অজগর সাপ উদ্ধার

 Jalpaiguri News: রান্নাঘরের চালে একটা খসখস শব্দ! উপরে তাকাতেই… মা গো! ওটা কী… কেলেঙ্কারি কাণ্ড

জলপাইগুড়ি: ঘরের টিনের চালে খসখস শব্দ। উপরে তাকাতেই চক্ষু চড়কগাছ বাড়ির লোকজনের। ওটা কী ঝুলছে?

এবছর ভারী বর্ষায় বিপর্যস্ত জনজীবন। পাশাপাশি বিপন্ন ডুয়ার্সের বন ও বন্যপ্রাণ। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে বইছে পাহাড়ি ঝোরার তুখর স্রোত। ছোটখাটো সরীসৃপ ও হস্তিকুল খুঁজছে নিরাপদ আশ্রয়। বন্যপ্রাণীরা  হানা দিচ্ছে লোকালয়ে। নাগাড়ে ভারী বৃষ্টির কারণে চারপাশের পরিবেশ বেশ স্যাঁতসেতে। এই সময় ঘরের কোণে কিংবা বাড়ির কোণায় বিষাক্ত পোকামাকড়ের লুকিয়ে থাকার প্রবণতা বেড়ে যায়। এমনই এক পরিস্থিতির সাক্ষী রইল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দি গ্রামের মানুষ।

গৃহস্থের টিনের চালা ঘরে হঠাৎই নজরে আসে বিশাল আকৃতির এক  পাইথন। নিমেষেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বন্যপ্রাণ রেসকিউ দল। দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে ঘরের টিনের মাঝে শুয়ে থাকা বিশাল আকারের সাপটিকে উদ্ধার করা হয়। ঘটনার পর বেশ ভয়ে ভয়েই থাকতে হচ্ছে বাড়ির লোকজনদের। গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। বনবিভাগের তরফ থেকে বারংবার এলাকাবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।