূলক কম বৃষ্টি বা স্ক্যাটার্ড রেনের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে দক্ষিণবঙ্গে। রবিবার ও সোমবার তুলনামূলক কম বৃষ্টি বা স্ক্যাটার্ড রেনের সম্ভাবনা রয়েছে।

 

ভারতের মৌসম ভবন জানিয়েছে আগামী ২৫ জুলাই পর্যন্ত দেশে সার্বিকভাবে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কমই হবে৷ তার পরের দুই সপ্তাহে স্বাভাবিক ও তার বেশি বৃষ্টি হবে৷
ভারতের মৌসম ভবন জানিয়েছে আগামী ২৫ জুলাই পর্যন্ত দেশে সার্বিকভাবে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কমই হবে৷ তার পরের দুই সপ্তাহে স্বাভাবিক ও তার বেশি বৃষ্টি হবে৷