Tag Archives: Anant Ambani

PM Modi Anant Ambani Radhika Merchant Pre Wedding: মোদির ‘ওয়েড ইন ইন্ডিয়া’ ডাকে সাড়া আম্বানি পরিবারের, ভারতকে ‘ডেস্টিনেশন’ করার আর্জি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: গোটা বিশ্বের প্রায় ২৫ শতাংশ বিয়েই অনুষ্ঠিত হয় ভারতে। সহজ-সরল ভাবে বলতে গেলে এই পরিসংখ্যানটা হল, সারা বিশ্বে ঘটা ৪টির মধ্যে ১টি বিয়ে হয় ভারতে। ইন্ডিয়ান ব্র্যান্ড ইক্যুইটি ফোরাম (আইবিইএফ) হল এমন একটি ট্রাস্ট, যা প্রতিষ্ঠা করেছে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আইবিইএফ-এর পরিসংখ্যান বলছে, এনার্জি, ব্যাঙ্কিং এবং বিমা মার্কেটের পরে চতুর্থ বৃহত্তম ইন্ডাস্ট্রি হল ভারতীয় বিয়ের ইন্ডাস্ট্রি। ২০২৩ সালে বার্ষিক রাজস্বের পরিমাণ ছিল ৪.৭৪ ট্রিলিয়ন টাকা।

খুচরো ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের জন্য দেশের নেতৃত্বস্থানীয় বাণিজ্য প্রতিষ্ঠান কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) ভবিষ্যদ্বাণী করে জানিয়েছে যে, সারা দেশে চলতি বিয়ের মরশুমে প্রায় ৪২ লক্ষ বিয়ে হতে চলেছে। আর ব্যবসার দিক থেকে দেখতে গেলে বিবাহ সংক্রান্ত বিক্রয় এবং পরিষেবার পরিমাণ হবে ৫.৫ লক্ষ টাকারও বেশি।

আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, রয়েছেন হৃত্বিকও! কত নম্বরে জানেন?

তবে ডেস্টিনেশন ওয়েডিংয়ের ক্ষেত্রে উর্ধ্বগতি দেখা যাচ্ছে। ২০২২ সালে এর পরিমাণটা ছিল ১৮ শতাংশ, অথচ ২০২৪ সালে সেই পরিমাণটা দেখা যাচ্ছে ২১ শতাংশ। রিসার্চ অ্যান্ড মার্কেটস ২০২৩ ডেস্টিনেশন ওয়েডিং গ্লোবাল মার্কেট রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, ডেস্টিনেশন ওয়েডিং ইন্ডাস্ট্রি ২০২২ সালে ২১ বিলিয়ন ডলার ছিল, যা ২০২৩ সালে বৃদ্ধি পেয়ে ঠেকেছে ২৮ বিলিয়ন ডলারে।

সিএআইটি পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে যে, প্রতি বছর পাঁচ হাজারেরও বেশি দম্পতি আজকাল বিয়ে করার জন্য বিদেশে পাড়ি দিচ্ছেন। আর বিদেশে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য প্রতি বছর ৭৫০০০ কোটি থেকে ১ লক্ষ কোটি টাকা খরচ করে ভারতীয়রা। আর যেহেতু বিদেশে টাকা খরচ হচ্ছে, তার জন্য কর এবং শুল্ক থেকে রাজস্ব হারাচ্ছে সরকারি রাজকোষ।

নিজের মাসিক রেডিও প্রোগ্রাম ‘মন কি বাত’-এ ‘ওয়েড ইন ইন্ডিয়া’ প্রচার করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে, বেশ কিছু বড় পরিবার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করছে বিদেশে। এমন অবস্থা দেখে বেশ হতবাকই হয়েছিলেন তিনি। এরপরে ওই অনুষ্ঠানেই তিনি দেশের মানুষের কাছে বিয়ের অনুষ্ঠান ভারতের মাটিতেই করার আর্জি জানান। এতে দেশের অর্থ বাইরে চলে যাবে না।

আরও পড়ুন: দামি দামি মশার তেল-ধূপ বাদ দিন, পাতিলেবুতে ‘এই’ জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না

প্রধানমন্ত্রীর কথায়, “আমরা যদি ভারতবাসীর মাঝে দেশের মাটিতেই বিয়ের অনুষ্ঠানগুলি উদযাপন করি, তাহলে দেশের অর্থ দেশেই থেকে যাবে।” ২০২৩ সালের ডিসেম্বর মাসে দেহরাদুনের একটি সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি আরও একবার ভারতীয়দের কাছে ‘ওয়েড ইন ইন্ডিয়া’-র জন্য আর্জি জানান।

