Tag Archives: Delhi Capitals

KKR vs DC: দিল্লির বিরুদ্ধে কেকেআরে নতুন বিদেশির অভিষেক! বোলিংয়ে হাল ফিরবে কেকেআরের? জানুন বিস্তারিত

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান করে হারের ক্ষত দীর্ঘ দিন বয়ে বেড়াতে হবে কেকেআরকে। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। জয়ে ফিরতে মরিয়া নাইটরা।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান করে হারের ক্ষত দীর্ঘ দিন বয়ে বেড়াতে হবে কেকেআরকে। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। জয়ে ফিরতে মরিয়া নাইটরা।
দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রথম চিন্তার কারণ হল বোলিং বিভাগের শোচনীয় খারাপ পারফরম্যান্স। ব্যাটাররা যত বড়ই টোটাল করুক না তা সেফ মনে হচ্ছে না কেকেআরের বোলারদের পারফরম্যান্স দেখে। একমাত্র ব্যতিক্রম সুনীল নারিন।
দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রথম চিন্তার কারণ হল বোলিং বিভাগের শোচনীয় খারাপ পারফরম্যান্স। ব্যাটাররা যত বড়ই টোটাল করুক না তা সেফ মনে হচ্ছে না কেকেআরের বোলারদের পারফরম্যান্স দেখে। একমাত্র ব্যতিক্রম সুনীল নারিন।
ফলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের বোলিংয়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল। গত ম্যাচে স্টার্কের চোট থাকায় পরিবর্তে খেলেছিলেন শ্রীলঙ্কার দুষ্মান্তা চামিরা। তবে তিনিও ভার পারফর্ম করতে পারেনননি।
ফলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের বোলিংয়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল। গত ম্যাচে স্টার্কের চোট থাকায় পরিবর্তে খেলেছিলেন শ্রীলঙ্কার দুষ্মান্তা চামিরা। তবে তিনিও ভার পারফর্ম করতে পারেনননি।
কেকেআর সূত্রে খবর, স্টার্কের চোট এখন অনেক ভাল জায়গায় রয়েছে। ফলে দিল্লির বিরুদ্ধে ফিরতে পারেন তিনি। তবে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
কেকেআর সূত্রে খবর, স্টার্কের চোট এখন অনেক ভাল জায়গায় রয়েছে। ফলে দিল্লির বিরুদ্ধে ফিরতে পারেন তিনি। তবে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
আরও একটি সম্ভাবনা রয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে অভিষেক হতে পারে নতুন বিদেশীর। সুনীল নারিন পেতে পারেন নতুন সঙ্গী। কেকেআরের নতুন বিদেশী হিসেবে মাঠে নামতে পারেন আফগান মিস্ট্রি স্পিনার আল্লাহ গজনফর।
আরও একটি সম্ভাবনা রয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে অভিষেক হতে পারে নতুন বিদেশীর। সুনীল নারিন পেতে পারেন নতুন সঙ্গী। কেকেআরের নতুন বিদেশী হিসেবে মাঠে নামতে পারেন আফগান মিস্ট্রি স্পিনার আল্লাহ গজনফর।
মুজিবুর রহমানের বদলে আফগানিস্তানেরই আর এই স্পিনারকে দলে নিয়েছিল শাহরুখের দল। আফগানিস্তানের হয়ে বছর ১৬-র স্পিনার আল্লাহ গজনফর ৩টে টি-২০ এবং ২টি একদিনের ম্যাচ খেলেছেন এই তরুণ স্পিনার। ৬টা প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও আছে।
মুজিবুর রহমানের বদলে আফগানিস্তানেরই আর এই স্পিনারকে দলে নিয়েছিল শাহরুখের দল। আফগানিস্তানের হয়ে বছর ১৬-র স্পিনার আল্লাহ গজনফর ৩টে টি-২০ এবং ২টি একদিনের ম্যাচ খেলেছেন এই তরুণ স্পিনার। ৬টা প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও আছে।
আফগান স্পিনার খেললে সেই জায়গায় বরুণ চক্রবর্তীকে বসানো হতে পারে।সেই জায়গায় খেলতে পারেন চেতন সাকারিয়া বা বৈভব অরোরা। আল্লাহ গজনফর খেললেন স্টার্ক বা দুষ্মান্তা চামিরার জায়গায়। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে টসের পর।
আফগান স্পিনার খেললে সেই জায়গায় বরুণ চক্রবর্তীকে বসানো হতে পারে।সেই জায়গায় খেলতে পারেন চেতন সাকারিয়া বা বৈভব অরোরা। আল্লাহ গজনফর খেললেন স্টার্ক বা দুষ্মান্তা চামিরার জায়গায়। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে টসের পর।

