Tag Archives: KKR

কেকেআর হারতেই বদলে গেল অঙ্ক! আইপিএল প্লে-অফের লড়াই জমল, ‘এই’ দলের সুযোগ

আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান।
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান।
কেকেআরের বিরুদ্ধে পঞ্জাবের এই জয়ের পরই আইপিএল প্লে অফের যাবতীয় হিসেব বদলে গেল। তবে তাতে কেকেআরের উপর কোনও প্রভাব পড়ল না।
কেকেআরের বিরুদ্ধে পঞ্জাবের এই জয়ের পরই আইপিএল প্লে অফের যাবতীয় হিসেব বদলে গেল। তবে তাতে কেকেআরের উপর কোনও প্রভাব পড়ল না।
আইপিএল ২-২৪-এর প্লে অফে ওঠার রাস্তা এখনও খোলা রইল পঞ্জাবের জন্য। অন্যদিকে প্লে অফের রাস্তা আরও কঠিন হয়ে গেল মুম্বইয়ের জন্য।
আইপিএল ২-২৪-এর প্লে অফে ওঠার রাস্তা এখনও খোলা রইল পঞ্জাবের জন্য। অন্যদিকে প্লে অফের রাস্তা আরও কঠিন হয়ে গেল মুম্বইয়ের জন্য।
৯ ম্যাচে তিনটি জয় পেল পঞ্জাব কিংস। আর তাতেই তারা পয়েন্ট টেবিলের ৯ নম্বর থেকে উঠে এল আটে।
৯ ম্যাচে তিনটি জয় পেল পঞ্জাব কিংস। আর তাতেই তারা পয়েন্ট টেবিলের ৯ নম্বর থেকে উঠে এল আটে।
তবে তার জন্য পঞ্জাবকে বাকি সব কটি ম্যাচে জেতার পরও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর উপর। তবে আশা আবার জেগে উঠল শিখর ধাওয়ানদের জন্য।
তবে তার জন্য পঞ্জাবকে বাকি সব কটি ম্যাচে জেতার পরও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর উপর। তবে আশা আবার জেগে উঠল শিখর ধাওয়ানদের জন্য।
৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের একে রয়েছে রাজস্থান রয়্যালস। দুইয়ে কেকেআর। পয়েন্ট ১০।
৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের একে রয়েছে রাজস্থান রয়্যালস। দুইয়ে কেকেআর। পয়েন্ট ১০।

Gautam Gambhir argues with fourth umpire: মাত্র এক রানের জন্য ঝামেলায় জড়ালেন গৌতম গম্ভীর, পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের ভিডিও ভাইরাল

পঞ্জাবের বিরুদ্ধে ২৬১ রানের পাহাড়প্রমাণ রান তুলেও পর্যুদস্ত হতে হয়েছে কেকেআরকে। শশাঙ্ক এবং বেয়ারস্টোর ঝোড়ো ব্যাটিংয়ের সামনে দিশেহারা লেগেছে কেকেআর বোলিং বিভাগকে। ৮ বল বাকি থাকতেই প্রয়োজনীয় ২৬২ রান তুলে নেয় নাইটরা। এর মধ্যেই ভাইরাল হল গৌতম গম্ভীরের একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করছেন কেকেআরের মেন্টর।

আরও খবর: ভোট দিতে এসে শামির মুখে মোদির নাম, কী বললেন ভারতীয় পেসার?

ঠিক কী ঘটেছিল কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে?  ঘটনাটি ঘটে কেকেআরের ব্যাটিংয়ের সময় ১৪তম ওভারের শেষ বলে, ব্যাট করছিলেন রাসেল। রাহুল চাহারের বল কভারে ঠেলে দেন। আশুতোষ শর্মা বলটি ধরে উইকেটকিপার জিতেশ শর্মার থেকে একটু দূরে থ্রো করেন। সেই সুযোগে ওভার থ্রোর জন্য রাসেল একটি রান নেন। কিন্তু আম্পায়ার অনিল চৌধরি বলটিকে ডেড ঘোষণা করেন এবং কেকেআরের নেওয়া একটি রান বাতিল হয়ে যায়। তার পরেই ঝামেলায় জড়ান কেকেআর মেন্টর। যদিও কেকেআরের রানটি বাতিলই ঘোষণা হয়। কিন্তু চতুর্থ আম্পায়ারের সঙ্গে গম্ভীরের এই ঝামেলার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

আরও খবর: কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে হল ৫ মহারেকর্ড, জেনে নিন বিস্তারিত

পঞ্জাবের বিরুদ্ধে হারের পরেও ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে কেকেআর দু‘নম্বরেই রয়েছে। যদিও এই পরিমাণ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তিন এবং চারে রয়েছে হায়দরাবাদ এবং লখনউ।

KKR vs PBKS: কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে হল ৫ মহারেকর্ড, জেনে নিন বিস্তারিত

