Tag Archives: Kolkata Police

Kolkata: হঠাৎ বিকট আওয়াজ, তারপরই ভেঙে পড়ল ‘দানব’! কলকাতায় ভয়ঙ্কর ঘটনা, কাতরাতে-কাতরাতে মৃত্যু এক ব্যক্তির

কলকাতা: গাছ ভেঙে পড়ে কলকাতার গল্ফগ্রিনে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে, শুক্রবার সকালে গল্ফগ্রিনের নেতাজি মূর্তির পাশে প্রথমে একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে, সেই গাছটি একটি নিমগাছের উপর পড়লে নিমগাছটিও ভেঙে পড়ে ওই ব্যক্তির উপর। আর তাতেই মৃত্যু হয় আলোক কয়াল নামে এক ব্যক্তির। পেশায় তিনি রিকশাচালক।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে বৃষ্টির সময় রাস্তার ধারে রিকশায় বসেছিলেন তিনি। সেই সময়েই তাঁর রিকশার উপর ভেঙে পড়ে একটি গাছ। তাতেই গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন: নিজের যাওয়ার সময় হয়ে এল, এবার বিরাট কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য দ্রাবিড়ের! ফাইনালের আগে ধুন্ধুমার

পুলিশ সূত্রে খবর, বৃষ্টির সময় গল্ফগ্রিন সেন্ট্রাল পার্কের সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা রিকশায় ছিলেন ওই ব্যক্তি। আচমকা জোরে হাওয়া দেয় এবং পাশের একটি গাছ ভেঙে রিকশার উপরে পড়ে। তাতেই ঘটে ওই মর্মান্তিক ঘটনা।

ঘটনার পরপরই ৯৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাশগুপ্ত ঘটনাস্থলে পৌঁছন। তিনি বলেন, ”গল্ফগ্রিনে একাধিক গাছ এমন রয়েছে, যেগুলোর ডালপালা কাটতে হবে। পুরনো গাছ যে কোনও সময় ভাঙতে পারে। দেবাশিষ কুমারকে জানিয়েছি। মৃতের পরিবারের পাশে থাকব।”

South 24 Parganas News: প্রণাম- সচেতনতা শিবিরের মাধ্যমে ভাঙড়ে বয়স্কদের পাশে পুলিশ

দক্ষিণ ২৪ পরগনা: বয়স্ক নাগরিকদের অধিকার নিয়ে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের উদ্যোগে ‘প্রণাম’ শীর্ষক সচেতনতা। বিভিন্ন সময় দেখা যায় প্রবীণ নাগরিকরা বাড়িতেই নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। অনেক অসহায় বৃদ্ধ-বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেন ছেলে মেয়েরা। এক্ষেত্রে তার কি প্রতিকার এবং বয়স্ক নাগরিকরা কিভাবে আইনি সহযোগিতা পাবেন তা মূলত এদিন ওই অনুষ্ঠানে তুলে ধরা হয়।

আরও পড়ুন:  অবশেষে সুখবর! ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠছে জালে! শহরের বাজারে ইলিশের বন্যা? কমবে দাম?

২০০৭ সালে লোকসভায় একটি নতুন আইন পাস হয়েছে। সেখানে বলা হচ্ছে, পিতা মাতা ও বয়স্ক নাগরিকগনের ভরণ পোষণ এবং কল্যাণমূলক আইন। আইনে বলা হয়েছে বাবা-মায়ের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে ছেলে মেয়েকে। নতুন আইনে বলা হয়েছে বাবা-মায়েরআরও পড়ুন: প্রতি অন্যায় অবিচার হলে তাঁরা মহকুমা শাসকের দ্বারস্থ হতে পারেন। যদি দেখা যায় কোন বাবা-মা তার সমস্ত সম্পত্তি ছেলে মেয়ের নামে লিখে দিয়েছেন, অথচ ছেলেমেয়েরা বৃদ্ধ বাবা মাকে দেখছেন না। তাহলে সে ক্ষেত্রে নতুন আইনে বলা হয়েছে বাবা-মা চাইলে তাঁর সম্পত্তি ফেরত নিয়ে নিতে পারেন।