KKR News: দিল্লি ম্যাচের আগে প্রথমবার কেকেআরে ঘটল এমন ঘটনা, যা আইপিএল ইতিহাসে আগে ঘটেনি

কলকাতা: গত ১৭ বছরে এই দৃশ্য দেখেনি কেকেআর ও ইডেন গার্ডেন্স। যা ঘটে গেল রবিবার রাতে। ২৬১ রান করেও পঞ্জাবের বিরুদ্ধে হার কেকেআরের মনোবল কি এতটাই ভেঙে দিয়েছে? যেই কারণে আইপিএলের ইতিহাসে প্রথমবার ইডেনে কেকেআরের অনুশীলন হাজির হলেন শাহরুখ খান। না এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ।

সোমবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ। যেই দিল্লির বিরুদ্ধে প্রথম পর্বের সাক্ষাতে ২৭২ রান করেছিল কেকেআর, সেই দিল্লি এখনও আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টি জিতেছে ঋষভ পন্থের দল। এছাড়া এই দলের ডাগআউটে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে ইডেনে কেকেআরের ম্যাচ হলেও সব আলো কেড়ে নিতে পারেন তিনি। ফলে ঘরের সোমবার কেকেআরের প্রেস্টিজ ফাইট বলাই যায়।

এই সব কিছু জল্পনার মধ্যেই রবিবার রাতে কেকেআরের অনুশীলনে হঠাৎ হাজির শাহরুখ। সঙ্গে ছেলে আব্রাম। সাদা পোশাকে কিং খান মাঠে ঢুকতেই উত্তেজনা কিছুটা বেড়ে যায়। দলের ক্রিকেটারদের সঙ্গে কিছুটা সময় কাটান শাহরুখ। গল্প করেন ক্রিকেট সহ নানা বিষয়ে। ছেলে আব্রামের সঙ্গে ক্রিকেট খেলতেও দেখা যায় কিং খানকে।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: কে থাকল দলে আর কে পড়ল বাদ? টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে মহাচমক! জানুন বিস্তারিত

কিন্তু কেন আইপিএলের ইতিহাসে প্রথমবার কেকেআরের অনুশীলনে হাজির হলেন শাহরুখ খান? এ নিয়ে কিন্তু জল্পনার অন্ত নেই। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা খারাপ সময়ে দলের পাশে দাঁড়াতে ও আত্মবিশ্বাস বাড়াতেই অনুশীলনে যান কিং খান। কবে অপর এক অংশের মনে করেন, সৌরভ যাতে ঘরের মাঠে সব আলো কেড়ে নিতে না পারে সেই কারণেই নাইটদের অনুশীলনে ইডেনে পা বলিউড বাদশার।

KKR vs DC: বাদ দুই তারকা? দিল্লি ম্যাচে কেকেআরে বড় বদল! মহাচমক দিতে পারেন গম্ভীর

