বোলিং কোচ বলেছেন, ভবিষ্যতে ক্রিকেটে অলরাউন্ডারদের দাপাদাপি থাকবে। টি-২০ ও একদিনের ক্রিকেটে ভারতীয় ম্যানেজমেন্ট রিঙ্কু, সূর্যকুমার ও শুভমানের মতো ব্যাটারদের দিয়ে বোলিং করিয়েছে। ভবিষ্যতে এমন পরীক্ষা-নীরিক্ষা আরও হতে পারে। এমনটা হলে প্রতিপক্ষের কাছে চমক হবে।

Gautam Gambhir: একের পর এক ধাক্কা গম্ভীরের! হেড কোচ হওয়ার পরে ৫ প্রস্তাব খারিজ করেছে বিসিসিআই

আইপিএলে কেকেআরের মেন্টর হিসাবে ট্রফি জেতার পরেই ভারতের কোচ হওয়ার সুযোগ আসে গৌতম গম্ভীরের সামনে।
আইপিএলে কেকেআরের মেন্টর হিসাবে ট্রফি জেতার পরেই ভারতের কোচ হওয়ার সুযোগ আসে গৌতম গম্ভীরের সামনে।
কোচ হিসাবে কেমন সাফল্য আনবেন সেই নিয়ে সমর্থকদের মধ্য়ে কৌতূহলের অভাব নেই।
কোচ হিসাবে কেমন সাফল্য আনবেন সেই নিয়ে সমর্থকদের মধ্য়ে কৌতূহলের অভাব নেই।
কোচ হয়ে সাপোর্ট স্টাফ কারা কারা হবেন, সেটা বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে গৌতম গম্ভীরকে। সেখানে বোলিং কোচ কে থাকবেন সেই প্রস্তাব তিন বার খারিজ করে দিয়েছে বিসিসিআই।
কোচ হয়ে সাপোর্ট স্টাফ কারা কারা হবেন, সেটা বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে গৌতম গম্ভীরকে। সেখানে বোলিং কোচ কে থাকবেন সেই প্রস্তাব তিন বার খারিজ করে দিয়েছে বিসিসিআই।
বোলিং কোচ হিসাবে শেষে মর্নি মর্কেলের নাম প্রস্তাব করেছিলেন গম্ভীর। পত্রপাঠ সেই নাম খারিজ করে দিয়েছে বোর্ড। এর আগে গম্ভীরের প্রস্তাব করা বিনয় কুমার এবং বালাজির নামও খারিজ করে দিয়েছিল বিসিসিআই।
বোলিং কোচ হিসাবে শেষে মর্নি মর্কেলের নাম প্রস্তাব করেছিলেন গম্ভীর। পত্রপাঠ সেই নাম খারিজ করে দিয়েছে বোর্ড। এর আগে গম্ভীরের প্রস্তাব করা বিনয় কুমার এবং বালাজির নামও খারিজ করে দিয়েছিল বিসিসিআই।
শুধু বোলিং কোচ নয়, ফিল্ডিং কোচ হিসাবেও গম্ভীরের প্রস্তাব করা দু’জনের নাম খারিজ করে দিয়েছে বোর্ড। যার মধ্যে রয়েছেন রায়ান টেন ডেস্কটে এবং জনটি রোডস।
শুধু বোলিং কোচ নয়, ফিল্ডিং কোচ হিসাবেও গম্ভীরের প্রস্তাব করা দু’জনের নাম খারিজ করে দিয়েছে বোর্ড। যার মধ্যে রয়েছেন রায়ান টেন ডেস্কটে এবং জনটি রোডস।