এই মুহূর্তে দেশের অন্যতম বড় অনুষ্ঠান হয়ে উঠেছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসব। সংবাদমাধ্যমের কাছে জামনগরে অনুষ্ঠিত ওই প্রাক-বিবাহ উৎসবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানি বলেন যে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়েড ইন ইন্ডিয়া দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। তাঁর কথায়, যখন প্রধানমন্ত্রী বলেছিলেন যে, ভারতেই বিয়ে করা উচিত, তখন সেই বিষয়টা গর্বের এবং আনন্দের।

শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রীর এই ডাকে সাড়া দিয়েছেন তারকা দম্পতি রকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। গত মাসেই গোয়ায় গাঁটছড়া বেঁধেছেন এই দম্পতি। যদিও শোনা যায়, প্রথমে বিদেশেই ডেস্টিনেশন ওয়েডিংয়ের ইচ্ছা ছিল ওই দম্পতির। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান এবং ভারতের মাটিতেই বসে তাঁদের বহু প্রতীক্ষিত বিয়ের আসর।

Nita Ambani’s Saree: কাঞ্চিপুরম শাড়িতে অনন্ত-রাধিকার নামের আদ্যক্ষর, নৈশভোজে ব্যক্তিত্বময়ী সাজে নীতা আম্বানি

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবের আসর বসেছিল গুজরাতের জামনগরে। তিন দিনব্যাপী ওই অনুষ্ঠান হয়ে উঠেছিল তারকাখচিত। ফলে স্বাভাবিক ভাবেই তা সংবাদমাধ্যমের চর্চার বিষয়বস্তু হয়ে গিয়েছিল। রাধিকা-অনন্তের সেই প্রাক-বিবাহ উৎসবের রেশ যেন কাটতেই চাইছে না! সম্প্রতি জামনগরের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্মীদের জন্য একটি এলাহি ডিনার পার্টির আয়োজন করেছিল আম্বানি পরিবার। সেই পার্টিতেই আরও একবার নজর কাড়লেন মুকেশ-ঘরনি নীতা আম্বানি। বর্তমানে তাঁর পরনে থাকা শাড়িই যেন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে!

নৈশভোজের ওই পার্টিতে নীতা বেছে নিয়েছিলেন স্বদেশ-এর তৈরি একটি কাঞ্চিপুরম শাড়ি। সুন্দর ওই শাড়িতে নজর কেড়েছে একটি বিশেষ বিষয়। কিন্তু সেটা কী? আসলে ওই শাড়িতে লেখা রয়েছে নীতার পুত্র অনন্ত এবং হবু বউমা রাধিকার নামের আদ্যক্ষর।

প্রকাশ্যে আসা ছবিতে দেখা গিয়েছে যে, নীতা আম্বানি পরে রয়েছেন অপূর্ব সুন্দর একটি কাঞ্চিপুরম শাড়ি। যেখানে রয়েছে লাল, সোনালি এবং রুপোলি রঙের ছোঁয়া। আর ওই শাড়ি জুড়ে ফুটে উঠেছে মন্দিরের মহিমা, প্রাসাদের পবিত্রতা এবং ভাস্কর্যের কারুকাজ। মূলত ভারতীয় ঐতিহ্যকে শ্রদ্ধা জানানোর জন্যই তাঁর শাড়িতে এহেন কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছিল। বয়নশিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে ১০২টি ঐতিহ্যবাহী কাঞ্চিপুরম সিল্ক শাড়ি মোটিফের একটি ক্যাটালগ তৈরি করেছেন। এরপর সব কিছু মিলিয়ে একটা মাস্টারপিস বুনেছেন তাঁরা, যেখানে সমৃদ্ধ ভারতীয় ঐতিহ্য এবং কারুশিল্পের অনুরণন ঘটেছে।

আরও পড়ুন : চোখে জল রাধিকার, হবু বউয়ের কপালে চুমু অনন্তের, কেঁদে ফেললেন মুকেশ, মুহূর্তে ভাইরাল ভিডিও

পুত্রের প্রাক-বিবাহ উৎসবে ভালবাসা বর্ষণ এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ওই নৈশভোজের অনুষ্ঠানে রিলায়েন্স কর্মচারীদের ধন্যবাদ জানান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিএমডি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি।

প্রসঙ্গত, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্ট ও শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট ছোটবেলার বন্ধু। চলতি বছরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা।