ঘরের মাঠে টানা পাঁচ জয়ের লক্ষ্য ছিল কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু দুটি ম্যাচে হার অনেকটাই ধাক্কা দিয়েছে কেকেআরের পরিকল্পনা। এই পরিস্থিতি সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে কেকেআর।
ঘরের মাঠে টানা পাঁচ জয়ের লক্ষ্য ছিল কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু দুটি ম্যাচে হার অনেকটাই ধাক্কা দিয়েছে কেকেআরের পরিকল্পনা। এই পরিস্থিতি সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে কেকেআর।
শেষ ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ২৬১ রান করেও হার। এই লজ্জার হারের ক্ষত কেকেআরকে যে দীর্ঘদিন ভোগাবে তা বলাই যায়। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
শেষ ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ২৬১ রান করেও হার। এই লজ্জার হারের ক্ষত কেকেআরকে যে দীর্ঘদিন ভোগাবে তা বলাই যায়। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫৭ রান করে জিতে আসছে ঋষভ পন্থের দল। যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল কেকেআর সেই দিল্লি এখন আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা। এবার ইডেনে বদলার ম্যাচ দিল্লির।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫৭ রান করে জিতে আসছে ঋষভ পন্থের দল। যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল কেকেআর সেই দিল্লি এখন আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা। এবার ইডেনে বদলার ম্যাচ দিল্লির।
দিল্লি বিরুদ্ধে নামার আগে দলকে পেপটক দিয়েছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এই দল যে ঘুড়ে দাঁড়াতে পারে সেই বিশ্বাসই জুগিয়েছেন ক্রিকেটারদের। দলের ভুল-ত্রুটি শুধরে দেওয়ার চেষ্টা করেছেন গম্ভীরও।
দিল্লি বিরুদ্ধে নামার আগে দলকে পেপটক দিয়েছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এই দল যে ঘুড়ে দাঁড়াতে পারে সেই বিশ্বাসই জুগিয়েছেন ক্রিকেটারদের। দলের ভুল-ত্রুটি শুধরে দেওয়ার চেষ্টা করেছেন গম্ভীরও।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রথম একাদশে পরিবর্তন আসতে পারে সেই কথা বলাই যায়। বিশেষ করে বোলিং বিভাগে বড় পরিবর্তন দেখা যেতে পারে। ব্যাটিংয়ে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা কম।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রথম একাদশে পরিবর্তন আসতে পারে সেই কথা বলাই যায়। বিশেষ করে বোলিং বিভাগে বড় পরিবর্তন দেখা যেতে পারে। ব্যাটিংয়ে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা কম।
বোলিংয়ে গত ম্যাচে স্টার্কের পরিবর্তে খেলেছিলেন দুষ্মান্তা চামিরা। কিন্তু ভাল পারফর্ম করতে পারেননি। কেকেআর সূত্রে খবর, স্টার্কের চোট এখন অনেক ভাল জায়গায় রয়েছে। ফলে দিল্লির বিরুদ্ধে ফিরতে পারেন তিনি। এছাড়া আফগান মিস্ট্রি স্পিনাপ আল্লাহ গজনফরকে খেলিয়ে চমক দিতে পারে কেকেআর। সেক্ষেত্রে বরুণ চক্রবর্তীকে বসিয়ে দলে আসতে পারেন আরেক ভারতীয় পেসার। বরুণ চক্রবর্তীর পারফরম্যান্সও খুব একটা ভাল নয়।
বোলিংয়ে গত ম্যাচে স্টার্কের পরিবর্তে খেলেছিলেন দুষ্মান্তা চামিরা। কিন্তু ভাল পারফর্ম করতে পারেননি। কেকেআর সূত্রে খবর, স্টার্কের চোট এখন অনেক ভাল জায়গায় রয়েছে। ফলে দিল্লির বিরুদ্ধে ফিরতে পারেন তিনি। এছাড়া আফগান মিস্ট্রি স্পিনাপ আল্লাহ গজনফরকে খেলিয়ে চমক দিতে পারে কেকেআর। সেক্ষেত্রে বরুণ চক্রবর্তীকে বসিয়ে দলে আসতে পারেন আরেক ভারতীয় পেসার। বরুণ চক্রবর্তীর পারফরম্যান্সও খুব একটা ভাল নয়।
এক ঝলকে দেখে নিন দিল্লির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক / আল্লাহ গজনফর, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী / চেতন সাকারিয়া। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা
এক ঝলকে দেখে নিন দিল্লির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক / আল্লাহ গজনফর, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী / চেতন সাকারিয়া। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা
এক ঝলকে দেখে নিন দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ:  পৃথ্বি শ, জ্যাক ফ্রাসার ম্যাকগ্রাক, অভিষেক পোড়েল, সাই হোপ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, লিজার্ড উইলিয়ামস, ,মুকেশ কুমার. খালিল আহমেদ। ইমপ্যাক্ট প্লেয়ার: রাসিখ সালাম।
এক ঝলকে দেখে নিন দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: পৃথ্বি শ, জ্যাক ফ্রাসার ম্যাকগ্রাক, অভিষেক পোড়েল, সাই হোপ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, লিজার্ড উইলিয়ামস, ,মুকেশ কুমার. খালিল আহমেদ। ইমপ্যাক্ট প্লেয়ার: রাসিখ সালাম।

KKR News: দিল্লি ম্যাচের আগে কেকেআরের ৩টি বড় চিন্তা! কী করবেন গম্ভীর? জেনে নিন বিস্তারিত

