Tag Archives: imd weather forecast

West Bengal Rain Forecast: বুধবার বাংলার কোন কোন জেলায় ঝড়বৃষ্টি হবে? কলকাতাতেও কি ফের কালবৈশাখী? জানুন স্বস্তির বর্ষণের পূর্বাভাস

এখনই থামছে না স্বস্তির বর্ষণ। আশার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। সোম এবং মঙ্গলবারের পর বুধবারও বৃষ্টি হবে রাজ্যের নানা অংশে।
এখনই থামছে না স্বস্তির বর্ষণ। আশার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। সোম এবং মঙ্গলবারের পর বুধবারও বৃষ্টি হবে রাজ্যের নানা অংশে।

 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

 

আগামী শুক্রবার বৃষ্টির সঙ্গে প্রবল ঝড় হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, নদিয়ায়। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোডো় বাতাস বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে।
আগামী শুক্রবার বৃষ্টির সঙ্গে প্রবল ঝড় হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, নদিয়ায়। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোডো় বাতাস বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে।

 

শুক্রবার নদিয়া, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। এর পর শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।
শুক্রবার নদিয়া, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। এর পর শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।

 

বুধ এবং বৃহস্পতিবার উত্তরের আট জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি থাকবে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, দুই দিনাজপুর এবং মালদহে। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে।
বুধ এবং বৃহস্পতিবার উত্তরের আট জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি থাকবে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, দুই দিনাজপুর এবং মালদহে। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে।

 

জোড়া ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখাই কারণেই এই ঝড়বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর জেরেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে রাজ্যে। যার প্রভাবে আপাতত রাজ্যের নানা অ‍ঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। গ্রীষ্মের লাগাতার তীব্র দহনজ্বালায় এই পরিস্থিতি স্বস্তির হাসি এনেছে রাজ্যবাসী মুখে।
জোড়া ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখাই কারণেই এই ঝড়বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর জেরেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে রাজ্যে। যার প্রভাবে আপাতত রাজ্যের নানা অ‍ঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। গ্রীষ্মের লাগাতার তীব্র দহনজ্বালায় এই পরিস্থিতি স্বস্তির হাসি এনেছে রাজ্যবাসী মুখে।

 

Kalbaisakhi in South Bengal: মাত্র ২ ঘন্টা পর তোলপাড়…! ধেয়ে আসছে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ৭০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার তাণ্ডব পূর্ব মেদিনীপুরে

তীব্র গরমে বৃষ্টির অপেক্ষায় ছিল সকলেই৷ কবে আসবে স্বস্তির বৃষ্টি৷ জ্বালাপোড়া গরম থেকে মুক্তি কবে মিলবে৷ এর মধ্যেই সোমবার বিকাল থেকেই তুমুল বদলে গেল আবহাওয়া৷
তীব্র গরমে বৃষ্টির অপেক্ষায় ছিল সকলেই৷ কবে আসবে স্বস্তির বৃষ্টি৷ জ্বালাপোড়া গরম থেকে মুক্তি কবে মিলবে৷ এর মধ্যেই সোমবার বিকাল থেকেই তুমুল বদলে গেল আবহাওয়া৷
সোমবার সকাল থেকেই আবহাওয়ার ভোলবদলে আশা জেগেছিল সকলের মনে৷ রোদের তাপও ছিল অনেকটাই কম৷ আংশিক মেঘলা আকাশ ও হালকা হাওয়া বইছিল সারাদিন৷
সোমবার সকাল থেকেই আবহাওয়ার ভোলবদলে আশা জেগেছিল সকলের মনে৷ রোদের তাপও ছিল অনেকটাই কম৷ আংশিক মেঘলা আকাশ ও হালকা হাওয়া বইছিল সারাদিন৷
সন্ধে নামতেই তুমুল বদলে গেল আবহাওয়া৷ কোথাও হালকা তো কোথাও আবার মাঝারি-ভারী বৃষ্টি শুরু হল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়৷ সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়া৷
সন্ধে নামতেই তুমুল বদলে গেল আবহাওয়া৷ কোথাও হালকা তো কোথাও আবার মাঝারি-ভারী বৃষ্টি শুরু হল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়৷ সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়া৷
সন্ধে নামতেই তুমুল বদলে গেল আবহাওয়া৷ কোথাও হালকা তো কোথাও আবার মাঝারি-ভারী বৃষ্টি শুরু হল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়৷ সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়া৷
সন্ধে নামতেই তুমুল বদলে গেল আবহাওয়া৷ কোথাও হালকা তো কোথাও আবার মাঝারি-ভারী বৃষ্টি শুরু হল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়৷ সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়া৷
এবার পূর্ব মেদিনীপুর কালবৈশাখী ও ঝড়-বৃষ্টির পূর্বাভাস৷ আগামী দু'ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি শুরু হবে এই জেলায়।
এবার পূর্ব মেদিনীপুর কালবৈশাখী ও ঝড়-বৃষ্টির পূর্বাভাস৷ আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি শুরু হবে এই জেলায়।
 পূর্ব মেদিনীপুর জেলায় আগামী দু'ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলায় আগামী দু’ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।
 পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সঙ্গে ৪০/৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা।
পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সঙ্গে ৪০/৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বৃষ্টি শুরু হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা জেলায়। পাশাপাশি ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। এবং ঘনঘন বাজ পড়ছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বৃষ্টি শুরু হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা জেলায়। পাশাপাশি ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। এবং ঘনঘন বাজ পড়ছে।
আগামী দু'ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সতর্কতা কলকাতা হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায়৷
আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সতর্কতা কলকাতা হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায়৷
 আগামী দু'ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা।
আগামী দু’ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবরে বলা হয়েছিল, আগামী ৫ মে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা- এবং পূর্ব মেদিনীপুরে৷ সোম ও মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবরে বলা হয়েছিল, আগামী ৫ মে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা- এবং পূর্ব মেদিনীপুরে৷ সোম ও মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে৷
সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে রাজ্যে। বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে রাজ্যে। বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
ঝাড়খন্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা। এটা নিয়ে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। আগামী ৪৮ ঘন্টায় ঝড়বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।
ঝাড়খন্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা। এটা নিয়ে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। আগামী ৪৮ ঘন্টায় ঝড়বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।

