Tag Archives: Lionel Messi

Lionel Messi: মাঠে নেমেই বড় রেকর্ড গড়লেন মেসি, যা কোপায় নেই কোনও ফুটবলারের

কোপা আমেরিকা ২০২৪-এর প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়ে অভিযান শুরু করল আর্জেন্টিনা।
কোপা আমেরিকা ২০২৪-এর প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়ে অভিযান শুরু করল আর্জেন্টিনা।
ম্যাচে গোল না পেলেও নজর কাড়েন লিওনেল মেসি। দলের দ্বিতীয় গোল আসে মেসিরই বাড়ানো থ্রু বল থেকে।
ম্যাচে গোল না পেলেও নজর কাড়েন লিওনেল মেসি। দলের দ্বিতীয় গোল আসে মেসিরই বাড়ানো থ্রু বল থেকে।
নিজে গোল না পেলেও কোপা আমেরিকার প্রথম ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গে বড় রেকর্ড নিজের নামে করলেন মেসি।
নিজে গোল না পেলেও কোপা আমেরিকার প্রথম ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গে বড় রেকর্ড নিজের নামে করলেন মেসি।
কোপা আমেরিকার ইতিহাসে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন লিওনেল মেসি। এখনও পর্যন্ত ৩৫ তম ম্যাচ খেললেন লিও।
কোপা আমেরিকার ইতিহাসে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন লিওনেল মেসি। এখনও পর্যন্ত ৩৫ তম ম্যাচ খেললেন লিও।
মেসি ভেঙে দিলেন চিলির গোলরক্ষক সের্খিয়ো লিভিংস্টোনের রেকর্ড। তিনি কোপা আমেরিকায় ৩৪টি ম্যাচ খেলেছিলেন।
মেসি ভেঙে দিলেন চিলির গোলরক্ষক সের্খিয়ো লিভিংস্টোনের রেকর্ড। তিনি কোপা আমেরিকায় ৩৪টি ম্যাচ খেলেছিলেন।

Lionel Messi: খারাপ খবর আর্জেন্টিনা ফ্যানেদের জন্য! বড় প্রতিযোগিতায় না খেলার সিদ্ধান্ত মেসির, জানুন বিস্তারিত

২১ জুন থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে কোপা আমেরিকা ২০২৪-এর। প্রথম ম্যাচেই মাঠে নামতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও বর্তমান বিশ্বজয়ী দল আর্জেন্টিনা। ইতিমধ্যেই কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করে দিয়েছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা। কিন্তু কোপা আমেরিকার শুরুর আবহেই সামনে এল একটি বড় খবর। যা মন ভেঙে দিয়েছে বিশ্বজুড়ে কোটি কোটি আর্জেন্টিনা ও মেসি ভক্তদের।

কোপা আমেরিকার পরই রয়েছে অলিম্পিক্স। জুলাই মাসে ফ্রান্সে শুরু হবে প্যারিস অলিম্পিক্স ২০২৪। সেখানে এবার গোল্ড জয়ের অন্যতম দাবিদার আর্জেন্টিনা। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল অলিম্পিক্সে দেশের হয়ে মাঠে নামতে পারেন লিওনেল মেসি। কিন্তু এবার মেসি নিজেই জানিয়ে দিলেন, অলিম্পিক্সে খেলবেন না তিনি। এই বয়সে এসে পরপর দুটি প্রতিযোগিতা খেলা সম্ভব নয় বলেই জানিয়েছেন লিও।

অলিম্পিক্সে এর আগে ২০০৮ সালে গোল্ড জিতেছিলে মেসি। অলিম্পিক্সে খেলার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা বলেও জানিয়েছেন আর্জেন্টিনার সিনিয়র দলের অধিনায়ক। কিন্তু নিজের খেলার প্রসঙ্গে তিনি বলেন,”কোপার মাঝে অলিম্পিক্স নিয়ে ভাবা কঠিন। টানা দু’তিন মাস তা হলে ক্লাবের হয়ে খেলা হবে না। আর সেই সঙ্গে আমার বয়স বাড়ছে। এখন আর এতগুলো প্রতিযোগিতা খেলা সম্ভব হয় না। আমাকে বেছে খেলতে হবে। পর পর দু’টি প্রতিযোগিতা খেলা সম্ভব নয়।”

