একসঙ্গে সমগ্র আম্বানি পরিবার

Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে সাজো সাজো রব; পরিচয় করে নিন আম্বানি পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে

মুম্বই: পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে শুক্রবার অর্থাৎ ১২ জুলাই মুম্বইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট ও তাঁর স্ত্রী শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট।  জমকালো এই বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুত আম্বানি পরিবার৷

আম্বানি পরিবারে এখন ঐতিহ্যের  সঙ্গে মেলবন্ধন ঘটেছে আধুনিকতার৷  এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন ব্যবসা, রাজনীতি এবং শিল্প ক্ষেত্রের ভিভিআইপি-রা। অনন্ত-রাধিকার বিয়ের ঠিক আগে অম্বানি পরিবারের সঙ্গে পরিচয় করে নেওয়া যাক৷

আরও পড়ুন: অনন্ত ও রাধিকার বিয়ের আগে সোমবারে গ্রহ শান্তির পুজোর আয়োজন

ধীরুভাই আম্বানি এবং কোকিলাবেন আম্বানি

১৯৫৫ সালে কোকিলাবেন আম্বানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন ধীরুভাই আম্বানি। এই দম্পতির চার সন্তান — মুকেশ আম্বানি, অনিল আম্বানি, নীনা আম্বানি এবং দীপ্তি আম্বানি। ১৯৫৭ সালে ধীরুভাই ভারতে ফিরে মুম্বইয়ে সুতোর ব্যবসা শুরু করেন।  ১৯৯৬ সালে পক্ষাঘাতের কারণে তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড দুই পুত্র মুকেশ এবং অনিলের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন ধীরুভাই আম্বানি। ২০০২ সালের ৬ জুলাই স্ট্রোকের কারণে মৃত্যু ঘটে তাঁর।

মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। ১৯৮৫ সালে নীতা আম্বানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ওই দম্পতির তিন সন্তান — ইশা আম্বানি, আকাশ আম্বানি এবং অনন্ত আম্বানি।

আরও পড়ুন: নিউইয়র্কে সময় কাটাচ্ছেন বলিউডের কিং খান ও মেয়ে সুহানা খানের, ভাইরাল ভিডিও

আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতা

রিলায়েন্স জিও ইনফোকমের চেয়ারম্যান পদে রয়েছেন আকাশ আম্বানি। ২০১৯ সালে তিনি বিজনেস টাইকুন রাসেল মেহতা এবং মোনা মেহতার কন্যা শ্লোকা মেহতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ওই দম্পতির দুই সন্তান — পৃথ্বী এবং বেদা।

ইশা আম্বানি এবং আনন্দ পিরামল

রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড, রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড, জিও ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড অ্যান্ড রিলায়েন্স ফাউন্ডেশন (আরএফ), রিলায়েন্স ফাউন্ডেশন ইনস্টিটিউশন অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বোর্ডের সদস্য হিসেবে একজিকিউটিভ লিডারশিপ টিমের অঙ্গ ইশা আম্বানি। ২০১৮ সালে পিরামল গ্রুপের একজিকিউটিভ ডিরেক্টর আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ইশা আম্বানি। তাঁদের দুই যমজ সন্তান — কৃষ্ণ এবং আদিয়া।

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট

২৯ ডিসেম্বর বাগদান সম্পন্ন হয়েছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের। একাধিক প্রি-ওয়েডিং ফেস্টিভিটির আয়োজন করেছিলেন তাঁরা। এর মধ্যে অন্যতম হল বনতারায় গেট-টুগেদার, অ্যান্টিলিয়াতে আনন্দ উদযাপন এবং মামেরু ও গোল ধানার মতো ঐতিহ্যবাহী গুজরাতি রীতি।

অনন্ত আম্বানি এবং টিনা আম্বানি

১৯৯১ সালে প্রাক্তন বলিউড অভিনেত্রী টিনা মুনিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রিলায়েন্স এডিএ গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি। রিলায়েন্স গ্রুপ, মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল, দ্য হারমোনি ফর সিলভার্স ফাউন্ডেশন এবং হারমোনি আর্ট ফাউন্ডেশনের চেয়ারপার্সন পদে রয়েছেন টিনা মুনিম। তাঁদের দুই সন্তান — জয় অনমোল আম্বানি এবং জয় অনশূল আম্বানি।

নীনা কোঠারি

অনিল এবং মুকেশ আম্বানির বোন নীনা কোঠারি নিজের পথ নিজেই তৈরি করেছেন। তিনি কোঠারি সুগার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের চেয়ারম্যান পদে রয়েছেন। নীনার স্বামী ব্যবসায়ী ভদ্রাশ্যাম কোঠারি ২০১৫ সালে ক্যানসারে মারা গিয়েছেন। তাঁদের দুই সন্তান — অর্জুন এবং নয়নতারা কোঠারি।

দীপ্তি আম্বানি

অনিল এবং মুকেশ আম্বানির ছোট বোন দীপ্তি আম্বানির সঙ্গে বিয়ে হয়েছে দত্তারাজ সালগাওকরের। যিনি ভিএম সালগাওকর গ্রুপ অফ কোম্পানিজ পরিচালনা করেন। একাধিক প্রতিবেদন থেকে এমনটাই জানা যায়। এই সংস্থা প্রাথমিক ভাবে লৌহ আকরিক, কয়লা এবং বায়ু শক্তি সংক্রান্ত ব্যবসায় যুক্ত। দীপ্তি সালগাওকরের দুই সন্তান — ঈশিকা সালগাওকর এবং বিক্রম সালগাওকর।