শুক্রবার ইডেন গার্ডেন্স সাক্ষী থাকল টি-২০ ক্রিকেটের এক ঐতিহাসিক ম্যাচে। প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেকেআর। জবাবে ৮ বল বাকি থাকতেই জয় পায় পঞ্জাব কিংস। ম্যাচে হল ৫টি অনন্য রেকর্ড।
শুক্রবার ইডেন গার্ডেন্স সাক্ষী থাকল টি-২০ ক্রিকেটের এক ঐতিহাসিক ম্যাচে। প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেকেআর। জবাবে ৮ বল বাকি থাকতেই জয় পায় পঞ্জাব কিংস। ম্যাচে হল ৫টি অনন্য রেকর্ড।
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান। (Photo Courtesy- IPL X)
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান।
(Photo Courtesy- IPL X)
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে।(Photo Courtesy- IPL X)
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে।
(Photo Courtesy- IPL X)
কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে মোট ৪২ টি ছয় হয়েছে। যা শুধু আইপিএল নয়, টি-২০ ক্রিকেটের ইতিহাসে একটি ম্যাচে হওয়া সর্বাধিক ছয় । এর আগে এই রেকর্ড ছিল হায়দরাবাদ-মুম্বই এবং হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচে। দুটি ম্যাচেই ৩৮টি করে ছয় হয়েছিল। (Photo Courtesy- IPL X)
কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে মোট ৪২ টি ছয় হয়েছে। যা শুধু আইপিএল নয়, টি-২০ ক্রিকেটের ইতিহাসে একটি ম্যাচে হওয়া সর্বাধিক ছয় । এর আগে এই রেকর্ড ছিল হায়দরাবাদ-মুম্বই এবং হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচে। দুটি ম্যাচেই ৩৮টি করে ছয় হয়েছিল। (Photo Courtesy- IPL X)
এছাড়া আইপিএলের ইতিহাসে একটি ইনিংসে সর্বাধিক ছয় মারার রেকর্ডও হল কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচে। কেকেআরের বিরুদ্ধে পঞ্জাবের ব্যাটাররা মোট ২৪টি ছয় মারেন। (Photo Courtesy- IPL X)
এছাড়া আইপিএলের ইতিহাসে একটি ইনিংসে সর্বাধিক ছয় মারার রেকর্ডও হল কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচে। কেকেআরের বিরুদ্ধে পঞ্জাবের ব্যাটাররা মোট ২৪টি ছয় মারেন। (Photo Courtesy- IPL X)
আইপিএলের ইতিহাসে কোনও ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সর্বাধিক রানের নিরিখে কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ জায়গা করে নিল তৃতীয় স্থানে। শুক্রবার ইডেনে হয় মোট ৫২৩ রান। এর আগে হায়দরাবাদ-মুম্বই ম্যাচেও হয়েছিল ৫২৩ রান। ৫৪৯ রান করে প্রথমে রয়েছে আরসিবি বনাম হায়দরাবাদ ম্যাচ।
আইপিএলের ইতিহাসে কোনও ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সর্বাধিক রানের নিরিখে কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ জায়গা করে নিল তৃতীয় স্থানে। শুক্রবার ইডেনে হয় মোট ৫২৩ রান। এর আগে হায়দরাবাদ-মুম্বই ম্যাচেও হয়েছিল ৫২৩ রান। ৫৪৯ রান করে প্রথমে রয়েছে আরসিবি বনাম হায়দরাবাদ ম্যাচ।

Punjab Kings Create World Record: টি-২০ ক্রিকেটে নয়া ইতিহাস তৈরি করল পঞ্জাব কিংস, গড়ল দুই বিশ্বরেকর্ড

ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তা আরও একবার প্রমাণিত হল শক্রবারের ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে। কেকেআর যখন প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেউ ভাবতেও পারেনি এই ম্যাচ হারতে পারে নাইটরা। (Photo Courtesy- IPL X)
ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তা আরও একবার প্রমাণিত হল শক্রবারের ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে। কেকেআর যখন প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেউ ভাবতেও পারেনি এই ম্যাচ হারতে পারে নাইটরা। (Photo Courtesy- IPL X)
সেই অসাধ্য সাধন করে দেখাল পঞ্জাব কিংস। ৮ বল বাকি থাকতেই সহজেই পাহাড় প্রমাণ রান তাড়া করে জিতল প্রীতি জিন্টার দল। সৌজন্যে জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং, প্রভসিমরন সিংদের বিধ্বংসী ব্যাটিং। (Photo Courtesy- IPL X)
সেই অসাধ্য সাধন করে দেখাল পঞ্জাব কিংস। ৮ বল বাকি থাকতেই সহজেই পাহাড় প্রমাণ রান তাড়া করে জিতল প্রীতি জিন্টার দল। সৌজন্যে জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং, প্রভসিমরন সিংদের বিধ্বংসী ব্যাটিং। (Photo Courtesy- IPL X)
কেকেআরের ২৬২ রান তাড়া করে জিতে দুটি বড় রেকর্ড গড়ল পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্য়াচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান। (Photo Courtesy- IPL X)
কেকেআরের ২৬২ রান তাড়া করে জিতে দুটি বড় রেকর্ড গড়ল পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্য়াচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান। (Photo Courtesy- IPL X)
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে। (Photo Courtesy- IPL X)
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে। (Photo Courtesy- IPL X)
প্রসঙ্গত, পঞ্জাব কিংসের এই ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা নেন জনি বেয়ারস্টো। শতরান করেন তিনি। ৪৮ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২৮ বলে ৬৮ রান করেন শশাঙ্ক সিং ও ২০ বলে ৫৪ রান করেন প্রভসিমরন সিং। (Photo Courtesy- IPL X)
প্রসঙ্গত, পঞ্জাব কিংসের এই ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা নেন জনি বেয়ারস্টো। শতরান করেন তিনি। ৪৮ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২৮ বলে ৬৮ রান করেন শশাঙ্ক সিং ও ২০ বলে ৫৪ রান করেন প্রভসিমরন সিং। (Photo Courtesy- IPL X)

KKR Team News: ইডেনে পঞ্জাবের তাণ্ডব, নতুন ইতিহাসের সাক্ষী কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে হার সঙ্গী নাইটদের

কলকাতা: কেকেআরের পর ইডেনে পঞ্জাব ব্যাটারদের তাণ্ডব, মরশুমের দ্বিতীয় হার শাহরুখের দলের।কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচ এ কী দেখল ইডেন গার্ডেন্স। কেকেআর ব্যাটাররা যখন ব্যাট করছিলেন তখন দেখে মনে হচ্ছিল পঞ্জাব বোলাররা লাইন -লেংথের ব্যকরণ ভুলে গেছেন। আর যখন নাইট বোলাররা বল করল তখন কার্যত জনি বেয়রেস্তো, প্রভাসিমরন সিং, শশাঙ্ক সিং সকলে এমন মার মারলেন যে কেকেআর বোলাররা একেবারে ল্যাজে গোবরে হয়ে গেলেন৷

