Tag Archives: Rahul Gandhi

রাহুল গান্ধি: জীবন, সাফল্য, কেরিয়ার এক নজরে!

পুরো নাম

রাহুল গান্ধি।

জন্ম:

১৯৭০ সালের ১৯ জুন, নয়া দিল্লিতে।

রাজনৈতিক দল

ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।

পরিবার

অবিবাহিত। তবে ২০০৪ সালে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ভেরোনিক কার্টেলি নামে তাঁর একজন স্প্যানিশ বান্ধবী রয়েছে। তিনি পেশায় স্থপতি। ভেনেজুয়েলায় থাকেন।

বাবা – রাজীব গান্ধি।

মা – সোনিয়া গান্ধি।

বোন – প্রিয়াঙ্কা গান্ধি।  

রাহুল গান্ধি সম্পর্কে

নেহেরু-গান্ধি পরিবারের চতুর্থ প্রজন্ম রাহুল। জওহরলাল নেহরুর প্রপৌত্র। ইন্দিরা গান্ধির নাতি। বোন প্রিয়াঙ্কা গান্ধিও সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছেন। রাহুল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি। বর্তমানে ক্রলের ওয়ানাড়ের সাংসদ। ভারতের ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন এবং ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের চেয়ারপার্সনের পদও সামলেছেন রাহুল।

ব্যক্তিগত জীবন

১৯৭০ সালের ১৯ জুন দিল্লিতে জন্মগ্রহণ করেন রাহুল। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির দুই সন্তানের মধ্যে তিনিই বড়। তাঁর মা সোনিয়া ছিলেন ইতালিয়ান। তবে বর্তমানে ভারতীয় নাগরিক। তাঁর ছোট বোন প্রিয়াঙ্কা সক্রিয় রাজনীতিতে থাকলেও বিয়ে করেছেন এক ব্যবসায়িকে, রবার্ট বঢরা। রাহুলের প্রাথমিক শিক্ষা দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে। তারপর ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত উত্তরাখণ্ডের দেরাদুনের দুন স্কুলে পড়াশোনা করেছেন।

ধারাবাহিক বিপর্যয়

জঙ্গিদের গুলিতে প্রথমে ঠাকুমা তারপর বাবার মৃত্যু। যা শুধু রাহুলকেই নয়, গোটা গান্ধি পরিবারকেই নাড়িয়ে দিয়েছে। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধির মৃত্যুর পরে রাজনীতিতে আসেন রাজীব। ভারতের প্রধানমন্ত্রীও হন। পরবর্তীকালে শিখ চরমপন্থীদের হুমকির মুখে পড়ে গোটা গান্ধি পরিবার। ফলে নিরাপত্তার কারণে স্কুলের পাঠ চুকিয়ে বাড়িতেই পড়াশোনা করেন রাহুল এবং প্রিয়াঙ্কা। ১৯৮৯ সালে দিল্লির সেন্ট স্টিফেন কলেজে ভর্তি হন রাহুল। তবে ফার্স্ট ইয়ারের পরেই এই কলেজ ছেড়ে ভর্তি হন হার্ভার্ডে। ১৯৯১ সালে এলটিটি জঙ্গিদের বোমা বিস্ফোরণে নিহত হন রাজীব। নিরাপত্তার কারণে ফের হার্ভার্ড ছেড়ে ফ্লোরিডার রোলিন্স কলেজে ভর্তি হন রাহুল। ছদ্মনাম নেন রাউল ভিঞ্চি। শুধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং নিরাপত্তা সংস্থা তাঁর আসল পরিচয় জানতেন। ১৯৯৫ সালে কেমব্রিজের ট্রিনটি কলেজ থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে এমফিল করেন তিনি।

কর্মজীবন

গ্র্যাজুয়েশনের পর ম্যানেজমেন্ট গুরু মাইকেল পোর্টারের সংস্থা মনিটর গ্রুপে তিন বছর কাজ করেছেন রাহুল। এরপর ২০০২ সালে ভারতে ফিরে আসেন। এখানে ব্যাকঅপস সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামের মুম্বই ভিত্তিক একটি আউট সোর্সিং কোম্পানিতে ডিরেক্টর হিসেবে যোগ দেন।  

রাজনৈতিক জীবন

রাহুলের রাজনৈতিক জীবন শুরু হয় ২০০৪ সালে। উত্তরপ্রদেশের আমেঠি থেকে প্রথমবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০৭ সালে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রচারে নেতৃত্ব দেন রাহুল। ২ মাসে ২০০টিরও বেশি জনসভা ও র‍্যালি করেন। কিন্তু পরিশ্রম কাজে আসেনি। কংগ্রেস মাত্র ২৮টি আসনে জেতে। এরপর আর নির্বাচনী প্রধানের দায়িত্ব সামলাননি রাহুল। ২০১৩ সালে কংগ্রেসের সহ-সভাপতি নির্বাচিত হন তিনি। তাঁর নেতৃত্বে কংগ্রেস বড় সাফল্য পায়নি। তবে আমেঠিতে নিজের গড় ধরে রাখতে সফল হন রাহুল। কিন্তু ২০১৯-এও সেটাও হাতছাড়া হয়। সেবার আমেঠির সঙ্গে ওয়ানাড় থেকেও লড়েন রাহুল। আমেঠিতে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে যান। তবে ওয়ানাড় থেকে জেতেন। বর্তমানে তিনি এই কেন্দ্রেরই সাংসদ।

