ভারতীয় দলের কোচ হওয়ার পর কেকেআরের মেন্টরের জায়গা ফাঁকা হয়ে গিয়েছে। শুধু তাই নয়, নাইটদের কোচিং স্টাফে থাকা একাধিক সদস্যকে ভারতীয় দলের কোচিং স্টাফে নেওয়ার আবেদন জানিয়েছেন গম্ভীর। এমনটা হলে কেকেআরের পক্ষে বড় ধাক্কা হতে যাচ্ছে।

Gautam Gambhir: কেকেআরের কোন সদস্যদের ভারতীয় দলে চান গম্ভীর? সামনে এল অবাক করা দুই নাম

সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় দলের কোচ হয়েছেন গৌতম গম্ভীর। তবে কোচ হওয়ার আগে গম্ভীর বিসিসিআইকে একাধিক শর্ত দিয়েছেন বলে শোনা যাচ্ছে। এমনকী নিজেক কোচিং স্টাফে কারা থাকবেন তাও নাকি গম্ভীর ঠিক করবেন।
সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় দলের কোচ হয়েছেন গৌতম গম্ভীর। তবে কোচ হওয়ার আগে গম্ভীর বিসিসিআইকে একাধিক শর্ত দিয়েছেন বলে শোনা যাচ্ছে। এমনকী নিজেক কোচিং স্টাফে কারা থাকবেন তাও নাকি গম্ভীর ঠিক করবেন।
তবে এই বিষয়ে গম্ভীর বা বিসিসিআইয়ের তরফ থেকে এখনও কিছু বলা হয়নি। তবে Cricbuzz এর মতে, গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে ভারতীয় দলে চাইছেন।
তবে এই বিষয়ে গম্ভীর বা বিসিসিআইয়ের তরফ থেকে এখনও কিছু বলা হয়নি। তবে Cricbuzz এর মতে, গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে ভারতীয় দলে চাইছেন।
তবে কোনও প্লেয়ার নয়। শোনা যাচ্ছে ভারতীয় দলে কোচিং স্টাফে গৌতম গম্ভীর অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতেকে চেয়েছেন। এই দজুবই কেকেআরের কোচিং স্টাফে গম্ভীরের সঙ্গে কাজ করেছেন।
তবে কোনও প্লেয়ার নয়। শোনা যাচ্ছে ভারতীয় দলে কোচিং স্টাফে গৌতম গম্ভীর অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতেকে চেয়েছেন। এই দজুবই কেকেআরের কোচিং স্টাফে গম্ভীরের সঙ্গে কাজ করেছেন।
Cricbuzz এর মতে, বিসিসিআই এবং রায়ান টেন দুশখাতের মধ্যে আলোচনা চলছে। তবে বিসিসিআই চায় কোচ ও কোচিং স্টাফ সকলেই ভারতীয় হোক। রাহুল দ্রাবিড়ের সময় যেমনটা ছিল। তবে গম্ভীরের দাবি বিসিসিআই মেনে নেয় কিনা সেটাও দেখার।
Cricbuzz এর মতে, বিসিসিআই এবং রায়ান টেন দুশখাতের মধ্যে আলোচনা চলছে। তবে বিসিসিআই চায় কোচ ও কোচিং স্টাফ সকলেই ভারতীয় হোক। রাহুল দ্রাবিড়ের সময় যেমনটা ছিল। তবে গম্ভীরের দাবি বিসিসিআই মেনে নেয় কিনা সেটাও দেখার।
তবে গৌতম গম্ভীর আগেই চলে গিয়েছেন। এবার যদি অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতেও চলে যায়, তাহলে কেকেআরের কোচিং টিম জোর ধাক্কা খাবে। তার প্রভাব পড়তে পারে দলেও। তবে কেকেআর কোনও ব্যক্তির উন্নতিতে বাধা হবে না বলে জানিয়েছে।
তবে গৌতম গম্ভীর আগেই চলে গিয়েছেন। এবার যদি অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতেও চলে যায়, তাহলে কেকেআরের কোচিং টিম জোর ধাক্কা খাবে। তার প্রভাব পড়তে পারে দলেও। তবে কেকেআর কোনও ব্যক্তির উন্নতিতে বাধা হবে না বলে জানিয়েছে।
অন্যদিকে, ভারতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডসকে চেয়েছিলেন গৌতম গম্ভীর। তবে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। এবার দেখার আগামি দিনে কোন কোন চমক দেন গম্ভীর।
অন্যদিকে, ভারতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডসকে চেয়েছিলেন গৌতম গম্ভীর। তবে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। এবার দেখার আগামি দিনে কোন কোন চমক দেন গম্ভীর।