আরও পড়ুনঃ T20 World Cup 2024: বদলে গেল হিসেব? টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ভারতের ৩ প্রতিপক্ষ কারা? রয়েছে বড় চমক

প্রসঙ্গত, ২১ জুন থেকে শুরু হতে চলেছে কোপা আমেরিকা ২০২৪। প্রথম দিনই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোপায় মেসির নেতৃত্বেই খেলবে নীল-সাদা ব্রিগেড। একইসঙ্গে এই কোপার পর ফুটবলকে বিদায় জানাতে চলেছে ডি মারিয়া। ফলে শেষবারের মত মেসি-ডি মারিয়া জুটিকে দেখতে গোটা ফুটবল বিশ্ব।

East Bengal: মেসির সঙ্গে বার্সায় খেলা ফুটবলার ইস্টবেঙ্গলে, আরও শক্তি বাড়ল লাল-হলুদের

কলকাতা: লিওনেল মেসির সঙ্গে একসময় বার্সেলোনায় খেলা খেলোয়ার আসতে চলেছে ইস্টবেঙ্গলে। সেই খবর জানা গিয়েছিল আগেই। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। বুধবার হয়ে গেল সরকারি ঘোষণা। ইস্টবেঙ্গলের তরফ থেকে প্রেস বিবৃতির মাধ্যমে স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর ভ্যাসকোয়েজের ক্লাবে যোগ দেওয়ার কথা জানানো হয়।

বার্সেলোনার স্বর্ণযুগে মেসি-পিকে-ইনিয়েস্তা-জাভি-পুওলদের সঙ্গে খেলেছেন ভিক্টর ভ্যাসকোয়েজ। খেলেছেন মেসির বর্তমান লিগ মেজর সকার লিগের ক্লাবেও। শুধু মাঝমাঠের দক্ষতা নয়, প্রয়োজনে নেমে রক্ষণ সামাল দেওয়া থেকে, গোল করা সব বিষয়েই পারদর্শী এই স্প্যানিশ মিডিও। ভিক্টর ভ্যাসকোয়েজে দলে যোগ দেওয়ায় খুশি ক্লাব কর্তা থেকে কোচ কার্লোস কুয়াদ্রাত, ফ্যানেরা সকলেই।

নতুন ক্লাবে যোগ দিয়ে খুশি স্প্যানিশ মিডফিল্ডারও। তিনি জানিয়েছেন,?আমি খুব খুশি ইস্টবেঙ্গলের মতো এক জনপ্রিয় ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে। আমি এই ক্লাবের ইতিহাস সম্পর্কে জেনেছি। এই ক্লাবের ফ্যানেরা কতটা কতটা দলকে ও ফুটবলারদের ভালবাসে তাও জেনেছি। আমি মাঠে নামার জন্য ও নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।?

আরও পড়ুনঃ East Bengal vs Mohun Bagan: শনিবার ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি, কোথায় মিলবে টিকিট? দাম কত? রইল সব তথ্য

খুব শীঘ্রই কলকাতায় পা রাখবেন লাল-হলুদের নতুন বিদেশী। সুপার কাপ জয়ের পর দলটাপ শরীরী ভাষাই পাল্টে গিয়েছে। এবার সামনে রয়েছে আইএসএল ও এএফসির মত কঠিন লড়াই। তার আগে ভিক্টর ভ্যাসকোয়েজের মত সৃজনশীল ফুটবলার দলের সঙ্গে যোগ দেওয়ায় ইস্টবেঙ্গলের শক্তি অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।

Lionel Messi: ৩৭-এও অটুট সাম্রাজ্য-একাধিপত্ব! এমবাপ্পে-হালান্ডকে হারিয়ে ফিফার বর্ষসেরা মেসি

লন্ডন: ফের একবার সেরার সেরা মেসি। ২০২২ সালের পর ২০২৩ সালেও ফিফার সেরা প্লেয়ারের শিরোপা জিতলেন আর্জেন্টাইন মহাতারকা। ৩৭ বছর বয়সে এসেও এখনও পাল্লা দিয়ে লড়ে যাচ্ছেন তরুণ প্রজন্মের তাককাদের সঙ্গে। বুঝিয়ে দিলেন তাঁর সাম্রাজ্য-একাধিপত্ব এখনও অটুট। ভোটের বিচারে দুই প্রতিদ্বন্দ্বি কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডকে পিছনে ফেলা ?ফিফা দ্য বেস্ট? হলেন লিও মেসি।