শেষ ৫টি ম্যাচে ৩টি হার। তার মধ্যে ঘরের মাঠে ২টি হার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান করেও লজ্জার হারের পর কিছুটা হলেও ব্যাকফুটে কেকেআর। এই পরিস্থিতিতে সোমবার কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
শেষ ৫টি ম্যাচে ৩টি হার। তার মধ্যে ঘরের মাঠে ২টি হার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান করেও লজ্জার হারের পর কিছুটা হলেও ব্যাকফুটে কেকেআর। এই পরিস্থিতিতে সোমবার কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫৭ রান করে জিতে আসছে ঋষভ পন্থের দল। যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল কেকেআর সেই দিল্লি এখন আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫৭ রান করে জিতে আসছে ঋষভ পন্থের দল। যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল কেকেআর সেই দিল্লি এখন আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা।
দিল্লি বিরুদ্ধে নামার আগে দলকে পেপটক দিয়েছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এই দল যে ঘুড়ে দাঁড়াতে পারে সেই বিশ্বাসই জুগিয়েছেন ক্রিকেটারদের। দলের ভুল-ত্রুটি শুধরে দেওয়ার চেষ্টা করেছেন গম্ভীরও। তবে দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরকে চিন্তায় রেখেছে ৩টি কারণ।
দিল্লি বিরুদ্ধে নামার আগে দলকে পেপটক দিয়েছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এই দল যে ঘুড়ে দাঁড়াতে পারে সেই বিশ্বাসই জুগিয়েছেন ক্রিকেটারদের। দলের ভুল-ত্রুটি শুধরে দেওয়ার চেষ্টা করেছেন গম্ভীরও। তবে দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরকে চিন্তায় রেখেছে ৩টি কারণ।
পেস অ্যাটাকের করুণ দশা: কেকেআরের পেস অ্যাটাকের করুণ দশা অন্যতম চিন্তার কারণ দিল্লি ম্যাচের আগে। মিচেল স্টার্কের অফ ফর্ম। চোটের কারণে গত ম্যাচ না খেললেও পরিবর্তে খেলা দুষ্মান্তা চামিরাও ভাল বোলিং করতে ব্যর্থ হয়েছেন। হর্ষিত রানা মরশুমের শুরুটা ভাল করলেও শেষ কয়েকটি অনেক রান খরচ করছেন।  ফলেপেস অ্যাটাককে শোধরাতে না পারলে কেকেআরের কপালে আরও দুঃখ রয়েছে।
পেস অ্যাটাকের করুণ দশা: কেকেআরের পেস অ্যাটাকের করুণ দশা অন্যতম চিন্তার কারণ দিল্লি ম্যাচের আগে। মিচেল স্টার্কের অফ ফর্ম। চোটের কারণে গত ম্যাচ না খেললেও পরিবর্তে খেলা দুষ্মান্তা চামিরাও ভাল বোলিং করতে ব্যর্থ হয়েছেন। হর্ষিত রানা মরশুমের শুরুটা ভাল করলেও শেষ কয়েকটি অনেক রান খরচ করছেন। ফলেপেস অ্যাটাককে শোধরাতে না পারলে কেকেআরের কপালে আরও দুঃখ রয়েছে।
বরুণ চক্রবর্তীর খারাপ বোলিং: বিগত এক দশকের বেশি সময় ধরে কেকেআরের বোলিংয়ের প্রধান শক্তি ছিল স্পিন বিভাগ। সুনীল নারিন নিজের জায়গা ধরে রাখলেও বরুণ চক্রবর্তী থেকে অনুকুল রান একেবারেই দলের প্রত্যাশা পূরণ করতে পারছেন না। শেষ ম্যাচেও বরুণ ৩ ওভারে ৪৬ ও অনুকুল ২ ওভারে ৩৬ রান দিয়েছেন। কেকেআরর স্পিন বিভাগ ফর্মে ফিরলেই সমস্যা অনেকটা কমবে।
বরুণ চক্রবর্তীর খারাপ বোলিং: বিগত এক দশকের বেশি সময় ধরে কেকেআরের বোলিংয়ের প্রধান শক্তি ছিল স্পিন বিভাগ। সুনীল নারিন নিজের জায়গা ধরে রাখলেও বরুণ চক্রবর্তী থেকে অনুকুল রান একেবারেই দলের প্রত্যাশা পূরণ করতে পারছেন না। শেষ ম্যাচেও বরুণ ৩ ওভারে ৪৬ ও অনুকুল ২ ওভারে ৩৬ রান দিয়েছেন। কেকেআরর স্পিন বিভাগ ফর্মে ফিরলেই সমস্যা অনেকটা কমবে।
ইডেন গার্ডেন্সের উইকেট: কেকেআর আরও একটি বড় চিন্তা হল হল ইডেন গার্ডেন্সের পিচ। ইডেনের উইকেট সাধারণত স্পিন থাকে। কিন্তু এবার একেবারে পাটা উইকেট ইডেনে। যেখানে কোনও টোটালই সেফ মনে হচ্ছে না। ব্যাটাররা বড় রান করলেও কোনও কোনও টোটালই সেফ মনে হচ্ছে না।
ইডেন গার্ডেন্সের উইকেট: কেকেআর আরও একটি বড় চিন্তা হল হল ইডেন গার্ডেন্সের পিচ। ইডেনের উইকেট সাধারণত স্পিন থাকে। কিন্তু এবার একেবারে পাটা উইকেট ইডেনে। যেখানে কোনও টোটালই সেফ মনে হচ্ছে না। ব্যাটাররা বড় রান করলেও কোনও কোনও টোটালই সেফ মনে হচ্ছে না।

