কী বললেন রাহুল?

Assembly Bypoll results Rahul Gandhi : আরও শক্তিশালী ইন্ডিয়া, উপনির্বাচনে জোটের সাফল্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাহুল গান্ধি

নয়াদিল্লি: লোকসভা ভোটেই বিজেপিকে চাপে ফেলে দিয়েছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, শেষ পর্যন্ত জোট সরকার গড়তে হয়েছে মোদিকে। একমাসের মধ্যেই বিধানসভা নির্বাচনে আরও শক্তপোক্ত হল হাত, সেই সঙ্গে সফল হল ইন্ডিয়া জোটও। ৭ রাজ্যের ১৩টি বিধানসভার উপনির্বাচনের মধ্যে ১০টি আসনেই  জিতল বিরোধীরা৷ মাত্র দুটি আসনে জয় পেয়েছে বিজেপি৷ বিহারে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়েও নির্দল প্রার্থীর কাছে হেরেছেন নীতীশের জেডিইউ প্রার্থী৷

আরও পড়ুন: ‘মানুষের জনাদেশ বিজেপির বিরুদ্ধে, সারা দেশেই ভরাডুবি!’ দলকেও বার্তা দিলেন মমতা

ইন্ডিয়া জোটের সাফল্য নিয়ে এক্স হ্যান্ডলে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তিনি লেখেন, “সাত রাজ্যের উপনির্বাচনের ফলে স্পষ্ট বিজেপির ভয় আর ভ্রম দিয়ে বোনা জাল ছিঁড়ে গিয়েছে। কৃষক, তরুণ প্রজন্ম, মজুর, ব্যবসায়ী সমেত সমস্ত ধরনের মানুষ একনায়কতন্ত্রের পতন ঘটিয়ে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন। জনগণ উন্নত জীবনযাপন এবং সংবিধানের রক্ষার জন্য সম্পূর্ণ ভাবে ইন্ডিয়া জোটের পাশে আছেন”।

আরও পড়ুন: মানিকতলায় জিতেই বড় সিদ্ধান্ত তৃণমূলের, কুণালকে দায়িত্ব দিল দল

স্বভাবতই উপনির্বাচনের সাফল্যের ফলে আরও আত্মবিশ্বাসী রাহুল গান্ধি। শুধু বিজেপির বিরোধিতাই নয়, রাহুল গান্ধির নেতৃত্ব যে মানুষের কাছে ধীরে ধীরে গ্রহণযোগ্য হয়ে উঠছে, উপনির্বাচনের ফল তার প্রমাণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।