লন্ডনে সোমবার রাতে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ উপলক্ষ্যে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেকেই ভেবেছিলেন এবার হয়তো মেসিকে হারিয়ে সেরার শিরোপা উঠবে আরলিং হালান্ডের মাথায়। অবশ্য দুই প্রজন্মের দুই সেরা ফুটবলারের মধ্য়ে ভোটিংয়ের ময়দানে হাড্ডাহাড্ডি লড়াইও হয়। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা।

পুরস্কারের জন্য ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। ছেলেদের ‘দ্য বেস্ট’ বেছে নিতে ভোট দিয়েছেন জাতীয় দলের কোচ, অধিনায়ক, সংবাদকর্মী ও বিশ্বব্যাপী ভক্তরা। মেসি এবং হালান্ড দুজনেই ৪৮ পয়েন্ট পেয়েছেন ভোটে। কিন্তু জাতীয় দলের অধিনায়কদের ভোটে সেরা মনোনীত হন মেসি। যদিও এদিন লন্ডনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মেসি। তাঁর হয়ে অ্যাওয়ার্ড নেন থিয়েরি অঁরি।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: শুভমান গিল ও হার্দিক পান্ডিয়া বাদ টি-২০ বিশ্বকাপ থেকে? কারা নেবে সেই জায়গা!

এছাড়া মেয়েদের ফুটবলের বর্ষসেরা হয়েছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানো বনমাতি। ছেলেদের ‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার ওঠে পেপ গুয়ার্দিওলার হাতে। মহিলাদের বিভাগে ‘দ্য বেস্ট’ কোচ হন সারিনা ভাইগমান। পুরুষদের বিভাগে ‘দ্য বেস্ট’ গোলকিপার হন এডারসন। মহিলাদের সেরা গোলকিপার হন মেরি আর্পস। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল। সেরা গোলের জন্য পুসকাস পুরস্কার জেতেন গিলের্মে মাদুরগা।

Shah Rukh Khan: শাহরুখ ও মেসি বড় বিপাকে, শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন, হতে পারে জেলও

মজফফরপুর: অভিনেতা শাহরুখ খানের ফের বিপাকে পড়েছেন৷  তারকা শাহরুখ খানের নামে নোটিশ জারি করেছে বিহারের মুজাফফরপুর জেলা উপভোক্তা কমিশন। মামলার পরবর্তী শুনানি হবে ১২ এপ্রিল। ফুটবলার লিওনেল মেসিকেও নোটিশ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের বিষয়ে নোটিশ জারি করা হয়েছে।

বিভ্রান্তিকর বিজ্ঞাপন বা লোককে ভুল বোঝানো বিজ্ঞাপনের মামলায়, অভিনেতা শাহরুখ খান ও তাঁর পক্ষের উকিলের মাধ্যমে মুজাফফরপুর জেলা গ্রাহক ফোরামের সামনে হাজির হন। শিক্ষা প্রতিষ্ঠানের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের বিষয়ে শাহরুখ খান ও ফুটবলার মেসি সহ ৭ জনের বিরুদ্ধে জেলা ভোক্তা ফোরামে অভিযোগ দায়ের করা হয়েছে। ভোক্তা ফোরাম এই বিষয়ে একটি নোটিশ জারি করেছিল যাতে ১২ জানুয়ারি সবাইকে উপস্থিত থাকতে হবে।

আরও পড়ুন – Weather Alert: সমুদ্রের পাড়ে বইবে হু হু করে হাওয়া, ঠান্ডার খেলায় হাড়ে হাড়ে কাঁপুনি, চরমে আবহাওয়া

অ্যাডভোকেট এস কে ঝা জানিয়েছেন, মহম্মদ শামশাদ আহমেদ তাঁর দুই ছেলেকে মুজাফফরপুরের মিঠানপুরার একটি বিখ্যাত প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছিলেন, যার ফি তিনি সময়মতো পরিশোধ করেছিলেন, যদিও তাদের পড়াশোনা ঠিকঠাক চলছিল না এবং তাঁর ছেলের জন্য একটি লোনও করা হয়েছিল। সংগঠনটির পরিচালক, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা শাহরুখ খান, ফুটবলার মেসি ও তার পরিবার সহ সাত জনের বিরুদ্ধে জেলা ভোক্তা ফোরামে মামলাটি করেন শামশাদ আহমেদ।

