সাপ উদ্ধার 

Jalpaiguri News: রান্না করতে গিয়ে আচমকা একটা শব্দ… উনুনের ভিতর ওটা কী! বাপরে… চোখ যেতেই সর্বনাশ

জলপাইগুড়ি: বর্ষা এলে চারদিকে সাপের উপদ্রব বেড়ে যায়। প্রতিনিয়ত শোনা যাচ্ছে কারও শোবার ঘরে বা কারও রান্নাঘরে সাপ দেখা যাচ্ছে। এরকমই এক ঘটনা ঘটলো ক্রান্তি ব্লকের ধুদিবস্তিতে।

খাবির আলমের রান্নাঘরে কাঠের উনুনে দেখা দিল সাপ। আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন বাসিন্দারা। পরে কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জের বনকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা ছুটে আসেন ঘটনাস্থলে। এবং সাপটিকে উদ্ধার করেন। সাপটিকে আপালচাঁদ জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে।

বাড়ির মালিক খাবির আলম জানালেন, সকালবেলা চা করতে গিয়ে রান্নাঘরের উনুনে সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির লোকজন। বনদফতরের সঙ্গে যোগাযোগ করলে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। সাপটি নির্বিষ ছিল বলে জানা গিয়েছে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।