আরও পড়ুন:  দামী গ্যাস চলবে ২-৩ মাস, রান্নাঘরের ৩টি নিয়ম গ্যাসের খরচ কমবেই, রান্নাও হবে চটজলদি

পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপস্থিত প্রবীণ নাগরিকরা। বয়স্ক নাগরিকরা ব্যাঙ্কে পেনশন তুলতে গেলে সাধারন মানুষের সঙ্গে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়াতে হয়। অনেক অসুস্থ হয়ে পড়েন। বাসে, ট্রেনে, বয়স্ক নাগরিকদের জন্য আলাদা আসনের ব্যবস্থা থাকলেও অনেক সময় তাদেরকে নানাভাবে হেনস্থার স্বীকার হতে হয়। এসব ক্ষেত্রে প্রশাসন যদি একটু উদ্যোগী হন তাহলে অনেক বয়স্ক মানুষ উপকৃত হবেন। অনেক বয়স্ক নাগরিক আছেন যারা বাড়িতে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন। তাদের সচেতন করার পাশাপাশি, তাদের জন্য আইনি কি কি সুযোগ-সুবিধা আছে তা নিয়ে সচেতন করতেই পুলিশের এই উদ্যোগ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

Mamata Banerjee: দ্বিতীয় হুগলি সেতুর উপরে কেন যানজট? ফের মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে কলকাতার নগরপাল

কলকাতা: গতকালই কলকাতার রাস্তাঘাট জবরদখল হয়ে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে৷ চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়তে হল কলকাতার নগরপালকে৷ এবার দ্বিতীয় হুগলি সেতুর উপরে যানজট নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হল বিনীত গোয়েলকে৷

সূত্রের খবর, বাড়ি থেকে নবান্ন আসা যাওয়ার পথে গত কয়েকদিন দ্বিতীয় হুগলি সেতুর উপরে যানজট চোখে পড়ছিল মুখ্যমন্ত্রীর৷ এর পরই এ দিন কলকাতার নগরপালকে ফোন করেন তিনি৷ কেন দ্বিতীয় হুগলি সেতুর উপরে এত যানজট হচ্ছে, নগরপালের কাছে তা জানতে চান মুখ্যমন্ত্রী৷ রক্ষণাবেক্ষণের কাজ চললেও কেন তার জন্য আগে থেকে পরিকল্পনা করা হয়নি, সেই প্রশ্নও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন:  রাজ ভবনে যাবেন না সায়ন্তিকারা! শপথ নিয়ে সংঘাত তুঙ্গে, কড়া হবেন রাজ্যপাল?

মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই তড়িঘড়ি ট্রাফিক নিয়ে বৈঠকে বসেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। দ্বিতীয় হুগলি সেতুর ট্রাফিক পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেন। দ্বিতীয় হুগলি সেতুর দু দিকের লেনেই মেরামতির কাজ চলছে। তার মধ্যেই কিভাবে ট্রাফিক কে সচল রাখা যায় তা নিয়ে বৈঠক করে বলেই কলকাতা পুলিশ সূত্রে খবর।

হুগলি সেতুর উপরে যান চলাচল মসৃণ রাখতে হাওড়া পুলিশ কমিশনারেটের সঙ্গেও আলোচনা শুরু করেছেন কলকাতা পুলিশের কর্তারা৷ যান নিয়ন্ত্রণে হুগলি সেতুর উপরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ! সল্টলেকে পুলিশি অভিযান, অস্থায়ী দোকানের কী হবে

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ! তারপরেই তড়িঘড়ি ব্যবস্থা, সল্টলেকে চলল পুলিশি অভিযান! সল্টলেকে ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিল পুলিশ। সেক্টর ফাইভ-সহ একাধিক এলাকায় অস্থায়ী ব্যবসায়ীদের কড়া নির্দেশ পুলিশের।