আইনজীবী জানান যে আজ শাহরুখ খান এবং সংস্থার পক্ষে আইনজীবীরা উপস্থিত ছিলেন, তবে শাহরুখ খানের আইনজীবী আসল নথি জমা দেননি, তিনি কেবল একটি জেরক্স কপি নিয়ে এসেছিলেন। এই অবস্থায় এখন পরবর্তী তারিখ রাখা হয়েছে ১২ এপ্রিল যেদিনও সবাইকে উপস্থিত থাকতে হবে। বলা হচ্ছে, এখন শাহরুখ খান সহ ৭ জনের বিরুদ্ধে এই মামলার চূড়ান্ত শুনানি পর্যন্ত চলবে এবং আদালতের নির্দেশ না মানলে অভিযুক্তদের জেল যাত্রাও হতে পারে৷

Messi: পৃথিবীর কোন শহরে সদ্যজাতের নাম মেসি রাখা বেআইনি? উত্তর অজানা ৯০ শতাংশের

অনেক সময় নিজের প্রিয় তারকার নামে সন্তানদের নাম রেখে থাকেন বাবা-মায়েরা। তা সেই তারকা ক্রীড়া দুনিয়া হোক আর বিনোদন দুনিয়া। শুধু প্রিয় তারকাই নয়, ঠাকুর, দেবতা, মহাপুরুষের নামেও অনেকে নামকরণ করে থাকেন।
অনেক সময় নিজের প্রিয় তারকার নামে সন্তানদের নাম রেখে থাকেন বাবা-মায়েরা। তা সেই তারকা ক্রীড়া দুনিয়া হোক আর বিনোদন দুনিয়া। শুধু প্রিয় তারকাই নয়, ঠাকুর, দেবতা, মহাপুরুষের নামেও অনেকে নামকরণ করে থাকেন।
নিজের সন্তানের নাম রাখাটা যে কারও কাছেই ব্যক্তিগত পছন্দের বিষয়। এক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ অনেকেই ভালভাবে নেবেন না সেটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বের এমন একটি শহর রয়েছে যেখানে একটি নাম আপনি ইচ্ছে হলেও রাখতে পারবেন না। তা সম্পূর্ণ বেআইনি বা নিষিদ্ধ।
নিজের সন্তানের নাম রাখাটা যে কারও কাছেই ব্যক্তিগত পছন্দের বিষয়। এক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ অনেকেই ভালভাবে নেবেন না সেটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বের এমন একটি শহর রয়েছে যেখানে একটি নাম আপনি ইচ্ছে হলেও রাখতে পারবেন না। তা সম্পূর্ণ বেআইনি বা নিষিদ্ধ।
সেই নাম হল বিশ্ব ফুটবলের মহাতারকা মেসি। আর সেই দেশ হল আর্জেন্টিনায় লিওনেল মেসির জন্মস্থান রোজারিও শহর।  মেসির নামে অন্য কোনও শিশুর নামকরণ করা যায়না। আইন করে মেসি নাম রাখায় সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সেই নাম হল বিশ্ব ফুটবলের মহাতারকা মেসি। আর সেই দেশ হল আর্জেন্টিনায় লিওনেল মেসির জন্মস্থান রোজারিও শহর। মেসির নামে অন্য কোনও শিশুর নামকরণ করা যায়না। আইন করে মেসি নাম রাখায় সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মেসি জনপ্রিয় হওয়ার পর রোজারিওতে সন্তানের নাম মেসি রাখার হিড়িক পড়ে যায়। তখনই টনক নড়ে সেখানকার স্থানীয় প্রশাসনের। তারা বুঝতে পারে এমন চলতে থাকলে শহরে মেসি নামের অসংখ্য মানুষ হয়ে যাবে।
মেসি জনপ্রিয় হওয়ার পর রোজারিওতে সন্তানের নাম মেসি রাখার হিড়িক পড়ে যায়। তখনই টনক নড়ে সেখানকার স্থানীয় প্রশাসনের। তারা বুঝতে পারে এমন চলতে থাকলে শহরে মেসি নামের অসংখ্য মানুষ হয়ে যাবে।
প্রচুর শিশুর নাম মেসি হলে একটি শহরের মধ্যে চিরকাল একই নামের এই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সমস্যার সৃষ্টি করবে। তাই শুরুতেই শহর প্রশাসন একটি আইন জারি করে জানিয়ে দেয় কোনও সদ্যোজাতের নাম মেসি রাখা যাবেনা রোজারিও শহরে।
প্রচুর শিশুর নাম মেসি হলে একটি শহরের মধ্যে চিরকাল একই নামের এই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সমস্যার সৃষ্টি করবে। তাই শুরুতেই শহর প্রশাসন একটি আইন জারি করে জানিয়ে দেয় কোনও সদ্যোজাতের নাম মেসি রাখা যাবেনা রোজারিও শহরে।
তবে এই নিয়ম শুধু লাগু করা রয়েছে আর্জেন্টিনার রোজারিও শহরেই। সমগ্র আর্জেন্টিনা জুড়ে এমন নিয়ম নেই। অর্থাৎ আর্জেন্টিনার বিশ্বজয়ী মহাতাকা লিওনেল মেসির নিজের শহরেই তাঁর নাম রাখা এখন আইন বিরুদ্ধ কাজ।
তবে এই নিয়ম শুধু লাগু করা রয়েছে আর্জেন্টিনার রোজারিও শহরেই। সমগ্র আর্জেন্টিনা জুড়ে এমন নিয়ম নেই। অর্থাৎ আর্জেন্টিনার বিশ্বজয়ী মহাতাকা লিওনেল মেসির নিজের শহরেই তাঁর নাম রাখা এখন আইন বিরুদ্ধ কাজ।