পিবিকেএস ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতল পঞ্জাব৷ এদিন শুধু তারা জিতল তাই নয় রেকর্ড রান তাড়া করে জিতে আইপিএলের ইতিহাস বইয়ে ঢুকে গেল৷

এদিন টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠায় পঞ্জাব৷ ২০ ওভারে ৬ উইকেটে ২৬১ রান করে কেকেআর৷ ৩৭ বলে ৭৫ রান করেন ফিল সল্ট, নারিনের অবদান ৩২ বলে ৭১৷ ভেঙ্কটেশ আইয়ার২৩ বলে ৩৯ রান করেন৷ অধিনায়ক শ্রেয়স আইয়ার ১০ বলে ২৮ রান, আন্দ্রে রাসেল ১২ বলে ২৪ রান করেন৷ সব কিছু যোগ করেই ২৬১ রানের বড় স্কোর খাড়া করে নাইটরা৷

এদিক বেশ তাগড়াই রান হয়েছে ভেবে কেকেআর বোলাররা যখন বল করতে নামেন তখন বোঝা যায় কত ধানে কত চাল! পঞ্জাব কিংস ব্যাটাররা ধামাল শুরু করেন৷ ফ্ল্যাট পিচে একেবারে পাড়ার ক্রিকেট স্তরে বোলারদের নামিয়ে আনে টিম পঞ্জাব৷ ২০ বলে ৫৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন পিবিকেএস ওপেনার প্রভসিমরন সিং৷ এদিকে জনি বেয়রেস্তো এদিন দুরন্ত ঝড় তোলেন৷ ইংলিশ ঝড়ে কলকাতা লুটপুট হয়ে যায়৷ ৪৮ বলে ১০৮ রান করেন তিনি৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ৮ টি চার ও ৯টি ছক্কা দিয়ে৷ তিনি ছাড়াও এদিন শশাঙ্ক সিংও বিধ্বংসী ফর্মেই ছিলেন৷ তিনি করেন ২৮ বলে ৬৮ রান৷

এদিন পঞ্জাব ইনিংসে একটি রান আউট হয় এবং একটি মাত্র পঞ্জাব ইনিংসের উইকেট তুলতে পারেন সুনীল নারিন৷ মিচেল স্টার্ক এদিন বাদ থাকায় তাঁর জায়গায় এসেছিলেন দুষ্যন্ত চামারা৷ তিনি ৩ ওভারে ৪৮ রান দিয়ে একটিও উইকেট পাননি৷ তাছাড়াও হর্ষিত রানা অনুকূল রয়, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল সকলেই প্রবল মার খান৷

এদিনের হারের পরেও অবশ্য শুক্রবার কেকেআর পয়েন্ট টেবলের ২ নম্বরেই রইল৷ ৮ ম্যাচের ৫টি জয় ও ৩ টি হার কেকেআরের কপালে৷ এছাড়াও এদিকে এদিনের জয়ের পর পঞ্জাব কিংসের জয়ের সংখ্যা হল ৩টি৷ তারা পয়েন্ট টেবলের আট নম্বরে রয়েছে৷ এদিকে এদিন এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড হতে দেখল  ইডেন গার্ডেন্সে৷ এদিন কেকেআর বনাম পিবিকেএস ম্যাচে ৪২ টি ছয় মারল দু দল মিলে৷

KKR Team News: কেকেআরের ওপেনিং জুটি যেন বোমা! বিপক্ষের বোলারদের পিটিয়ে ছাতু করে নয়া রেকর্ড নারিনের