Ishan Kishan on DC vs MI IPL match: আইপিএলেও অন্যায়! বিসিসিআইয়ের কড়া শাস্তির কোপে ঈশান কিসান

আগে ‘অবাধ্যতা’র জন্য নানা সমস্যায় পড়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিসান, এ বার আইপিএলেও শাস্তির মুখে পড়লেন ক্রিকেটার। দিল্লির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের জন্য বিসিসিআইয়ের শাস্তির মুখে পড়তে হয়েছে ঈশানকে।

আরও খবর: ১৬ বছর আগে শিশুর মৃত্যু, চিকিৎসার গাফিলতির জন্য ১০ লক্ষ টাকা জরিমানা হাসপাতালের

ভারতীয় বোর্ড জানিয়েছে, আইপিএলের আচরণবিধির ২.২ ধারায় লেভেল ১ অফেন্সে অভিযুক্ত হয়েছেন ২৫ বছর বয়সি ভারতীয় ক্রিকেটার। কী রয়েছে এই আইপিএলের আচরণবিধির ২.২ ধারায়? যে আচরণগুলি ক্রিকেটে গ্রহণযোগ্য নয় বা ক্রিকেটের স্পিরিটের বহির্ভূত। যেমন, উইকেটে ইচ্ছাকৃত ভাবে লাথি মারা বা আঘাত করা, অ্যাডভার্টাইজ়িং বোর্ড, সাজঘরের দরজা, জানলা বা অন্যান্য জিনিষের ক্ষতি করা এই ধারায় অপরাধ হিসাবে মানা হয়।

আরও খবর: তিন বছর পরে ধরে ভারতে আটকে বাংলাদেশি শিশু, অবশেষে ফিরল দেশে

ম্যাচের শেষে ঈশান কিসানকে ডেকে পাঠান ম্যাচ রেফারি। ঈশান তার অপরাধ স্বীকার করে নিয়েছেন, বিসিসিআই নিয়ম মতো ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। তবে ঠিক কী অপরাধ করেছেন তা জানাননি কর্তৃপক্ষ। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। তার পর আইপিএলে ফিরেও তাঁকে ফের শাস্তির মুখে পড়তে হল।