Copa America 2024: বেজে গেল কোপা আমেরিকা ২০২৪-এর দামামা, ফাইনালে উঠলে ঘরের মাঠে খেলবে মেসি

ইউরো ২০২৪-এর গ্রুপ বিন্যাস ঘোষণার কয়েক দিনের মধ্যেই বেজে গেল কোপা আমেরিকার দামামাও। ২০২৪ সালে কোপা আমেরিকা যে ইউএসএ-তে হবে তা আগেই জানা গিয়েছিল। এবার আমেরিকার কোন কোন শহরে খেলা হবে তা জানিয়ে দিল দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল।

১৪টি শহরের নাম ঘোষণা করেছে কনমেবল। সেই শহরগুলি হল, লাস ভেগাস, আর্লিংটন, শার্লট, কানসাস সিটি (কানসাস), অরল্যান্ডো, কানসাস সিটি (মিসৌরি), মায়ামি, সান্টা ক্লারা, আটলান্টা, ইস্ট রুদারফোর্ড, হিউস্টন, অস্টিন, ইঙ্গলউড (ক্যালিফোর্নিয়া) ও গ্লেনডালে।

এবারের কোপা আমেরিকার প্রথ ম্যাচ হবে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। সেই ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। আর ফাইনাল আয়োজিত হবে ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। বর্তমানে এই মায়ামি ক্লাবের হয়েই ফুটবল খেলেন মেসি। ফলে আর্জেন্টিনা যদি ফাইনালে পৌছায় তাহলে মেসি নিজের ক্লাবের মাঠে ফাইনাল খেলার সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ KKR Transfer News: কেকেআরের দল গোছাতে মাস্টার প্ল্যান গৌতম গম্ভীরের! নিলামে ৬ তারকার জন্য লড়াই করবে নাইটরা

প্রসঙ্গত, এবারের কোপা আমেরিকা হবে ১৬টি দেশ নিয়ে। ১০ টি দেশ দক্ষিণ আমেরিকার ফুটবল খেলীয় দেশগুলি। বাকি ৬টি দেশ আমন্ত্রিত। প্রতিযোগিতায় মোট ৩২টি ম্যাচ হবে। ২৫ দিনে শেষ হবে পুরো প্রতিযোগিতা। আগামি ৭ ডিসেম্বর ঘোষণা হবে কোপা আমেরিকা ২০২৪-এর ড্র।

Lionel Messi: বার্সেলোনায় পৌঁছে গেলেন মেসি, সঙ্গে ১৪টা সুটকেস! সই সময়ের অপেক্ষা