গত সপ্তাহান্তে জামনগরে অনুষ্ঠিত ওই প্রাক-বিবাহ উৎসবে যোগ দিয়েছিলেন নামীদামি বলিউড তারকারা। এর পাশাপাশি উপস্থিত ছিলেন দেশ-বিদেশের ক্রিকেটার, ক্রীড়াদুনিয়ার তারকা, রাজ্যের মন্ত্রী এবং ব্যবসায়ীরা। অতিথিদের মধ্যে অন্যতম হলেন মেটা প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। আমন্ত্রিত ছিলেন রিহানাও। ওই অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন বিশ্ববরেণ্য ওই পপতারকা। এর পাশাপাশি পারফর্ম করেছেন ডেভিড ব্লেইন, অরিজিৎ সিং এবং দিলজিৎ দোসাঞ্জ।

এছাড়া জমকালো ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী মহম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি, ভুটানের রাজা ও রানি, বলিভিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট হর্হে কিওরগা, অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী কেভিন রুড, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার এবং সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী কার্ল বিল্ত।

Viral Video: কান্নাভেজা রাধিকাকে আদুরে চুম্বন অনন্তর, কেঁদে ফেললেন মুকেশ আম্বানিও! ভাইরাল ভিডিও দেখুন

জামনগর: গুজরাতের জামনগরে তিনদিনব্যাপী অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিংয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। সেখানকার একটি আবেগপ্রবণ ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি শেয়ার করেছেন করণ জোহর। সেখানে দেখা গিয়েছে, কভি খুশি কভি গম ছবির ‘শাভা শাভা’ গানে রাধিকা পারফর্ম করছেন। চোখের জল যেন তাঁর বাধ মানছে না।

অনন্ত রাধিকার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। চারিদিকে দুই পরিবার ও অতিথিরা সেই দৃশ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে। রাধিকা অনন্তর দিকে এগিয়ে যাচ্ছেন। অনন্ত রাধিকাকে সামনে পেয়েই কপালে চুম্বন করেন ও জড়িয়ে নেন বুকে। এমন আবেগঘন মুহূর্তে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি পাত্রের বাবা মুকেশ আম্বানি। ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

আরও পড়ুন: একটু সিঁড়ি চড়লেই হাঁপ ধরে? আপনি ‘এই’ মারাত্মক রোগের শিকার হতে পারেন!

২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বইয়ে নিজেদের বাসভবন অ্যান্টিলিয়াতে পরম্পরাগত অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সম্পন্ন হয়েছিল অনন্ত এবং রাধিকার। এবার চলতি বছরেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি।

আরও পড়ুন: দামি দামি মশার তেল-ধূপ বাদ দিন, পাতিলেবুতে ‘এই’ জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না

রাধিকা-অনন্তের এই মহাসমারোহ ছিল একেবারে তারকাখচিত। উপস্থিত ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, সইফ আলি খান, করিনা কাপুর খান, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পাণ্ডে এবং আদিত্য রয় কাপুরের মতো বলিউড তারকারা। এছাড়াও ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাটও।

অনন্ত-রাধিকার প্রি ওয়েডিংয়ে বহু দিন পর দেখা, সচিন তেন্ডুলকরকে আবেগভরা বার্তা সঞ্জয় দত্তের

গুজরাতের জামতারায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিংয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামারা। সেখানই দীর্ঘ দিন পর দেখা হয়ে ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকর ও বলিউড স্টার সঞ্জয় দত্তের।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সচিন তেন্ডুলকরের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সঞ্জয় দত্ত। ছবিতে শেরওয়ানি পরে রয়েছেন সচিন তেন্ডুলকর। সঞ্জয় দত্তকে কুর্তা পরিহিত নিজস্ব স্টাইলে দেখা গিয়েছে। সচিন তেন্ডুলকরের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সঞ্জয় দত্ত।

সচিনের সঙ্গে দীর্ঘ দিন পর দেখা হওয়ায় কতটা খুশি হয়েছেন সঞ্জয় দত্ত, তা পোস্টের ক্যাপশন থেকেই পরিষ্কার। ক্যাপশনে সঞ্জয় দত্ত লিখেছেন,?প্রিয় সচিন, এতদিন পর তোমার সঙ্গে দেখা করাটা আশ্চর্যজনক অনুঙূতি ছিল। তোমার পরিবারের সঙ্গেও দেখা করতে পেরে ভালো লাগলো। আপনি একজন কিংবদন্তি এবং সবসময় তাই থাকবেন।?