: কেকেআরে এখন তারার চমক৷ যা ছুঁচ্ছেন তাই এখন সোনা৷ সুনীল নারিন এবং ফিল সল্ট জুটি মাত্র ৮ ওভারে ১০০ রানের পার্টনারশিপ করেছেন৷ মাত্র ৪৮ বলে শতরানের পার্টনারশিপ করে এদিন কেকেআর ফ্যানদের একেবারে মন জিতে নেন৷ Photo- AP
: কেকেআরে এখন তারার চমক৷ যা ছুঁচ্ছেন তাই এখন সোনা৷ সুনীল নারিন এবং ফিল সল্ট জুটি মাত্র ৮ ওভারে ১০০ রানের পার্টনারশিপ করেছেন৷ মাত্র ৪৮ বলে শতরানের পার্টনারশিপ করে এদিন কেকেআর ফ্যানদের একেবারে মন জিতে নেন৷ Photo- AP
সুনীল নারিন এদিন নয়া মাইলস্টোন পার করলেন৷ এদিন ঘরের মাঠে ৫০০ রান পার করলেন৷ এই নিয়ে তাঁর নতুন মুকুটে নতুন পালক লাগল৷ Photo Courtesy- KKR X Account
সুনীল নারিন এদিন নয়া মাইলস্টোন পার করলেন৷ এদিন ঘরের মাঠে ৫০০ রান পার করলেন৷ এই নিয়ে তাঁর নতুন মুকুটে নতুন পালক লাগল৷ Photo Courtesy- KKR X Account
এদিকে এদিনের পারফরম্যান্সের পর তাঁকে ব্ল্যাক মাম্বা সাপের সঙ্গে তুলনা করে পোস্ট করে কেকেআর৷ তাঁকে মাম্বা বলা হয় এদিনের ৩২ বলের ৭১ রানের ইনিংস খেলেন৷ ব্ল্যাক মাম্বা সাপের বিষে যেমন সকলে বিষাহত হয় ঠিক সেরকমই সুনীল নারিন ছোবলে প্রতিপক্ষ জ্বলে যাচ্ছে৷ Photo Courtesy- KKR X Account
এদিকে এদিনের পারফরম্যান্সের পর তাঁকে ব্ল্যাক মাম্বা সাপের সঙ্গে তুলনা করে পোস্ট করে কেকেআর৷ তাঁকে মাম্বা বলা হয় এদিনের ৩২ বলের ৭১ রানের ইনিংস খেলেন৷ ব্ল্যাক মাম্বা সাপের বিষে যেমন সকলে বিষাহত হয় ঠিক সেরকমই সুনীল নারিন ছোবলে প্রতিপক্ষ জ্বলে যাচ্ছে৷ Photo Courtesy- KKR X Account
এদিকে ফিল সল্টের সঙ্গে সুনীল নারিনের সম্পর্কও একেবারে সোনার সঙ্গে সোহাগার৷ দুই ওপেনার কেকেআরকে যে স্টার্টটা দিচ্ছেন তা তাদের এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিচ্ছে৷ Photo- AP
এদিকে ফিল সল্টের সঙ্গে সুনীল নারিনের সম্পর্কও একেবারে সোনার সঙ্গে সোহাগার৷ দুই ওপেনার কেকেআরকে যে স্টার্টটা দিচ্ছেন তা তাদের এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিচ্ছে৷ Photo- AP
ফিল সল্ট ৩৭ বলে ৭৫ রান করে আউট হন৷ সল্ট ও নারিন যুগলবন্দি বিপক্ষের বোলারদের সব লাইন লেংথ ঘেঁটে দিয়ে পাড়া ক্রিকেটের ভাষায় ‘বলের সুতো’ খুলে দিচ্ছেন যা নাইটদের ২০০ পেরোন টোটালের অন্যতম সিক্রেট৷ Photo Courtesy- KKR X Account 
ফিল সল্ট ৩৭ বলে ৭৫ রান করে আউট হন৷ সল্ট ও নারিন যুগলবন্দি বিপক্ষের বোলারদের সব লাইন লেংথ ঘেঁটে দিয়ে পাড়া ক্রিকেটের ভাষায় ‘বলের সুতো’ খুলে দিচ্ছেন যা নাইটদের ২০০ পেরোন টোটালের অন্যতম সিক্রেট৷ Photo Courtesy- KKR X Account

KKR Team News: স্টার্কের আঙুলে চোট! পরতে পরতে নাটক, শেষে আসল সত্যিটাই জানিয়ে দিলেন কেকেআরের অন্য ক্রিকেটার

শুক্রবার সিনেমার ব্লকবাস্টারের রিলিজ নিয়ে যেরকম অপেক্ষার প্রহর গোনে মানুষ ঠিক তেমনিই শুক্রবার কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচের আগে মিচেল স্টার্ককে নিয়ে জোর জল্পনা জারি৷ এই শোনা যাচ্ছে তাঁর আঙুলে হালকা চোটের সমস্যা আছে, যার জেরে টিম ম্যানেজমেন্ট অবশেষে স্টার্কের বদলে অন্য প্লেয়ার খেলাবে৷
শুক্রবার সিনেমার ব্লকবাস্টারের রিলিজ নিয়ে যেরকম অপেক্ষার প্রহর গোনে মানুষ ঠিক তেমনিই শুক্রবার কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচের আগে মিচেল স্টার্ককে নিয়ে জোর জল্পনা জারি৷ এই শোনা যাচ্ছে তাঁর আঙুলে হালকা চোটের সমস্যা আছে, যার জেরে টিম ম্যানেজমেন্ট অবশেষে স্টার্কের বদলে অন্য প্লেয়ার খেলাবে৷
কিন্তু না কোনও শান্তি নেই৷  স্টার্কের চোটের রহস্য ঘিরে যখন ফিসফাস গুঞ্জন তখন খোদ কেকেআর ক্রিকেটারই জানিয়ে দিলেন এটা আদৌ সত্যিই নয়৷
কিন্তু না কোনও শান্তি নেই৷  স্টার্কের চোটের রহস্য ঘিরে যখন ফিসফাস গুঞ্জন তখন খোদ কেকেআর ক্রিকেটারই জানিয়ে দিলেন এটা আদৌ সত্যিই নয়৷
মিচেল স্টার্কের কোনও ইনজুরির উদ্বেগ নেই এবং তিনি প্রথম একাদশের সিলেকশনের জন্য  অ্যাভেলেবেল অর্থাৎ উপলব্ধ- আছেন৷  কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার রমনদীপ সিং বলেছেন, পঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে  তাঁদের আইপিএল ম্যাচের  আগে তারকা পেসার  হালকা অনুশীলন করেছিলেন৷
মিচেল স্টার্কের কোনও ইনজুরির উদ্বেগ নেই এবং তিনি প্রথম একাদশের সিলেকশনের জন্য  অ্যাভেলেবেল অর্থাৎ উপলব্ধ- আছেন৷  কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার রমনদীপ সিং বলেছেন, পঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে  তাঁদের আইপিএল ম্যাচের  আগে তারকা পেসার  হালকা অনুশীলন করেছিলেন৷
অস্ট্রেলিয়ান ক্রিকেটার, IPL এ তিনি রেকর্ড বিড পেয়ে কেকেআরে এসেছিলেন, তিনি আট বছর পর তিনি লিগে ফিরে আসার  পরেও বল হাতে আশাপ্রদ পারফরম্যান্স করতে পারেননি৷
অস্ট্রেলিয়ান ক্রিকেটার, IPL এ তিনি রেকর্ড বিড পেয়ে কেকেআরে এসেছিলেন, তিনি আট বছর পর তিনি লিগে ফিরে আসার  পরেও বল হাতে আশাপ্রদ পারফরম্যান্স করতে পারেননি৷
কিন্তু না কোনও শান্তি নেই৷  স্টার্কের চোটের রহস্য ঘিরে যখন ফিসফাস গুঞ্জন তখন খোদ কেকেআর ক্রিকেটারই জানিয়ে দিলেন এটা আদৌ সত্যিই নয়৷
কিন্তু না কোনও শান্তি নেই৷  স্টার্কের চোটের রহস্য ঘিরে যখন ফিসফাস গুঞ্জন তখন খোদ কেকেআর ক্রিকেটারই জানিয়ে দিলেন এটা আদৌ সত্যিই নয়৷