KKR News: দিল্লির বিরুদ্ধে শক্তি বাড়বে কেকেআরের পেস অ্যাটাকের! এল বড় আপডেট

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ২৬১ রান করেও হার। এই লজ্জার হারের ক্ষত কেকেআরকে যে দীর্ঘদিন ভোগাবে তা বলাই যায়। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ২৬১ রান করেও হার। এই লজ্জার হারের ক্ষত কেকেআরকে যে দীর্ঘদিন ভোগাবে তা বলাই যায়। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫৭ রান করে জিতে আসছে ঋষভ পন্থের দল। যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল কেকেআর সেই দিল্লি এখন আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫৭ রান করে জিতে আসছে ঋষভ পন্থের দল। যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল কেকেআর সেই দিল্লি এখন আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা।
দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রধান চিন্তা দলের দুর্বল বোলিং। বিশেষ করে দলের পেস অ্যাটাক একেবারেই ছন্দে নেই। তবে দিল্লি বিরুদ্ধে নামার আগে পেস অ্যাটাকের শক্তি বাড়তে পারে কেকেআরের।
দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রধান চিন্তা দলের দুর্বল বোলিং। বিশেষ করে দলের পেস অ্যাটাক একেবারেই ছন্দে নেই। তবে দিল্লি বিরুদ্ধে নামার আগে পেস অ্যাটাকের শক্তি বাড়তে পারে কেকেআরের।
আঙুলে চোটের কারণে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে পারেননিন মিচেল স্টার্ক। পরিবর্তে খেলেছিলেন দুষ্মান্তা চামিরা। কিন্তু শ্রীলঙ্কার পেসারও ভাল পারফর্ম করতে পারেননি। ৩ ওভারে দিয়েছেন ৪৮ রান।
আঙুলে চোটের কারণে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে পারেননিন মিচেল স্টার্ক। পরিবর্তে খেলেছিলেন দুষ্মান্তা চামিরা। কিন্তু শ্রীলঙ্কার পেসারও ভাল পারফর্ম করতে পারেননি। ৩ ওভারে দিয়েছেন ৪৮ রান।
নাইট সূত্রের খবর, মিচেল স্টার্ক অনেকটাই সুস্থ। আঙুলের চোট থেকে অনেকটাই মুক্ত তিনি। রবিবার অনুশীলন শুরু করার কথা অস্ট্রেলীয় পেসারের। ফিট সার্টিফিকেট না পেলেও নাইট শিবির তাঁকে নিয়ে আশাবাদী।
নাইট সূত্রের খবর, মিচেল স্টার্ক অনেকটাই সুস্থ। আঙুলের চোট থেকে অনেকটাই মুক্ত তিনি। রবিবার অনুশীলন শুরু করার কথা অস্ট্রেলীয় পেসারের। ফিট সার্টিফিকেট না পেলেও নাইট শিবির তাঁকে নিয়ে আশাবাদী।
স্টার্ক ভাল পারফর্ম করতে পারেননি। কিন্তু তাঁকে দলে লাক ফ্যাক্টর হিসেবে দেখছেন কেকেআর ফ্যানেরা। আর স্টার্কের অভিজ্ঞতার উপর ভরসা রাখছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। ফলে দিল্লির বিরুদ্ধে কেকেআরের পেস অ্যাটাককে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে স্টার্ককে।
স্টার্ক ভাল পারফর্ম করতে পারেননি। কিন্তু তাঁকে দলে লাক ফ্যাক্টর হিসেবে দেখছেন কেকেআর ফ্যানেরা। আর স্টার্কের অভিজ্ঞতার উপর ভরসা রাখছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। ফলে দিল্লির বিরুদ্ধে কেকেআরের পেস অ্যাটাককে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে স্টার্ককে।

IPL 2024 KKR vs DC: সৌরভের দিল্লির বিরুদ্ধে ইডেনে কেকেআরের প্রেস্টিজ ফাইট, জয়ে ফিরতে মাস্টার প্ল্যান তৈরি গম্ভীরের

কলকাতা: ঘরের মাঠে পরপর পাঁচটি ম্যাত জিতে প্লে অফের টিকিট পাকা করবে ভেবেছিল কেকেআর। কিন্তু অ্যাওয়ে ম্যাচে ভাল পারফর্ম করলেও ইডেনে এসেই যেন তাল কেটেছে নাইটদের। শেষ ৫টি ম্যাচের মধ্যে ৩টিতে হার। তার মধ্যে ঘরের মাঠে দুটি। শুধু হার নয়, রাজস্থানের বিরুদ্ধে ২২৩ রান ও পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান করে হার। বর্তমানে কেকেআররের বোলিং লাইনকে একেবারে দিশেহারা দেখাচ্ছে। একমাত্র ব্যতিক্রম সুনীল নারিন।

জয়ের হ্যাটট্রিক দিয়ে মরশুম শুরু করলেও বর্তমানে যা পরিস্থিতি আর কয়েকটি ম্যাচ এদিক-ওদিক হলে প্লে অফে ওঠার লড়াই খুব কঠিন হয়ে দাঁড়াবে। এই পরিস্থিতি সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। প্রথম লেগে যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল নাইটরা, সেই দিল্লি এখনও আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ঋষভ পন্থের দল।

কেকেআরের পরের দুটি ম্যাচ দিল্লি ও মুম্বইয়ের বিরুদ্ধে। তাই শনিবার এই দুই দলের মুখোমুখি সাক্ষাতের দিকে নজর রেখেছিল নাইটরা। দিল্লি প্রথমে ব্যাট করে ২৫৭ রান করে, জবাবে মুম্বইও পৌছে যায় ২৪৭-এ। ফলে এই দলের ব্যাটিং ও নিজেদের বোলিংয়ের বর্তমান পরিস্থিতি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে একটি হলেও চিন্তা বাড়িয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের।