আরও পড়ুনঃ KKR Team News: এবার আইপিএল জিতবে কেকেআর? তৈরি গম্ভীরের মাস্টার প্ল্যান! জানুন বিস্তারিত

সম্প্রতি পরিবার সহ কাশ্মীরে ঘুড়তে গিয়েছিলেন ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকর। ভূ-স্বর্গের নানা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন মাস্টার ব্লাস্টার। এবার সচিন তেন্ডুলকর ও সঞ্জয় দত্তের এই ছবিটিও নেট দুনিয়ায় ঝড় তুলেছে। লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছেন মাস্টার ব্লাস্টার ও সঞ্জু বাবা।

Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে শ্রেয়া-অরিজিতের যুগলবন্দি, ‘আমি যে তোমার’ তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, রইল ভিডিও

এই বছরের শেষ দিকে শিল্পপতি বীরেন মার্চেন্ট এবং উদ্যোক্তা শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি। তার আগে ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত গুজরাতের জামনগরে বসেছিল প্রাক বিবাহ বাসর।

তারকা খচিত প্রাক বিবাহ অনুষ্ঠানে ভারতীয় এবং আন্তর্জাতিক শিল্পীদের নজরকাড়া পারফরম্যান্স নিয়েই এখন আলোচনা তুঙ্গে। বিশিষ্ট অথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বলিউড সেলেব্রিটিরাও। মঞ্চ কাঁপান শাহরুখ খান, সলমন খান, আমির খান, করিনা কাপুর খান, কিয়ারা আদবানি, অক্ষয় কুমার, আদিত্য রায় কাপুররা। দিলজিৎ দোসাঞ্জও অনুষ্ঠানে পারফর্ম করেন।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

দেশীয় শিল্পীদের মধ্যে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের পারফরম্যান্স নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে। দুজনেই এই সময়ের জনপ্রিয় গায়ক-গায়িকা। গিটারে প্রীতমের সঙ্গে শ্রেয়ার ‘তেরি ওর’ তো সাড়া ফেলে দিয়েছে। পারফরম্যান্সের এক ঝলক ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করেছেন অভিনেতা শাহিদ কাপুরের স্ত্রী মীরা। অনুষ্ঠানে ‘ঘর মোরে পরদেশিয়া’-ও গেয়েছেন শ্রেয়া। তবে অরিজিৎ এবং শ্রেয়ার গাওয়া যে গান ভাইরাল হয়ে গিয়েছে, সেটা ‘আমি যে তোমার’।

আরও পড়ুন-         মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

আরও পড়ুন-        মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

শ্রেয়ার সঙ্গে ডুয়েটে একাধিক গান গেয়েছেন অরিজিৎ। গিটার বাজিয়েছেন। শ্রেয়া, অরিজিতের পাশাপাশি গেয়েছেন একন এবং লাকি আলিও। একন এবং সুখবীরের ‘ছম্মক ছল্লো’ গানে মঞ্চে উঠে পা মেলান শাহরুখ এবং সলমন। তাঁদের সঙ্গে যোগ দেন অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট, সুহানা খান এবং গৌরী খান। তিন দিনের প্রাক বিবাহ অনুষ্ঠান মাতিয়ে রেখেছিলেন শাহরুখ একাই।

উদিত নারায়ণের গানে জমকালো সাদা পোশাকে শাহরুখ এবং নীল পোশাকে গৌরীকে রোম্যান্স করতেও দেখা গিয়েছে। যেন হিন্দি সিনেমার জুটি। দুজনকে ঘিরে উল্লাসে ফেটে পড়ছেন অতিথিরা। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তিন দিনের প্রাক বিবাহ অনুষ্ঠান শেষ। এবার ঘরের ফেরার পালা। বলিউড সেলেব্রিটিরা একে একে মুম্বই ফিরছেন। বিদেশি অতিথিরা ফিরছেন নিজেদের দেশে। জামনগরে এখন যেন খেলা ভাঙার খেলা। তবে এবার এবার অপেক্ষা চার হাত এক হওয়ার।

Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: গানে লিপ মেলাতে মেলাতে আসছেন রাধিকা, দেখে মুগ্ধ অনন্ত! উচ্ছ্বসিত মুকেশ আম্বানি ও নীতা আম্বানি

জামনগর: ছোট ছেলের বিয়ে, মুকেশ আম্বানি ও নীতা আম্বানির আবেগ-উচ্ছ্বাস স্বাভাবিক। অনুষ্ঠানস্থলে হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের আগমনে অনন্ত আম্বানির প্রতিক্রিয়া এককথায় অমূল্য। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