Lok Sabha Elections 2024: রাহুল, স্মৃতি থেকে রাজনাথ! পঞ্চম দফায় উত্তরপ্রদেশে ভাগ্যপরীক্ষা হেভিওয়েটদের…কে করবে বাজিমাত? সেটাই দেখার

উত্তরপ্রদেশ: দেশজুড়ে আজ পঞ্চম দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চম দফায় মোট ১৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৪৬৬টি মনোনয়ন জমা পড়েছিল৷ তার মধ্যে গৃহীত হয়েছিল মাত্র ১৪৭টি৷

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

সারা দেশের পাশাপাশি, এদিন উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ভোট হচ্ছে ১৪টিতে৷ এর মধ্যেই রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে ভোটগ্রহণ৷ সোমবার ভাগ্যপরীক্ষা হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি থেকে শুরু করে রাজনাথ সিং-এর৷

রায়বরেলিতে ভাগ্য পরীক্ষা হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধিরও৷ সনিয়া গান্ধি ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল, তাহলে কংগ্রেসের অন্যতম গড় হিসাবে পরিচিত, রায়বরেলি থেকে কে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন৷ রাহুল গান্ধি দক্ষিণের ওয়ানাদ থেকে ইতিমধ্যেই লড়েছিলেন ভোটে৷ গত ২৭ এপ্রিলই ওয়ানাদে ভোটগ্রহণ মিটে গিয়েছিল৷

আরও পড়ুন : ভোটের আগের রাতে রক্তাক্ত আরামবাগ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ১২! রিপোর্ট তলব কমিশনের

এরপর থেকেই জল্পনা ছিল, তবে কি প্রতি বারের মতো উত্তরপ্রদেশের অমেঠি কেন্দ্র থেকেই লড়বেন রাহুল? আর রায়বরেলি থেকে প্রিয়ঙ্কা গান্ধি বঢরা? রায়বরেলিতে উঠে আসে প্রিয়ঙ্কার স্বামী রবার্ট বঢরার নামও৷ কিন্তু, সব জল্পনা শেষ করে অবশেষে রায়বরেলি থেকে ঘোষণা করা হয় রাহুল গান্ধির নাম৷

আর এতদিন যে অমেঠি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন রাহুল, সেই অমেঠি থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয় গান্ধি পরিবার ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মার৷

১৯৬৭ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এই আসনটিকে এক সময় কংগ্রেসের ঘাঁটি বলা হত। তবে ২০১৯ সাল থেকে রাজনৈতিক পট পরিবর্তন হয়। ২০১৯ সালে এক অসম্ভবকেই সম্ভব করে দেখান স্মৃতি। ২০১৪ সালে যে রাহুল গান্ধীর কাছে হেরেছিলেন তিনি ২০১৯ সালে সেই রাহুলকেই অমেঠিতে পরাস্ত করে লোকসভায় পা রাখেন একদা হিন্দি টেলি দুনিয়ার খ্য়াত এই অভিনেত্রী। পাঁচ বছর পর ২০২৪-এ সেই অমেঠি থেকেই লড়ছেন তিনি।

আরও পড়ুন : খানাকুলে বিজেপি উপপ্রধানকে মারধরের ঘটনায় গ্রেফতার ২, এসপি-কে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ কমিশনের

এর আগে বিভিন্ন সময়ে চার জন গান্ধী পরিবার সদস্য ওই আসন থেকে লড়াই করেছেন। ওই কেন্দ্র থেকে লড়াই করেছেন খোদ রাজীব গান্ধি, সঞ্জয় গান্ধি, সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধী। ১৯৯০ সালে ওই আসন থেকে জয়লাভ করেছিলেন রাজীব গান্ধি। তবে, ভোটে না লড়লেও অমেঠিতে জয় হাসিল করতে মাটি কামড়ে পড়ে ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধি।

অন্যদিকে, অমেঠিকে পর্যুদস্ত করতে রাহুলের বিরুদ্ধে বিজেপি হাতিয়ার করেছিল জনপ্রিয় টি ভি তারকা তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানিকে৷ রাহুল সরে গেলেও, অমেঠিতে রয়েছেন স্মৃতি৷ সোমবার তাঁরও ভাগ্যপরীক্ষার দিন৷

এছাড়াও, উল্লেখযোগ্য প্রার্থী তালিকায় নাম রয়েছে কুস্তিবীর যৌন নির্যাতনকাণ্ডে অভিযুক্ত কাসেরগঞ্জের সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-এর ছেলে করণ ভূষণ সিং৷ চব্বিশের নির্বাচনের বাবার কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন করণ৷

Lok Sabha Election 2024: AAP-কে ভোট দেবেন তিনি, কেজরি দেবেন হাতে! বড় চমকের ইঙ্গিত দিলেন রাহুল গান্ধি

নয়াদিল্লি: নিজে কংগ্রেস নেতা, ভোট দেবেন আপকে? তেমনটাই জানালেন রাহুল গান্ধি। বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোট নিয়ে বলতে গিয়ে শনিবার এমনটাই ঘোষণা করলেন রাহুল গান্ধি।

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে একজোট হয়েছে বিরোধী দলগুলি। সেই জোটেরই শরিক আম আদমি পার্টি এবং কংগ্রেস। ইন্ডিয়া জোটের প্রার্থীদের সমর্থনে রাজধানী দিল্লিতে এক সমাবেশে যোগ দিয়েছিলেন রাহুল। সেখানেই এই মন্ত‍ব‍্য করেন রাহুল।

আরও পড়ুন: বাড়িতে মাকড়সার জাল হওয়া শুভ নাকি অশুভ? কী বলছে বাস্তুশাস্ত্র?

রাহুলের কথায়, ‘‘কেজরীওয়াল কংগ্রেসের বোতামে চাপ দেবেন, আমি আপের বোতাম চাপব।’’ দিল্লির সাতটি আসনে নিশ্চিত করতে আপ এবং কংগ্রেস কর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন কংগ্রেস নেতা।

প্রসঙ্গত, আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হবে দিল্লিতে। রাজধানীতে একসঙ্গেই লড়বে আপ-কংগ্রেস। দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রের মধ্যে তিনটিতে প্রার্থী দিয়েছে কংগ্রেস। বাকি চার কেন্দ্রে প্রার্থী দিয়েছে আপ।

আরও পড়ুন: ফোনের স্টোরেজ ফুল? হ্যাং করছে ফোন? খালি করার ৫ সেরা উপায় জেনে নিন, ঝড়ের গতিতে ছুটবে মোবাইল

এদিন দিল্লিতে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন রাহুল। মোদির উদ্দ‍্যেশ‍্যে বিতর্কের চ‍্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। রাহুলের কথায়, ‘‘আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিতর্কে বসতে রাজি। উনি যখন, যেখানে চাইবেন, আমি তাতেই রাজি। কিন্তু আমি নিশ্চিত যে উনি আসবেন না…যদি প্রধানমন্ত্রী আমার সামনে আসেন, তবে আমি মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পুঁজিবাদ ও কৃষকদের ইস্য়ু নিয়ে প্রশ্ন করব।’’

Lok Sabha Elections 2024: ‘৫০%-এর ঊর্ধ্বসীমা তুলে দেব..,’ মোদির জবাবে সংরক্ষণ নিয়ে বড় প্রতিশ্রুতি রাহুলের, মধ্যপ্রদেশ থেকে দিলেন উত্তর

মধ্যপ্রদেশ: ক্ষমতায় এলে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট ৫০ শতাংশ সংরক্ষণ নীতি তুলে দেবে কংগ্রেস৷ পরিবর্তে তফশিলি জাতি, উপজাতি তথা সমাজের পিছিয়ে পড়া অংশের প্রতিনিধিদের জন্য যতটা সংরক্ষণ প্রয়োজন, ঠিক ততটাই সংরক্ষণের নীতি প্রণয়ন করবে তাঁদের সরকার৷ সোমবার মধ্যপ্রদেশের রতলাম জেলায় একটি নির্বাচনী প্রচারসভার মঞ্চে দাঁড়িয়ে এমনই আশ্বাস দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

২০২৪ এর লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতের ওয়ানাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল৷ ইতিমধ্যেই যে কেন্দ্রের ভোটপর্ব মিটে গিয়েছে৷ তবে গত সপ্তাহেই রাহুল গান্ধি ম তথা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধির ছেড়ে যাওয়া আসন রায়বরেলি থেকেও কংগ্রেস প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় রাহুল গান্ধির নাম৷

এদিন মধ্যপ্রদেশের সভামঞ্চ থেকে রাহুল বলেন, ‘‘এই নির্বাচন হল সংবিধানকে বাঁচানোর নির্বাচন৷ বিজেপি, আরএসএস যা শেষ করে দিতে চায়৷ বদলে ফেলতে চায়৷ আমরা সেই সংবিধানকেই বাঁচানোর চেষ্টা করছি৷ ওরা জল, জঙ্গল, জমির উপরে আপনাদের অধিকার কে়ড়ে নিতে চায়৷’’

আরও পড়ুন: ভোটের মাঝেই ঝাড়খণ্ডে উদ্ধার ‘নোটের পাহাড়’! কোন কাণ্ডে মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে ইডির তল্লাশি? এ নিয়ে কী-ই বা বললেন মোদি…

রাহুলের কথায়, ‘‘প্রত্যেক আদিবাসী, পিছিয়ে পড়া সম্প্রদায় এবং দলিতদের বলিয়ান করেছে আমাদের সংবিধান৷ বিজেপির নেতাদের কথায় এটা স্পষ্ট যে ওরা ক্ষমতায় এলে এই বইকে পাশে সরিয়ে রেখে দেবে৷ সেই কারণেই এরা ৪০০র বেশি আসন পাওয়ার স্লোগান তোলে৷ ওরা ১৫০টাও আসন পাবে কি না সন্দেহ৷’’

এর পরেই রাহুলের মন্তব্য, ‘‘ওদের নেতারা প্রচার করছে আমরা সংরক্ষণ তুলে দেব…আমরা সংরক্ষণ ৫০ শতাংশেরও বেশি বাড়াব৷ আদালতের ঠিক দেওয়া সংরক্ষণের ৫০ শতাংশ ঊর্ধ্বসীমা সরিয়ে দেব আমরা৷ দলিত, আদিবাসী এবং সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য ঠিক যতটা সংরক্ষণ প্রয়োজন, ঠিক ততটাই রাখব আমরা৷’’

আরও পড়ুন:‘মেয়েদের প্ল্যান করে অপমান করেছে,’ সন্দেশখালি নিয়ে ফের তোপ! NRC প্রসঙ্গেও মানুষের মতামত জানতে চাইলেন মমতা

প্রসঙ্গত, গত ১ মে একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, কংগ্রেস চায় ‘সংরক্ষণ তুলে দিয়ে তা সংখ্যালঘু সম্প্রদায়’কে দিয়ে দিতে৷ এদিন মোদির সেই মন্তব্যেরই সম্ভবত ‘উত্তর’ দিলেন রাহুল৷

Narendra Modi lok sabha rally: প্রণামের পাল্টা এ কী করলেন প্রধানমন্ত্রী! আপ্লুত মহিলা

পূর্ব বর্ধমান: হাতের কাছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঞ্চে তাঁকে সামনে পেয়ে প্রণাম করতে গেলেন অনুষ্ঠানের সঞ্চালিকা। তাঁর অন্য পরিচয় তিনি বিজেপির জেলা মুখপাত্র অনিন্দিতা পাল। নরেন্দ্র মোদি আঙুল তুলে পা ছুঁতে নিষেধ করলেন। একটু ঝুঁকে প্রণাম সাড়লেন অনিন্দিতা। এবার অবাক হওয়ার পালা। প্রত্যুত্তরে তাঁকে পাঁচবার প্রণাম করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনায় আপ্লুত অনিন্দিতা। বললেন, প্রধানমন্ত্রী সঙ্গে এক মঞ্চে থাকাটাই বিরাট পাওনা। তার পরের প্রণামের ঘটনায় আমি আপ্লুত। উনি আসলে মাতৃশক্তিকেই সম্মান জানালেন।

আরও পড়ুন: ধোনির খেলা হলেই দেখা যায় তাকে, চেন্নাইয়ের গ্যালারিতে উষ্ণতা ছড়ান, কে এই তরুণী?  

শুক্রবার পূর্ব বর্ধমানে নির্বাচনী জনসভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলা ১১টায় কলকাতা থেকে বর্ধমানে আসেন তিনি। তিনটি হেলিকপ্টার একসঙ্গে নামে। তার একটিতে ছিলেন প্রধানমন্ত্রী। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে সভা করেন তিনি। দুই প্রার্থীর উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। প্রায় ৪৫ মিনিট বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পর কৃষ্ণনগরের উদ্দেশে উড়ে যায় তাঁর হেলিকপ্টার। তার পর বোলপুরে সভা করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: আইপিএলের মাঝেই দুঃসংবাদ, টেস্টের সিংহাসন হাতছাড়া ভারতের, কোথায় নামলেন রোহিতেরা? 

এই জনসভায় তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ করে বলেন, “আমি তো আগেই বলেছিলাম, এদের সবচেয়ে বড় নেতা নির্বাচনে দাঁড়াবেন না। সেটাই হলো। পালিয়ে রাজস্থানে গেলেন, সেখান থেকে রাজ্যসভায় ঢুকলেন। আমি আগেই বলেছিলাম, শাহজাদা ওয়ান ডে হারবে। হারের ভয়েই ওয়ানডে ভোট শেষ হতেই দ্বিতীয় আসনে প্রার্থী হয়ে গেলেন। তার চেলারা বলেছিলেন, আমেঠি থেকে লড়বেন। কিন্তু হারের ভয়ে আমেঠিতে দাঁড়ালেনই না। পালিয়ে রায়বেরেলিতে গিয়ে জেতার রাস্তা খুঁজছেন। এরা ঘুরে ঘুরে সবাইকে বলে ভয় পেয়ো না। আমিও এদেরকে বলছি, ভয় পেয়ো না পালিয়ে যেও না।” সভামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস ও বামেদেরও কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Rahul Gandhi Lok Sabha Election: ভোটের মাঝেই বিরাট চমক রাহুল গান্ধির! এমন আসনে লড়তে চললেন, হাওয়া ঘুরে গেল ওই দিকেই

নয়াদিল্লি:‌ অমেঠী নয়, শেষমেশ সনিয়া গান্ধির লোকসভা কেন্দ্র রায়বরেলি থেকে লোকসভা ভোটে লড়ছেন রাহুল গান্ধি। দীর্ঘ জল্পনার পর শুক্রবার সকালে কংগ্রেসের তরফে এই ঘোষণা করা হয়। শুক্রবারই রায়বরেলি থেকে মনোনয়ন জমা দেবেন রাহুল। কেরলের ওয়ানাডের পাশাপাশি মা সনিয়া গান্ধির কেন্দ্র রায়বরেলি থেকে এবার লড়তে দেখা যাবে পুত্র রাহুলকে। কংগ্রেস সূত্রে খবর, এবারের ভোটেও প্রিয়াঙ্কা গান্ধি লড়তে চাননি। তিনি লড়লে হয়ত সমীকরণ অন্য রকম হত। কিন্তু এবার রাহুলই রায়বরেলিতে কংগ্রেসের তুরুপের তাস।

প্রসঙ্গত, ২০১৯ সালে অমেঠীতে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন রাহুল গান্ধি। এবার অমেঠী থেকে প্রার্থী করা হয়েছে গান্ধি পরিবারের ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মাকে। আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট অমেঠী এবং রায়বরেলিতে। শুক্রবারই এই দুই কেন্দ্রের জন্য প্রার্থীদের মনোনয়ন পেশের শেষ দিন।

আরও পড়ুন: মাধ্যমিকে ফেল, নিজেদের জীবনই শেষ করে দিল দুই ছাত্রী! ঘটনা জানলে শিউরে উঠবেন

তাই প্রার্থী হিসাবে নাম ঘোষণার দিনই মনোনয়ন পেশ করতে চলেছেন রাহুল এবং কিশোরীলাল। অপরদিকে, অমেঠী থেকে এবারও প্রার্থী হয়েছেন বিজেপির স্মৃতি ইরানি। তিনি ইতিমধ্যে মনোনয়নও জমা দিয়েছেন। আর রায়বরেলিতে বিজেপি প্রার্থী করেছে উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংকে।

আরও পড়ুন: শুক্রে বড় চমক নরেন্দ্র মোদির! তিন সভার জায়গাতেই স্পষ্ট, লক্ষ্য ওই তিন আসন

এ প্রসঙ্গে জানিয়ে রাখা যাক, রায়বরেলিই উত্তরপ্রদেশের একমাত্র আসন যেখানে ২০১৯ সালের লোকসভা ভোটে জিতেছিল কংগ্রেস। সেখানে সনিয়া গান্ধি জয়ী হলেও এবার বয়স ও শারীরিক অসুস্থতার কারণেই লোকসভা ভোটে প্রার্থী হননি সনিয়া। তিনি এখন রাজ্যসভার সাংসদ। দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল, মায়ের ছেড়ে আসা আসনে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধি। কিন্তু প্রিয়াঙ্কা এবার লোকসভার লড়াইয়ে নামতে রাজি হননি। ফলে রাহুলই এবার মায়ের ছেড়ে আসা আসন থেকে লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন।

Fact Checked: ‘রায়বেরিলি, অমেঠি থেকে প্রার্থী রাহুল-প্রিয়াঙ্কা’, ভুয়ো প্রেস রিলিজ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

FactChecked by BoomTV নয়াদিল্লি# অমেঠী নয়, শেষমেশ সনিয়া গান্ধির লোকসভা কেন্দ্র রায়বরেলি থেকে লোকসভা ভোটে লড়ছেন রাহুল গান্ধি। দীর্ঘ জল্পনার পর শুক্রবার সকালে কংগ্রেসের তরফে এই ঘোষণা করা হয়। শুক্রবারই রায়বরেলি থেকে মনোনয়ন জমা দেবেন রাহুল। কেরলের ওয়ানাডের পাশাপাশি মা সনিয়া গান্ধির কেন্দ্র রায়বরেলি থেকে এবার লড়তে দেখা যাবে পুত্র রাহুলকে।

যদিও এর আগে রায়বেরিলি এবং অমেঠি থেকে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধির নাম ঘোষণা করেছে বলে একটি প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ওই প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়ো। ২০২৪-এর ৩০ এপ্রিল কংগ্রেসের তরফে ওই দুই কেন্দ্রে রাহুল এবং প্রিয়াঙ্কার নাম ঘোষণা করে কোনও প্রেস বিজ্ঞপ্তি জারি করেনি কংগ্রেস।

অমেঠি এবং রায়বেরিলি থেকে রাহুল এবং প্রিয়াঙ্কাকে কংগ্রেস দাঁড় করাতে পারে জল্পনা চলছে রাজনৈতিক মহলে। তবে হাত শিবির এখনও আনুষ্ঠানিকভাবে কোনও নাম ঘোষণা করেনি। পঞ্চম দফায় অর্থাৎ ২০ মে রায়বেরিলি এবং অমেঠিতে ভোটগ্রহণ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৩ মে।

২০১৯ লোকসভা ভোটে অমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল গান্ধী। কিন্তু বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান। যদিও ২০০৪ সাল থেকে রায়বেরিলি আসনটি ধরে রেখেছিলেন সনিয়া গান্ধি। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভা সাংসদ হওয়ায় এই আসনটিও বর্তমানে ফাঁকাই রয়েছে। দুটি আসনই ঐতিহাসিকভাবে কংগ্রেসের দুর্গ।

আরও পড়ুনIndian Railway: রেলের এই কোডগুলো জেনে টিকিট কাটেন? ভাড়া থেকে ট্রেনযাত্রা হবে সুখের!

ভাইরাল ছবিটি ফেসবুকে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে হিন্দিতে লেখা, “অমেঠি থেকে প্রিয়াঙ্কা গান্ধি, রায়বেরিলি থেকে রাহুল গান্ধী। সঙ্গে ২০৪-এর ৩০ এপ্রিল তারিখের একটি প্রেস বিজ্ঞপ্তি। তাতে আবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের স্বাক্ষরও রয়েছে।”

তবে এই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়ো। কারণ কংগ্রেস এখনও পর্যন্ত অমেঠি ও রায়বেরিলি আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি। তাছাড়া এমন কোনও প্রেস রিলিজ জারিও করেনি কংগ্রেস। কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে যে প্রেস বিজ্ঞপ্তি পাওয়া যাচ্ছে, তাতে চার প্রার্থীর তালিকা রয়েছে। তবে রাহুল বা প্রিয়াঙ্কা গান্ধির নাম সেখানে নেই।

ভুয়ো প্রেস রিলিজে কিছু অসঙ্গতিও রয়েছে। যেমন ‘৩০ এপ্রিল ২০২৪ তারিখ’ লেখা হয়েছে ভিন্ন ফন্টে। এছাড়া প্রার্থীর নামের জন্য ব্যবহৃত ফন্টটি সার্কুলারের বাকি অংশে ব্যবহৃত ফন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কংগ্রেসের অফিসিয়াল প্রেস রিলিজে স্বাক্ষরের নীচে তারিখ রয়েছে যেখানে ভাইরাল ফটোতে তারিখ রয়েছে উপরে। ফলে এটা নিশ্চিত ভাবে বলা যায়, আমেঠি এবং রায়বরেলি থেকে রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধিকে লোকসভা প্রার্থী হিসাবে ভাইরাল প্রেস রিলিজটি ভুয়ো।

● Attribution within the story against each fact-checked story quoted: As
fact-checked by [Fact-check by Boomlive], Original Story Link: https://www.boomlive.in/fact-check/factcheck-rahul-gandhi-priyanka-gandhi-amethi-raebareli-lok-sabha-candidates-press-release-fake-news-25125

● With inputs from News18 Bengali.com as part of the Shakti Collective.

Lok Sabha Elections 2024: দ্বিতীয় দফায় দেশজুড়ে ৮৯ নয়, ৮৮ আসনে ভোট! কারণ প্রার্থীর মৃত্যু, কোথায় জানেন?

কলকাতা: অষ্টাদশ লোকসভার সাত দফা ভোটের দ্বিতীয় পর্ব শুক্রবার। দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ৮৮টি আসনে। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটও। লোকসভা ভোট ২০২৪ ঘোষণার সময় দ্বিতীয় দফায় দেশজুড়ে ৮৯ আসনে ভোট ঘোষণা হয়েছিল। তবে শেষ পর্যন্ত ৮৮টি আসনেই ভোট হচ্ছে। কারণ, এক প্রার্থীর মৃত্যু।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪

গত ১০ এপ্রিল নির্বাচন কমিশন মধ্যপ্রদেশের বেতুলের ভোট স্থগিত ঘোষণা করেছে। ২৬ এপ্রিল দ্বিতীয় দফার বদলে সেখানে ৭ মে তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে। কমিশন সূত্রে খবর, গত ৯ এপ্রিল মায়াবতীর বহুজন সমাজপার্টির প্রার্থী অশোক ভালাভির মৃত্যু। ভোটের আগে কোনও জাতীয় দলের প্রার্থীর মৃত্যু হলে সেই আসনে ভোট পিছিয়ে দেওয়া হয়। ওই দল থেকে নতুন প্রার্থী ঘোষণা করা পর্যন্ত সেখানে ভোটগ্রহণ হবে না।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে সুন্দর হাতের লেখা প্রাকৃতির, নেপালি কন্যের মুক্তাক্ষর MS Word-এর ফন্টকেও হার মানায়

দ্বিতীয় দফার ভোটের লড়াইয়ে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী, কর্নাটকের এইচডি কুমারস্বামী এবং ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল রয়েছেন। কুমারস্বামী জেডিএস এবং ভূপেশ কংগ্রেসের প্রার্থী। উত্তরপ্রদেশ থেকে বিজেপির টিকিটে লড়ছেন দুই অভিনেতা হেমা মালিনী এবং অরুণ গোভিল। হেমা মথুরার দু’বারের সাংসদ। আশির দশকে টিভি সিরিয়াল রামায়ণে রামের ভূমিকায় অভিনয়কারী অরুণ এ বার প্রথম নির্বাচনী ময়দানে।

আরও পড়ুন: ৫০ বছরে দ্বিতীয়বার, রেকর্ড গরম কলকাতায়! তাপপ্রবাহের স্পেল আর কতদিন? আবহাওয়ার বড় খবর

রাহুল তাঁর পুরনো আসন, কেরলের ওয়ানাড় থেকে এ বারও ভোটে লড়ছেন। সেখানে তাঁর মূল লড়াই বাম জোট এলডিএফের সিপিআই প্রার্থী অ্যানি রাজার বিরুদ্ধে। তিনি সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী। রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রনও।

MCC Violation by PM Modi Rahul Gandhi: মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, ৪ দিনের মধ্যে জবাব তলব নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধি, দু’জনের বিরুদ্ধেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। অবশেষে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। বিজেপি ও কংগ্রেসকে চিঠি দিয়ে জবাব তলব করল কমিশন। দুই দলের সভাপতিকে চিঠি দিয়ে মোদি ও রাহুলের মতো দুই তারকা প্রচারককে ভাষণ নিয়ে সাবধান করার নোটিস দেওয়া হয়েছে।

বিজেপি ও কংগ্রেসকে চিঠি দিয়ে নির্বাচন কমিশন নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধিকে মনে করিয়ে দিতে বলেছে ভোটপ্রচারে তাঁদের দায়িত্বের কথা। ধর্ম নিয়ে উস্কানিমূলক মন্তব্য, বিভাজনমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে মোদি ও রাহুলের বিরুদ্ধে। মন্তব্যের ব্যাখ্যা চেয়ে ২৯ এপ্রিল সকাল ১১টার মধ্যে দু’পক্ষকেই জবাব দিতে বলা হয়েছে চিঠিতে।

আরও পড়ুন: একলপ্তে হাজার হাজার শিক্ষকের চাকরি নেই! এ বছরের উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের কী হবে? বিরাট আশঙ্কা

নির্বাচন কমিশনের চিঠিতে দাবি, রাহুল গান্ধির ১৮ এপ্রিল কেরলের কোট্টায়ামের ভোটপ্রচারের ভাষণে বিধিভঙ্গের অভিযোগ রয়েছে। অন্যদিকে, রাজস্থানে সদ্য এক জনসভায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে মুসলিম তোষণ নিয়ে একটি মন্তব্য করেছিলেন। সেখানে কংগ্রেসের নির্বাচনী বিধিভঙ্গ নিয়েও রাহুলদের নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে সুন্দর হাতের লেখা প্রাকৃতির, নেপালি কন্যের মুক্তাক্ষর MS Word-এর ফন্টকেও হার মানায়

ধর্মের নামে সাম্প্রদায়িক মন্তব্য করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছিল মোদি ও রাহুল গান্ধির বিরুদ্ধে। নির্বাচন কমিশনে নালিশও জমা পড়েছিল। সেই অভিযোগ বিবেচনা করেই এবার পদক্ষেপ করল কমিশন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি পাঠিয়ে জবাব তলব করা হয়েছে।

Rahul Gandhi Helicopter: অভিষেকের পর এবার রাহুল গান্ধি, হেলিকপ্টারে কী আছে! হাজির নির্বাচন কমিশনের আধিকারিকরা

তামিলনাড়ু: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাহুল গান্ধি। কংগ্রেস সাংসদের হেলিকপ্টারে হানা দিল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। অভিষেকের কপ্টারে যদিও আয়কর দফতর তল্লাশি চালিয়েছিল। আর সোমবার ভোটপ্রচারে হলদিয়ায় যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার পরিদর্শনে গেলেন খোদ নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সোমবার নিজের কেন্দ্র কেরলের ওয়ানাড়ে যাওয়ার পথে রাহুলের কপ্টারে তল্লাশি চালান নির্বাচন কর্মীরা। ভোটের প্রচারের জন্য কপ্টার ভাড়া নিয়ে থাকেন রাজনৈতিক নেতা-নেত্রীরা। পুলিশ জানিয়েছে, দলের ভাড়া নেওয়া রাহুলের সেই চপারে হানা দেয় ‘ফ্লাইং স্কোয়াড’।

আরও পড়ুন: স্বপ্নে কুকুর দেখেন? কামড়ের আতঙ্ক না পোষ্যকে জড়িয়ে আদর? স্বপ্নশাস্ত্র অনুযায়ী এর অর্থ জানলে চমকে যাবেন!

ওয়ানাড়ে রাহুলের কপ্টার ল্যান্ড করা মাত্রই পৌঁছে যান নির্বাচন কমিশনের আধিকারিকেরা। হেলিকপ্টারের সমস্ত কাগজপত্র থেকে জরুরি নথি খতিয়ে দেখেন তাঁরা। যদিও শুধু রাহুল নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধির হেলিকপ্টারেও তল্লাশি অভিযান চালিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: বিমানেই সব! একে অপরের উপর শুয়ে যুগল, দেখা যাচ্ছে চারটে পা! যা ঘটল, দেখে সবাই অস্থির

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে অভিযান নিয়ে দলের তরফে অভিযোগ করা হয়েছে যে, তল্লাশি অভিযান চালিয়ে কিছু না পেয়ে নিরাপত্তারক্ষীদের হুমকি দেন আয়কর আধিকারিকরা। এমনকী চপার বেআইনি বলে আটকে রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন। কিন্তু আয়কর দফতর সূত্রের খবর, ভোটের সময় কোনও অভিযোগ এলে সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালায় কুইক রেসপন্স টিম। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই রুটিন তল্লাশি চালানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে।

Lok Sabha Elections 2024: হঠা‍ৎ করেই মিষ্টির দোকানে ঢুকে পড়লেন রাহুল গান্ধি!..তা-ও আবার ডিভাইডার টপকে, তারপর…

তামিলনাড়ু: একদিকে রোদে তাতছে পথঘাট, মাথা৷ অন্যদিকে, ভোটে তাতছে গোটা দেশ৷ ক্ষমতা দখলের এই জোরদার লড়াইয়ে এক ইঞ্চি মাটিও ছাড়ছে কেউ কারওকে৷ মানুষের কাছে পৌঁছতে একের পর এক জনসভা, মিছিল, বক্ততা৷ সবই হচ্ছে এই গরমেই৷ তবে এত টানাপড়েন এবং ব্যস্ততার মাঝেও হাল্কা খানিক সময় নিজের মতো কাটাতে ভুললেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ তামিলনাড়ু দেখতে পেল সেই রাহুলকে, যিনি অনায়াসেই ফুড ডেলিভারি বয়ের স্কুটারের পিছনে উঠে পড়েন, বা চাট খেতে চলে যান দিল্লির চাদনি চকে৷

কংগ্রেস ও ইন্ডিয়া জোটের শরিকদের হয়ে ভোটপ্রচারে প্রায় সার দেশের নানা প্রান্তেই এই মুহুর্তে পৌঁছে যাচ্ছেন রাহুল গান্ধি৷ শনিবার বেলার দিকেও তামিলনাড়ুতে রাহুল গান্ধির নির্ধারিত কর্মসূচি ছিল৷ কিন্তু তার আগের দিন রাতেই হাল্কা মুডে দেখা গেল কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে৷

একেবারে রাস্তার ডিভাইডার টপকে হঠাৎ করেই তামিলনাড়ুর সিঙ্গানাল্লুর জেলার একটি মিষ্টির দোকানে ঢুকে পড়লেন রাহুল গান্ধি৷ সঙ্গে অন্যান্য সঙ্গী সাথীরা৷ রাহুলকে এভাবে দোকানে ঢুকতে দেখে প্রথমের দিকে রীতিমতো ঘাবড়ে যান দোকানের মালিক এবং কর্মচারীরা৷ রাহুল বলেন, ‘‘কই দেখি, কী কী মিষ্টি আছে আমার জন্য!’’

আরও পড়ুন: ডায়মন্ড হারবার-যাদবপুরের পরে এবার তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল ISF…চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা

আরও পড়ুন:১০ থেকে ১২ বার সিম চেঞ্জ! চেন্নাই থেকে কী ভাবে দিঘা পৌঁছল মাস্টারমাইন্ড মুসাভির..বেঙ্গালুর কাণ্ডে বিস্ফোরক তথ্য

যদিও সাধারণ ক্রেতার মতোই দোকান থেকে নিজের এবং ‘ভাই’ ডিএমকে নেতা এম কে স্টালিনের জন্য মিষ্টি কেনেন ‘মাইসোর মাক’ নামের ওই মিষ্টির দোকান থেকে৷

এমনকি, নিজের অন্যতম প্রিয় মিষ্টি গুলাব জামুনও খেতে দেখা যায় রাহুলকে৷ দোকানের কর্মচারীদের সঙ্গে কথাও বলেন৷ সব কেনাকাটা খাওয়া দাওয়ার পরে ইউপিআই নয়, ক্যাশেই পেমেন্ট করেন রাহুল৷