Weather Forecast: বিপরীত ঘূর্ণাবর্তে উত্তাল সমুদ্র! ঝড়-বৃষ্টিতে এক ধাক্কায় ৪-৬ ডিগ্রি নামবে পারদ… দক্ষিণবঙ্গে কালবৈশাখী

কালবৈশাখীর পূর্বাভাসে একই সঙ্গে স্বস্তি-শঙ্কা। রেকর্ড গরমের পর অবশেষে বৃষ্টির বার্তা। আজ দক্ষিণবঙ্গের ৭ জেলায় কালবৈশাখীর সতর্কতা। একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকে জেলায় জেলায় মেঘলা আকাশ। ঝড়-বৃষ্টিতে ৪ থেকে ৬ ডিগ্রি নামবে পারদ। বিপরীত ঘূর্ণাবর্তে উত্তাল সমুদ্র।

Weather Update: আগামী দু’ঘণ্টায় ধেয়ে আসছে বজ্রবিদ‍্যুত্‍-সহ বৃষ্টি! গরমে স্বস্তি মিলবে দক্ষিণের এই দুই জেলায়

তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী। প্রতি দিনই চড়ছে তাপমাত্রার পারদ। এক ফোঁটা বৃষ্টির অপেক্ষায় সকলে। অবশেষে স্বস্তি দক্ষিণবঙ্গের দুই জেলায়।
তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী। প্রতি দিনই চড়ছে তাপমাত্রার পারদ। এক ফোঁটা বৃষ্টির অপেক্ষায় সকলে। অবশেষে স্বস্তি দক্ষিণবঙ্গের দুই জেলায়।
আগামী দু'ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সর্তকতা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সর্তকতা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
যদিও অ‍ন‍্যান‍্য জেলাগুলিতে এখনও পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা কথা জানা যায় নি। আবহাওয়া অফিস সূত্রে খবর, রবিবার ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজতে পারে বঙ্গবাসী।
যদিও অ‍ন‍্যান‍্য জেলাগুলিতে এখনও পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা কথা জানা যায় নি। আবহাওয়া অফিস সূত্রে খবর, রবিবার ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজতে পারে বঙ্গবাসী।
বৈশাখ মাসে প্রথম দিন থেকেই এক ধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। যা অন্যান্য বছরে তুলনায় অনেকটাই বেশি। আজকে সকাল থেকে কাঠফাটা রোদ্দুরে নাজেহাল বঙ্গবাসী। অনেকে আবার ব্যঙ্গর সুরে বলছে ‘সূর্য উঠলেই আর সকাল থাকছে না হয়ে যাচ্ছে দুপুর’।
বৈশাখ মাসে প্রথম দিন থেকেই এক ধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। যা অন্যান্য বছরে তুলনায় অনেকটাই বেশি। আজকে সকাল থেকে কাঠফাটা রোদ্দুরে নাজেহাল বঙ্গবাসী। অনেকে আবার ব্যঙ্গর সুরে বলছে ‘সূর্য উঠলেই আর সকাল থাকছে না হয়ে যাচ্ছে দুপুর’।
দুই মেদিনীপুরেও আজ সকাল থেকে চলেছে তাপপ্রবাহ। এদিকে কলকাতাতেও এদিন ৭০ বছরের তাপমাত্রার রেকর্ড ভাঙল৷ তা ছুঁয়ে ফেলল ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা৷ ফলে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর৷
দুই মেদিনীপুরেও আজ সকাল থেকে চলেছে তাপপ্রবাহ। এদিকে কলকাতাতেও এদিন ৭০ বছরের তাপমাত্রার রেকর্ড ভাঙল৷ তা ছুঁয়ে ফেলল ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা৷ ফলে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর৷
আগে কখনও এমনটা হয়নি যেটা হচ্ছে বাঁকুড়া জেলায়। টানা কুড়ি দিন ভয়ঙ্কর তাপ প্রবাহ। তাপমাত্রা বেশ চড়া হলেও, তাপ প্রবাহের প্রভাব যেন আরও বেশি। পূর্বাভাস অনুযায়ী ৪ মে পর্যন্ত অব্যাহত থাকবে তাপ প্রবাহ।

আগে কখনও এমনটা হয়নি যেটা হচ্ছে বাঁকুড়া জেলায়। টানা কুড়ি দিন ভয়ঙ্কর তাপ প্রবাহ। তাপমাত্রা বেশ চড়া হলেও, তাপ প্রবাহের প্রভাব যেন আরও বেশি। পূর্বাভাস অনুযায়ী ৪ মে পর্যন্ত অব্যাহত থাকবে তাপ প্রবাহ।
দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় অব্যাহত থাকছে তাপ প্রবাহের সতর্কতা। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় থাকছে সতর্কবার্তা। চরম তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া এই ছয় জেলাতে। রীতিমত গরম হাওয়া অর্থাৎ ‘লু’ বইবার সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় অব্যাহত থাকছে তাপ প্রবাহের সতর্কতা। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় থাকছে সতর্কবার্তা। চরম তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া এই ছয় জেলাতে। রীতিমত গরম হাওয়া অর্থাৎ ‘লু’ বইবার সম্ভাবনা।
বায়ুতে আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ১৯ থেকে ২৩ শতাংশের মধ্যে। অতিবেগুনি রশ্মির পরিমাণ অত্যন্ত বেশি যার সূচক ১১। ফলেই সতর্কতা অবলম্বন না করে চড়া রোদে বেরোতে মানা করছেন বিশেষজ্ঞরা। এদিন সূর্যাস্ত হবে ছটা বেজে ৯ মিনিটে। বায়ুর চাপ থাকবে এক হাজার দুই মিলিবার। বাঁকুড়ার বায়ুর গুণগতমান সোমবারে তুলনায় একটু ভাল, যার সূচক আশি।