বার্সেলোনা: ১৪ খানা সুটকেস নিয়ে বার্সেলোনায় নামতে দেখা গেছে লিওনেল মেসি এবং মেসি পরিবারকে। হঠাৎ সিজেন চলাকালীন পরিবার নিয়ে ছুটি কাটাতে চলে গেলেন নাকি বিশ্বকাপজয়ী? না কি তল্পিতল্পা নিয়ে তার প্রিয় শহরে পদার্পণ করার মধ্যে লুকিয়ে আছে কেরিয়ারের ভবিষ্যত? লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা কারোর কাছেই আর অজানা নয়। যত দিন যাচ্ছে পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার দিকে এগিয়ে আসছে।

এটা ভালো ভাবে বোঝাই যাচ্ছে যে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি চান তার ছোটবেলার ক্লাবেই ফিরে আসতে। মেসির শেষ সিদ্ধান্তের অপেক্ষায় নিদ্রাহীন বার্সেলোনা সমর্থকরা। লিগ ওয়ানে প্যারিস সা জার্মান এখন প্রথম স্থানে আছে এবং ৯ পয়েন্ট এগিয়ে। মাত্র ছয়টি ম্যাচ বাকি আছে লিগ শেষ হতে। ফ্রান্স থেকে দুটো লিগ ট্রফি জিতেই হয়তো আবার স্পেনে চলে আসতে পারেন লিও মেসি।

আরও পড়ুন – Sachin Tendulkar: সচিন যখন ইস্টবেঙ্গলের ছেলে! লাল হলুদ জার্সি গায়ে হারিয়েছিলেন মোহনবাগানকে

মেসির সাথে বার্সেলোনার কথা বার্তা চলছেই সেটা অজানা নয়, বার্সেলোনার তরফ থেকেই এই সুসংবাদ জানানো হয়েছে। ফুটবল মার্কেট বিশেষজ্ঞ জেরার্ড রোমেরো জানিয়েছেন, লিওনেল মেসি নাকি বার্সেলোনায় পদার্পণ করেছেন পরিবার সহ। সঙ্গে নাকি ১৪ খানা সুটকেস। প্যারিস থেকে নিজস্ব বিমানে করে উড়ে এসেছেন বার্সেলোনায়।

বার্সেলোনায় নেমে এক নম্বর টার্মিনাল দিয়ে গোপনে শহরে পদার্পণ করেছেন ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। মরসুম চলাকালীন পরিবার ও এত মালপত্র সহ বার্সেলোনায় ফিরে আসা কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় না। খুব শীঘ্রই হয়তো পাকা খবর আসতে চলেছে লা পুলগার বার্সায় ফেরার।

লিও মেসির আগমনের জন্য শুধু সমর্থকরা নয়, ক্লাবের প্লেয়াররাও অপেক্ষায়। তাদের প্রত্যাশা মেসি ফিরলে হয়তো আবার চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন দেখা শুরু করবে।

SRK: মেসিকেও হারিয়ে দিলেন শাহরুখ! বিশ্বের সেরা প্রভাবশালীদের তালিকায় শীর্ষে `পাঠান’

মুম্বই: “আই অ্যাম দ্যা লাস্ট অফ দ্যা স্টারস।” একটি সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন বলিউডের বাদশা কিং খান,শাহরুখ খান।এবার তা প্রমাণিত ও হল।যুক্তরাষ্ট্রভিত্তিক ‘টাইম’ ম্যাগাজিনের তালিকায় মেসি,রোনাল্ডোকে হারিয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ। এই তালিকায় শাহরুখ খান পেছনে ফেলেছেন ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, হলিউড তারকা মেগান মার্কেল, প্রিন্স হ্যারির মতো ব্যক্তিদের।

দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরেছেন ‘বলিউড বাদশা’। বলা যায়, ফেরার মতোই ফিরেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ‘টাইম’ পত্রিকা আয়োজন করেছিল ২০২৩ সালের ‘টাইম হানড্রেড পোল’-এর। এই আয়োজনে ১.২ মিলিয়ন পাঠক অংশগ্রহণ করেন। পাঠকের ভোটের ৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেন এই বলিউড অভিনেতা।এ তালিকায় ৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানি নারীরা।