Kolkata: গাড়ির ভিতর কিশোর, কলকাতায় গঙ্গায় তলিয়ে গেল গাড়ি! ভয়ঙ্কর ঘটনা! তারপর যা ঘটল…

কলকাতা: ভয়ঙ্কর দৃশ্যের দেখা মিলল কলকাতায়। কলকাতার নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচল কিশোর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও গঙ্গা থেকে গাড়ি উদ্ধারের কাজ চলছে। গঙ্গার ধারে দাঁড় করানো ছিল গাড়ি। তারপরই ঘটে বিপত্তি।

স্থানীয় সূত্রে খবর, রুবির বাসিন্দা ওই কিশোরের পরিবার নিমতলা ঘাট এলাকার মন্দিরে পুজো দিতে এসেছিল। ওই কিশোর গাড়িতে উঠে গিয়ার চেঞ্জ করতেই চাকা গড়াতে শুরু করে।

গাড়ি তোলার চেষ্টা চলছে
গাড়ি তোলার চেষ্টা চলছে

আরও পড়ুন: ভোরের আলো ফুটতেই রক্তে ভাসল EM বাইপাস! কলকাতায় ভয়ঙ্কর ঘটনা, মুহূর্তে সব শেষ

গাড়ি সহ গঙ্গায় পড়ে যায় কিশোর। স্থানীয়দের তৎপরতায় তার প্রাণ রক্ষা হয় বটে। তবে, গাড়িটি তলিয়ে যায় গঙ্গায়। গাড়িটি জল থেকে তোলার চেষ্টা করা হচ্ছে।

Precautions for Cyclone Remal: ধেয়ে এল তীব্র ঘূর্ণিঝড়… মোবাইল ফোন কীভাবে রাখবেন? নিজে কীভাবে সুরক্ষিত থাকবেন, পুলিশ দিল নির্দেশিকা, না মানলেই বিপদ