রবিবার ছিল প্রাক-বিবাহ অনুষ্ঠানের তৃতীয় দিন। সেই উপলক্ষ্যে মহা আরতির আয়োজন করেছিল আম্বানি পরিবার। আরতির পরই অনুষ্ঠানস্থলে আসেন রাধিকা। ইনস্টাগ্রামে প্রকাশ্যে আসা বেশ কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, ‘কাভি খুশি কাভি গম’ সিনেমার রোম্যান্টিক গানে লিপ মেলাতে মেলাতে অনন্তর দিকে এগিয়ে যাচ্ছেন রাধিকা।

আরও পড়ুন: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে রিহানার সঙ্গে নাচ শাহরুখের! দাঁড়িয়ে দেখলেন সুহানা

এই বিশেষ রাতের জন্য জমকালো সোনালি পোশাকে সেজে ছিলেন রাধিকা। ভিডিও-তে দেখা গিয়েছে, ধীর পায়ে অনন্তর দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। ক্যামেরা ঘুরে যায় বাবা মুকেশ আম্বানি এবং মা নীতা আম্বানির দিকে। তাঁদের চোখে মুখে উচ্ছ্বাস। হাসতে হাসতে হাততালি দিচ্ছেন তাঁরা। অনন্তর বোন ইশা আম্বানিকেও উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গিয়েছে। আর মঞ্চের মাঝে দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনন্ত। মাঝে মধ্যেই মুখ তুলে দেখছেন, রাধিকাকে। ভিডিওতে বলিউডের জাহ্নবী কাপুর, খুশি কাপুরদেরও আনন্দ করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠান জমজমাট! দেখে নিন ছবি

গুজরাতের জামনগরে বসেছিল অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের আসর। জামনগরের সঙ্গে আম্বানি পরিবারের সম্পর্ক বহু পুরনো। জামনগর বিমানবন্দরে প্রতিদিন কম সংখ্যায় বিমান অবতরণ করে। কিন্তু প্রাক বিবাহ অনুষ্ঠান উপলক্ষ্যে এই ক’দিন প্রায় ৫০টি বিমান ওঠানামা করেছে। এর মধ্যে আন্তর্জাতিক বিমানও ছিল। আরআইএল শোধনাগার কমপ্লেক্সের রুট হিসেবে পুরো বিমানবন্দরটিকে গড়ে তুলছে রিলায়েন্স।


তিন দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠান নিয়ে শুধু ভারতে নয়, আন্তর্জাতিক মহলেও চলছে জোর চর্চা। প্রথম দিনে আম্বানি ও মার্চেন্ট পরিবারের সামনে পারফর্ম করেন আন্তর্জাতিক পপস্টার রিহানা। ভারতে এটাই ছিল রিহানার প্রথম পারফরম্যান্স। দ্বিতীয় দিনে মঞ্চ কাঁপান শাহরুখ খান, সলমন খান, আমির খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, জাহ্নবী কাপুর, দিলজিৎ দোসাঞ্ঝরা।

দিলজিৎ তাঁর হিট গানগুলো দিয়ে অতিথিদের মুগ্ধ তো করেনই, শাহরুখ খান, করিনা কাপুর, ভিকি কৌশলদের সঙ্গেও আসর মাতান। তৃতীয় দিনে ছিল শুধু গান। দেশের বিখ্যাত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

Anant Ambani and Radhika Merchant Pre-wedding: ‘ছম্মক ছল্লো’তে পা মেলালেন অনন্ত-রাধিকা! শাহরুখ-সলমনের নাচে জমজমাট প্রাক বিবাহ

জামনগর: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ জমজমাট নাচে গানে। ‘ছম্মক ছল্লো’-র তালে পা মেলালেন অনন্ত-রাধিকা। আম্বানি পরিবারের পাশাপাশি বলিউড সেলেব্রিটিদের পারফরম্যান্সে মুগ্ধ অতিথিরা। প্রাক বিবাহ উ‍ত্‍সব স্মরণীয় শাহরুখের সঙ্গে স্মরণীয় মুহূর্ত কাটালেন অনন্ত-রাধিকা।

গায়ক অ‍্যাকনের ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, শাহরুখের পরিবারের সঙ্গে জমিয়ে নাচছেন রাধিকা এবং অনন্ত। ‘ছম্মক ছল্লো’র হুক স্টেপ রাধিকাকে শেখাচ্ছেন শাহরুখ। শাহরুখ ‘রা-ওয়ান’ অতি জনপ্রিয় এই গান গেয়ে অনুষ্ঠান জমিয়ে দিলেন অ‍্যাকন এবং সুখবীর। রবিবার তারকাখচিত রাত জমে উঠল নাচ, গান আর হুল্লোড়ে।

আরও পড়ুন: শ্রেয়া থেকে রজনীকান্ত! অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে পৌঁছলেন আর কোন কোন তারকা?