তবে পঞ্জাবের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে দলকে ঘুড়ে দাঁড়ানোর পেপ টক দিয়েছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। নিজেদের উপর বিশ্বাস রাখার ও একে-অপরের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। এই দলই ভাল ক্রিকেট খেলে ফের ঘুড়ে দাঁড়াতে পারে বলেও জানিয়েছেন কেকেআর কোচ। প্লেয়াররাও ঘুড়ে দাঁড়াতে বদ্ধপরিকর। অনুশীলনে কোনও খামতি রাখছে না।

দিল্লির বিরুদ্ধে নামার আগে ব্যাটিং নিয়ে তেমন কোনও চিন্তা নেই কেকেআর শিবিরের। বোলিং নিয়েই যত চিন্তা। কী কম্বিনেশন হবে সেটাও দেখার। স্টার্ক চোট সারিয়ে ফিরতে পারেন দিল্লির বিরুদ্ধে। তবে নারিন বাদে সবাই দিল্লির বিরুদ্ধে খারাপ বোলিং করেছেন। ফলে এতগুলি পরিবর্তন করা সম্ভব নয়, সঠিকও নয়। যা শক্তি রয়েছে তা নিয়েই ঘুড়ে দাঁড়ানোর ছক কষছেন গৌতম গম্ভীর।

আরও পড়ুনঃ T20 World Cup 2024 Team India Squad: রোহিত-আগরকর বৈঠক! টি-২০ বিশ্বকাপের দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত? বড় আপডেট

ঘরের মাঠে দিল্লির ম্যাচে উইকেটে কিছু পরিবর্তন দেখা যায় কিনা সেটাই দেখার। কারণ এর আগে ইডেনের উইকেটে স্পিনারদের সাহায্য থাকত। এবার পুরো পাটা উইকেট বলেই এমন হাইস্কোরিং ম্যাচ হচ্ছে। ফলে দিল্লি ম্যাচের আগে পিচের চরিত্র কিছুটা বদল করে কেকেআরের সাহায্য করা হবে কিনা সেটাও দেখার। স্পিন অস্ত্রেই দিল্লিকে হারানোর রণনীতি তৈরি করছে কেকেআর। ঘরের মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের বিরুদ্ধে প্রেস্টিজ ফাইটে জয় ছাড়া কিছুই ভাবছে না নাইটরা।

Fan injured on DC vs MI match: আইপিএলে দুর্ঘটনা, দিল্লি বনাম মুম্বই ম্যাচে ছক্কার ঘায়ে আহত দর্শক

আইপিএলে ম্যাচ চলাকালীন ঘটল দুর্ঘটনা। মুম্বই বনাম দিল্লি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার টিম ডেভিড ছক্কার আঘাতে আহত হন স্টেডিয়ামে উপস্থিত এক দর্শক।

আরও খবর: রোদের মধ্যে বেরোতে হচ্ছে, মাথায় পরতে পারেন এসি হেলমেট, কোথায় পাওয়া যাবে?

অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি বনাম মুম্বই ম্যাচে ছয়-চারের বন্যা হচ্ছিল। ১৪তম ওভারে খলিল আহমেদের একটি স্লোয়ার বলে ছয় মারেন টিম ডেভিড। স্টেডিয়ামে উপস্থিত এক দর্শক বলটিকে ক্যাচ ধরতে গেলে বলটি সোজা তার মুখে আঘাত করে। আঘাত পাওয়ার পরেই রক্তপাত শুরু হয়। তার পরে নিরাপত্তা কর্মীরা তাঁকে উদ্ধার করেন এবং তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ছেড়ে নিয়ে যাওয়া হয়।

আরও খবর: ১৬ বছর আগে শিশুর মৃত্যু, চিকিৎসার গাফিলতির জন্য ১০ লক্ষ টাকা জরিমানা হাসপাতালের

প্রসঙ্গত, দিল্লি বনাম মুম্বইয়ের ম্যাচে দু’টি দলই বড় রান করে। প্রথমে ব্যাট করে দিল্লি নির্ধারিত ২০ ওভারে পাহাড়প্রমাণ ২৫৭ রান করে। পরে ব্যাট করতে নেমে ভাল শুরু করেও ২৪৭ রানে থেমে যায়। ১০ রানে দিতে আইপিএলের দৌড়ে ফিরে এল দিল্লি ক্যাপিটালস।

২৭ বলে ৮৪! মুড়ি-মুড়কির মতো বাউন্ডারি! আইপিএলে বিদায় ঘণ্টা বেজে গেল ‘বড় দলের’!