আর ঘণ্টা তিন-চারেকের মধ্যেই স্থলভাগে আছড়ে পড়বে তীব্র ঘূর্ণিঝড় রিমল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, রবিবার মধ্যরাতেই একাধিক জেলায় তাণ্ডব চালাবে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রিমল।
আর ঘণ্টা তিন-চারেকের মধ্যেই স্থলভাগে আছড়ে পড়বে তীব্র ঘূর্ণিঝড় রিমল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, রবিবার মধ্যরাতেই একাধিক জেলায় তাণ্ডব চালাবে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রিমল।
তার আগে জরুরি সতর্কতা জারি করল প্রশাসন। কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি বিধিনিষেধ, সতর্কতা জারি করা হয়েছে। যেখানে মানুষকে জানানো হচ্ছে, ঝড়ের সময় কী করা উচিত, আর কী নয়। যাতে নিজেদের এবং অন্যদের সুরক্ষিত রাখা যায়।
তার আগে জরুরি সতর্কতা জারি করল প্রশাসন। কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি বিধিনিষেধ, সতর্কতা জারি করা হয়েছে। যেখানে মানুষকে জানানো হচ্ছে, ঝড়ের সময় কী করা উচিত, আর কী নয়। যাতে নিজেদের এবং অন্যদের সুরক্ষিত রাখা যায়।
বিধিনিষেধের তালিকার ছবির সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আজ মধ্যরাত্রের পর বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। সেই প্রেক্ষিতে সহনাগরিকদের নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানাই।’
বিধিনিষেধের তালিকার ছবির সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আজ মধ্যরাত্রের পর বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। সেই প্রেক্ষিতে সহনাগরিকদের নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানাই।’
তালিকায় লেখা, আপনার ছাদ বা বারান্দা থেকে ফুলের পাত্র, ইট এবং অন্যান্য জিনিসপত্র সরিয়ে ফেলুন, কারণ এগুলি ঝড়ের সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে।
তালিকায় লেখা, আপনার ছাদ বা বারান্দা থেকে ফুলের পাত্র, ইট এবং অন্যান্য জিনিসপত্র সরিয়ে ফেলুন, কারণ এগুলি ঝড়ের সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে।
প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাদ্য, জল, ওষুধ এবং পোশাক প্রস্তুত রাখুন। নিশ্চিত করুন যে আপনার মোবাইল ফোন এবং চার্জার সম্পূর্ণরূপে চার্জ করা আছে। মোমবাতি এবং টর্চ হাতের কাছে রাখুন।
প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাদ্য, জল, ওষুধ এবং পোশাক প্রস্তুত রাখুন। নিশ্চিত করুন যে আপনার মোবাইল ফোন এবং চার্জার সম্পূর্ণরূপে চার্জ করা আছে। মোমবাতি এবং টর্চ হাতের কাছে রাখুন।
জলের হাত থেকে গুরুত্বপূর্ণ নথি এবং মূল্যবান জিনিসপত্র রক্ষা করুন। পোষা প্রাণীকে বেঁধে রাখবেন না। যতদূর সম্ভব অস্থায়ী বা ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নেবেন না।
জলের হাত থেকে গুরুত্বপূর্ণ নথি এবং মূল্যবান জিনিসপত্র রক্ষা করুন। পোষা প্রাণীকে বেঁধে রাখবেন না। যতদূর সম্ভব অস্থায়ী বা ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নেবেন না।
পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটি, তার এবং ধারালো বস্তু থেকে সতর্ক থাকুন। কোনও রকম জরুরি পরিস্থিতিতে কলকাতা পুলিশকে 9432610428/9432610429-যোগাযোগ করুন এই হেল্পলাইন নম্বরে
পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটি, তার এবং ধারালো বস্তু থেকে সতর্ক থাকুন। কোনও রকম জরুরি পরিস্থিতিতে কলকাতা পুলিশকে 9432610428/9432610429-যোগাযোগ করুন এই হেল্পলাইন নম্বরে
ঘূর্ণিঝড় রিমল-এর দূরত্ব আরও কমেছে। ঘূর্ণিঝড় নিয়ে বড় আপডেট দিয়েছে ভারতীয় মৌসম ভবন আইএমডি। এই মুহূর্তে সাগর দ্বীপ থেকে ১২৫ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে ঘূর্ণিঝড়।
ঘূর্ণিঝড় রিমল-এর দূরত্ব আরও কমেছে। ঘূর্ণিঝড় নিয়ে বড় আপডেট দিয়েছে ভারতীয় মৌসম ভবন আইএমডি। এই মুহূর্তে সাগর দ্বীপ থেকে ১২৫ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে ঘূর্ণিঝড়।
খেপুপাড়া থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে। ক্যানিং থেকে ১৩৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। বাংলাদেশের মংলা বন্দর থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল।
খেপুপাড়া থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে। ক্যানিং থেকে ১৩৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। বাংলাদেশের মংলা বন্দর থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল।
রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় রিমলের গতিবেগ থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। রাত ১১টা থেকে ১টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা।
রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় রিমলের গতিবেগ থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। রাত ১১টা থেকে ১টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা।

Police Rescued A Girl: উল্টোডাঙা ফ্লাইওভারে নাটকীয় পরিস্থিতি! পাইলট কার থেকে ছুটে গেলেন এএসআই, বাঁচল প্রাণ

কলকাতা: সোমবার রাত আটটা থেকে সাড়ে আটটা৷ কলকাতা ব্যস্ততম ফ্লাইওভারের ধারে এসে দাঁড়াল এক নাবালিকা৷ উপর থেকে নীচে হঠাৎই উঁকি দিচ্ছে সে৷ যেন, মন ঠিক করেই এসেছে, ঝাঁপ দেবে ফ্লাইওভারের উপর থেকে৷  ঠিক সেই সময়েই উল্টোডাঙা ফ্লাইওভারের নীচে ভিআইপি মুভমেন্টের কারণে কলকাতা পুলিশের ওয়্যারলেস ব্রাঞ্চের পাইলট কার দাঁড়িয়ে ছিল৷ আর সেই পাইলট কারের দায়িত্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট সাবইনস্পেক্টর (এএসআই) বিপ্লব সেন ও তাঁর সঙ্গে জনাকয়েক পুলিশকর্মী৷

