ডি মারিয়া জানান, ‘‘আমরা ওঁর জন্য এটা জিততে পেরেছিলাম৷’’ তিনি আরও বলেন , ‘‘ওঁকে আনন্দ দিতে চেয়েছিলাম৷’’ Photo- AP

Lionel Messi Injury: পায়ে কী মারাত্মক আঘাত পেয়েছেন মেসি, জানেন কি? ফটো দেখলে চোখে জল আসবে

: লিওনেল মেসি কোপা আমেরিকা জিতলেন৷ ২০২০-র পর ফের আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হল কোপা আমেরিকা৷ ২০২৪-র লাতিন আমেরিকা সেরা হল নীল সাদা ব্রিগেড৷ পরপর কোপা, বিশ্বকাপ কোপা জয়ের আনন্দের দিনে বিঁধে রইল চোট কাঁটা৷
: লিওনেল মেসি কোপা আমেরিকা জিতলেন৷ ২০২০-র পর ফের আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হল কোপা আমেরিকা৷ ২০২৪-র লাতিন আমেরিকা সেরা হল নীল সাদা ব্রিগেড৷ পরপর কোপা, বিশ্বকাপ কোপা জয়ের আনন্দের দিনে বিঁধে রইল চোট কাঁটা৷
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ফাইনালের ৬৪ মিনিটে  খেলার মুহূর্তে মাঠ থেকে উঠে যান৷ এদিন ম্যাচ চলাকালীনই পায়ে চোট পেয়ে যান৷ রবিবার ডান গোড়ালি অত্যন্ত খারাপ হয়ে যায়৷
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ফাইনালের ৬৪ মিনিটে  খেলার মুহূর্তে মাঠ থেকে উঠে যান৷ এদিন ম্যাচ চলাকালীনই পায়ে চোট পেয়ে যান৷ রবিবার ডান গোড়ালি অত্যন্ত খারাপ হয়ে যায়৷
৩৭ বছরের তারকা প্লেয়ারের চোটে অবশ্য  কোনওরকম বাইরের আঘাত ছিল না বলে দাবি৷ আর্জেন্টিনা এদিন ১৬তম কোপা আমেরিকা খেতাব জিতল ৷ কলম্বিয়াকে ১-০ গোলে হারাল আর্জেন্টিনা৷ Photo- AP
৩৭ বছরের তারকা প্লেয়ারের চোটে অবশ্য  কোনওরকম বাইরের আঘাত ছিল না বলে দাবি৷ আর্জেন্টিনা এদিন ১৬তম কোপা আমেরিকা খেতাব জিতল ৷ কলম্বিয়াকে ১-০ গোলে হারাল আর্জেন্টিনা৷ Photo- AP
আর্জেন্টিনা বেঞ্চে ফিরে যাওয়ার আগে মাঠে বেশ কিছুক্ষণ শুয়ে ছিলেন তিনি৷ মাঠে ট্রেনাররা উঠে আসেন৷ ডান পা থেকে জুতো খুলে নিতে হয়৷ Photo- AP
আর্জেন্টিনা বেঞ্চে ফিরে যাওয়ার আগে মাঠে বেশ কিছুক্ষণ শুয়ে ছিলেন তিনি৷ মাঠে ট্রেনাররা উঠে আসেন৷ ডান পা থেকে জুতো খুলে নিতে হয়৷ Photo- AP
এদিন মাঠ ছেড়ে উঠে আসছিলেন তখন ৮ বারের ব্যালন ডি অর জয়ী আর্জেন্টিনা অধিনায়ক নিজের আর্মব্যান্ড খুলে ফেলেন৷ নিজের জুতো মাঠের বাইরে ছুঁড়ে খুলে ফেলে দেন৷ Photo- AP
এদিন মাঠ ছেড়ে উঠে আসছিলেন তখন ৮ বারের ব্যালন ডি অর জয়ী আর্জেন্টিনা অধিনায়ক নিজের আর্মব্যান্ড খুলে ফেলেন৷ নিজের জুতো মাঠের বাইরে ছুঁড়ে খুলে ফেলে দেন৷ Photo- AP
মেসি পা টানতে টানতে ম্যাচ জয়ের পর মাঠে ফিরে আসেন৷ তখন অবশ্য মুড খুব ভালই ছিল৷ তিনি হাততালি দিয়ে ট্রফি নিয়ে মাঠে ঘুরছিলেন৷ তাঁর সঙ্গে ছিলেন নিকোলাস ওটামেন্ডি, অ্যাঞ্জেল ডি মারিয়া৷ Photo- AP
মেসি পা টানতে টানতে ম্যাচ জয়ের পর মাঠে ফিরে আসেন৷ তখন অবশ্য মুড খুব ভালই ছিল৷ তিনি হাততালি দিয়ে ট্রফি নিয়ে মাঠে ঘুরছিলেন৷ তাঁর সঙ্গে ছিলেন নিকোলাস ওটামেন্ডি, অ্যাঞ্জেল ডি মারিয়া৷ Photo- AP
ডি মারিয়া জানান, ‘‘আমরা ওঁর জন্য এটা জিততে পেরেছিলাম৷’’ তিনি আরও বলেন , ‘‘ওঁকে আনন্দ দিতে চেয়েছিলাম৷’’ Photo- AP
ডি মারিয়া জানান, ‘‘আমরা ওঁর জন্য এটা জিততে পেরেছিলাম৷’’ তিনি আরও বলেন , ‘‘ওঁকে আনন্দ দিতে চেয়েছিলাম৷’’ Photo- AP
এটা তাঁর ৩৯ তম এবং সম্ভবত শেষ কোপা আমেরিকা লিওনেল মেসির৷ এবারের কোপা আমেরিকাতে একটিমাত্র গোল করেন এলএম টেন৷ খেলার ৩৬ মিনিটে চোটে কঁকিয়ে পড়েন মেসি৷  সেই সময়ে তাঁর বাঁ গোড়ালি স্যান্টিয়াগো অ্যারিয়াস ধরেন৷ কিন্তু এর তিন মিনিট পরে মাঠে ফিরে আসেন৷ Photo- AP
এটা তাঁর ৩৯ তম এবং সম্ভবত শেষ কোপা আমেরিকা লিওনেল মেসির৷ এবারের কোপা আমেরিকাতে একটিমাত্র গোল করেন এলএম টেন৷ খেলার ৩৬ মিনিটে চোটে কঁকিয়ে পড়েন মেসি৷  সেই সময়ে তাঁর বাঁ গোড়ালি স্যান্টিয়াগো অ্যারিয়াস ধরেন৷ কিন্তু এর তিন মিনিট পরে মাঠে ফিরে আসেন৷ Photo- AP