বায়ুতে আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ১৯ থেকে ২৩ শতাংশের মধ্যে। অতিবেগুনি রশ্মির পরিমাণ অত্যন্ত বেশি যার সূচক ১১। ফলেই সতর্কতা অবলম্বন না করে চড়া রোদে বেরোতে মানা করছেন বিশেষজ্ঞরা। এদিন সূর্যাস্ত হবে ছটা বেজে ৯ মিনিটে। বায়ুর চাপ থাকবে এক হাজার দুই মিলিবার। বাঁকুড়ার বায়ুর গুণগতমান সোমবারে তুলনায় একটু ভাল, যার সূচক আশি।

IMD Severe Heatwave Alert: ‘সিভিয়ার হিটওয়েভ অ্যালার্ট’…! বইছে চরম ‘লু’, দক্ষিণবঙ্গের ৬ জেলায় লাল-কমলা সতর্কতা, সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত? বিরাট আপডেট দিল আলিপুর

দক্ষিণবঙ্গের ৬ জেলার ৯ শহরে সিভিয়ার হিট ওয়েভ। অতি তীব্র তাপপ্রবাহ হাওড়া দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
দক্ষিণবঙ্গের ৬ জেলার ৯ শহরে সিভিয়ার হিট ওয়েভ। অতি তীব্র তাপপ্রবাহ হাওড়া দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
এই জেলাগুলির উলুবেরিয়া ডায়মন্ড হারবার মেদিনীপুর ক্যানিং কলাইকুন্ডা, বর্ধমান পানাগড় আসানসোল এবং ব্যারাকপুরে তাপপ্রবাহের মাত্রা তীব্র হয়েছে।
এই জেলাগুলির উলুবেরিয়া ডায়মন্ড হারবার মেদিনীপুর ক্যানিং কলাইকুন্ডা, বর্ধমান পানাগড় আসানসোল এবং ব্যারাকপুরে তাপপ্রবাহের মাত্রা তীব্র হয়েছে।
সবচেয়ে বেশি তাপমাত্রা এদিন ছিল কলাইকুন্ডাতে ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৯ ডিগ্রী সেলসিয়াস বেশি।
সবচেয়ে বেশি তাপমাত্রা এদিন ছিল কলাইকুন্ডাতে ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৯ ডিগ্রী সেলসিয়াস বেশি।
পানাগর এই দিন স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল যদিও এদিন পানাগরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ওঠে ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
পানাগর এই দিন স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল যদিও এদিন পানাগরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ওঠে ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
দীঘা , সাগর আইল্যান্ড এবং বসিরহাট ছাড়া দক্ষিণবঙ্গের সব এলাকাতেই তাপপ্রবাহ চরম তাপপ্রবাহ এবং প্রতি তীব্র তাপপ্রবাহ দহন জ্বালায় বাসিন্দারা
দীঘা , সাগর আইল্যান্ড এবং বসিরহাট ছাড়া দক্ষিণবঙ্গের সব এলাকাতেই তাপপ্রবাহ চরম তাপপ্রবাহ এবং প্রতি তীব্র তাপপ্রবাহ দহন জ্বালায় বাসিন্দারা
কলকাতাতেও এদিন ৪১.১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হয় যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
কলকাতাতেও এদিন ৪১.১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হয় যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
উত্তরবঙ্গের একমাত্র মালদাতে হিটওয়েভ ছিল বাকি আর কোথাও তাপপ্রবাহের মাপকাঠি পেরতে পারেনি সর্বোচ্চ তাপমাত্রা। তবে গরম ও অস্বস্তি অব্যাহত ছিল।
উত্তরবঙ্গের একমাত্র মালদাতে হিটওয়েভ ছিল বাকি আর কোথাও তাপপ্রবাহের মাপকাঠি পেরতে পারেনি সর্বোচ্চ তাপমাত্রা। তবে গরম ও অস্বস্তি অব্যাহত ছিল।
এক নজরে দেখে নেওয়া যাক আজ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা। রইলশহরের নাম/ সর্বোচ্চ তাপমাত্রা/ স্বাভাবিকের তুলনায় বেশি/ তাপমাত্রার মাপকাঠি।
এক নজরে দেখে নেওয়া যাক আজ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা। রইল শহরের নাম/ সর্বোচ্চ তাপমাত্রা/ স্বাভাবিকের তুলনায় বেশি/ তাপমাত্রার মাপকাঠি।
মালদা- ৪০.৬/ ০৫.৬/HW, দার্জিলিং- ২০.৮/০২.২, কোচবিহার- ৩৪.৩/০৩.৪, জলপাইগুড়ি- ৩৩.২/ ০১.৪, আলিপুরদুয়ার-৩৩.০/০২.১, কালিম্পং -২৫.৫/০০.৬, বাগডোগরা- ৩৪.৮/০৩.০
মালদা- ৪০.৬/ ০৫.৬/HW, দার্জিলিং- ২০.৮/০২.২, কোচবিহার- ৩৪.৩/০৩.৪, জলপাইগুড়ি- ৩৩.২/ ০১.৪, আলিপুরদুয়ার-৩৩.০/০২.১, কালিম্পং -২৫.৫/০০.৬, বাগডোগরা- ৩৪.৮/০৩.০
কলকাতা-৪১.১/ ০৫.৫/ HW, দম দম -৪১.১/ ০৫.৫/ HW, উলুবেরিয়া -৪১.৫ /০৮.০ /SHW, ডায়মন্ড হারবার- ৪১.০/০৬.৭/SHW, মেদিনীপুর -৪৩.৫/০৬.৭/ SHW, দিঘা-৩৬.৫/ ০৩.৭, কৃষ্ণনগর- ৪২.০/ ০৫.৭/ HW
কলকাতা-৪১.১/ ০৫.৫/ HW, দম দম -৪১.১/ ০৫.৫/ HW, উলুবেরিয়া -৪১.৫ /০৮.০ /SHW, ডায়মন্ড হারবার- ৪১.০/০৬.৭/SHW, মেদিনীপুর -৪৩.৫/০৬.৭/ SHW, দিঘা-৩৬.৫/ ০৩.৭, কৃষ্ণনগর- ৪২.০/ ০৫.৭/ HW
বাঁকুড়া-৪৩.২/ ০৫.৫/ HW, শ্রীনিকেতন - ৪২.০/ ০৫.৬/ HW, বহরমপুর -৪১.২ /০৪.৮/ HW, সল্টলেক- ৪১.৮/ ০৫.৮/ HW, ক্যানিং-৪২.০ /০৬.৫/ SHW, কন্টাই -৪১.০/০৫.৪/ HW, হলদিয়া -৩৮.৯/ ০৫.৩/ HW, মগরা-৪০.৫/০৫.৫/HW
বাঁকুড়া-৪৩.২/ ০৫.৫/ HW, শ্রীনিকেতন – ৪২.০/ ০৫.৬/ HW, বহরমপুর -৪১.২ /০৪.৮/ HW, সল্টলেক- ৪১.৮/ ০৫.৮/ HW, ক্যানিং-৪২.০ /০৬.৫/ SHW, কন্টাই -৪১.০/০৫.৪/ HW, হলদিয়া -৩৮.৯/ ০৫.৩/ HW, মগরা-৪০.৫/০৫.৫/HW
কলাইকুণ্ড- ৪৫.৮/০৯.০, বর্ধমান- ৪৩.০/০৭.৪/ SHW, পানাগড়- ৪৪.৬/০৯.০/ SHW, আসানসোল-৪২.৫/০৭.২/ SHW, পুরুলিয়া-৪২.৭/০৪.৫/HW, ব্যারাকপুর - ৪৩.২ /০৭.২/ SHW, সুরি- ৪২.০ / ০৫.৬ /HW, ঝাড়গ্রাম- ৪৩.০/০৬.২/ HW
কলাইকুণ্ড- ৪৫.৮/০৯.০, বর্ধমান- ৪৩.০/০৭.৪/ SHW, পানাগড়- ৪৪.৬/০৯.০/ SHW, আসানসোল-৪২.৫/০৭.২/ SHW, পুরুলিয়া-৪২.৭/০৪.৫/HW, ব্যারাকপুর – ৪৩.২ /০৭.২/ SHW, সুরি- ৪২.০ / ০৫.৬ /HW, ঝাড়গ্রাম- ৪৩.০/০৬.২/ HW