 

কেকেআর বনাম পিবিকেএস-র ম্যাচের আগে তাঁকে দু'টি অনুশীলন সেশনে নেটে বোলিং করেননি, অন্যদিকে শ্রীলঙ্কার পেসার দুষ্যন্ত চামেরাকে গা ঘামাতে দেখা গিয়েছিল,৷ ফলে আশা করা হচ্ছিল অজি তারকাকে ‘বিশ্রাম’ দেওয়া হতে পারে৷  এমন জল্পনাকে উস্কে শোনা যাচ্ছিল অজি পেসার বদলালে দলে দুটি পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে৷ শেরফানে রাদারফোর্ড৷ যিনি ক্যারিবিয়ান অলরাউন্ডার৷ এবারের নিলামে তাঁকে দেড় কোটি টাকায় কিনেছিল কেকেআর৷ তিনি  খেলেতে পারেন আর ইমপ্যাক্ট প্লেয়ারে খেলতে পারেন চেতন সাকারিয়া৷
কেকেআর বনাম পিবিকেএস-র ম্যাচের আগে তাঁকে দু’টি অনুশীলন সেশনে নেটে বোলিং করেননি, অন্যদিকে শ্রীলঙ্কার পেসার দুষ্যন্ত চামেরাকে গা ঘামাতে দেখা গিয়েছিল,৷ ফলে আশা করা হচ্ছিল অজি তারকাকে ‘বিশ্রাম’ দেওয়া হতে পারে৷  এমন জল্পনাকে উস্কে শোনা যাচ্ছিল অজি পেসার বদলালে দলে দুটি পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে৷ শেরফানে রাদারফোর্ড৷ যিনি ক্যারিবিয়ান অলরাউন্ডার৷ এবারের নিলামে তাঁকে দেড় কোটি টাকায় কিনেছিল কেকেআর৷ তিনি  খেলেতে পারেন আর ইমপ্যাক্ট প্লেয়ারে খেলতে পারেন চেতন সাকারিয়া৷
তবে রমনদীপ বলেছেন স্টার্ক অ্যাভেলেবেল রয়েছেন-রমনদীপ জানিয়েছেন"হ্যাঁ, তিনি উপলব্ধ। এটি তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্কিত৷’’  তিনি আরও বলেন, "তিনি একজন কিংবদন্তী। ক্রিকেট সময়ের খেলা। আমরা তাঁকে কয়েকটি ম্যাচ দিয়ে বিচার করতে পারি না।"
তবে রমনদীপ বলেছেন স্টার্ক অ্যাভেলেবেল রয়েছেন-
রমনদীপ জানিয়েছেন”হ্যাঁ, তিনি উপলব্ধ। এটি তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্কিত৷’’  তিনি আরও বলেন, “তিনি একজন কিংবদন্তী। ক্রিকেট সময়ের খেলা। আমরা তাঁকে কয়েকটি ম্যাচ দিয়ে বিচার করতে পারি না।”
রমনদীপ বলেন, "বোলিং নিয়ে কোনও আলোচনা হয়নি।" "আমরা শুধু পরিকল্পনা  কীভাবে বাস্তবায়ন এবং কীভাবে আরও উন্নতি করা যায় সে সম্পর্কে আলোচনা করি। আমরা এক বা দুটি ম্যাচে কাউকে বিচার করি না।"
রমনদীপ বলেন, “বোলিং নিয়ে কোনও আলোচনা হয়নি।” “আমরা শুধু পরিকল্পনা  কীভাবে বাস্তবায়ন এবং কীভাবে আরও উন্নতি করা যায় সে সম্পর্কে আলোচনা করি। আমরা এক বা দুটি ম্যাচে কাউকে বিচার করি না।”
৭ ম্যাচে ৫টি জয়ের সঙ্গে KKR  টেবিলে দ্বিতীয় স্থান দখল করে রয়েছে৷ এদিকে দলের প্রধান মস্তিষ্ক হিসেবে  যিনি এ মরশুমে তাঁদের ধারাবাহিক প্রদর্শনের জন্য দলের পরামর্শদাতা গৌতম গম্ভীরকে  কৃতিত্ব দিয়েছেন গম্ভীর৷  তিনি বলেন, "প্রত্যেকের কাছেই অনেক স্বচ্ছ্বতা আছে। শুধুমাত্র তাঁর কারণেই দল এত ভাল পারফর্ম করছে। তিনি সবাইকে সাপোর্ট দিচ্ছেন।"
৭ ম্যাচে ৫টি জয়ের সঙ্গে KKR  টেবিলে দ্বিতীয় স্থান দখল করে রয়েছে৷ এদিকে দলের প্রধান মস্তিষ্ক হিসেবে  যিনি এ মরশুমে তাঁদের ধারাবাহিক প্রদর্শনের জন্য দলের পরামর্শদাতা গৌতম গম্ভীরকে  কৃতিত্ব দিয়েছেন গম্ভীর৷  তিনি বলেন, “প্রত্যেকের কাছেই অনেক স্বচ্ছ্বতা আছে। শুধুমাত্র তাঁর কারণেই দল এত ভাল পারফর্ম করছে। তিনি সবাইকে সাপোর্ট দিচ্ছেন।”