নয়াদিল্লি: মুড়ি-মুড়কির মতো বাউন্ডারি আর ছক্কা! আইপিএলে তাণ্ডব অজি ব্যাটারের।

আইপিএলে দিল্লি ক্যাপিটালস হারাল মুম্বাই ইন্ডিয়ান্সকে। সৌজন্যে জ্যাক ফ্রেজার ম্যাগগুর্ক। এই অজি ব্যাটার এদিন বুলডোজার চালালেন হার্দিক পান্ডিয়ার বোলারদের উপর দিয়ে।

মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। দিল্লির হয়ে ওপেন করতে আসা জ্যাক ফ্রেজার ম্যাগগুর্ক দুর্দান্ত ফর্মে ছিলেন। ২৭ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

আরও পড়ুন- মাত্র এক রানের জন্য ঝামেলায় জড়ালেন গৌতম গম্ভীর, ভাইরাল ভিডিয়ো

দিল্লির হয়ে ব্যাটিং ওপেনিং করে দারুণ শুরু করেন ফ্রেজার ম্যাকগার্ক। প্রথম বল থেকেই ছন্দে ছিলেন তিনি। ফ্রেজার তাঁর ইনিংসে ১১টি চার ও ৬টি ছক্কা মারেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০০। এবারের আইপিএলে অসাধারণ পারফর্ম করছেন ফ্রেজার। এখনও পর্যন্ত ৫ ম্যাচে ২৪৭ রান করেছেন তিনি। ৩টি হাফ সেঞ্চুরিও আছে তাঁর নামের পাশে।

আইপিএলে বর্তমানে দিল্লি ক্যাপিটালসের অবস্থা ভাল। এখনও পর্যন্ত ৯টি ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে দিল্লি। ফলে প্লে-অফের আশা এখনও আছে। মুম্বই ইন্ডিয়ান্সে আপাতত পয়েন্ট টেবিলে ৯-এ। ফলে বোঝাই যাচ্ছে, প্লে-অফে খেলার আশা তাঁদের ক্রমশ ক্ষীণ হচ্ছে।

আরও পড়ুন- KKR vs PBKS: টি-২০ ক্রিকেটে নয়া ইতিহাস তৈরি করল পঞ্জাব কিংস,গড়ল দুই বিশ্বরেকর্ড

দিল্লি এদিন চার উইকেট হারিয়ে ২৫৭ রান করে। মুম্বই ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান করে। এই হারের ফলে মুম্বই আরও কোণঠাঁসা হয়ে গেল। হার্দিক পান্ডিয়া এদিন ২৪ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। ৩২ বলে ৬৩ রান করেন তিলক বর্মা।

IPL 2024 GT vs DC: এবারের আইপিএলে গুজরাতের লজ্জার রেকর্ড! সব থেকে কম রানে ইনিংস শেষ

আহমেদাবাদ: হাই স্কোরিং আইপিএল এবার। যেখানে ২০০ – র বেশি রান উঠল একাধিক ম্যাচে, সেখানে গুজরাত টাইটানস এর উল্টো রেকর্ড। এবারের আইপিএলে সব থেকে কম স্কোর করল শুভমন গিলের গুজরাত।

আরও পড়ুনঃ বিরাট-অনুষ্কার ছেলে অকায়কে কার মতো দেখতে? মা নাকি বাবা? জানালেন ফটোগ্রাফার

দিল্লির বিরুদ্ধে মাত্র ৮৯ রানে শেষ গুজরাত। বাংলার পেশার মুকেশ কুমার নিলেন ৩ উইকেট। রশিদ খান করলেন ৩২ রান। তিনি ছাড়া আর কোনও গুজরাত ব্যাটারের রান বলার মতো নয়। ঋদ্ধিমান সাহা, শুভমন গিল ফ্লপ।

গুজরাত এমনিতেই এবার বেশ চাপে রয়েছে। শামির চোট, হার্দিক পান্ডিয়া চলে গিয়েছেন মুম্বইতে। পয়েন্ট টেবলেও ভাল জায়গায় নেই তারা। আর তার ওপর এদিন এত কম রানে দিল্লির বিরুদ্ধে ইনিংস শেষ তাদের। ৬ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবলের ৬ নম্বরে গুজরাত।

এদিন শুরু থেকেই গুজরাতকে চেপে ধরেন দিল্লির বোলাররা। ইশান্ত শর্মা, খলিল আহমেদ, মুকেশ কুমারের দাপটে শুরু থেকে ধিমে তালে খেলতে থাকে গুজরাত। তার ওপর নিয়মিত উইকেট হারাতে থাকে তারা।