Kolkata Heatwave: ৪১.৬ ডিগ্রি সেঃ! ১৯৮০-র পর ফের এপ্রিলে এত গরম কলকাতায়! কত দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথায় কোথায় তাপপ্রবাহ চলবে, জানুন

অসহনীয় গ্রীষ্ম যেন এ বছর কলকাতা তথা রাজ্যবাসীর সহনমাত্রার পরীক্ষা নিচ্ছে৷ বৃহস্পতিবার ফের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার চৌকাঠ পার হল ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি৷ দোসর তাপপ্রবাহ৷
অসহনীয় গ্রীষ্ম যেন এ বছর কলকাতা তথা রাজ্যবাসীর সহনমাত্রার পরীক্ষা নিচ্ছে৷ বৃহস্পতিবার ফের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার চৌকাঠ পার হল ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি৷ দোসর তাপপ্রবাহ৷

 

আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার দুপুর আড়াইটে পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস৷ প্রায় রোজই ৪০-এর গণ্ডি পেরনো গরম কলকাতায় বিরল৷ গত অর্ধ শতকে কলকাতায় এপ্রিল মাসে অসহনীয় গরমের ইনিংস এত দীর্ঘ হয়নি৷
আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার দুপুর আড়াইটে পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস৷ প্রায় রোজই ৪০-এর গণ্ডি পেরনো গরম কলকাতায় বিরল৷ গত অর্ধ শতকে কলকাতায় এপ্রিল মাসে অসহনীয় গরমের ইনিংস এত দীর্ঘ হয়নি৷

 

এর আগে ১৯৮০ সালে এপ্রিলের এক দুপুরে কলকাতার তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। তার পর প্রায় সাড়ে চার দশক পর সেই দহনজ্বালার কাছে পৌঁছল কলকাতার তপ্ত এপ্রিল-দুপুর৷
এর আগে ১৯৮০ সালে এপ্রিলের এক দুপুরে কলকাতার তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। তার পর প্রায় সাড়ে চার দশক পর সেই দহনজ্বালার কাছে পৌঁছল কলকাতার তপ্ত এপ্রিল-দুপুর৷

 

আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যের ৭ টি জায়গায় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি৷ সেগুলি হল ব্যারাকপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, ক্যানিং, বাঁকুড়া, ডায়মন্ডহারবার ও মেদিনীপুর৷
আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যের ৭ টি জায়গায় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি৷ সেগুলি হল ব্যারাকপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, ক্যানিং, বাঁকুড়া, ডায়মন্ডহারবার ও মেদিনীপুর৷

 

দমদম, উলুবেড়িয়া, কৃষ্ণনগর, শ্রীনিকেতন, সল্টলেক, পুরুলিয়া, হলদিয়া, আসানসোল, বসিরহাট, বালুরঘাট এবং মালদহে সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার পেরিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস৷
দমদম, উলুবেড়িয়া, কৃষ্ণনগর, শ্রীনিকেতন, সল্টলেক, পুরুলিয়া, হলদিয়া, আসানসোল, বসিরহাট, বালুরঘাট এবং মালদহে সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার পেরিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস৷

 

বৃহস্পতিবার রাজ্যে উষ্ণতম স্থান ছিল মেদিনীপুরের কলাইকুণ্ডা৷ সেখানে সর্বোচ্চ তাপমাত্রা এদিন ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস৷ এর পর পানাগড় এবং সিউড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৩.২ এবং ৪৩ ডিগ্রি সেলসিয়াস৷ কলাইকুণ্ডা ছাড়াও এদিন তীব্র তাপপ্রবাহ হয়েছে উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হলদিয়া এবং পানাগড়ে৷
বৃহস্পতিবার রাজ্যে উষ্ণতম স্থান ছিল মেদিনীপুরের কলাইকুণ্ডা৷ সেখানে সর্বোচ্চ তাপমাত্রা এদিন ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস৷ এর পর পানাগড় এবং সিউড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৩.২ এবং ৪৩ ডিগ্রি সেলসিয়াস৷ কলাইকুণ্ডা ছাড়াও এদিন তীব্র তাপপ্রবাহ হয়েছে উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হলদিয়া এবং পানাগড়ে৷

 

এদিন তাপপ্রবাহ হয়েছে ১৩ টি এলাকায়৷ সেগুলি হল কলকাতা, মালদহ, বালুরঘাট, মেদিনীপুর, কৃষ্ণনগর, সল্টলেক, ক্যানিং, মগরা, বর্ধমান, আসানসোল, ব্যারাকপুর, সিউড়ি এবং ঝাড়গ্রামে৷
এদিন তাপপ্রবাহ হয়েছে ১৩ টি এলাকায়৷ সেগুলি হল কলকাতা, মালদহ, বালুরঘাট, মেদিনীপুর, কৃষ্ণনগর, সল্টলেক, ক্যানিং, মগরা, বর্ধমান, আসানসোল, ব্যারাকপুর, সিউড়ি এবং ঝাড়গ্রামে৷

 

কলকাতা তথা রাজ্যবাসীর দহনজ্বালা দীর্ঘতর হতে চলেছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সোমবার পর্যন্ত কলকাতায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
কলকাতা তথা রাজ্যবাসীর দহনজ্বালা দীর্ঘতর হতে চলেছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সোমবার পর্যন্ত কলকাতায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

 

 আবহবিদরা জানিয়েছেন শুষ্ক পশ্চিম এবং উত্তর-পশ্চিমা বায়ুর কারণেই বৃদ্ধি পেতে চলেছে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
আবহবিদরা জানিয়েছেন শুষ্ক পশ্চিম এবং উত্তর-পশ্চিমা বায়ুর কারণেই বৃদ্ধি পেতে চলেছে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।

Heatwave Red Alert: দহনের রেড অ্যালার্ট! দক্ষিণবঙ্গের ৬ জেলায় অতি তীব্র তাপপ্রবাহ, ৯ জেলায় তীব্র তাপপ্রবাহ! জ্বলন কতদিন পর্যন্ত চলবে, জানুন

তপ্ত বৈশাখে দগ্ধ হওয়ার পালা আপাতত জারি থাকবে দক্ষিণবঙ্গে। ক্রমশ বাড়ছে ভয়ঙ্কর গরমের অসহনীয় কষ্ট।
তপ্ত বৈশাখে দগ্ধ হওয়ার পালা আপাতত জারি থাকবে দক্ষিণবঙ্গে। ক্রমশ বাড়ছে ভয়ঙ্কর গরমের অসহনীয় কষ্ট।

 

সাপ্তাহিক ছুটির দিন রবিবারও নিস্তার নেই তাপপ্রবাহ থেকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার তীব্র তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে।
সাপ্তাহিক ছুটির দিন রবিবারও নিস্তার নেই তাপপ্রবাহ থেকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার তীব্র তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে।

 

আবহবিদদের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে তীব্র তাপপ্রবাহ। লাল সতর্কতা জারি করা হয়েছে ৬ জেলায়। সেই জেলাগুলিতে জারি করা হয়েছে অতি তীব্র তাপপ্রবাহ।
আবহবিদদের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে তীব্র তাপপ্রবাহ। লাল সতর্কতা জারি করা হয়েছে ৬ জেলায়। সেই জেলাগুলিতে জারি করা হয়েছে অতি তীব্র তাপপ্রবাহ।

 

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান হল সেই ৬ জেলা। রবিবার পর্যন্ত জেলাগুলিতে অতি তীব্র তাপপ্রবাহ জারি থাকবে।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান হল সেই ৬ জেলা। রবিবার পর্যন্ত জেলাগুলিতে অতি তীব্র তাপপ্রবাহ জারি থাকবে।

 

তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে।
তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে।

 

দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বুধবার পর্যন্ত। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়ায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে।
দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বুধবার পর্যন্ত। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়ায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে।

 

দক্ষিণবঙ্গের বাকি ৯ জেলায় চলবে তীব্র তাপপ্রবাহ। বুধবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের বাকি ৯ জেলায় চলবে তীব্র তাপপ্রবাহ। বুধবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

 

স্বাভাবিকের তুলনায় কোনও অঞ্চলের তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলে।
স্বাভাবিকের তুলনায় কোনও অঞ্চলের তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলে।

 

পাশাপাশি স্বাভাবিকের তুলনায় কোনও এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে তাকে তীব্র তাপপ্রবাহ বলে।
পাশাপাশি স্বাভাবিকের তুলনায় কোনও এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে তাকে তীব্র তাপপ্রবাহ বলে।

IMD Weather Update: আর মাত্র কিছুক্ষণ…! উত্তর ভারতে জোড়া ঘূর্ণাবর্ত, চলবে ঝড়বৃষ্টি-বজ্রপাতের তাণ্ডব! ‘হিটওয়েভ অ্যালার্ট’ কোথায়? জানিয়ে দিল হাওয়া অফিস

 বৈশাখের দহনে পুড়ছে গোটা বাংলা-সহ একাধিক রাজ্য৷ হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ৷ তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে একাধিক রাজ্যে৷ তেমনই ঘূর্ণিঝড়েরও সতর্কতা জারি করা হয়েছে৷
বৈশাখের দহনে পুড়ছে গোটা বাংলা-সহ একাধিক রাজ্য৷ হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ৷ তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে একাধিক রাজ্যে৷ তেমনই ঘূর্ণিঝড়েরও সতর্কতা জারি করা হয়েছে৷
আবহাওয়া দফতর ছয়টি রাজ্যে তাপপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে এবং আগামী কয়েকদিনে উত্তর ভারতের আটটি রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷
আবহাওয়া দফতর ছয়টি রাজ্যে তাপপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে এবং আগামী কয়েকদিনে উত্তর ভারতের আটটি রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷
২১ এপ্রিল পর্যন্ত ওড়িশা এবং পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ আগামী তিন দিনের জন্য ঝাড়খণ্ড মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং পুদুচেরিতে ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ।
২১ এপ্রিল পর্যন্ত ওড়িশা এবং পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ আগামী তিন দিনের জন্য ঝাড়খণ্ড মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং পুদুচেরিতে ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ।
আবহাওয়া দফতর সূত্রের খবর, ১৮টি শহরে ৪১ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি রেকর্ড হারে তাপমাত্রা বেড়েছে। ভুবনেশ্বরে রেকর্ড তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে এবং কটকে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, ১৮টি শহরে ৪১ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি রেকর্ড হারে তাপমাত্রা বেড়েছে। ভুবনেশ্বরে রেকর্ড তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে এবং কটকে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জোড়া ঘূর্ণাবর্ত মধ্য ও উচ্চ ট্রপোস্ফিয়ারিক স্তরে রয়েছে যা ১৮ এপ্রিল থেকে উত্তর-পশ্চিম ভারতকে প্রভাবিত করতে পারে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জোড়া ঘূর্ণাবর্ত মধ্য ও উচ্চ ট্রপোস্ফিয়ারিক স্তরে রয়েছে যা ১৮ এপ্রিল থেকে উত্তর-পশ্চিম ভারতকে প্রভাবিত করতে পারে।
আগামী ২১ এপ্রিল পর্যন্ত জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশ এবং ১৯ এপ্রিল উত্তরাখণ্ডের রাজ্যগুলিতে বজ্রঝড় বজ্রপাত এবং দমকা হাওয়া-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা তুষারপাত হবে৷
আগামী ২১ এপ্রিল পর্যন্ত জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশ এবং ১৯ এপ্রিল উত্তরাখণ্ডের রাজ্যগুলিতে বজ্রঝড় বজ্রপাত এবং দমকা হাওয়া-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা তুষারপাত হবে৷
আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৯ এপ্রিল পর্যন্ত উত্তর প্রদেশ এবং রাজস্থানে এবং ২০ এপ্রিল পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে বজ্রঝড়, বজ্রপাত এবং দমকা বাতাসের সাথে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ হিমাচল প্রদেশে ১৯ এপ্রিল এবং উত্তরাখণ্ডে শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৯ এপ্রিল পর্যন্ত উত্তর প্রদেশ এবং রাজস্থানে এবং ২০ এপ্রিল পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে বজ্রঝড়, বজ্রপাত এবং দমকা বাতাসের সাথে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ হিমাচল প্রদেশে ১৯ এপ্রিল এবং উত্তরাখণ্ডে শিলাবৃষ্টি হতে পারে।
আইএমডি-র পূর্বাভাসে বলা হয়েছে, একটি ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব বিহার এবং উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিম এবং অন্যটি উত্তর-পূর্ব আসামের উপরে নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরে রয়েছে৷
আইএমডি-র পূর্বাভাসে বলা হয়েছে, একটি ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব বিহার এবং উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিম এবং অন্যটি উত্তর-পূর্ব আসামের উপরে নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরে রয়েছে৷
২১ এপ্রিল পর্যন্ত অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বিচ্ছিন্ন বজ্রপাত, বজ্রপাত এবং দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
২১ এপ্রিল পর্যন্ত অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বিচ্ছিন্ন বজ্রপাত, বজ্রপাত এবং দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Heatwave in West Bengal: দক্ষিণবঙ্গের ৮ জেলায় আসছে অতি তীব্র তাপপ্রবাহ! কেন এই দহনজ্বালা? এর থেকে মুক্তিই বা কবে, জানুন বড় আপডেট