KKR Team News: শুক্রবারই কি সত্যি এবার নয় নেভার! স্টার্ককে বসিয়ে মাত্র দেড় কোটির বিদেশিকে খেলানোর ভাবনা থিঙ্কট্যাঙ্কের, রইল দলের নীল নকশা

KKR Team News: থিঙ্কট্যাঙ্ক বারবারই মিচেল স্টার্কের পাশে থেকেছে৷ এবার শুক্রবার ইডেন গার্ডেন্সে কি নাইট ফ্যানদের দীর্ঘদিনের চাহিদা মিটতে চলেছে, যে স্টার্ককে (Mitchell Starc) এবার প্লেয়িং ইলেভেন থেকে বসিয়ে দেওয়া হোক৷ আগে গৌতম গম্ভীর বলেছিলেন স্টার্কের ৪ টি ম্যাচের পারফরম্যান্স দেখে তাঁকে বসানো উচিত নয়, আবার দিন দুয়েক আগে কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোরও পাশে থাকার বার্তাই দিয়েছিলেন৷ কিন্তু দামীতম প্লেয়ার একের এক রান খসিয়ে যাওয়া ও উইকেট হীণ স্পেল কি শাহরুখের দলের ম্যানেজমেন্টকে অন্য কিছু ভাবতে বাধ্য করল৷
KKR Team News: থিঙ্কট্যাঙ্ক বারবারই মিচেল স্টার্কের পাশে থেকেছে৷ এবার শুক্রবার ইডেন গার্ডেন্সে কি নাইট ফ্যানদের দীর্ঘদিনের চাহিদা মিটতে চলেছে, যে স্টার্ককে (Mitchell Starc) এবার প্লেয়িং ইলেভেন থেকে বসিয়ে দেওয়া হোক৷ আগে গৌতম গম্ভীর বলেছিলেন স্টার্কের ৪ টি ম্যাচের পারফরম্যান্স দেখে তাঁকে বসানো উচিত নয়, আবার দিন দুয়েক আগে কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোরও পাশে থাকার বার্তাই দিয়েছিলেন৷ কিন্তু দামীতম প্লেয়ার একের এক রান খসিয়ে যাওয়া ও উইকেট হীণ স্পেল কি শাহরুখের দলের ম্যানেজমেন্টকে অন্য কিছু ভাবতে বাধ্য করল৷
কেকেআর বনাম পিবিকেএস ম্যাচে শুক্রবার নাইট বাহিনী হয়ত মিচেল স্টার্ককে ছাড়াই নামতে পারে৷ বিকল্প হিসেবে দলে যে বিদেশি আসতে পারেন তিনি অলরাউন্ডার৷ এদিকে স্টার্ককে বসানোর কারণ হিসেবে তাঁর হাতের আঙুলে চোটের তত্ত্ব খাড়া করেছে টিম ম্যানেজমেন্ট৷ অর্থাৎ ২৪.৭৫ কোটি টাকার প্লেয়ারকে না খেলানোর জন্য পারফরম্যান্সের অভাব তত্ত্বে এখনও সিলমোহর দিচ্ছে না ম্যানেজমেন্ট৷ 
কেকেআর বনাম পিবিকেএস ম্যাচে শুক্রবার নাইট বাহিনী হয়ত মিচেল স্টার্ককে ছাড়াই নামতে পারে৷ বিকল্প হিসেবে দলে যে বিদেশি আসতে পারেন তিনি অলরাউন্ডার৷ এদিকে স্টার্ককে বসানোর কারণ হিসেবে তাঁর হাতের আঙুলে চোটের তত্ত্ব খাড়া করেছে টিম ম্যানেজমেন্ট৷ অর্থাৎ ২৪.৭৫ কোটি টাকার প্লেয়ারকে না খেলানোর জন্য পারফরম্যান্সের অভাব তত্ত্বে এখনও সিলমোহর দিচ্ছে না ম্যানেজমেন্ট৷
তাঁর নাম শেরফানে রাদারফোর্ড৷ তিনি ক্যারিবিয়ান অলরাউন্ডার৷ এবারের নিলামে তাঁকে দেড় কোটি টাকায় কিনেছিল কেকেআর৷
তাঁর নাম শেরফানে রাদারফোর্ড৷ তিনি ক্যারিবিয়ান অলরাউন্ডার৷ এবারের নিলামে তাঁকে দেড় কোটি টাকায় কিনেছিল কেকেআর৷
২০১৯ থেকে আইপিএলে খেলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার তবে পারফরম্যান্স সেরকম চমকপ্রদ কিছু নয়৷ ডানহাতি ফাস্ট মিডিয়াম এই বোলার দিল্লি ক্যাপিটাল্সের জার্সিতে ৭৩ রান করেছিলেন এবং ১ টি উইকেট নিয়েছিলেন৷ এরপর তিনি সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেন৷ সানরাইডার্সে তিনি জনি বেয়রেস্তোর বিকল্প হিসেবে এলেও একটি ম্যাচেও খেললেনি ২০২১ সালে৷ অন্যদিকে ২০২২ সালে আরসিবি-র জার্সিতে তিনি ৩ টি ম্যাচ খেলেছিলেন৷
২০১৯ থেকে আইপিএলে খেলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার তবে পারফরম্যান্স সেরকম চমকপ্রদ কিছু নয়৷ ডানহাতি ফাস্ট মিডিয়াম এই বোলার দিল্লি ক্যাপিটাল্সের জার্সিতে ৭৩ রান করেছিলেন এবং ১ টি উইকেট নিয়েছিলেন৷ এরপর তিনি সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেন৷ সানরাইডার্সে তিনি জনি বেয়রেস্তোর বিকল্প হিসেবে এলেও একটি ম্যাচেও খেললেনি ২০২১ সালে৷ অন্যদিকে ২০২২ সালে আরসিবি-র জার্সিতে তিনি ৩ টি ম্যাচ খেলেছিলেন৷
এদিকে তিনি দলে এলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে এদিন চেতন সাকারিয়াকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট৷ মিচেল স্টার্ক না থাকায় তাঁর বিকল্প বাঁ হাতি পেসারের দায়িত্ব সামলাতে পারেন সাকারিয়া৷ এর আগের ম্যাচ সুয়শ শর্মা খেলছিলেন এই স্লটে এদিন তাঁর জায়গায় আসতে পারেন সাকারিয়া৷
এদিকে তিনি দলে এলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে এদিন চেতন সাকারিয়াকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট৷ মিচেল স্টার্ক না থাকায় তাঁর বিকল্প বাঁ হাতি পেসারের দায়িত্ব সামলাতে পারেন সাকারিয়া৷ এর আগের ম্যাচ সুয়শ শর্মা খেলছিলেন এই স্লটে এদিন তাঁর জায়গায় আসতে পারেন সাকারিয়া৷
সেক্ষেত্রে কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে কেকেআরের দল এরকম হতে পারে- ফিল সল্ট (Phil Salt), সুনীল নারিন (Sunil Narine), অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi), বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), রিঙ্কু সিং (Rinku Singh), আন্দ্রে রাসেল ( Andre Russell), রমনদীপ সিং (Ramandeep Singh), শারফেন রাদারফোর্ড (Sherfane Rutherford), হর্ষিত রানা (Harshit Rana), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy),  চেতন সাাকরিয়া (Chetan Sakariya) (ইমপ্যাক্ট সাব)
সেক্ষেত্রে কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে কেকেআরের দল এরকম হতে পারে- ফিল সল্ট (Phil Salt), সুনীল নারিন (Sunil Narine), অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi), বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), রিঙ্কু সিং (Rinku Singh), আন্দ্রে রাসেল ( Andre Russell), রমনদীপ সিং (Ramandeep Singh), শারফেন রাদারফোর্ড (Sherfane Rutherford), হর্ষিত রানা (Harshit Rana), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy),  চেতন সাাকরিয়া (Chetan Sakariya) (ইমপ্যাক্ট সাব)