যারা নিজেদের অধিকারের জন্য প্রতিবাদ করেছিলেন।করোনা মহামারির সময় যারা মানুষকে মহামারি থেকে রক্ষা করতে দিনরাত সেবা করে গেছেন, সেসব স্বাস্থ্যসেবা কর্মীরা ভোট পেয়েছেন ২ শতাংশ। তারা রয়েছেন এ তালিকার তৃতীয় স্থানে। তারকা দম্পতি মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি এ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন। দুজনই ১.৯ শতাংশ ভোট পেয়েছেন।

গত বছরের ডিসেম্বরেই যার অসাধারণ নৈপুণ্যে ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তুলেছিল আর্জেন্টিনা- সেই লিওনেল মেসি ১.৮ শতাংশ ভোট পেয়ে এ তালিকার পঞ্চম স্থানে রয়েছেন।জুলাইতে শাহরুখ খানকে সামনে দেখা যাবে অ্যাটলি কুমারের ‘জওয়ান’ সিনেমায়। এছাড়া রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’তেও তিনি অভিনয় করবেন।

এছাড়া সালমান খানের ‘টাইগার-৩’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।বৃহস্পতিবারে ৪ বছর পর ইডেনে শাহরুখের উপস্থিতি কেকেআর শিবির তথা কোলকাতাতে উত্তজনা বাড়িয়েছিল।অনেকে মনে করেন কেকেআর মালিকের জন্যই কঠিন প্রতিপক্ষ ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয় পেয়েছে কেকেআর।কলকাতার লাকি চার্ম তিনি।ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই জয়ে আত্মহারা গোটা কলকাতা।তার সাথে এই সুসংবাদ এই আনন্দকে অন্য পর্যায়ে নিয়ে যাবে আশা করা যায়।

Messi: আর্জেন্টিনার জার্সিতে মেসির হ্যাটট্রিক, ১০০ গোল করে নতুন রেকর্ড ম্যাজিশিয়ানের

রোজারিও: লিওনেল মেসি কোথায় থামবেন কেউ জানে না। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না এমন সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এগিয়ে চলেছেন তাতে আমেরিকার মাটিতে ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন সেটা মোটামুটি নিশ্চিত করে নেওয়া যায়। দুদিন আগেই পানামার বিরুদ্ধে দুর্দান্ত গোল করেছিলেন মেসি। এবার আর্জেন্টাইন ম্যাজিশিয়ানের দাপটে উড়ে গেল কুরাসাও।

হোক সেটা কোনও অখ্যাত এক দল। তবুও ম্যাচটা আন্তর্জাতিক। ফিফা উইনডোতে বিশ্বজয়ী আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল কুরাসাওর বিপক্ষে। স্বাভাবিকভাবেই ধরে নেয়া হয়েছিল, এই ম্যাচে গোল উৎসবে মাতবেন বিশ্বজয়ীরা। বুধবার ভোরে ঘরের মাঠ স্টাডিও এল মনুমেন্টালে পূর্ব ধারনা অনুসারে কুরাসাওকে গোল বন্যায় ভাসিয়েছে আর্জেন্টিনা।

লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে কুরুসাওয়াকে ৭-০ গোলে উড়িয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ২০তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এর ৩ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস গঞ্জালেস। ৩৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মেসি। ৩৫তম মিনিটে গোল করেন কাতার বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হওয়া এনজো ফার্নান্দেজ।

আর ৩৭তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করে ফেলেন আর্জেন্টাইন দলপতি। বিরতির আগেই ৫-০ গোলে এগিয়ে। বিরতির পর আরো দুটি গোল পায় আর্জেন্টিনা। ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আনহেল দি মারিয়া। আর ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে দলের ৭ নম্বর ও শেষ গোলটি করেন নাহুয়েল মন্টিয়েল।

প্রথম গোলটির মধ্যে দিয়েই আর্জেন্টিনার জার্সিতে গোলের সেঞ্চুরি পূরণ হয় মেসির। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো (১২২) ও ইরানের আলী দাইয়ের (১০৯) পর তৃতীয় ব্যক্তি হিসেবে ১০০ আন্তর্জাতিক গোলের মালিক হলেন মেসি। একদিন আগেই পেলে এবং মারাদোনার পাশে জীবদ্দশায় মেসির মূর্তি স্থাপন করা হয়েছে মিউজিয়ামে। দেশের মাটিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা। আর মাঠে লিওনেল মেসির জাদুগিরি অব্যাহত।