আশেপাশের লোকজন ফ্লাইওভারের উপরে ওই নাবালিকাকে উঁকি দিতে দেখেই নীচে দাঁড়িয়ে থাকা পাইলট কারের কাছে গিয়ে বলেন ওই নাবালিকার কাণ্ডের কথা৷ সময় নষ্ট না করে কর্তব্যরত অফিসার কলকাতা পুলিশের লালবাজারে তৎক্ষণাৎ বিষয়টি জানান৷ নিজেই উদ্যোগ নিয়ে একেবারে রং রুট, অর্থাৎ উল্টোদিকে গাড়ি ঘুরিয়ে পৌঁছে যান সেখানে, যেখানে সেই নাবালিকা ছিল৷ সেখানে পৌঁছেই ওই অফিসার ওই নাবালিকাকে আটকান৷

এরই মাঝে কলকাতা পুলিশের লালাবাজার কন্ট্রোল রুমে বিষয়টি জানানো হয়, উল্টোডাঙা ট্রাফিক গার্ডেও যায় খবর, ফোন করা হয় মানিকতলা থানাতে৷ অফিসার বিপ্লব সেন ততক্ষণে ওই নাবালিকাকে উদ্ধার করে ফেলেছেন, তার মধ্যেই মানিকতলা থানার দু’জন মহিলা অফিসার এসে হাজির হন, হাজির হন উল্টোডাঙা ট্রাফিকগার্ডের পুলিশ কর্মীরাও৷ কার্যত আত্মহত্যা রোধ করেন কলকাতা পুলিশের আধিকারিকরা৷ কার্যত এএসআই বিপ্লব সেনের উদ্যোগেই রোধ হয় এই আত্মহত্যা৷

ইতিমধ্যে ওই নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন মানিকতলা থানার আধিকারিকরা৷ কথা বলে, জানার চেষ্টা করা হচ্ছে, কেন সে আত্মহত্যা করতে গিয়েছিল৷

Kolkata: কলকাতার কচুরি দোকানে ভয়ঙ্কর কাণ্ড! ভয়ে কাঁপতে-কাঁপতে থানায় তরুণী, ভয়াবহ অভিজ্ঞতা

কলকাতা: শহর কলকাতায় সাত সকালে তরুণীর শ্লীলতাহানির ঘটনা। প্রতিবাদ করে প্রহৃত তরুণীর বন্ধু। ঘটনা টালিগঞ্জ থানা এলাকার শরৎ বোস রোডে। ইতিমধ্যে টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পেয়ে এফআইআর করে তদন্ত শুরু করল পুলিশ। তবে তরুণীর অভিযোগ, তার বন্ধুর অভিযোগ নেওয়া হলেও তরুণীর অভিযোগ নেওয়া হয়নি।

বৃহস্পতিবার সকাল ৬ টা। শরৎ বোস রোডে এক নামী কচুরি স্ন্যাক্সের দোকান। বন্ধুর সঙ্গে তরুণী কচুরী খেতে গিয়েছিলেন। অপেক্ষা করছিলেন দোকানের বাইরে। অভিযোগ, হঠাৎ আট দশজনের একটি গ্রুপ বাইক ও স্কুটি নিয়ে এসে প্রথমে দাঁড়িয়ে থাকা তরুণীর স্কুটিতে ধাক্কা মারে। এরপর পাশে দাঁড়িয়ে তরুণীর উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করে বলে অভিযোগ।

