ট্রলার

South 24 Parganas News: ইলিশ ধরতে গিয়ে ট্রলার থেকে পা পিছলে গভীর সমুদ্রে! মৃত মৎস্যজীবী

দক্ষিণ ২৪ পরগনা: মাছ ধরতে গিয়ে সমুদ্রের বুকে তলিয়ে গিয়ে মৎস্যজীবীদের মৃত্যুর ঘটনা উঠে আসে মাঝে মধ্যেই। এবছরও তার কোনও ব্যতিক্রম হল না। মাছ ধরতে গিয়ে মৃত্যু হল মোহন মাঝির। সূত্রের খবর মোহন অন্যান্য মৎস্যজীবীদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল গভীর সমুদ্রে। জম্বুদ্বীপ থেকে আরও গভীরে বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরার সময় ট্রলার থেকে পা পিছলে পড়ে যায় । প্রথমে মোহনের সঙ্গে থাকা মৎস্যজীবীরা তাকে খোঁজার চেষ্টা করলেও, তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে খবর যায়, উপকূলরক্ষী বাহিনীর কাছে। গত দু’দিন নিখোঁজ থাকার পর উপকূল রক্ষী বাহিনী তল্লাশি চালিয়ে ফ্রেজারগঞ্জ থেকে ৭০কিমি দূরে সাগরের জল থকে উদ্ধার করে মৃত মৎস্যজীবীর দেহ।দেহ উদ্ধারের পর দেহটি হলদিয়া নিয়ে যায় উপকূল রক্ষী বাহিনী। দেহ ময়নাতদন্তের পর আজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন: মাঝনদীতে বিপদের আশঙ্কা! বিধিনিষেধ সত্ত্বেও যাত্রীবোঝাই লঞ্চে যাচ্ছে গ্যাস সিলিন্ডার

মৃত মোহন মাঝি (৫৫) কুলপির হাঁড়ার বাসিন্দা। ডায়মন্ড হারবার সুলতানপুর মৎস্যবন্দর থেকে এফবি বাবা লোকনাথ ট্রলারে চেপে ১৪ জন মৎস্যজীবীর সঙ্গে ইলিশ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল।গত ১১ জুলাই জম্বুদ্বীপ থেকে আরও গভীরে মাছ ধরার সময় পা পিছলে পড়ে যান ওই মৎস্যজীবী। নিখোঁজ হওয়ার পর মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে উপকূল রক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরেই উপকূল রক্ষী বাহিনী আকাশ এবং জলপথে তল্লাশি শুরু করে। এদিকে এই খবর এলাকায় আসতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। পরিবারের সকলেই মোহনের শেষকৃত্য করার জন্য অপেক্ষা করছেন। ঘটনার আকস্মিকতায় তারা খুবই মর্মাহত।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক