২০২৩-২৪ আর্থিক বর্ষে সৌরভ কর দিয়েছেন ২৮ কোটি টাকা। বিরাট ৬৬ কোটি, তারপরেই ধোনি ছত্রিশ কোটি টাকার কাছাকাছি কর দিয়েছেন। তারপরে রয়েছেন সচিন।‌ তারপরেই সৌরভ। সূত্রের খবর, বর্তমান নিয়ে খেলা হার্দিক, সূর্যদের থেকেও বেশি পরিমাণে ট্যাক্স দেন সৌরভ। আসলে সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই বাঙালির প্রিয় দাদা। রাজ্য থেকে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও বাঙালির গর্বের নাম মহারাজ।

সৌরভের স্বপ্নপূরণ হতে পারে! দাদা কি এবার কোচ! মাঠে আবার বাঙালির দাদাগিরি!

ক্রিকেটার হিসেবে তিনি সফল, প্রশাসক হিসেবেও সাফল্যের মুখ দেখেছেন, এমনকী সঞ্চালক হিসেবেও তিনি জনপ্রিয়। তবে তাঁর একটি স্বপ্ন এখনও অধরা থেকে গিয়েছে! সৌরভের সেই স্বপ্নপূরণ কি এবার হয়ে যাবে!
ক্রিকেটার হিসেবে তিনি সফল, প্রশাসক হিসেবেও সাফল্যের মুখ দেখেছেন, এমনকী সঞ্চালক হিসেবেও তিনি জনপ্রিয়। তবে তাঁর একটি স্বপ্ন এখনও অধরা থেকে গিয়েছে! সৌরভের সেই স্বপ্নপূরণ কি এবার হয়ে যাবে!
অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা রিকি পন্টিংকে কোচের পদ থেকে সরিয়েছে দিল্লি ক্যাপিটালস। পন্টিংয়ের সঙ্গে দিল্লির সাত বছরের সম্পর্কে ছেদ পড়ল। ফলে এবার দিল্রির কোচ হিসেবে ভেসে উঠেছে সৌরভের নাম।
অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা রিকি পন্টিংকে কোচের পদ থেকে সরিয়েছে দিল্লি ক্যাপিটালস। পন্টিংয়ের সঙ্গে দিল্লির সাত বছরের সম্পর্কে ছেদ পড়ল। ফলে এবার দিল্রির কোচ হিসেবে ভেসে উঠেছে সৌরভের নাম।
২০১৮ সালে দিল্লির কোচ হন পন্টিং। কিন্তু দিল্লি একবারও আইপিএল ট্রফি জিততে পারেনি। ফলে পন্টিংয়ের চাকরি যে যেতে পারে, তা নিয়ে একটা খবর ছিলই। পন্টিং কোচ থাকাকালীন দিল্লি ২০২০ আইপিএলের ফাইনাল খেলে।
২০১৮ সালে দিল্লির কোচ হন পন্টিং। কিন্তু দিল্লি একবারও আইপিএল ট্রফি জিততে পারেনি। ফলে পন্টিংয়ের চাকরি যে যেতে পারে, তা নিয়ে একটা খবর ছিলই। পন্টিং কোচ থাকাকালীন দিল্লি ২০২০ আইপিএলের ফাইনাল খেলে।
সৌরভের সঙ্গে দিল্লির মালিক জিন্দাল গ্রুপের সম্পর্ক বরাবর ভাল। আর তিনিই এখন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট। এখন প্রশ্ন হল, দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল যদি সৌরভকে কোচ হওয়ার প্রস্তাব দেন, দাদা কি সেই প্রস্তাব ফেরাতে পারবেন!
সৌরভের সঙ্গে দিল্লির মালিক জিন্দাল গ্রুপের সম্পর্ক বরাবর ভাল। আর তিনিই এখন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট। এখন প্রশ্ন হল, দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল যদি সৌরভকে কোচ হওয়ার প্রস্তাব দেন, দাদা কি সেই প্রস্তাব ফেরাতে পারবেন!
পরের সিজনে মেগা নিলামের আগে সৌরভ নিশ্চয়ই দলের মালিকদের সঙ্গে আলোচনায় বসবেন। এক বিদেশিকে ধরে রিটেনশন যদি মাত্র চারজনের হয়, তা হলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হিসেব কঠিন। দুই তরুণ বিদেশি তুর্কি জেক ফ্রেসার ম্যাকগার্ক অথবা দক্ষিণ আফ্রিকান ট্রিস্টান স্টাবসের মধ্যে একজনকে ধরে রাখতে পারবে তারা। বাকি তিন দেশজ ক্রিকেটার সম্ভবত হবেন- ক্যাপ্টেন ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল এবং স্পিনার কুলদীপ যাদব।
পরের সিজনে মেগা নিলামের আগে সৌরভ নিশ্চয়ই দলের মালিকদের সঙ্গে আলোচনায় বসবেন। এক বিদেশিকে ধরে রিটেনশন যদি মাত্র চারজনের হয়, তা হলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হিসেব কঠিন। দুই তরুণ বিদেশি তুর্কি জেক ফ্রেসার ম্যাকগার্ক অথবা দক্ষিণ আফ্রিকান ট্রিস্টান স্টাবসের মধ্যে একজনকে ধরে রাখতে পারবে তারা। বাকি তিন দেশজ ক্রিকেটার সম্ভবত হবেন- ক্যাপ্টেন ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল এবং স্পিনার কুলদীপ যাদব।
সৌরভ দিল্লির কোচ না হলেও তাঁর উপর গুরুদায়িত্ব থাকে। কারণ তিনি ডিরেক্টর অফ ক্রিকেট। আইপিএল জয়ের ব্লু প্রিন্ট তৈরিতে তাঁর অবদান থাকবে। ফলে সৌরভ এখনই কোচ হতে চাইবেন কি না তা নিয়ে প্রশ্ন থাকছে।
সৌরভ দিল্লির কোচ না হলেও তাঁর উপর গুরুদায়িত্ব থাকে। কারণ তিনি ডিরেক্টর অফ ক্রিকেট। আইপিএল জয়ের ব্লু প্রিন্ট তৈরিতে তাঁর অবদান থাকবে। ফলে সৌরভ এখনই কোচ হতে চাইবেন কি না তা নিয়ে প্রশ্ন থাকছে।
সৌরভ এখনই সরাসরি কোচ হিসেবে দায়িত্ব নেন কি না সেটাই দেখার। তবে পন্টিংকে সরানোর পর দিল্লির অটোমেটিক চয়েজ যে দাদা, তাতে কোনও সন্দেহ নেই। তবে দাদা আদৌ দিল্লির কোচ হন কি না তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
সৌরভ এখনই সরাসরি কোচ হিসেবে দায়িত্ব নেন কি না সেটাই দেখার। তবে পন্টিংকে সরানোর পর দিল্লির অটোমেটিক চয়েজ যে দাদা, তাতে কোনও সন্দেহ নেই। তবে দাদা আদৌ দিল্লির কোচ হন কি না তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।