 

Shreyas Iyer (c), Srikar Bharat, Manish Pandey, Rahmanullah Gurbaz (wk), Ramandeep Singh, Nitish Rana (vc), Sherfane Rutherford, Phil Salt, Rinku Singh, Venkatesh Iyer, Sunil Narine, Anukul Roy, Andre Russell, Vaibhav Arora, Dushmantha Chameera, Harshit Rana, Mujeeb Ur Rahman, Chetan Sakariya, Mitchell Starc, Suyash Sharma, Varun Chakravarthy, Angkrish Raghuvanshi, Sakib Hussain

KKR vs PBKS: পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের একাদশে বড় বদল! থাকতে পারে মহাচমক, জানুন বিস্তারিত

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পর আরসিবি ম্যাচে ঘুড়ে দাঁড়িয়েছে কেকেআর। রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জয়ের পর রাজস্থান ম্যাচের ক্ষতে অনেকটা প্রলেপ পড়েছে কেকেআর ক্রিকেটারদের।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পর আরসিবি ম্যাচে ঘুড়ে দাঁড়িয়েছে কেকেআর। রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জয়ের পর রাজস্থান ম্যাচের ক্ষতে অনেকটা প্রলেপ পড়েছে কেকেআর ক্রিকেটারদের।
শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। লিগ টেবিলে বর্তমানে ভাল জায়গায় নেই পঞ্জাব। শক্তির বিচারেও কেকেআরের থেকে অনেকটা পিছিয়ে প্রীতি জিন্টার দল।
শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। লিগ টেবিলে বর্তমানে ভাল জায়গায় নেই পঞ্জাব। শক্তির বিচারেও কেকেআরের থেকে অনেকটা পিছিয়ে প্রীতি জিন্টার দল।
তবে পঞ্জাবের বিরুদ্ধে মিচেল স্টার্কের না খেলার সম্ভাবনা রয়েছে। কারণ বাঁহাতের আঙুলে চোটের জন্য বুধবার অনুশীলনে বল করেননি তিনি। ফলে একান্তই স্টার্ক না খেলতে পারলে অন্য কোনও পেসার খেলাতে হবে কেকেআরকে।
তবে পঞ্জাবের বিরুদ্ধে মিচেল স্টার্কের না খেলার সম্ভাবনা রয়েছে। কারণ বাঁহাতের আঙুলে চোটের জন্য বুধবার অনুশীলনে বল করেননি তিনি। ফলে একান্তই স্টার্ক না খেলতে পারলে অন্য কোনও পেসার খেলাতে হবে কেকেআরকে।
ফলে পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের একাদশ কেমন হতে পারে তা নিয়ে জল্পনা রয়েছে। স্টার্ক না খেললে সেই জায়গায় কে খেলবে? এছাড়া অন্য কোনও পরিবর্তন হতে পারে কিনা তা নিয়েও কৌতুহল রয়েছে ফ্যানেদের।
ফলে পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের একাদশ কেমন হতে পারে তা নিয়ে জল্পনা রয়েছে। স্টার্ক না খেললে সেই জায়গায় কে খেলবে? এছাড়া অন্য কোনও পরিবর্তন হতে পারে কিনা তা নিয়েও কৌতুহল রয়েছে ফ্যানেদের।
অপরদিকে, কেকেআরের বিরুদ্ধে কার্যত ডু অর ডাই ম্যাচ পঞ্জাব কিংসের। শেষ ৪টি ম্যাচ পরপর হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে স্যাম কুরান, অর্শদীপ সিংদের। ফলে অ্যাওয়ে ম্যাচে জয় পেচে মরিয়া পঞ্জাব। পঞ্জাব কিংসের কাছে খুশির খবর কেকেআরের বিরুদ্ধে চোট সারিয়ে দলে ফিরতে পারেন অধিনায়ক শিখর ধাওয়ান।
অপরদিকে, কেকেআরের বিরুদ্ধে কার্যত ডু অর ডাই ম্যাচ পঞ্জাব কিংসের। শেষ ৪টি ম্যাচ পরপর হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে স্যাম কুরান, অর্শদীপ সিংদের। ফলে অ্যাওয়ে ম্যাচে জয় পেচে মরিয়া পঞ্জাব। পঞ্জাব কিংসের কাছে খুশির খবর কেকেআরের বিরুদ্ধে চোট সারিয়ে দলে ফিরতে পারেন অধিনায়ক শিখর ধাওয়ান।
এক ঝলকে দেখে নিন পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক / দুষ্মান্তা চামিরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা।
এক ঝলকে দেখে নিন পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক / দুষ্মান্তা চামিরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা।
পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: শিখর ধওয়ান (অধিনায়ক),  প্রভসিমরন সিং, রিলে রসু, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হার্ষ, প্যাটেল, কাগিসো রাবাডা। ইমপ্যাক্ট প্লেয়ার: অর্শদীপ সিং।
পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: শিখর ধওয়ান (অধিনায়ক), প্রভসিমরন সিং, রিলে রসু, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হার্ষ, প্যাটেল, কাগিসো রাবাডা। ইমপ্যাক্ট প্লেয়ার: অর্শদীপ সিং।