তবে শুধু শাহরুখ নয়, সলমনকেও দেখা গেল অন‍্য মেজাজে। ‘ছম্মক ছল্লো’তে নাচতে নাচতেই অনন্তকে জড়িয়ে ধরেন সলমন।

নীতা আম্বানি , মুকেশ আম্বানি, ইশা আম্বানি, অনন্ত আম্বানি, শ্লোকা আম্বানি, এবং হবু পুত্রব্ধূ রাধিকা মার্চেন্টের পারফরম্যান্স তারিয়ে তারিয়ে উপভোগ করলেন আমন্ত্রিত অভ্যাগতরা। মঞ্চে তখন শৈলী আর আভিজাত্যের সিম্ফনি।

বলিউডের সেলেব্রিটি দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে জনপ্রিয় ‘কেশরিয়া’ গানে জমিয়ে নাচেন আকাশ আম্বানি এবং তাঁর স্ত্রী শ্লোকা আম্বানি। আকাশের পরনের নেভি ব্লু শেরওয়ানিতে চিকনকারি এমব্রয়ডারির কাজ।

Shah Rukh Khan and Rihanna: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে রিহানার সঙ্গে নাচ শাহরুখের! দাঁড়িয়ে দেখলেন সুহানা

জামনগর: অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের তিনদিনের প্রাক-বিবাহ অনুষ্ঠানে চাঁদের হাট। পারফর্ম করেছেন দেশ-বিদেশের শিল্পীরা। রিহানা থেকে অরিজিৎ সিং, বাদ যাননি কেউ। তবে রিহানার অনুষ্ঠান নিয়েই আলোচনা সবচেয়ে বেশি। বেশ কয়েকটি ভিডিও এসেছে সামনে। তার মধ্যে একটি ভিডিও দেখা গিয়েছে, গানের তালে তালে শাহরুখ খানের সঙ্গে নাচছেন রিহানা। জিঙ্গাতে গায়িকা পা মিলিয়ে ছিলেন জাহ্নবী কাপুরের সঙ্গেও।

ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, ডান্স ফ্লোরে অতিথিদের ভিড়। মাঝখানে গানের তালে পা মেলাচ্ছেন রিহানা সঙ্গে শাহরুখ। ছবিতে শাহরুখের কন্যা সুহানাকেও দেখা গিয়েছে। অতিথিদের সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনিও। দেখছেন রিহানাকে।

আরও পড়ুন: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠান জমজমাট! দেখে নিন ছবি

সোশ্যাল মিডিয়ায় শাহরুখের আরও একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে অবশ্য রিহানা নেই। সপরিবারে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ। স্ত্রী গৌরী খান, কন্যা সুহানা এবং ছেলে আব্রামের সঙ্গে পোজ দিচ্ছেন বলিউডের বাদশা। সুহানার পরনে লাল পোশাক। শাহরুখ এবং আব্রাম সেজেছেন কালো স্যুট আর ট্রাউজারে। গৌরী পরেছেন কমলা রঙের শাড়ি।

আরও পড়ুন: ইভাঙ্কা ট্রাম্প থেকে শুরু করে সুহেল শেঠ! অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠানে চাঁদের হাট

শনিবার রাতের প্রাক-বিবাহ অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ খান। তারও কিছু ভিডিও ভাইরাল। দেখা যাচ্ছে, মঞ্চ থেকে অতিথিদের সঙ্গে কথা বলছেন বাদশা।

‘নাটু নাটু’ গানে শাহরুখ, সলমন এবং আমিরের নাচ নিয়েও জোর চর্চা চলছে। অস্কার জয়ী এই গানের সঙ্গে পা মেলান বলিউডের তিন খান। সে এক দেখার মতো দৃশ্য। উচ্ছ্বাসে ফেটে পড়েন অতিথিরা। সুহানা খান, অনন্যা পান্ডে, নভ্যা নভেলি নন্দা, শানায়া কাপুর এবং দিলজিৎ দোসাঞ্জদের পারফরম্যান্সেও অংশ নেন শাহরুখ।

শাহরুখ, সলমন, আমির ছাড়াও বলিউডের তাবড় সেলেব্রিটিরা অংশ নিয়েছিলেন। এর মধ্যে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি, সইফ আলি খান, করিনা কাপুর খান, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পান্ডে, আদিত্য রায় কাপুর। উপস্থিত ছিলেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাটরাও।