বৈশাখের তীব্র দহনে দক্ষিণবঙ্গ কার্যত ফার্নেস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলছে গ্রীষ্মের তীব্র দাহ। জারি তাপপ্রবাহের সতর্কতা।
বৈশাখের তীব্র দহনে দক্ষিণবঙ্গ কার্যত ফার্নেস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলছে গ্রীষ্মের তীব্র দাহ। জারি তাপপ্রবাহের সতর্কতা।

 

বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় বাংলার উপকূল লাগোয়া অ‍ঞ্চলে থাকে। তার জেরে জলীয় বাষ্প প্রবেশ করে গাঙ্গেয় বঙ্গে।
বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় বাংলার উপকূল লাগোয়া অ‍ঞ্চলে থাকে। তার জেরে জলীয় বাষ্প প্রবেশ করে গাঙ্গেয় বঙ্গে।

 

উচ্চচাপ বলয়টি সরে গেলেই পশ্চিমদিক থেকে শুকনো গরম বাতাস ঢুকে পড়ে রাজ্যে। তার জেরে চড়চড়িয়ে বাড়তে থাকে তাপমাত্রা।
উচ্চচাপ বলয়টি সরে গেলেই পশ্চিমদিক থেকে শুকনো গরম বাতাস ঢুকে পড়ে রাজ্যে। তার জেরে চড়চড়িয়ে বাড়তে থাকে তাপমাত্রা।

 

আবহাওয়ার সেই পরিস্থিতি তৈরি হয়েছে এ বারও। আবহবিদদের ধারণা, তার জেরেই তাপপ্রবাহ ও শুকনো গরম বাড়ছে।
আবহাওয়ার সেই পরিস্থিতি তৈরি হয়েছে এ বারও। আবহবিদদের ধারণা, তার জেরেই তাপপ্রবাহ ও শুকনো গরম বাড়ছে।

 

বুধবারও রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় সাড়ে ৫ ডিগ্রি বেশি। খাতায় কলমে মঙ্গলবারের থেকে কিছুটা কমলেও অসহ্য গরমের অস্বস্তি কমেনি।
বুধবারও রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় সাড়ে ৫ ডিগ্রি বেশি। খাতায় কলমে মঙ্গলবারের থেকে কিছুটা কমলেও অসহ্য গরমের অস্বস্তি কমেনি।

 

সর্বোচ্চ তাপমাত্রার পাল্লায় বুধবারও বাকি বাংলাকে টেক্কা দিয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা এদিন ছিল ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস।
সর্বোচ্চ তাপমাত্রার পাল্লায় বুধবারও বাকি বাংলাকে টেক্কা দিয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা এদিন ছিল ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস।

 

দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ব্যারাকপুরে। ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা সংলগ্ন সল্টলেক, দমদমেও তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির বেশ কিছুটা উপরে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়ার তাপমাত্রাও ছিল ৪১ ডিগ্রির কাছাকাছি।
দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ব্যারাকপুরে। ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা সংলগ্ন সল্টলেক, দমদমেও তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির বেশ কিছুটা উপরে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়ার তাপমাত্রাও ছিল ৪১ ডিগ্রির কাছাকাছি।

 

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁলে এবং সেটি যদি স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি হয়, তাহলে তাকে তাপপ্রবাহ বলা হয়।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁলে এবং সেটি যদি স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি হয়, তাহলে তাকে তাপপ্রবাহ বলা হয়।

 

ব্যাকরণগত সেই হিসেব মেনে খাতায়কলমে তাপপ্রবাহ না বইলেও অস্বস্তির মাপকাঠিতে পরিস্থিতি তাপপ্রবাহের তুলনায় কম কিছু ছিল না। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ১৫টি জেলাতেই তাপপ্রবাহ চলবে।
ব্যাকরণগত সেই হিসেব মেনে খাতায়কলমে তাপপ্রবাহ না বইলেও অস্বস্তির মাপকাঠিতে পরিস্থিতি তাপপ্রবাহের তুলনায় কম কিছু ছিল না। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ১৫টি জেলাতেই তাপপ্রবাহ চলবে।

 

এই ১৫-টির মধ্যে রাঢ় বাংলার সব জেলায় জারি করা হয়েছে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা। তাছাড়াও এই তালিকায় রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম। আপাতত এই দহনজ্বালা থেকে মুক্তির কোনও আশা নেই বলেই আশঙ্কা আবহবিদদের।
এই ১৫-টির মধ্যে রাঢ় বাংলার সব জেলায় জারি করা হয়েছে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা। তাছাড়াও এই তালিকায় রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম। আপাতত এই দহনজ্বালা থেকে মুক্তির কোনও আশা নেই বলেই আশঙ্কা আবহবিদদের।

IMD Heatwave Alert: হিটওয়েভ অ্যালার্ট…! চড়বে পারদ, বইবে ‘লু’! তাপপ্রবাহ সতর্কতা জারি একাধিক রাজ্যে, কলকাতাতেও কি অশনি সঙ্কেত? বজ্রপাত-ঝড়বৃষ্টির তাণ্ডব কোথায়?

হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ৷ বৈশাখের দহনে পুড়ছে গোটা বাংলা-সহ একাধিক রাজ্য৷ তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে একাধিক রাজ্যে৷
হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ৷ বৈশাখের দহনে পুড়ছে গোটা বাংলা-সহ একাধিক রাজ্য৷ তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে একাধিক রাজ্যে৷
 আবহাওয়া দফতর সূত্রের খবর, মহারাষ্ট্র, উত্তর গোয়া, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গ-সহ ভারতের একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে৷ আইএমডি চলতি সপ্তাহে আসন্ন তাপপ্রবাহের জন্য থানে, মুম্বই এবং রায়গড়ের জন্য একটি আলাদা সতর্কতা জারি করেছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, মহারাষ্ট্র, উত্তর গোয়া, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গ-সহ ভারতের একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে৷ আইএমডি চলতি সপ্তাহে আসন্ন তাপপ্রবাহের জন্য থানে, মুম্বই এবং রায়গড়ের জন্য একটি আলাদা সতর্কতা জারি করেছে।
মহারাষ্ট্র, মুম্বই এবং থানের সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হবে বলে আশা করা হচ্ছে ৷ উত্তর গোয়াতেও তাপপ্রবাহের অবস্থা বিরাজ করবে বলে আশা করা হচ্ছে। ওড়িশাতেও  ১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ বাড়বে৷
মহারাষ্ট্র, মুম্বই এবং থানের সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হবে বলে আশা করা হচ্ছে ৷ উত্তর গোয়াতেও তাপপ্রবাহের অবস্থা বিরাজ করবে বলে আশা করা হচ্ছে। ওড়িশাতেও ১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ বাড়বে৷
আইএমডি পূর্বাভাস অনুসারে, তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশেও  তাপমাত্রার বাড়বে৷ ১৬ থেকে ১৮ এপ্রিল উভয় রাজ্যেই তাপপ্রবাহ এতটাই বাড়বে যা নাগরিকদের উদ্বেগ বাড়িয়ে দেবে৷
আইএমডি পূর্বাভাস অনুসারে, তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশেও তাপমাত্রার বাড়বে৷ ১৬ থেকে ১৮ এপ্রিল উভয় রাজ্যেই তাপপ্রবাহ এতটাই বাড়বে যা নাগরিকদের উদ্বেগ বাড়িয়ে দেবে৷
পশ্চিমবঙ্গেও  তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে, যা আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। একাধিক রাজ্যে ৪০ ডিগ্রি পার করেছে তাপমাত্রা৷  দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা তো বাড়বেই সঙ্গে লু বইবে৷ কলকাতার তাপমাত্রাও চড়চড় করে বেড়েই চলেছে৷ আগামী দিনে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে৷
পশ্চিমবঙ্গেও তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে, যা আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। একাধিক রাজ্যে ৪০ ডিগ্রি পার করেছে তাপমাত্রা৷ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা তো বাড়বেই সঙ্গে লু বইবে৷ কলকাতার তাপমাত্রাও চড়চড় করে বেড়েই চলেছে৷ আগামী দিনে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে৷
কোল্লাম, ত্রিশুর, পালাক্কাদ এবং তিরুবনন্তপুরম-সহ কেরালার একাধিক জেলায় একটি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কেরালার জেলা যেমন আলাপ্পুঝা, পাঠানামথিট্টা, কোট্টায়াম, এর্নাকুলাম এবং কাসারগোডও এই সপ্তাহে উচ্চ তাপমাত্রার সাক্ষী হবে বলে আশা করা হচ্ছে।
কোল্লাম, ত্রিশুর, পালাক্কাদ এবং তিরুবনন্তপুরম-সহ কেরালার একাধিক জেলায় একটি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কেরালার জেলা যেমন আলাপ্পুঝা, পাঠানামথিট্টা, কোট্টায়াম, এর্নাকুলাম এবং কাসারগোডও এই সপ্তাহে উচ্চ তাপমাত্রার সাক্ষী হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে দিল্লি এবং অন্যান্য এনসিআর শহরগুলি এই সপ্তাহে ধোঁয়াটে তাপ থেকে কিছুটা হলেও মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে, বেশিরভাগ অঞ্চলে মনোরম আবহাওয়া প্রত্যাশিত।
অন্যদিকে দিল্লি এবং অন্যান্য এনসিআর শহরগুলি এই সপ্তাহে ধোঁয়াটে তাপ থেকে কিছুটা হলেও মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে, বেশিরভাগ অঞ্চলে মনোরম আবহাওয়া প্রত্যাশিত।
আইএমডি রিপোর্ট অনুসারে, ১৬ এপ্রিল মেঘলা আকাশ থাকবে৷ পাশাপাশি দিনের বেলায় ২০ থেকে ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা হাওয়া বইবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ এবং ২২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
আইএমডি রিপোর্ট অনুসারে, ১৬ এপ্রিল মেঘলা আকাশ থাকবে৷ পাশাপাশি দিনের বেলায় ২০ থেকে ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা হাওয়া বইবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ এবং ২২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
আগামী দুই দিনের মধ্যে দিল্লি এবং এনসিআর অঞ্চলের কিছু অংশ যেমন নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ এবং গাজিয়াবাদে হালকা বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে, যা শহরের সর্বনিম্ন তাপমাত্রা কমিয়ে আনবে।
আগামী দুই দিনের মধ্যে দিল্লি এবং এনসিআর অঞ্চলের কিছু অংশ যেমন নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ এবং গাজিয়াবাদে হালকা বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে, যা শহরের সর্বনিম্ন তাপমাত্রা কমিয়ে আনবে।
আইএমডি রিপোর্ট বলছে, মঙ্গলবার ৩ থেকে ৪ ঘন্টার জন্য থানেতে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করেছে, জেলার তাপপ্রবাহের অবস্থা থেকে সাময়িক স্বস্তি মিলবে।
আইএমডি রিপোর্ট বলছে, মঙ্গলবার ৩ থেকে ৪ ঘন্টার জন্য থানেতে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করেছে, জেলার তাপপ্রবাহের অবস্থা থেকে সাময়িক স্বস্তি মিলবে।