কর্মই ধর্ম!

Bangla News: কর্মই ধর্ম! ১০ জন টানা রিক্সাওয়ালাকে কলকাতা ঘোরালেন পুলিশ কর্মী বাপন দাস

কলকাতাঃ কর্মই ধর্ম। মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান। তাই প্রতি বছরের মতো এবারও কলকাতা রাস্তায় দেখা গেল কলকাতা পুলিশ কর্মী বাপন দাসকে। টানা রিক্সাওয়ালাদের তাঁদের রিক্সায় বসিয়ে, কলকাতার পোদ্দার কোর্ট, লালবাজার স্ট্রিট, বৌ বাজার ও বড়বাজার এলাকায় প্রায় ১০ জন টানা রিক্সাওয়ালা কলকাতা শহর ঘোরালেন পুলিশ কর্মী বাপন দাস।

আরও পড়ুনঃ উপনির্বাচনে ভোট বাড়াল বাম-কংগ্রেস! কিছুটা হলেও হল মুখরক্ষা, কী বলছে পরিসংখ্যান?

নিজের রিক্সায় বসে মহাআনন্দে ঘুরলেন, রামেশ্বর যাদব, বাবুলাল রায়, জুবের আলির মতো রিক্সাওয়ালারা । এরা কেউ ২০ বছর কেউ ২৫ বছর ধরে কলকাতার রাস্তায় টানা রিক্সা টানে। সবার হাতে মিষ্টি পেকেট ধরিয়ে বাপন বাবু বলেন কর্মই ধর্ম। ৯ বছর ধরে এই কাজ করছি, প্রতিবছর রথের দিন শিলিগুড়ি ও উল্টো রথে কলকাতায় কাজটা করি।

তিনি আরও বলেন, ‘ভাললাগে এসব করতে মানুষ মানুষের জন্য।’ এর আগে তিনি করোনার সময় পুলিশ দিবসে ইসলামপুর মহকুমা হাসপাতালে রোগীও তাঁদের আত্মীয়দের হাতে মাক্স ও স্যানিটাইজার তুলে দিলেন কলকাতা পুলিশের কনষ্টেবল বাপন দাস।