Anant & Radhika Pre Wedding Bash: অনন্ত-রাধিকার প্রাক বিবাহে আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধনে মণীশ মালহোত্রার ডিজাইনে অম্বানি পরিবারের কে কী পরলেন দেখুন

আকাশে বিরাজমান নক্ষত্ররাজি। আর মাটিতে তারকার মেলা। অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয়দিনের নির্যাস এককথায় এটাই। তারকাখচিত সন্ধ্যার আকর্ষণের কেন্দ্রে ছিল নৃত্য আর সঙ্গীত। আম্বানি পরিবারের পাশাপাশি বলিউড সেলেব্রিটিদের পারফরম্যান্সে মুগ্ধ অতিথিরা।

নীতা আম্বানি, মুকেশ আম্বানি, ইশা আম্বানি, অনন্ত আম্বানি, শ্লোকা আম্বানি, এবং হবু পুত্রব্ধূ রাধিকা মার্চেন্টের পারফরম্যান্স তারিয়ে তারিয়ে উপভোগ করলেন আমন্ত্রিত অভ্যাগতরা। মঞ্চে তখন শৈলী আর আভিজাত্যের সিম্ফনি।

নীতা আম্বানি, মুকেশ আম্বানি, ইশা আম্বানি, শ্লোকা আম্বানি এবং রাধিকার পরনে ছিল বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রার পোশাক। নিখুঁত সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ। আলোর মধ্যে ঝলমল করছে। ফুটে উঠছে ব্যক্তিত্ব। রাধিকা মার্চেন্ট এবং শ্লোকা আম্বানির সোনায় মোড়া লেহঙ্গা হোক কিংবা নীতা আম্বানির ঝলমলে শাড়ি। আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধনে চিরনতুন।

আরও পড়ুন : অনন্ত-রাধিকার জন্য প্রার্থনা; বিশ্বম্ভরী স্তুতির সঙ্গে নিজের নৃত্যশৈলীতে সকলকে মুগ্ধ করলেন নীতা আম্বানি

ইশা আম্বানির পরনে ছিল উজ্জ্বল লাল লেহঙ্গা। সাজিয়েছিলেন সেলেব্রিটি ফ্যাশন স্টাইলিস্ট আনাইতা শ্রফ আদাজানিয়া। জমকালো পোশাকে ফারের লাল কেপ আরও মোহময়ী করে তুলেছে। মা নীতা আম্বানি এবং স্বামী আনন্দ পিরামলের সঙ্গে মঞ্চে ওঠেন ইশা। তাঁদের পারফরম্যান্সও এককথায় অনবদ্য। তখন অবশ্য ইশার পরনে ছিল ঝকঝকে সিকুইন লেহঙ্গা সেট।

 

 

অনন্ত এবং আকাশ পরেছিলেন মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক। অনন্তর পরনে শোভা পেয়েছে কাস্টমাইজড স্লিক বুড্রোক্স শেরওয়ানি। রাজকীয়তার প্রতিমূর্তি যেন। ‘বনতারা’-র প্রতি অনন্তর ভালবাসা এবং অনুপ্রেরণায় শেরওয়ানিতে জঙ্গল মোটিফের সঙ্গে জটিল এমব্রয়ডারির কাজ ফুটিয়ে তুলেছেন মণীশ। অনন্তকে সাজিয়েছিলেন ফ্যাশন স্টাইলিস্ট শালিনা নাথানি।

বলিউডের সেলেব্রিটি দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে জনপ্রিয় ‘কেশরিয়া’ গানে জমিয়ে নাচেন আকাশ আম্বানি এবং তাঁর স্ত্রী শ্লোকা আম্বানি। আকাশের পরনের নেভি ব্লু শেরওয়ানিতে চিকনকারি এমব্রয়ডারির কাজ।

মেলা রুজে ছিল ক্লাসিক হিন্দি গানের সঙ্গে আধুনিক জনপ্রিয় গানের মিশেল। পারফর্ম করেন শাহরুখ খান, সলমন খান, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে, করিনা কাপুর খান, করিশ্মা কাপুররা। তাঁদের পরনেও ছিল মণীশ মালহোত্রার পোশাক।

Nita Ambani: অনন্ত-রাধিকার জন্য প্রার্থনা; বিশ্বম্ভরী স্তুতির সঙ্গে নিজের নৃত্যশৈলীতে সকলকে মুগ্ধ করলেন নীতা আম্বানি