KKR vs PBKS: পঞ্জাবের বিরুদ্ধে নিজের পুরনো অস্ত্র নামাচ্ছেন গৌতম গম্ভীর! থাকবে বড় চমক? জানুন বিস্তারিত

আরসিবির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জয়ের পর শুক্রবার ঘরের মাঠে কেকেআর প্রতিপক্ষ পঞ্জাব কিংস। বর্তমান লিগ টেবিলে অবস্থান ও শক্তির বিচার করলে অনেকটাই এগিয়ে নাইটরা।
আরসিবির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জয়ের পর শুক্রবার ঘরের মাঠে কেকেআর প্রতিপক্ষ পঞ্জাব কিংস। বর্তমান লিগ টেবিলে অবস্থান ও শক্তির বিচার করলে অনেকটাই এগিয়ে নাইটরা।
রাজস্থানের বিরুদ্ধে হারের পর আরসিবির বিরুদ্ধে জয় দলের আত্মবিশ্বাস বাড়ালেও একাধিক বিষয় চিন্তও বাড়িয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের। তারমধ্যে অন্যতম হল মিচেল স্টার্কের অফ ফর্ম।
রাজস্থানের বিরুদ্ধে হারের পর আরসিবির বিরুদ্ধে জয় দলের আত্মবিশ্বাস বাড়ালেও একাধিক বিষয় চিন্তও বাড়িয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের। তারমধ্যে অন্যতম হল মিচেল স্টার্কের অফ ফর্ম।
তবে পঞ্জাবের বিরুদ্ধে মিচেল স্টার্কের না খেলার সম্ভাবনা রয়েছে। কারণ বাঁহাতের আঙুলে চোটের জন্য বুধবার অনুশীলনে বল করেননি তিনি। ফলে একান্তই স্টার্ক না খেলতে পারলে অন্য কোনও পেসার খেলাতে হবে কেকেআরকে।
তবে পঞ্জাবের বিরুদ্ধে মিচেল স্টার্কের না খেলার সম্ভাবনা রয়েছে। কারণ বাঁহাতের আঙুলে চোটের জন্য বুধবার অনুশীলনে বল করেননি তিনি। ফলে একান্তই স্টার্ক না খেলতে পারলে অন্য কোনও পেসার খেলাতে হবে কেকেআরকে।
স্টার্ক না খেললেও নিজের পুরনো অস্ত্রকে খেলাতে পারেন গৌতম গম্ভীর। যার বোলিং আগেও ভাল লেগেছে বর্তমান কেকেআর মেন্টরের। গম্ভীরের পরিকল্পনাও অনুযায়ী খেলে সাফল্যও পেয়েছেন তিনি।
স্টার্ক না খেললেও নিজের পুরনো অস্ত্রকে খেলাতে পারেন গৌতম গম্ভীর। যার বোলিং আগেও ভাল লেগেছে বর্তমান কেকেআর মেন্টরের। গম্ভীরের পরিকল্পনাও অনুযায়ী খেলে সাফল্যও পেয়েছেন তিনি।
আর গৌতম গম্ভীরের পুরো সেই অস্ত্রের নাম হল দুষ্মান্তা চামিরা। গম্ভীর কেকেআরে আসার আগে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। সেই সময় ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন চামিরা।
আর গৌতম গম্ভীরের পুরো সেই অস্ত্রের নাম হল দুষ্মান্তা চামিরা। গম্ভীর কেকেআরে আসার আগে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। সেই সময় ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন চামিরা।
এলএসজির হয়ে ২০২২ সালে ১২টি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছিলেন দুষ্মান্তা চামিরা। চামিরার বলে গতিও রয়েছে। কেকেআরের অনুশীলনে বাড়তি ঘাম ঝরাতে দেখে গিয়েছে শ্রীলঙ্কার পেসার দুষ্মান্তা চামিরাকে। স্টার্ক না খেললে চামিরার খেলার সম্ভাবনাই সবথেকে বেশি।
এলএসজির হয়ে ২০২২ সালে ১২টি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছিলেন দুষ্মান্তা চামিরা। চামিরার বলে গতিও রয়েছে। কেকেআরের অনুশীলনে বাড়তি ঘাম ঝরাতে দেখে গিয়েছে শ্রীলঙ্কার পেসার দুষ্মান্তা চামিরাকে। স্টার্ক না খেললে চামিরার খেলার সম্ভাবনাই সবথেকে বেশি।