আরও পড়ুন: ভারতের সবচেয়ে বড় পার্ক আছে কলকাতাতেই! একদিনে ঘোরা অসম্ভব! গেলে মুগ্ধ হবেনই, ১০০% গ্যারান্টি

এরপর আবার তরুণীর স্কুটিতে ধাক্কা মারে ওই গ্রুপে থাকা এক যুবক। এরপর তরুণীর বন্ধু প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। তরুণীকেও ধাক্কা মারা হয়। অশালীন গালিগালাজ দেওয়া হয়। ১০০ ডায়াল করেন তারা। এরপর পুলিশ আসে। তাদের টালিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। তরুণীর অভিযোগ, বন্ধুর অভিযোগ পুলিশ নিলেও তার অভিযোগ পুলিশ নেয়নি।

Kolkata: লাখ-লাখ টাকা, সঙ্গে ডলারের পাহাড়! কলকাতায় ধরা পড়া কে এই সঞ্জয়? বড় অভিযান পুলিশের

কলকাতা: ভোটের মুখে খাস কলকাতায় উদ্ধার মার্কিন ডলার। চলছে বাংলায় তৃতীয় দফা নির্বাচন। এর মধ্যেই খাস কলকাতা থেকে উদ্ধার হল মার্কিন ডলার সহ লাখ লাখ টাকা। উদ্ধার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। শহরে ভোটের আগে কোথা থেকে এল এই বিপুল পরিমাণ টাকা, তা নিয়ে উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, সোমবার রাত ৮টা নাগাদ হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকেরা বাজেয়াপ্ত করেন প্রায় আট লাখ টাকা। পুলিশ সূত্রে খবর, আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে এক সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করেন হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত এলাকা থেকে।

আরও পড়ুন: ‘রাজ্যকে শূন্যপদ তৈরি করতে হল কেন?’ SSC মামলায় বড় প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে!

তারপর ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে বাজেয়াপ্ত হয় ভারতীয় মুদ্রায় নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা এবং তিন হাজার US ডলার। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম সঞ্জয় কুমার যাদব। তার বয়স ২৫ বছর। বিহারের বাসিন্দা সঞ্জয় কর্মসূত্রে হাওড়ায় থাকেন।

ঘটনার সঙ্গে বিদেশের অর্থ লেনদেন কোনও যোগাযোগ রয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

Kolkata College Student: কলকাতার কলেজের ছাত্রের কাছে এত অস্ত্র-বোমার মশলা! গড়িয়ায় হানা দিয়ে তাজ্জব পুলিশ

অর্পন মণ্ডল, নরেন্দ্রপুর: নরেন্দ্রপুর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ত্রিশ রাউন্ড কার্তুজ সহ বোমা বানানোর মশলা ও আরও অন্যান্য সামগ্রী উদ্ধার পুলিশের। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুরের ৫২ পল্লী এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। আর আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ ৫ কিলো বোমা বাঁধার মশলা উদ্ধার করে নরেন্দ্রপুর থানার পুলিশ।

গড়িয়ার বাহান্নপল্লী থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র সহ গ্রেফতার দুই। বিজয় হালদার ওরফে ভুতম, হিরন্ময় নস্কর ওরফে রানা। এদের কাছ থেকে উদ্ধার ১টি ওয়ান শাটার, ২টি ৭ এমএম পিস্তল, লাইভ কার্তুজ ৩০ রাউন্ড, বারুদ ৫ কেজি। সুতলি ২৫টি বান্ডিল উদ্ধার করে। হিরন্ময়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই সব অস্ত্রসস্ত্র।

আরও পড়ুন: পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু কিশোরের! গুরুতর জখম আরও দুই, অভিষেকের সভার আগেই বিপত্তি

বিজয় দাগী আসামী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুনের মামলা আছে। এর আগেও তাকে গ্রেফতার করা হয়। কোথা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এরা অস্ত্র চোরাচালান কারবারের সঙ্গেও যুক্ত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।