জামনগর: ধুমধাম করে পালিত হয়ে গেল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসব। রবিবার রাতেই সমাপ্তি ঘটল তিন দিনব্যাপী এই মহাসমারোহের। শেষ দিন রাতে ছিল চমকের পর চমক। মহা আরতির পাশাপাশি বেশ কিছু নজরকাড়া পারফরম্যান্সও চোখে পড়ল। তবে এই উদযাপনে যেন আলাদা মাত্রা যোগ করল নীতা আম্বানির অপূর্ব সুন্দর নৃত্য।

ছোট ছেলের প্রাক-বিবাহ বাসরে বিশ্বম্ভরী স্তুতিতে নীতার বিশেষ পারফরম্যান্স মন ভরিয়েছে সকলের। মূলত মা অম্বার উদ্দেশ্যেই এই গান উৎসর্গ করা হয়েছে। এএনআই-এর তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে, ট্র্যাডিশনাল কমলা রঙের শাড়িতে মঞ্চে অবতীর্ণ হয়েছেন নীতা। শাড়ির সঙ্গে মানানসই গয়নায় অপূর্ব দেখাচ্ছিল তাঁকে। শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের মাঝে চোখধাঁধানো নৃত্যশেলীতে সকলকে মুগ্ধ করলেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি।

আরও পড়ুন– এক সময় চলতে হত টাকা বাঁচিয়ে, আজ ৮ হাজার কোটি টাকার কোম্পানির মালিক ! ৪ কোটি টাকার গাড়ি চালান, চেনেন এঁকে?

বলাই বাহুল্য যে, নীতার এই পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে যে, ছোটবেলা থেকেই প্রত্যেক নবরাত্রিতে এই স্তোত্র শুনে এসেছেন নীতা। কনিষ্ঠ পুত্র অনন্ত এবং তাঁর হবু বউ রাধিকার জীবনের সফর যাতে সুন্দর হয়, তার জন্য মা অম্বার আশীর্বাদ প্রার্থনা করতেই মঞ্চে অবতীর্ণ হয়েছিলেন নীতা। শুধু তা-ই নয়, নিজের নাতি-নাতনি আদ্যা শক্তি ও বেদা এবং সমস্ত ছোট মেয়েদের জন্যও ওই পারফরম্যান্স উৎসর্গ করেছেন তিনি।

গুজরাতের জামনগরে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ উৎসবের উৎসবের আসর বসেছে। আসলে আম্বানি পরিবারের কাছে জামনগরের এক বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ গুজরাতের এই শহরের সঙ্গে তাঁদের পারিবারিক বন্ধন অত্যন্ত গভীর। এমনিতে জামনগরে প্রতিদিন খুব বেশি বিমান ওঠা-নামা করে না। ওই উৎসবের কারণে জামনগর বিমানবন্দরে ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। যদিও জামনগর বিমানবন্দরের তদারকির দায়িত্বে রয়েছে রিলায়েন্স। কারণ এটাই মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রিফাইনারি কমপ্লেক্সের প্রবেশদ্বার।

এই প্রাক-বিবাহ উৎসবের আসরে শুধু রবিবারই নয়, শনিবারও নিজের পারফরম্যান্সের মাধ্যমে সকলের নজর কেড়ে নিয়েছেন নীতা আম্বানি। সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন মুকেশ আম্বানিও। পুত্রের প্রি-ওয়েডিং সঙ্গীতে ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’ গানে রোম্যান্টিক পারফরম্যান্স দেখা গিয়েছে এই পাওয়ার কাপলকে। সেই গানের মাধ্যমেই ওই দম্পতির গভীর প্রেম ফুটে উঠেছে। এই পারফরম্যান্সের পাশাপাশি সাম্প্রতিক বছরে তাঁরা যে সেরা মুহূর্তগুলি কাটিয়েছেন, সেই মুহূর্তগুলিও তুলে ধরা হয়েছে। পরিবারের নতুন সদস্য এবং নাতি-নাতনিদের স্বাগত জানানোর মুহূর্তগুলিও স্থান পেয়েছে। বলাই বাহুল্য যে, সকলে মুকেশ-নীতার এই পারফরম্যান্স দারুণ উপভোগ করেছেন। এরপরে অবশ্য কন্যা ইশা আম্বানির সঙ্গেও নাচের তালে পা মিলিয়েছিলেন নীতা। ‘কলঙ্ক’ ছবির জনপ্রিয় গান ‘ঘর মোরে পরদেশিয়া’-তে মঞ্চ মাতিয়েছেন মা-মেয়ে।