এবার আপনাদের মনে কোতুহল জাগতে পারে ফিফার কোন ট্রফি জেতেনি মেসি? সেই ট্রফির নাম হল ফিফা কনফেডারেশন কাপ। এই প্রতিযোগিতা বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু যখন হত তখন কোপা আমেরিকা বা বিশ্বকাপ না জেতায় এই প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করতে পারেনি আর্জেন্টিনা।

Lionel Messi: নিজের বা পরিবারের জন্য নয়! কার জন্য কোপা জিততে চান মেসি? জানলে চোখে জল আসবে

আরো একটি কোপা আমেরিকার ফাইনালে পৌছে গিয়েছে আর্জেন্টিনা। আগামি ১৫ জুলাই মেগা ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জ নীল-সাদা ব্রিগেডের জন্য। একইসঙ্গে কারজন্য এবার চ্যাম্পিয়ন হতে চান, সেই কথাও জানিয়েছেন মেসি।
আরো একটি কোপা আমেরিকার ফাইনালে পৌছে গিয়েছে আর্জেন্টিনা। আগামি ১৫ জুলাই মেগা ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জ নীল-সাদা ব্রিগেডের জন্য। একইসঙ্গে কারজন্য এবার চ্যাম্পিয়ন হতে চান, সেই কথাও জানিয়েছেন মেসি।
২০২১ সালে এই কোপা আমেরিকার থেকেই শাপমুক্তি ঘটেছিল লিওনেল মেসির। দেশের জার্সি গায়ে প্রথম ট্রফি জিতেছিলেন লিও। আর্জেন্টিনার ২৮ বছরের ট্রফির খরা কেটেছিল এই কোপা থেকেই। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মেসিকে। জিতেছেন ফিনালিসিমা ও বিশ্বকাপ।
২০২১ সালে এই কোপা আমেরিকার থেকেই শাপমুক্তি ঘটেছিল লিওনেল মেসির। দেশের জার্সি গায়ে প্রথম ট্রফি জিতেছিলেন লিও। আর্জেন্টিনার ২৮ বছরের ট্রফির খরা কেটেছিল এই কোপা থেকেই। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মেসিকে। জিতেছেন ফিনালিসিমা ও বিশ্বকাপ।
কিন্তু মেসির শাপমুক্তি যে মানুষগুলির সবথেকে বড় ভূমিকা ছিল তাদের মধ্যে অন্যতম হল অ্যাঞ্জেল ডি মারিয়া। গত কোপাতে ডি মারিয়ার গোলেই হয়েছিল মেসির ট্রফি জয়ের স্বপ্নপূরণ। এছাড়া অলিম্পিক গোল্ড মেডেল থেকে শুরু করে বিশ্বকাপ জয়,প্রতিটি ফাইনালেই গোল করেছেন ডি মারিয়া।
কিন্তু মেসির শাপমুক্তি যে মানুষগুলির সবথেকে বড় ভূমিকা ছিল তাদের মধ্যে অন্যতম হল অ্যাঞ্জেল ডি মারিয়া। গত কোপাতে ডি মারিয়ার গোলেই হয়েছিল মেসির ট্রফি জয়ের স্বপ্নপূরণ। এছাড়া অলিম্পিক গোল্ড মেডেল থেকে শুরু করে বিশ্বকাপ জয়,প্রতিটি ফাইনালেই গোল করেছেন ডি মারিয়া।
মেসির অভিন্ন হৃদয় বন্ধু ডি মারিয়া। তবে এই কোপার পর নীল-সাদা জার্সিটা তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ফলে অবসরের আগে প্রিয় বন্ধুর জন্যই এই কোপা জিততে চান মেসি। দলকেও তাঁতাচ্ছেন সেই কথা বলেই।
মেসির অভিন্ন হৃদয় বন্ধু ডি মারিয়া। তবে এই কোপার পর নীল-সাদা জার্সিটা তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ফলে অবসরের আগে প্রিয় বন্ধুর জন্যই এই কোপা জিততে চান মেসি। দলকেও তাঁতাচ্ছেন সেই কথা বলেই।
মেসি বলেছেন,"আমাদের এই ফাইনাল জিততেই হবে। ডি মারিয়ার জন্য আমাদের এই ট্রফি জিততে হবে। ওর এটা প্রাপ্য।" মেসির এই কথা শুনে চোখে জল এসেছিল বলেো জানিয়েছেন ডি মারিয়া। ভীষণ গর্বও হচ্ছিল। মেসি ও এই দলকে খুব মিস করব বলেও জানিয়েছেন তিনি।
মেসি বলেছেন,”আমাদের এই ফাইনাল জিততেই হবে। ডি মারিয়ার জন্য আমাদের এই ট্রফি জিততে হবে। ওর এটা প্রাপ্য।” মেসির এই কথা শুনে চোখে জল এসেছিল বলেো জানিয়েছেন ডি মারিয়া। ভীষণ গর্বও হচ্ছিল। মেসি ও এই দলকে খুব মিস করব বলেও জানিয়েছেন তিনি।
ডি মারিয়াকে অব সরের সিদ্ধান্ত বদলের জন্য বলেছিলেন মেসি সহ অন্যান্য সতীর্থরা। কিন্তু অবসরের এটাই সঠিক সময় বলে জানিয়েছেন ডি মারিয়া। বলেছেন,"বিশ্বকাপ ফাইনাল জেতার পর স্বপ্ন দেখেছিলাম কোপা ফাইনাল খেলার। সেটাও পূরণ হয়েছে। ট্রফি জিতে এবার অবসর নিতে চাই। ফাইনালে সর্বস্ব উজাড় করে দেব।"
ডি মারিয়াকে অব সরের সিদ্ধান্ত বদলের জন্য বলেছিলেন মেসি সহ অন্যান্য সতীর্থরা। কিন্তু অবসরের এটাই সঠিক সময় বলে জানিয়েছেন ডি মারিয়া। বলেছেন,”বিশ্বকাপ ফাইনাল জেতার পর স্বপ্ন দেখেছিলাম কোপা ফাইনাল খেলার। সেটাও পূরণ হয়েছে। ট্রফি জিতে এবার অবসর নিতে চাই। ফাইনালে সর্বস্ব উজাড় করে দেব।”